somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

ওয়াহিদ সাইম www.facebook.com/wahidsaaim1

আমার পরিসংখ্যান

ওয়াহিদ সাইম
quote icon
আভ্যন্তরীণ আদিম পশুত্বের নিয়ন্ত্রনে সদা সচেষ্ট মানুষ আমিও আর সবার মত।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নবীজির দেশে

লিখেছেন ওয়াহিদ সাইম, ১২ ই জুন, ২০১৮ রাত ১১:১৪

তোমার আজন্ম বিশ্বাসের ভিত কি এতটুকু নড়েনি
ঐ আপাদমস্তক জুব্বাধারীদের তুমি কি
বেহেস্তের দিশারী ভাবো এখনো!
দিনের পর দিন মাসের পর মাস, রাত নেই দিন নেই
জানোয়ার গুলোর যৌনলিপ্সায় ক্ষত-বিক্ষত
তোমার শরীর।
জাহান্নামের আগুনে জলে ছাই হয়ে
প্রতিরাত নিজের মৃত্যু চাইলেও তুমি মরো না
আবার জন্মাও; পুনরাবৃত্তির জন্য।
নবীজির দেশে।

জুন ০৬, ২০১৮

বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!

স্বগতোক্তি (১০)

লিখেছেন ওয়াহিদ সাইম, ০১ লা মে, ২০১৮ রাত ৩:২১

কথা দিচ্ছি চিরসবুজ থাকবো
বার্ধক্য আমার হৃদয়-মন ছুতে পারবেনা
যুবক থাকবো আমৃত্যু,আজীবন।
মৃত্যুভয়ে মূর্খান্ধতার লেবাসাচ্ছাদিত হয়ে
মুক্তাঙ্গন ছাড়বো না,
মানব-ধর্মাদ্ভাসনের প্রয়াসে
ঘুম ভাংগবে আমার প্রতিদিন।
শুধু তুমি সাথে থেকো
বন্ধু আমার।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

স্বগতোক্তি (৯)

লিখেছেন ওয়াহিদ সাইম, ১৬ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:০৪

জানিনা আমরা কিভাবে এখানে
বর্তমানের অস্তিত্বতে
জীব-জন্তু,গাছ-পালা
আমরা সবাই।
জানিনা আমরা কি
জীবন কি।
জন্ম-মৃত্যুর এই চক্রে
বেঁচে আছি শুধু।
এই আমি আমার নয়, এই অস্তিত্ব আমার নয়
অন্য কারো, অন্য কিছুর।
যা দেখি-জানি-বুঝি বলে মনে করি
তা আসলে দেখি না,জানি না,বুঝি না।
স্বীকার করি নিজের অজ্ঞতা
নিজের অন্ধত্ব, দাসত্ব ;
নির্মম কারাগারে।

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

****

লিখেছেন ওয়াহিদ সাইম, ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:৩২

মানুষের মনুষ্যত্ব, এর উৎকর্ষতা পরিমাপ করা যায় বিশ্বের সবচেয়ে বেশী নিপিড়িত-নির্যাতিত-বঞ্চিত মায়ানমারের সংখ্যালঘু রোহীংগা জন গোষ্ঠীদের প্রতি সহানুভতি-অসহানুভতি দেখে, পার্বত্য চট্টগ্রাম-সিলেট-ময়মনশিংহের পিছিয়ে পড়া হতদরিদ্র পাহাড়ীদের সমস্যা-বঞ্চনা হৃদয় দিয়ে বুঝার চেস্টা বা চেষ্টা না করার মধ্যদিয়ে, মনুষ্যত্ব বুঝা যায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান জন গোস্ঠীর প্রতি আচরন, তাদের অধিকারের প্রতি আন্তরিকতা, শ্রদ্ধা-অশ্রদ্ধার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

যখন মানুষ ছিলাম না

লিখেছেন ওয়াহিদ সাইম, ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১২:১৬

আমিও ধর্ষক, আমিও পুরুষ
কোন মায়ের সন্তান ছিলাম,কারো ভাই ছিলাম, মুসলিম ছিলাম
তবে মানুষ ছিলাম না।
ধর্মান্ধ ছিলাম, বেহেস্ত-লোভী ছিলাম, দোজখের ভয়ে ভীত ছিলাম
যৌনকাতর ছিলাম,সত্তুর হুরের স্বপ্নাভিলাসে প্রজ্জ্বলিত ছিলাম
কিন্তু মানুষ ছিলাম না।
নিজের ভুলের দায় কাল্পনিক ইবলিসে চাপিয়ে
ভন্ডামির খোলস গায়ে চেপে পার পেয়ে যেতে চাইতাম।

মানুষ হয়ে উঠেছি
সে দাবী করার সাহস করি না।
তবে এখন সাহস... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!

