somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

আমার পরিসংখ্যান

সূচরিতা সেন
quote icon
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সাক্ষী তোমার আমার স্মৃতি

লিখেছেন সূচরিতা সেন, ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৪


কি দেইনি তোমায়,বলতে পারো কি ?
যা চেয়েছো তুমি সবই দিয়েছি, কিছু নেই বাকি !
মন জুরে শুধু তুমি
সারাক্ষন শুধু তোমায় নিয়ে ভাবি ।

তুমি আছো সুখে,
শুধু আমি রয়ে গেলাম জনম দুখি ।
কি ছিলনা আমার রুপ যৌবন ?
যে কারনে ছিটকে চলে গেলে পেয়ে নতুন কোনো মৌবন ।

বছর দশ হল তুমি... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৪১২ বার পঠিত     like!

মন নগর

লিখেছেন সূচরিতা সেন, ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০


মনের নগ'রে আছে শুধু জানজট,
খুঁজে পায়না সে কোনো ক্লিয়ার পথ !
যে পথে হাতবে কিংবা গন্তব্যে পৌঁছাবে,
তাইতো মন অস্থির,হয়ত একটা সময় দিক ছেঁড়ে অন্য পথে ছুঁটবে।

আজ মানবিক বিপর্যয়,
কেউ কি রাখে সে খবর ?
সবাই যার যার ইয়াত্তা,
সবাই যেন হেসে খেলে দিচ্ছে,দুর্নীতিকেই পাত্তা ।

আজকের নিশিযাপন এক চিত্র,
যে শত্রু সে হলো... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

কবিতা পাপত্মা

লিখেছেন সূচরিতা সেন, ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২


কি যে হলো আজ ?
চলে গেল সময় বৃথা !
দেখিতে দেখিতে সময় শেষের তরে,
শত শত দিন পূর্বে করা যত কাজ,
সামনে এসে উপস্থিত আজ ।

হস্তের দোষ গুণ করা ভুল,
যেন ক্ষণিকে জেগে ওঠা,পাপিষ্ঠ ফুল !

মুখের কথা,
আজ যেন কানে এসে দিচ্ছে ব্যাথা ।

চোখের দেখা,
আহা! কি নির্বোধ ছিলাম,
ছিল কত স্বজন !
আজ যে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

শিশির ভেজা সকাল

লিখেছেন সূচরিতা সেন, ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৬


মনে পরে তোমার....... ?
এখনো শিশিরভেজা সকাল হয়,
দখিনা বাতাস শ্যামল ঘাস দুলিয়ে বয়ে যায় সবুজের স্রোত !
এক দলা বাতাস খুলে দেয়া খোঁপার চুল,
উড়িয়ে আনে পানির ঢেউ এক জাক হাসি মাখা পদ্ম ফুল।
সুভাস ভরা ঘ্রান,
যেন সুখের নগর ছুঁটে চলা দুটো প্রাণ ।

লাজুক লাজুক লুকোচুরি আড় চোখে হয়না দেখা,
প্রান্ত পথিকি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৭৯৫ বার পঠিত     like!

বিদায়ের সুখ

লিখেছেন সূচরিতা সেন, ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৯


তুমি করেছো আমার মৃত্যু কাম্য,
আমি তোমার দীর্ঘ আয়ু,
তুমি যে আমার অতি প্রিয় !
শত কষ্টেও তোমার আশির্বাদ মৃত্যু আমার শ্রেয়।

কষ্ট হবেনা আমার মৃত্যু যন্ত্রণায়,
থাকো যদি পাশে !
দেখবো যখন,মৃত্যুর কোলে,
দুলে পরার পরে,
তোমার আঁখী অশ্রু পিঁছু ডাকছে আমায় ।

কি বা বাহবা দিবো তোমায় ?
ধন্য তোমার চাওয়া !
ধন্য তোমার পাওয়া !
তাইতো... বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

খুঁজে চলা হারানো মন

লিখেছেন সূচরিতা সেন, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৪


আজো ঘুরে বেরানো
খুঁজে চলা হারানো মনের সন্ধানে !
হারানো শব্দগুলো
নেই যেন ছিড়ে যাওয়া কোনো অভিধানে !

