somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিপটিক ফেইট : স্টুডিও অ্যালবামের লিরিক্স সংকলন

৩০ শে অক্টোবর, ২০১১ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোট এলবাম ৩টা।

Ends Are Forever (১৯৯৪)
শ্রেষ্ঠ (২০০২)
দানব (২০০৬)





Ends Are Forever (১৯৯৪)




Ends are forever
i think the time is here for me to make my move
i think the time is here for me to once and for all choose
no more hiding in the darkness no more waiting for the light
i think the time has come for me to come outside and fight
all the knights of the world unite under me
i'm the one that will lead you to your destiny
the stars and the planets revolve in joyous fervor
our time to fight them is now finally here

breathe the fire in your heart in to your blade
thrust your sword deep in your enemy's neck
earn the right to be a knight of the ray
pray you stay alive to fight another day

dragon fire burns the sky clouds of steam are rolling by
the blessed messiah looks upon the charred remains of our town
this was not supposed to happen where the hell did i go wrong
all of my grand visions have been turned in to a sad song
boiling liquid all around evil and darkness are abound
nightmares come to life in a violent reality
this was not supposed to happen heaven help the shattered throngs
once oppressed and now defunct they fought to die to breed their own dawn

now that I've made my move i look back in retrospect
lives were a price we paid for the freedom that we gained
their blood will soak the soil to found our hopes anew
behold the light your sword and the promise to be true
i know you find it puzzling the method to the madness
but unless you've been there once don't think you can confess
don't tell us to forgive won't tell us to regret
we don't like to die still we give it our best

this was not supposed to happen how can you know for sure
life is a painful mystery that we all shall have to endure




Withered Alive
i see you in my dreams you touch me and i feel your scream
bones crumbling they reflect the past, blood flows through you breathe to gasp
smog engulfs there's death in the air, look around in an aimless stare
forgotten wars fill my thoughts, take my gun you will be bought

you can't ever see the things that won't let be
embrace the darkness that commands your judgment to do right
you can't ever see a world that'll never be
embrace the darkness cringe in pain it withers you alive

shards of shell cuts thorough your ribs, baby born in a dying crib
evil beckons with a terrifying wrath, no end to the hell that it can hath

zero seconds left to your fate, Armageddon will be your date
hope and peace are now long gone, death decay is now the norm
bones crumbling they reflect the past, blood flows through you breathe to gasp
forgotten wars now fill my thoughts, take my gun you will be bought




Odious Zephyr
Much has been lost but i'm still going on
its this life that stole my virtue
immune to this world's treacherous inhumanity
none are saints but a few
ostracized for rebelling words of derision
hated for the good I've always done
seeking justice thats blindfolded by greed
its now too late to see
odious zephyr the raiment of my sins
its too cruel and i don't know the answers to this day
odious zephyr the raiment of my sins
its the mirror that reflects my past to me again
notorious enough to censure the innocent
its this life that burned my desires
truth is always stronger than the iron
but it can bend against you
ostracized for rebelling words of derision
distant echoes hit it all
the storm has driven the innocent away
takes me to a game of mental fray




Captors of Fate
she calls out to her boy on the street
he plays on trapped in his dreams
he works hard to earn a decent life
for a family so poor yet rich in hopes
she cooks with pride a meal fit for dogs
father and son look hungry eyes
they're human too just like you and me
yet they're captors of fate while we are free




Oath unto you
living for tomorrow is what i'm living for
violating an oath crushing under my shoes
to hell with all the facts that once remained
and lose all respect that once I'd gained
to hell with all the rules cause I've had enough

hideous secrets cryptic fate
done as said promises made
words to kill see you lacerate
hideous secrets cryptic fate

i won't die for you i would rather see you dead
i won't dream of you i'd rather stay awake
lies are sweeter than the promises that you made
lies are sweeter than the promises for this i have been blessed

living for tomorrow is what i'm living for
tumult bedlam chaos is what i adore
my soul is never yours an oath unto you
heed all these words just spoken to you
the present is envious the past was selfish
now await the results and kick your wish




