somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

বৃষ্টির চোখে জল ও অন্যান্য (হাজারতম পোস্ট)

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৃষ্টির চোখে জল

অঘোর বৃষ্টিতে ভিজে গেছে মন— আকাশ কেঁদেছে
সূর্যটা হারিয়ে গেছে —ভিজে গেছে রাজপথ
ঝিরিঝিরি হাওয়া বহিছে—বৃষ্টি থেমে গেছে
তারো কী আছে আপন কক্ষপথ ?
হাওয়ায় মিশে আছে বৃষ্টির শীতলতা
আরো ক'ফোটা জল পড়বে বোধ হয়
ঢিমেতালে ঝরবে বোধ হয়-আর বেশি নয়।

বৃষ্টির আমেজে—মনটা উদাস
মনময়ূরী, উঠরে নেচে—বৃষ্টিস্নাত মেঘলাদিনে।
একেলা দিন কাটে কী করে ও সোনা বউ
বৃষ্টি ভেজা পাখির পালক—পাখির ঠোঁট, বৃষ্টিখেকো একটা চাতক!
বৃষ্টির জলে —কাব্য উঠুক—ময়ূরী তোর রূপের নেশা
লেগেছে মোর আজ দু'চোখে, একেলা আমি দারুন হতো
আসতে যদি সঙ্গোপনে —মধুর বিভোর অভিসারে
আরও ক’ফোটা জল চোখে আমার জমা আছে
এখনই ঝরবে বোধ হয়— ভালোবাসার অর্ঘ্য ঢেলে
প্রিয়তমা তোর চরণ তলে অথবা গলে
খুব বেশি না কফোটা জল ভালোবাসার রংমহলে।


নির্জনতা


আমি উত্তাল জনসমুদ্রে গিয়েছি
পঙ্গপালের মতো মানুষের শোরগোল
সেখানে আমি নির্জনার স্বাদ আস্বাদন করেছি।

অজস্র পথিকের ভীড়ে একাকিত্বের কড়ালগ্রাসে
নিজেকে এক ধ্যানমগ্ন একা মানুষ হিসেবে পেয়েছি।

মিছিলে শ্লোগানে—প্রচন্ড শোরগোলে
আমি নৈ:শব্দের নৈস্বর্গে ডুবে থেকেছি ।
সুদূর লঙ্কাবে কেবলকারে -পরিযাজকের
ভিড়ে নির্জনতা সঙ্গী করে হেটেছি বিস্তর পথ।

কবিতা আমাকে আবিষ্ট রাখো
আমাকে নদীর জলের মতো প্রবাহিত করো
ভাবনার ভেলায় চড়ে বিশ্বপরিভ্রমনে
কতবার শুধিয়েছি নিজের কাছে—তুমি কী!
অন্যসবের মাঝে সব আছে
সুঢৌল পাহাড়- উপত্যকা ফাটল ঝরণা
অহংকার করার মতো কিছু নও তুমি
খুব সাধারণ আর দশটা মানবীর মতন
অথচ সব সাধারণ নিয়ে তুমি অনন্যা
তুমি অতুলনীয়া— তুমিহীনা বিরাণ পৃথিবীতে
তুমি যেন ঐশ্বর্যের আধার দিয়েছো ঢেলে তাতে।
তুমি যেন মানবী নও আকাশের অপসরা
নিখুঁত কারুকাজ বুকে আমার সুপ্রিয় কলমদানি
এই লও কলম পান করো যমুনার দুধসাদা জল ।



অনুরোধ

একসাথে মরবি না হয় মরবি
তবু তোরা দে কথা দে
গণতন্ত্রের পালে লাগিয়ে হাওয়া
সোনার এক দেশ গড়বি।

একাত্তুরে মরেছিলি আবার না হয় মরবি
স্বৈরাচারের বিষদাঁত ভেঙে সোনার এক দেশ গড়বি।

মুজিব- জিয়া নাকি আইয়ুব খান-ইয়াহিয়া
কার ঘরে তোর পাশার দানটা রাখবি?


হিসেব নিকেশ খুবতো সোজা
সহজে তা যায়রে বুঝা ।
ভাসানি কি পদে ছিল? তার ভূমিকায় থাকবি।
সে কী কারো চেয়ে ছোট একটু ভেবে রাখবি।

মানুষ মারার যন্ত্র থেকে দেশমরার তন্ত্র থেকে
বাঁচিয়ে মোদের গনতন্ত্রের পতাকা উড়িয়ে
—ভালোবাসার নীলাকাশে ভাসবি।

....................................................
যিনি একজন ব্লগার সন্দেহাতীত ভাবেই তিনি একজন আধুনিক সৃজনশীল মানুষ। অনেক কিছু নিয়েই ব্লগিং হতে পারে ভ্রমন কাহিনী, গল্প, উপন্যাস কবিতা। আমি মূলত কবিতা লিখি। আমার কাছে কবিতাই সেরা। ব্লগ সৃজনশীলতা চর্চার সর্বোত্তম স্থান। এখানে লিখে লেখার মান সম্পর্কে তৎক্ষনাৎ ধারণা লাভ করা সম্ভব হয় । এটা নিজেকে ঝালাই করে নেয়ার দারুন একটা জায়গা। ফলে যে যাই লিখুক এখান থেকে তার গুণের সর্বোচ্চ উত্তরণ সম্ভব। ব্লগ আমাকে পরিচিত করেছে অনেক নতুন মুখ প্রিয়মুখের সঙ্গে। দারুন সব সৃজনশীল মানুষের সঙ্গে। মামুন রশিদ, কান্ডারী অথর্ব, নেক্সাস, অন্যমনস্ক শরৎ, জাদিদ, আমিনুর , ঘুড্ডির পাইলট, শিপু ভাই,
সুমন কর, স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন, জুন, সোহানী, আরজু পনি, জানা, শায়মা, গিয়াস লিটন, নীল সাধু, রোদেলা, রাজীব নূর, প্রামানিক, নীল পরি প্রমুখ ব্লগারের সঙ্গে।

বাকপ্রবাস, সনেট কবি, খায়রুল আহসান, কাউসার চৌধুরী,পদাতিক চৌধুরী ,ওমেরা ,শিখা, চাঁদগাজী, কাইকর, নিজাম মন্ডল আরও অনেক নতুন ব্লগারে সঙ্গে সখ্যতা গড়ে ওঠেছে তাদের দারুন সব পোস্ট পাঠ করে। তাদের কমেন্ট আমাকে উৎসাহ দিয়েছে প্রেরণা দিয়েছে, পথ দেখিয়েছে নতুন ভাবে ভাবতে শিখিয়েছে ।
তাদের উৎসাহ প্রেরণা কমেন্ট লাইক প্রভৃতি নিয়ে আমার এই হাজার পোস্টের মাইলফলক অতিক্রম করা। আমার যারা শুভাকাঙ্খি ব্লগার তাদের উদ্দেশ্যে এই পোস্ট খানি উৎসর্গ করা হলো ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
২৮টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুড়ি শব্দের গল্প

লিখেছেন করুণাধারা, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭



জলে ভাসা পদ্ম আমি
কোরা বাংলায় ঘোষণা দিলাম, "বিদায় সামু" !
কিন্তু সামু সিগারেটের নেশার মতো, ছাড়া যায় না! আমি কি সত্যি যাবো? নো... নেভার!

সানমুন
চিলেকোঠার জানালায় পূর্ণিমার চাঁদ। ঘুমন্ত... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×