গত হয়ে যায় কত রাত
হয়না পুরনো স্মৃতি !
সে থাকে গেঁথে
শত ইচ্ছে শক্তি থাকলেও হয়না ইতি ।

অবসরে সবথেকে কাছে একটা বন্ধু
শৈশবের সেই খেয়ালী স্মৃতি
যেন লেগে আছে
সেই দুবলা ঘাস আর মাটি ।



বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

..কবিতা খোলস..

লিখেছেন সূচরিতা সেন, ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬


চোখে জাদু
মুখে মধু,
অন্তরে জমা দুঃখ দেওয়ার অশ্রু,
যা বেদনার সঙ্গী শুধু।

ঠোঁটে বলিয়া কথা হাসায়,
ভিতরে কষ্টের বোজা যা শুধু কাঁদায় !
উপরে ভালোর খোলস,
ভিতরে মন্দের লালস ।

দেখতে মায়াবী,--শুনতে মিষ্টি,,
দেখিয়া শরৎ এর মাঝে,
আষাঢ়ের বৃষ্টি !

কি অপরূপ ঢোলার দৃষ্টি,
কথার মাঝেও লোভ সৃষ্টি !
হায়রে অন্তরার মাঝে
কথার ছঁন্দে,
একি দেখি ?
সব যে লুকিয়ে থাকা,
জমানো নিয়তী ।

ছবিঃ... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৯১ বার পঠিত     like!

শব্দের ভাব

লিখেছেন সূচরিতা সেন, ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫


হস্তক্ষেপ আর হস্তক্রিয়া,
একই কথা
যেমন দুঃখ আর ব্যাথা
তেমন প্রেমিকা আর প্রিয়া !

স্বপ্নে মন চুরি করা
আর স্বপ্নচোরা,
মেঘের উপর আকাশ
আর মহাকাশ!

মনে জমে থাকা কথা বলা
আর ভাব প্রকাশ,
গায়ের রঙ কালসে,ধলা,
... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     like!

যতটা যায় বাসা ভালো !

লিখেছেন সূচরিতা সেন, ২৬ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১


যতটা যায় বাসা ভালো
তার চেয়েও বেশি তোমায় বেসেছি !
কিন্তু আমি ভালোবাসা পাবার বদলে,
শুধুই অবহেলা ছলনা পেয়েছি ।

যেখানে সুখ পাবার দেয়ার কথা ছিল,
সেখানে শুধু দুঃখ পেয়েছি ।
ছঁন্দমাখা এক মুঠো হাসি দেখার আশায়,
কতইনা যন্ত্রণা সয়েছি!
আর নিজেকে নিজে একা একিত্ব নয়ন জলে ভাসিয়েছি।

কথা ছিল,প্রাণ ভরে হবে হাসাহাসি,
দুজনেই থাকবো চিরকাল সুখী !
হাসার... বাকিটুকু পড়ুন

২৬ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

ঈশ্বরের কৃপা

লিখেছেন সূচরিতা সেন, ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭


হ্যাঁ আছি ভালো,
থাকবো যতদিন ঈশ্বরের কৃপায় আছে শত শত আলো ।
পথে পরে থাকা একটা দানাও নড়ে না ,
ঈশ্বরের কৃপা ছাড়া !
দেহ মাত্র কেবল তাতেই মোরা সব,
আসল মালিক তিনিই যিনি হলেন বিশ্বরব।
ঈশ্বর হলেন জাগতিক ক্ষমতার সর্ব অধিকারী !
তিনি সব দেখেন, সব বুঝেন,
রাখেনও খবর,
কারো নাই মুক্তি,
অবিরাম সবকিছুতেই তার... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

হয়নি কবিতা

লিখেছেন সূচরিতা সেন, ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০


অন্যরকম ভালো লাগা,
মন স্রোতের ডোরা কাটা
শূণ্য খাতায় !
ভরেছে শত শত কবিতায়,
গদ্য আর পদ্ম পাতায়।
তোরা কে কে যাবি দেখিতে
নীল আলোয়,
কেমন দোলায় ?
চিলে ঘুড়ি মিলন মেলায়।

শুরুর পথে দেখে মুগ্ধ আমি।
হয়েছে সুন্দর দেখেছি দাঁড়িয়ে ছিলে যে কবিতা পাঠে তুমি ।
খুব দ্রুতগতিতে চলছিল,
সেই দিন বিকেলে।
যেন পথের মাঝে আকাশ থেকে,
চন্দ্র নিজে জমিনে পা... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     like!