Bloodshed
up above the sky flies the hunter with piercing eyes
won't be too long before he falls down
make them crawl on their knees, trophies for the hunter's deed
never will the bloodshed be undone

when you're gonna see don't let them go where they shouldn't be
what're you gonna say when they start their bloody fray
you must have eyes to see the ones who died
you must have ears to have heard about their fears

no where to run or hide murder's now personified
if the blades don't rise the blood won't fall
the passion of the play it slowly fades away
somehow they survived another nightmare

the killing of the innocents is going on and on
seems to me the battle has been lost
fanning destruction run for your lives
maybe the last for those to come




sanity deceiver
out of the madhouse and into this world
jumping and laughing as i see you twirl
no more straight no more injections
everything is said but nothing is done
follow my footsteps you'll never go astray
come walk in my shoes your temper will go affray

insanity is what i believe
serenity is my soul nemesis
endlessly i promise to breed
flawlessly i rule over you

suffered for long and cowered through pain
there was nothing that i could ever gain
no more mercy have a lot to rejoice
cause i'm dancing no more to their voice
follow my footsteps end your distress
enter my world of utter madness




moment in madness
when i look toward the sky i don't want to deny
but i feel something breathing down my neck
is there something in this place that can be my saving grace
cause i feel myself going down for the last time

come with me in my moment of madness
where i hold the reigns and i don't walk alone
be with me in my ecstasy
observe the madness seep in to your soul

the beckoning that i hear are they melodies to revere
the tantalizing beats hunt me down
this call i defy it makes me want to cry
don't you feel the madness coursing through your veins

when i look towards the sky i don't want to deny
i crave your burning touch on my soul
is there something in this place that can be my saving grace
i know i am going down for the final time




Eternal
give me your tears all the pain and the fears
and i'll take them on as they're my own
live to defy all the death signify
that we can still face the unknown
for as long as i can I've been searching
for the perfect way to end it all
but whenever i'm close to grasping
it slips away just a little bit more

why should i cry for the people who die
for i know they will die once again
make all the guns then you cry for the ones
who died by the bullets you made

the new day dawns through the lens of time
i live to see another sunrise
i'm broken but i'm not defeated
i'm a prisoner of hope
i'm the man on the street and i'm hanging on by a rope
be my friend will you be my guide
lost mistreated by sorrupted minds
i see your face everywhere i turn
and i laugh at you when you fail to learn
you can't see me but you fight me
i live in your shadow
you can't kill me can't consume me
i'm your eternal enemy
i will control you someday
you will be mine
i will pursue if i have to
to the end of time

take back your words or act on them
fools can die they can also condemn
deaf to the truth you're blind to the good
this dying land you rule
this sun will set and you will be the fool
you have paralyzed the land
lost control of your honest man
in the guise of a saint on judgment day
a heavenly hell what a price you'll pay









শ্রেষ্ঠ (২০০২)




ভবঘুরে
বৃষ্টি ভেজা পথে গলে পরে সোডিয়াম এর সোনার এল
আমার করতলে তোমার হাত মনে কি পরে সেই রাত গুলো
সেই পথ আছে আছে চেই বাতি এখনো বৃষ্টি হয়
শুধু তুমি নেই আমার পাশে এই পথ আর তোমার নয়

সব পাখি নিরে ফেরে সব নদী মেশে সাগরে
ঠিকানাবিহীন চলি আমি
নিসঙ্গ এক ভবঘুরে

আজ আমি ফিরে আশি কিসের টানে
সব কিছু মনে রাখি কি কারণে
কত কোথা কত বেথা আমার মনে
জল হয়ে ঝরে পরে আমার গানে

বাস্ত শহর নিঝুম দুপুর ঘাসে ছাওয়া উদ্যান
কৃষ্ণচুড়ার ছায়ে তুমি আমি আর পাখিদের কলতান
সেই মাঠ আছে আছে সেই গাছ পাখিরা গায় তাদের গান
শুধু তুমি নেই আমার পাশে আছে তোমার না থাকার অভিমান

চিলেকোঠার ছোট সেই ঘর সাজিয়ে চিলে তুমি নিজের হাতে
যেথা হাজার দিন হাজার রাত স্বপ্ন দেখে গিয়েছে কেটে
তোমার হাতে গড়া সেই বাগান এখনো ফোটায় ফুল
ভুলে যায় মানুষ দিরে চলে যায় তবু ফুল ফুটাতে গাছ করে নাক ভুল




প্রতিবাদ
চোখের যত জল মনের বেথা ভয়
তুমি দাও আজ করে উজার
আমি নেব আপন করে
যেন এসবি ছিল আমার
যতদিন আছি আমি খুজবো তোমায়
দেখব এর শেষ কোথায়
যখনি আমি খুব কাছাকাছি
ঠিকানা দুরে চরে যায়
জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্থায়
এসবের আড়ালে আছ যে তুমি
আমি খুজি সেই তোমায়