স্বগতোক্তি (৮)

লিখেছেন ওয়াহিদ সাইম, ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১০:৪২

থাকো তোমরা পড়ে
মিথ্যে সান্তনার তৃপ্ত গুহায়,
কি দরকার সূর্যালোকে বেরিয়ে আসার,
পুরানো পুঁথিরই স্বপ্নিল কাব্য আঁক।
জন্মাবধি অন্যের তুলে দেয়া স্বার্থপর দেয়ালের গাঁথুনি
নিজেরাই পোক্ত করো আকাশ ছোয়া উচ্চতায়,
বার বার দাসত্বের শৃংখল পরো, অন্যদের পরাও।
তোমরা ধর্মান্ধ, সভ্যতার দুষ্ট ইঁদুর;
নিকৃষ্ট পরজীবি।
হয়তো তোমরদের কথাই ঠিক;
স্রষ্টা তোমাদের কবুল করেনি।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

স্বগতোক্তি (৭)

লিখেছেন ওয়াহিদ সাইম, ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১:৫৩

মানুষ মাত্রই ভুল
তাই তোমার পুরনো অপরাধকে মানব ভুল ভেবে
ক্ষমা করে দিয়েছিলাম তোমায়।
সময়ের স্রোতে মাস-বছর-যুগ পেরিয়ে যখন দেখি
এখনো তোমার সুপ্ত সর্পিল লেলিহান জিহ্বায়
শয়তানী বিষ বাষ্প, আপাদমস্তক তোমার ভন্ডামি।
তখন মনে হয়
আসলে তোমাকে আমি ক্ষমা করিনি
তোমায় আমি ক্ষমা করেতে পারিনা
তুমি যে ক্ষমার অযোগ্য
তোমার কৃতকর্মের শাস্তী তোমায়
পেতেই হবে।

জুন ১২, ২০১৭ বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     like!

স্বগতোক্তি (৬)

লিখেছেন ওয়াহিদ সাইম, ২৮ শে মে, ২০১৭ রাত ১২:২৪

(১)
তোমার এই রহমতের স্বাদ
আরেকজনের কেয়ামতের বিস্বাদ,
এই লাভের জয়োল্লাস
আরেক জীবনের ভাগ্যের পরিহাাস।

(২)
এই বৃষ্টি আকাশ থেকে আসে না
মাটি থেকেই আসে।
স্বপ্নগুলোও আসে মাটি থেকে,
হয়তো শুধুই মাটি থেকে নয়।
তবে তোমার ঘুনে ধরা
অন্ধকারের পুঁথি থেকে নয়।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

স্বগতোক্তি (৫)

লিখেছেন ওয়াহিদ সাইম, ২৬ শে মে, ২০১৭ রাত ১২:০১

তোমার বিশ্বাসের ভিত্তি-ই মিথ্যে,অযৌক্তিক
সেকেলে চাতুর্য্যে ভরা।
অথচ তুমি স্বপ্ন দেখাও ন্যায় বিচারের
সামাজিক ন্যায্যতার।
তোমার আদর্শের ইতিহাস
তরবারির অমার্যনীয়তায়, অভিশপ্ত সম্পদের রক্তাক্ত
লালসায়,কাল্পনিক ওপারনামায়।
অথচ তোমার বুলি শান্তির , বৈষম্যহীনতার।
আর দৈনন্দিন ভন্ড জীবনযাপনে
দূর্বোধ্য তোমার যুক্তি;
হয়তো তুমি মুখ লুকাও আয়নায়।
ধিক তোমার প্রচেষ্টায়।