পতি মরণ পতি বরণ বউ

লিখেছেন সূচরিতা সেন, ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯


পতি বরণ
প্রথমা সন্ধারজনী,
প্রথমা দর্শনী !
মনের ভাব লীলা প্রকাশ,
চোখে চোখ ইন্দনী,
ইশারা ইঙ্গিতে,
নানান ঢং ভঙ্গিতে !
নিলাম লজ্জা,
আগমন নব নিয়ম কানুন,
হয়ে যায় সম্পদ হনন !

স্পষ্ট জীবনের পদর্পন,
পূণ্যমাত্রা অন্তগহীন ধোয়াশা নিয়মের বাধন।

পতি মরণ বউ,
দুঃখের অবষ্টিত কেউ !
কাড়িয়া নাকের নোলক,
খুলিয়া রাঙা চরণ,
নেয় করিয়া সন্ধা মেঘ বরণ।
সমাপ্ত ইতিটাণ পোড়া,
হলো সর্বপুরী হৃদয় রক্ত ক্ষরণ।

ছবির ক্রেডিত গুগল। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     like!

সর্বদা মঙ্গল স্বরণ

লিখেছেন সূচরিতা সেন, ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০


অক্লান্ত স্নেহ লালন পালন,
সোহাগে মধুর দোলন !

জগতের মহামানষীরূপ,
জ্ঞান ধ্যানে খুব,
ঋণশোধ নয় তত,
বিধির বিধানে বাঁধা জগৎ !
আদের্শ সততায়, আর জ্ঞাণে মানে,
সর্বপুরী শিক্ষায় আর দীক্ষায়,
তবু না প্রাপ্তি দক্ষিনায়।

সর্বদা মঙ্গল স্বরণ,
পিত্ত মত্তের রক্ত সম্পদের বড় ধন।

সাগরের জল না হয় ততটা,
আছে বুক পিঞ্জরে যত মমতা । বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     like!

ভোরের সংসার

লিখেছেন সূচরিতা সেন, ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৩


প্রতিদিন ভোরের ঘুম ভাঙে,
শিশির ভেজা হেমলীর মাঠের ডাকে !
দেখে সবুজের মাঠ,
বুকে মায়া ভরা ছবি আকে।

আনমনা শান্ত মনে,
গভীর হৃদয়ের বনে,সূর্যের দেখা মেলে !
মনে হয়,
রোদ, কুয়াশা লুকোচুরি খেলে ।

দেখে শিশির আর সবুজের সঙ্গ !
নিয়তির ভিজে যায় আনন্দে তার মনের অঙ্গ ।

আরো আনন্দে ভরে উঠে,মনের নিস্তেজ অঙ্গ !
এটাই হয়ত প্রকূতির আবহমান সঙ্গ... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৫৯৫ বার পঠিত     like!

ওগো তুমি মোর বিদ্বান আমি যে তোমারি বিদুষী,

লিখেছেন সূচরিতা সেন, ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮


তুমি সখা যার সনে আছো পরে প্রান্ত বনে
আমি সখা সে আছি তোমার অন্তগহীনে ।
শয়নে স্বপ্নে
আছো তুমি যে শুধু মোর ধ্যানে ।
তুমি মোর অন্ত পতি
পথ চেয়ে কেঁদে মরি আমি তোমারি সতি ।

ওগো তুমি মোর বিদ্বান
আমি যে তোমারি বিদুষী,
ওগো তুমি যে জীবন ভ্রমন সাথী
সেই পথ চেয়ে আছি বসে তোমারই বাদী
এবার আসিলে
জীবনতরে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১০০২০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