লোভের আগুন
অনেক হারিয়েছি এই জীবনে
তবু আছি কোনমতে টিকে
পৃথিবী চুরি করেছে আমার সব পুণ্য
বোধ জ্ঞান আর নেই হয়ে গেছে শূন্য
চারিদিকে এক এর পর এক হিংসার দেয়াল
ভেঙ্গে দেয়ার শক্তি আমার নেই
অন্ধ বিশ্বাস এক ফাসির জোট আমার গলায়
সময় নেই আর ফিরে তাকাবার
লোভেরী আঘুন পুড়িয়েছে আমায়
অন্যায়ের বাধনে ঘেরা আমি অসহায়
লোভেরী আগুন আজ এনেছে কোথায়
অন্ধকার ভবিশ্সত দেখি জীবনের আয়নায়
আজ আমি একা অতৃপ্ত অসহায়
শত বাসনা আঘাত করে বার বার
অন্ধকারের ভ্রান্ত কামনা
কেড়েছে আমার সব অধিকার




শ্রেষ্ঠ
মধ্ধরাতের কালো অন্ধকারে কে তোমার দরজা ধাক্কায়
ক্লান্ত বিধ্ধস্ত এক মুক্তিযোদ্ধা সে তোমার কাছে আশ্রয় চায়
ভয় পেলে ঠিকই তবু থাকতে দিলে তাকে তোমারি কাছে
পাক বাহিনী জানলে খবর আছে তবু বাচালে যোদ্ধাকে
ভোরের রাজপথে আবছা আলোয় যে তুমি কাগজ কুড়াও
সন্ধার আধারে ভারী বোঝা ঘাড়ে সেই তুমি কোথা ছুটে যাও
জীবন মরণের বোঝা ঘাড়ে পারবে কি সব বাধা
তোমার নেয়া গুলি শত্রু হেনে
আনবে স্বাধীনতা
পচিশ বছরের হলো স্বাধীনতা
তবু কেউ বলে না তাদের কোথা
অবহেলিত যাদের বুকে রাখা কষ্ট
তারাও তো সত্তি বির তারাও শ্রেষ্ঠ
লাখ বাঙালির রক্তে ধ্ব এই দেশের আঙ্গিনা
মাত্র সাতজন শ্রেষ্ঠ কেমনে হয় তাতো আমি বুঝিনা
কত হাজার বির হারালো হাই আমাদের অবহেলায়
মাতৃভূমি এই লজ্জা তুমি বল রাখবে কোথায়




আমার সাথে আয়
প্রথম যেদিন তোকে দেখি আমার মন ভরে গেছে
সারাক্ষণ ইচ্ছা করে তোর সাথে থাকতে
ধারণা ছিল নিজেকে নিয়ে সারাটা জীবন বেস্ট রব
ধারণা ছিল আমার মনের মিল কখনো খুঁজে না পাব
তোকে যখন খুঁজে পেলা আমি
মনে সেদিন থেকে সবি রঙিন
তোর ভেতর যা ইচ্ছে আছে আমি তা পুষিয়ে দেব
তোর মুখের হাসি ধরে রাখতে সব চেষ্টা আমি করব
তুই শুধু আমার সাথে আয়
আমার সাথে আয়
সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার সাথে আয়
তুই আর আমি যখন একসাথে
বিশ্বটাকে একদম ঠিক লাগে




স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
সারাদিনের যুদ্ধ শেষে যখন আমি ফিরি শিবিরে
রাদীয়তা মাঝে রেখে বসি সবাই ঘিরে
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে হবে এখন আরম্ভ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের মুক্তির তরঙ্গ
আমরা সবাই চাই স্বাধীন বাংলার খবর জানতে
মুক্তির ইথারে চাই স্বাধীনতার সুর শুনতে
বসে আছি আমি শুনব বলে একটি ফুল কে বাচাবো
বসে আছি কখন হবে শুরু মুকুলের চরমপত্র
যুদ্ধ করেছে বিচ্ছিন্ন আমাকে পৃথিবী থেকে
দিনের শেষে সেইতো একজন যে একটু সান্তনা দেবে