মে ২২,২৫, ২০১৭

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

কষ্ট

লিখেছেন ওয়াহিদ সাইম, ০৭ ই মে, ২০১৭ রাত ১:০২

কাঁদতে কাঁদতে জীবনভর
দু'চোখে শুকালো বেদনাশ্রু,
আর শেষবেলায় জানলাম এটা
কান্নার দিন, সব হারানোর দিন।

বুকের ব্যথা বুকেই চেপে রেখে
মুগ্ধ হই সামুদ্রিক উৎসবে
রক্তিম স্রোতে ভেসে যেতে।

আমাকে স্রষ্টায় বিশ্বাস করতো বলো
তবে স্রষ্টার মুখাপেক্ষী হতে বলো না
তাহলে আমি বিশ্বাস হারাবো।

মে ০৬, ২০১৭ বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৯ বার পঠিত     like!

স্বগতোক্তি (৪)

লিখেছেন ওয়াহিদ সাইম, ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৫:১৫

যেতে যেতে আমি অনেক বেশী দূরে চলে গেছি,
ভুলে গেছি ফিরে আসার পথ
চাইলেও আর ফিরতে পারিনা পুরোনো ঠিকানায়।।

হারিয়ে গেছে কত মুখ,
অচিন মুখে ভরেছে পথ প্রান্তর।
শুধু আমি থেকে যাই
অপ্রাসঙ্গিক,নিভৃতচারী।

এপ্রিল ২৫, ২০১৭

বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

অ্যাডিক্ট

লিখেছেন ওয়াহিদ সাইম, ০১ লা মে, ২০১৭ বিকাল ৪:২৩

তোমার সামুদ্রিক সৌন্দর্য্যে আমি অবগাহন করতে করতে
আকাশের বিশালতাকে ভুলে যাই
বিস্মৃত হয় জীবনের সার্থকতা।`
গতানুগতিক ব্যস্ততার গ্রিডলকে স্থবির
প্রগতিশীলতায়
পেরকাবদ্ধ বিবেকের জন্মান্ধ দেয়ালে
মুখ থুবড়ে পড়ে থাকে মানবিকতা।

পার্থিব সৌন্দর্য্যে মাতাল অদম্য
নেশায় পরিতৃপ্ত নেশাখোর আমি
সত্তুর হুরের নিকুচি করি
দিনরাত।

বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

এককোষী জীবন

লিখেছেন ওয়াহিদ সাইম, ২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

তুমি আমার সারা দেহে জড়িয়ে আছো
মিশে আছো হৃদয়ে অস্তিত্বে ঘরে বাহিরে সবখানে।
তোমার অদম্য নিশ্পাপ প্রেমের উচ্ছ্বলতায়
ফিরে অস্তিত্ব আমার ।
তবু আমার একা থাকতে ভালো লাগে,
ভালো লাগে ভাবনায় বুদ হতে নিঃসংগ নিজস্বতায়।
ভালো লাগে আকাশ-পাতাল ভাবতে।
পড়তেও ইচ্ছে করে ,
কপাল কুন্ডুলা শবনম গীতান্জলী রবীন্দ্রনাথ জীবনানন্দ
ইতিহাস বিজ্ঞান দর্শন রাষ্ট্রনীতি সমাজ নীতি অর্থনীতি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

স্বগতোক্তি (৩)

লিখেছেন ওয়াহিদ সাইম, ২৩ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩০

আসা-যাওয়া এই দু'য়ের মধ্যেই সীমাবদ্ধ জীবন
তা মনে হয় না।
মনে হয় আরো অনেক কিছু হয় এখানে
তোমার-আমার দৃষ্টি আর উপলদ্ধির অগোচরে।
হয়তো এই আসা-যাওয়ার উপলদ্ধিই
আমাদের ভুল।
হয়তো কেউ আসে না, কোন কিছুই আসে না
কেউ যায় না, কোন কিছুই যায় না
সবই বিভ্রান্তি।


বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

স্বগতোক্তি (২)

লিখেছেন ওয়াহিদ সাইম, ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২১

মিথ্যা ভয়ের বেড়াজালে শৃংখলিত তোমার চিন্তার স্বাধীনতা
তুমি অন্ধ নির্দোষ ক্রীতদাস,
কপট ভাষণে ঈমান আনো তুমি ভন্ড অস্বীকার করো
মাটির স্তরের ইতিহাস।

বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮১৭৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