somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবি ঠাকুরের যে গানগুলো নিঃশ্বাসের সাথে মিশে আছে (ভিডিও এবং ভাবনা)

৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন এক ব্লগারের সাথে কথায় কথায় জানতে পেরেছিলাম যে তিনি শেষের কবিতা পড়েননি!! শুনে অবাক হয়েছিলাম। কিন্তু তার আসলেই দোষ নেই। আমাদের জেনারেশনটাই এমন। জাস্টিন বিবারের বেবি, সাইয়ের গ্যাংনাম স্টাইলের ভিরে কে আর মরে যাওয়া বুড়ো মানুষটাকে মনে রাখবে!! আমরা পুরনোকে পেছনে ফেলে নতুনের দিকে এগিয়ে যাচ্ছি। সে নতুন খারাপই হোক আর ভালোই হোক, বিদেশি হলেই হাসিমুখে গিলে ফেলি। কিন্তু এই কর্পোরেট যুগেও যারা রবিঠাকুরকে মনে প্রানে লালন করেন তাদের জন্যে এই পোষ্ট।

১) আমারো পরানো যাহা চায়

Amar Poran Jaha Chay

প্রিয় লাইন:
যদি আর ও কারে ভালবাসো
যদি আর ও ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও
তাই যেন ও পাও
আমি যত ও দুঃখ পাই গো

ভাবনা: এই লাইনগুলো পড়লে বুকের ভেতরটা ধক করে উঠে। আচ্ছা কাউকে কি এতটা ভালবাসা যায় যে সে অন্য কারও হলেও দু্‌ঃখ থাকবেনা? আমার না এমন পাগলের মতো কাউকে ভালবাসতে ইচ্ছে হয়। কিন্তু আমি যে পসেসিভ মেয়ে, নিজের হাতে তুলে দেওয়া তো দূরের কথা, আমার সে অন্য কারও দিকে তাকালেও চোখ গেলে নেব। হা হা। তবে তারা লাকি যারা এতটা বিলীন হয়ে কাউকে ভালবাসতে পারে।

২) চরণ ধরিতে দিও গো আমারে

Chorono Dhorite Deogo Amare

প্রিয় লাইন:
চরণ ধরিতে দিও গো আমারে,
নিও না নিও না সরায়ে।
জীবন- মরণ, সুখ-দুখ দিয়ে,
বক্ষে ধরিবো জড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে।

ভাবনা: অনেকে বলে থাকেন গানটা ভজন, ইশ্বরকে উদ্দেশ্য করে লেখা। আর অনেকে বলেন রোমান্টিক। আমার কাছে আপাদমস্তক রোমান্টিক। কারো পায়ের কাছে জায়গা চাওয়াটা আজকাল নিঃসন্দেহে ট্যাকি মনে করা হবে। আজকাল অনেক ঠোটে জায়গা পেতে চায়।সেটাই প্যাশন, এবং ফ্যাশন। কিন্তু কি পরিমাণ আবেগ থাকলে যে কারও চরণ ধরেও সম্মানিত মনে হয়, নিজেকে ভাগ্যবান মনে হয় তা
ভেবে ভেবে অবাক হই। আর সবকিছু দিয়ে বুকে জড়িয়ে ধরার কথাটা! সিম্পিলি রোমান্টিক।

৩) বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥

প্রিয় লাইন:
অন্ধকারে রেখেছি ঢেকে তারে
এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান ॥

Badolo Dinero Prothom

ভাবনা: রবিঠাকুরের গানের কথা হচ্ছে আর বৃষ্টির গান থাকবেনা তাতো হয়না। "সুরের ক্ষেতের প্রথম সোনার ধান" লাইনটা বার বার রিপিট দিয়ে শুনি। এই লাইনটা শুনলে কেমন যেন লাগে। বোঝাতে পারব না। তাই পরের গানে চলে যাচ্ছি।

৪) যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে॥

Jodi tur dak shune keu na ase

প্রিয় লাইন: প্রতিটি লাইন।

ভাবনা: জীবনে যখনই আলাদা কিছু করেছি সাহস এই গানটা থেকে পেয়েছি। এই গানটার সহজ মানে হচ্ছে be yourself। যা আজকালকার দিনেও সমাজের ভয়ে আমরা করতে পারিনি, তা রবি ঠাকুর সে যুগে লিখেছিলেন!! এজন্যেই তিনি কালজয়ী, যারা নিজের যুগের চেয়ে দুইশ বছর এগিয়ে থাকে তারাই তো কালজয়ী তাই না?

৫) বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।

Bipode more rokkha koro
এটার গান সুন্দর কিন্তু আবৃত্তিটা মারাত্মক। তাই দিলাম।

প্রিয় লাইন:
নম্রশিরে সুখের দিনে
তোমারি মুখ লইব চিনে,
দুখের রাতে নিখিল ধরা
যেদিন করে বঞ্চনা
তোমারে যেন না করি সংশয়।

ভাবনা: এই গানটা প্রথম একটা বাংলা ছবিতে শুনি। অনেকদিন পর্যন্ত ভাবতাম সে ছবিরই গান। কি পাগল না আমি!! ছোট ছিলাম বলে হয়ত রবিঠাকুরের গানের আলাদা ভাবটা ধরতে পারিনি। এখন অবশ্য শুনলেই বুঝি এটা লালন, রবিঠাকুর বা নজরুলগিতী। এটা উপাসনামূলক গান। আসলেই ভাল সময়ে আল্লাহকে যেন না ভুলি, আর খারাপ সময়ে বিশ্বাসে যেন ফাটল না ধরে।

আরও হাজারটা গান আছে। সবগুলো নিয়ে পোস্ট দিলে এক জীবন লেগে যাবে। তাই আজ এখানেই বিদায় বন্ধু বিদায়।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
২৭টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯



দেহটা মনের সাথে দৌড়ে পারে না
মন উড়ে চলে যায় বহু দূর স্থানে
ক্লান্ত দেহ পড়ে থাকে বিশ্রামে
একরাশ হতাশায় মন দেহে ফিরে।

সময়ের চাকা ঘুরতে থাকে অবিরত
কি অর্জন হলো হিসাব... ...বাকিটুকু পড়ুন

রম্য : মদ্যপান !

লিখেছেন গেছো দাদা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৩

প্রখ্যাত শায়র মীর্জা গালিব একদিন তাঁর বোতল নিয়ে মসজিদে বসে মদ্যপান করছিলেন। বেশ মৌতাতে রয়েছেন তিনি। এদিকে মুসল্লিদের নজরে পড়েছে এই ঘটনা। তখন মুসল্লীরা রে রে করে এসে তাকে... ...বাকিটুকু পড়ুন

মেঘ ভাসে - বৃষ্টি নামে

লিখেছেন লাইলী আরজুমান খানম লায়লা, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩১

সেই ছোট বেলার কথা। চৈত্রের দাবানলে আমাদের বিরাট পুকুর প্রায় শুকিয়ে যায় যায় অবস্থা। আশেপাশের জমিজমা শুকিয়ে ফেটে চৌচির। গরমে আমাদের শীতল কুয়া হঠাৎই অশীতল হয়ে উঠলো। আম, জাম, কাঁঠাল,... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

×