শেষ ট্রেন
বিছানায় শুয়ে দেখি আমি আলো আধারির খেলা চারিপাশে
নিস্তব্ধ গোধুলিতে রাখাল ছেলের বাসী বেজে ওঠে
এই সুন্দর পৃথিবীকে চোখ দিয়ে দেখব না আর
মিশে যাব মাটির সাথে থাকবে না কিছুই আমার
নিল আকাশে মাটির সাথে মিশে রব
মনে পরে সেই দিনগুলো আমার স্বপ্নে ঘেরা শৈশবকে
বন্ধুরাই যখন ছিল সব সারাদিন কাটত একসাথে
জীবনের এই শেষবেলায় ওরা এসে কান ভিড় জমায়
ভুলে থাকা সব ছবিগুলো ভেসে ওঠে স্নৃতির পাতায়
শেষ ট্রেন বাশি বাজায় সময় হলো বলে
যাত্রী আমি যে তার যাচ্ছি সব পেছন ফেলে
দেশের ডাকে সারা দিয়ে সবাই মিলে গেলাম যুধ্ধেতে
ফিরে এলাম শুধু আমি ওরা গেল শহীদ হয়ে




শ্বেত শুভ্রতা
একটা ছবি দেবে কি একে
যা দেখাবে সত্তি আমাকে
কোথা দিচ্ছি পাবে মুল্য তোমার
কারণ আমি যাই সব পিছে ফেলে
শীতের দুয়ার খুলে যায়
বসন্ত ফুলের গন্ধে হয়
ঢেকে যাই আমার শীতের হার
সবুজ পোশাকে
ভেঙ্গে গর নতুন করে সত্যের ছোয়া আমার ঘরে
সাত রঙের বর্ণালিতে নই
ঢেকে দাও শ্বেত শুভ্রতায়
একটা গল্প দেবে কি লিখে
যা বলবে আমার অতীত তোমাকে
কিছুকি তুমি নেবে শিখে
না শুধু লেখার জন্য যাবে লিখে
সময় নেই আর ছবি আকার
গল্প শোনার সময় নেই যে আর
এসেছে নেমে আলোর দূত
সময় হলো অনন্তে যাবার




প্রতিবাদ মিলেনিয়াম রিমিক্স
চোখের যত জল মনের বেথা ভয়
তুমি দাও আজ করে উজার
আমি নেব আপন করে
যেন এসবি ছিল আমার
যতদিন আছি আমি খুজবো তোমায়
দেখব এর শেষ কোথায়
যখনি আমি খুব কাছাকাছি
ঠিকানা দুরে চরে যায়
জীবনের মানে লুকিয়ে মরণে
সত্য লুকিয়ে মিথ্থায়
এসবের আড়ালে আছ যে তুমি
আমি খুজি সেই তোমায়
এক নতুন দিনের জন্ম হয়
দেখব বলে আরেকটা সূর্যোদয়
পরাস্ত নই আমি পরাজিত বন্দী আমি আশায়
আমি সে জন যে দাড়িয়ে একা রাস্তায়
সাথী হয় দেখাবো পথ ভুলে যাও আজ সেই আশা
তোমার দেখানো পথে চলে সব হারিয়ে ফিরে আসা
পারনা দেখতে পার লড়তে আমি থাকি তোমার ছায়ায়
পারনা ভাঙ্গতে ধংশ করতে শত্রু আমি তোমার ভাবনায়
করব আমি নিয়ন্ত্রণ তোমারি জীবন
নতুন কাহিনী ইতিহাস জন্মাবে তখন
তোমার কোথা তোমার বাণী
যা তুমি নিজেও মনোনি
ফিরিয়ে নাও আজ সবকিছু থাকবেনা কেউ তোমার সাথে
তোমার সূর্যোদয় আজ দেখব এখানে
ধংশ করেছ তুমি সব ভরসা আসা অনুভব
সময় এসেছে আজ আবার সত্যের সামনে গিয়ে দাড়াবার




DreamSayer
Walking through the mist i feel like something's watching me
i can't escape these thoughts is it the future that i see
sirens in the distance i know a soul has just been freed
riding on the bullet i'm approaching breakneck speed
sweat breaks out and i'm shivering in fear
its happening once again and i'm so alone in here

in my dreams i feel the happiness in my nightmares all the pain
of people that i've never met, and i know them like they're my friends
all of this is so real to me and when i wake i'm living the dream
in my dreams i feel the happiness, in my nightmares all of the pain
all the pain

if these visions are so real, then am i going insane
i'm no prophet i'm no liar i am an honest man
I've been chosen i don't know why i need to justify
the powers that have robbed me of my sleep

many years since i have known who'd take over the throne
wars that have killed so many lives never worth the flesh and bones
science enriched technology, curing people bridging needs
but now in time i realize why the wounds would never heal

by the token of heaven's love religious faith when offered hope
light denied for darker days when deliverance is gone
wiser men died gruesome deaths who was there to feed the rest
i've seen all this and much much more
all these visions that i live for

Many nights in sleepless daze, i have thought of things to say
a premonition in truth divined, touching souls in special ways
its been this way for so long now, and still i don't know how
slef belief eluding me, i asked for strength not infamy
when the sky above goes dark, and velvet rivers overflow
i hear the sirens once again, not one soul but many more
from this final dream i wake and i'm shivering no more
and now todays i spread the word of the greatest day on earth









দানব(২০০৬)





আহবান
আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা
নিশ্সন্দেহে প্রলয় আসছে ধেয়ে
ঠিকানাবিহীন আমার অস্তিত্তেরী সংস্পর্শ
আলোকিত করে তিমির
ঠিকানাবিহীন ঘনঘটার মাঝে
আমি হই বিলীন তান্ডব অলিন্গনে
যেন জেগে উঠি দুসপ্নকে দেখব বলে
যেন জেগে উঠি এক মিথথে প্রলোভনে




রাগ
কি ভাবে আমাকে তুমি বলবে
কি ভাবে আমাকে শান্ত করবে
আত্মঘাতী ধংশযজ্ঞ রাতারাতি যুদ্ধ ক্ষেত্র
উন্মাদনায় সবাই মত্ত
অস্ত্র জোরে সব কেড়ে নেই
হিংস্র চোখে সব দেখে যায়
সীমাহীন এই অপমান যে
সহ্য করতে পারি না

মাথায় ওঠে রাগ
রক্ত গরম রাগ
ইচ্ছা করে ওদের ধরে ঠান্ডা মাথায় হাসি মুখে গলা টিপে হত্যা করি

কি ভাবে আমাকে তুমি বলবে
ওদের বিরুদ্ধে কিছু না করতে
জানোয়ারের পর্যায় এরা
করেছি ওদেরকে জেরা
ওদের জীবন ছিনতাই করতে কি যে আনন্দ

নিদ্রা

আমারি প্রাণ করে আহবান রক্তিম এল
সত্যের নিদ্রা নষ্ঠের আখড়া
একি পরিনতি




অগ্নিবীণা
আবার ক্লান্ত মেজাজে
নিদ্রা আসক্ত শরীর ঠেলে দেই বিছানায়
চেতনা পাশ কেটে, বেরিয়ে যায় নেচে
দেখি বন্ধ চোখে অন্য জগত

ভিন্ন মঞ্চ অনুপ্রবেশ অনারম্বরে
কার শান্নিধে এখানে আগমন
রঙ্গমঞ্চ জমে উঠেছে

আবার অনুতপ্ত সবার মন, আবার অভিশপ্ত জীবন
বার বার চোখে পরে

অগ্নিবীণা বাজাবে এই দিহনে, এক প্রলয় নাচন
হিংস্র দাবানলে ভুবন পুড়িয়ে দিবে
সব ছারখার

পশ্চাত্যের রাজনীতি দুর্বল এই নিয়তি
লোম হর্ষক নাটকীয় ঘটনার বিপাকে
প্রচন্ড আবেগে রক্তাত্ত মান্চিন্ত্রে
নিষ্প্রাণ কথামাল গেথে কি আর হবে

অগ্নিবীণা বাজানোর সময় এসে গেছে, উত্তপ্ত এই মন
হিংস্র দাবানলে ভশ্শ্মিভূত হয়ে যাবে
সব ছারখার
অদ্রিশের কল্পনায় চেতনা ফিরে পাই
উন্মুক্ত চিত্তে ঝেড়ে ফেলি সান্তনা
আক্ষেপের সুরে নয়, ঝংকার করবে প্রলয়
সুখেরই বর্ণনায় আর কাজ হবে না

বিনারী অগ্নিপাতে সবকিছু পুরে যায়
প্রলয় নাচন দেখি মনেরই পর্দায়




অনুপ্রেরণা
সেই দিন দেখি তোমায় উল্লাসে মেতে আছ
কিভাবে ভুলে গেছ আমায় একেবারে
আমি তো ভুলিনি তোমায়
আসমান থেকে জমিন ছুয়ে, আমার হৃদয় জুড়ে
আছ তুমি এ ক্ষণে আমার প্রাণে মিশে
রক্তের ধ্বনি
আমার চোখেরই এল আমার মনেরই ভালো
মুছে দিও না

নতজানু আমি আবার অনুপ্রেরণার খোজে
আশ্রয় নিতে হয় এই কঠিন বর্ষা থেকে
তোমার কন্ঠে কি বেদনা জাগে
যখন আমার নাম তোমার মুখে আসে

নষ্ট আমি কষ্টের মাঝে
আশ্চর্য ভিন জগতে
যেন ফুলের ভেতর লুকিয়ে থাকা কীটনাশক
তুমি তো বোঝোনি আমায়
আমি তোমারি মনের অনুপ্রেরণার স্থানে ছাপ রাখতে পারিনি
আমার চোখেই এল তোমার রাতেরই কালো মুছে দিতে পারেনি

তোমার চোখে কি অশ্রু জমে যখন আমার ছবি মনে আসে




ডাক আমার নাম
আর কত চিত্র দেখব আমি অর্ধ নগ্ন দুনিয়ায়
আর কত মিথ্থা বেচবো আমি এই শর্তসাপেক্ষ ভালবাসায়
কান তুমি ছাড়বে না
কান তুমি মান না

ভাসমান সত্যে ভেসে ভেসে গড়ে তুলো তোমারি মিথ্থা ইতিহাস
ইর্শান্নিত চোখে তুমি চেয়ে দেখো বাকি সব শত প্রয়াস
হিংশারী খেলা খেলে তুমি ঠেলে দাও সবকিছু ধংসের পথে
তারপর নির্লজ্জ পশুর মত আশ কেন ক্ষমা চেতে

হয়ে যাবে কাজ তুমি ভেব না
প্রতিদানে কি পাবে যেন না
ভেবে দেখো কোথা দিবে নাকি
আমারি সুখ তোমারি দুখে

ডাক তুমি আমারি নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে
কিভাবে ডাকবে আমায়

পাষানের মন রবে চিরন্তন অনুভূতিহীন, বিলীন
আশংকা হয়, এই পরিচয় একদমই প্রবীন

এই অশালীন রাজ্যের মাঝে তুমি আসবে কেন কি বা করতে চাও
এই সুখের জায়গা ছেড়ে কেন তুমি মিছে মিছি পুরতে চাও

আশ্রয়ের স্বপ্ন দেখো রক্ত হাতে, নিশ্প্রাপ্তি পেতে আশ অন্য পথে




দানব
আমার সঙ্গে আসবে নাকি ভেবে দেখো
রক্তের মধ্যে মিশে আছে রাজতন্ত্র
দেশের স্বার্থে লড়ছি আমি, দেশের আর্তনাদ
জনমতের স্বার্থেই আমার প্রতিবাদ

অত্তহাশি পেয়ে বসে তোমার কান্ড দেখে
মিষ্টি মধুর কোথা শুনে কত সহজে যাচ্ছ বেকে
রাজতন্ত্রকে যন্ত্র হিসেবে শোষণে লাগিয়েছি
ভরণ পোষণ করে আমি কত সন্ত্রাসী পুষেছি

আমার করাল হাতের মুঠোয় শান্তির আবরণে
নিজেকে জড়িয়ে রাখার স্বপ্ন আর দেখো না

মানুষ হয়ে জন্মেছি তবু তাতে কিছু হয় নি
ধর্ম কর্ম শিক্ষা শাস্ত্র সবি ছেড়ে দিয়েছি
শুধু অর্থ আর ক্ষমতার লোভ আমায় করে বশ
নৃসংশ দানব আমি, আমায় পূজা কর

আমার এই খুদা মেটাতে রক্তের বন্যায় ভেসে যাবে
আমার এই রক্ত পিপাসা, পারবে না থামাতে
তোমার সুখের অলঙ্করণ নিমেষেই ছিন্ন হবে
ক্রুদ্ধ বোমা বিশ্ফরণী আমার কুচকাওয়াজ

চক্রবদ্ধ হয়ে তুমি খোজ নিস্তার
আষ্টেপৃষ্টে ভাধা তোমার সত্য আচার
বিশ্বাসেরই স্তম্ভ গড়ে ভেঙ্গে দাও বারে বার
বের্থ চোখে দেখেও আশা জাগে তোমার

আলোয় বাধা রাতের টুকরো

মনে কর এই পৃথিবী শুধু তোমারি
চন্দ্র সুর্য ঘুরছে চারিধার
সর্গ নরকের নেই চাহিদা এখানে

আমার আলোয় বাধা এই রাতের টুকরো নেবে নাকি বল
আমার হৃদস্পন্দনে ছোয়া এই গোধুলি তুমি নিবে

আমার অরক্ষিত সত্তা শুধু তোমারি
সংশয় প্রশ্রয় মিথ্থে আশ্রয়
ঈর্ষা ভ্রান্তি প্রশ্রয় নেই এখানে

শান্তির কোলাহলের মাঝে প্রতিশ্রুতি বাধা সময়
ধরা ছোয়ার বাইরে কাল্পনিক আওয়োজন
সেই জগতের চাবি আমি দিতে পারি




যাত্রা
সেই পথে চলে যাও যেই পথে সবাই যায়
যেখানে ভাগ্য নির্ধারণের চিন্তা নাই
কেন পরে রবের এই ক্ষুদ্র ঠিকানায়
রি রুদ্র পরিবেশে কেন বেড়ে উঠবে
রঙিন স্বপ্ন চোখে যাত্রা শুরু

পাল তুলে দিয়েছ তুমি নদীর ওপার যাবেই
হল ধরে বসেছ তুমি নদী পার হবেই
যত সুখ সবি ওপারে

যা নেবার নিয়ে নাও যা কিছু খুঁজে পাও
যা দিয়ে গর্বে ভবিশ্সতের আঙ্গিনা
আসবে তুমি ফিরে যখনি সময় পাও দেশের অবস্থা দেখে একটু করে কাদবে
তোমারি চোখের পানি, নেব না আমি

তোমারি কোথা ভেবে এই দেশ গড়া হয়েছে আমার
আমারি কষ্টার্জিত পরিশ্রমের বাধা শেকর
কিছুর টানে ফিরে এস, একটা হলেই হয়
আমার দরজা খোলা রবে চীরতর




রণক্লান্তি
আমার চোখে তাকিয়ে বলতে পারবে না কি হচ্ছে বলতে পারবে না কি ঘটছে
আমার মাথার ভেতর ঢুকতে চেয় না, ঘুরতে চেয় না এই গোলক্ধাদায়
শত বছর পেরিয়ে চলছি মুক্তির পথে আমি রণক্লান্তির আবেশ আমায় এখনো ছুয়ে নি
আবার এখানে
সমঝোতা

আস্তাবলে পরে আছে আমার সোনার বই
সন্নাশিরি মত ধেনে মগ্ন রই
পির পৈগম্বরে ভরা এই দেশ শিখিয়েছে আমার
আল্লাহর নামে কিছু দিয়ে বাকি দাও অন্যের খাতায়

সুস্থ পরিবেশ বলতে কি বোঝো তুমি
কারচুপি করার দিকে তুমি অগ্রগামী
ভাবতে কেমন লাগে তোমার সন্তানের কথা

অন্য ধারায় বর্ণ বিদ্বেষ করাই আসল কাজ
ওদের সাথে হাত মেলাতে করে নত লাজ
আস্তাবলের কনা থেকে বইটা তুলে
লোভে পাপ
পাপে মৃত্যু
লোভে পাপ
মৃত্যুর প্রথম ধাপ

এই মনে ক্লান্তি নেই শক্ত করে গড়া
এই লক্ষে হার নেই, সত্যের ভিত্তি গড়া









এছাড়া আছে আরো ১০টা মিক্সড এলবামের গান। এর মধ্যে প্রথম আর শেষটা দিয়ে দিলাম।


চল বাংলাদেশ - (ছাড়পত্র মিক্সড এলবাম, ২০০০)
ভাবতে ভালো লাগে নতুন দিন'এর শুরু হচ্ছে আজকে
ছড়াতে তোমাদের আকাশে আমার নিজের এল
কতগুলো আত্মার মাঝে লুকিয়ে আছে আমার দেশে ছায়া
তোমাদের আছে জড়িয়ে অনেক অনেক জনমের মায়া

পর কি তুমি বুঝতে, পার অনুভব করতে
কি দারুন আনন্দ জাগে মনে

চল বাংলাদেশ, খেলবে আমার দেশ
চল বাংলাদেশ, দেখব আমার দেশ

জলবে আগুন অনির্বান শিখা
উল্লাস ঘরে ঘরে দেখে বেট আর বল এর প্রতিভা
বিদ্বেষ অশান্তি ভুলে যাই দেখে তোমাদের উন্মাদনা
এ খেলাই পারে বদলাতে আমাদের পরিচই ঠিকানা



অন্ধ - (রক ৪০৪, ২০১০)
আমার শরীর জুড়ে আজ, বেদনাজরিত আঘাতের ছাপে স্পষ্ট
তোমার হাতেরই অপমান, মুখেরই অপবাদ, ভেবেছ আমাকে ভৃত্য
রাখো তোমার স্মৃতি, তোমার ইতি টেনে দেব আমি
মুছ কুমির কান্না, আমাকে নারে না, চোখ খুলে এত কেন অন্ধ

ও পাখি, শান্ত পায়রা, উড়ে উড়ে ঘুরে আকাশ পায় না
করবি কি করিস ডানা মেলে, আকাশ গেছে মুছে নিকষ আধারে

আকাশ গেথে নিকষ আধার

এইবার বলি ছোট্ট কলি, ফুল হবে কোন আশায়
সুন্দর তুমি বুঝবে যখনি, পেরে নিবে তোমায়
অন্ধ আমি অন্ধ তুমি অন্ধ দুনিয়ায়
বন্ধ ছোখে, ছন্দ পতন, স্তব্ধ জীবন, ক্লান্ত এ মন

তোমার পাশে দাড়ায়, অযথা তোমায় হারায়
শুধুই তোমায় কাদায়

নিশ্বেস করেছ আমাকে, কেরেছ সব সুখ, দিয়েছ যত দুক্ষের বোঝা
এই ঘার বেকেছে সে ভারে, নুয়েছে যে মাথা, তবু ভাঙ্গেনি মেরুদন্ড
আমার সর্ব শক্তি, সর্ব যুক্তি, করব প্রয়োগ তোমারি এই
অন্ধ আপোষ, অন্ধ বিশ্বাস, অন্ধ আক্রোশ ভাঙ্গতে

অরে ওঝা করবি কি রে কর, জাদু টোনা, সাপে হবে বর
ঝার ফুক করে হবে কি যে আর, আকাশ গেছে মুছে চারিদিকে আধার







পরিশিষ্ট:
ক্রিপটিক ফেইটের বিশাল ভক্ত ইরেগুলার ব্লগার তাসবির-কে উৎসর্গ করলাম। গানের লিরিক্স নেয়া হয়েছে ফেইটের ভোকাল সাকিবের ফেসবুক নোট হতে। সবগুলো লিরিক্স নিজের সুবিধার জন্য একসাথে করলাম। গান খুজতে ctrl+f লিখে গানের নাম বা লিরিক্সের কয়েক লাইন লিখে সার্চ করুন।
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি হাসান মাহবুবের তাতিন নই।

লিখেছেন ৎৎৎঘূৎৎ, ২৮ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩



ছোটবেলা পদার্থবিজ্ঞান বইয়ের ভেতরে করে রাত জেগে তিন গোয়েন্দা পড়তাম। মামনি ভাবতেন ছেলেটা আড়াইটা পর্যন্ত পড়ছে ইদানীং। এতো দিনে পড়ায় মনযোগ এসেছে তাহলে। যেদিন আমি তার থেকে টাকা নিয়ে একটা... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় পণ্য বয়কটের কেন এই ডাক। একটি সমীক্ষা-অভিমত।।

লিখেছেন সাইয়িদ রফিকুল হক, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:১৫



ভারতীয় পণ্য বয়কটের কেন এই ডাক। একটি সমীক্ষা-অভিমত।।
সাইয়িদ রফিকুল হক

বিএনপি ২০২৪ খ্রিস্টাব্দে দেশে অনুষ্ঠিত “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে”-এ অংশগ্রহণ করেনি। তারা এই নির্বাচনের বহু আগে থেকেই নির্বাচনে অংশগ্রহণ... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযোদ্ধাদের বিবিধ গ্রুপে বিভক্ত করার বেকুবী প্রয়াস ( মুমিন, কমিন, জমিন )

লিখেছেন সোনাগাজী, ২৮ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০



যাঁরা মুক্তিযদ্ধ করেননি, মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা তাঁদের পক্ষে মোটামুটি অসম্ভব কাজ। ১৯৭১ সালের মার্চে, কৃষকের যেই ছেলেটি কলেজ, ইউনিভার্সিতে পড়ছিলো, কিংবা চাষ নিয়ে ব্যস্ত ছিলো, সেই ছেলেটি... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সাংঘাতিক উস্কানি মুলক আচরন

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৪



কি সাঙ্ঘাতিক উস্কানিমুলক আচরন আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রীর । নাহ আমি তার এই আচরনে ক্ষুব্ধ । ...বাকিটুকু পড়ুন

একটি ছবি ব্লগ ও ছবির মতো সুন্দর চট্টগ্রাম।

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ৮:৩৮


এটি উন্নত বিশ্বের কোন দেশ বা কোন বিদেশী মেয়ের ছবি নয় - ছবিতে চট্টগ্রামের কাপ্তাই সংলগ্ন রাঙামাটির পাহাড়ি প্রকৃতির একটি ছবি।

ব্লগার চাঁদগাজী আমাকে মাঝে মাঝে বলেন চট্টগ্রাম ও... ...বাকিটুকু পড়ুন

×