somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জ্ঞান-বিজ্ঞানের রাজ্যে মুসলমানঃ উত্থান ও পতন পর্ব-৮

২৮ শে মার্চ, ২০১০ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জ্যোতির্বিদ্যায় মুসলমানদের অবদানের প্রতি ইঙ্গিত দিয়েই শেষ করতে হয়েছিল আগের পর্বটি। যেহেতু, শুধুমাত্র ইঙ্গিত প্রদানে চিঁড়ে ভেজে না সেহেতু, এবারে বিস্তারিত আলোচনা হবে। তবে, এখানে একটা বিরাট সমস্যা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানে মুসলমানদের অবদান এবং অর্জন এত ব্যাপক এবং এত বেশী সময় ধরে বিস্তৃত যে, স্বল্প পরিসরে তার বর্ণনা দিতে গেলে অনেক তথ্যই হয়তো বাদ পড়ে যাবে। তারপরেও, স্থানাভাবে এখানে কেবলমাত্র একেবারেই বর্ণনা না করলে অপরাধ হবে, এমন অবদান নিয়ে এখানে আলোচনা করা হবে।

সন্দেহ নেই, পৃথিবীর অন্যান্যস্থানের মত আরবেও জ্যোতিষশাস্ত্র চর্চা সুপ্রাচীনকাল হতেই চলে আসছিল। এছাড়া, পেশাগত জীবনে ব্যবসায়ী এমন আরববাসীর সংখ্যা নিতান্তই কম ছিল না। ফলে, স্থল ও জলপথে বানিজ্য পরিচালনাকালে আকাশের তারকা দেখে পথ নির্দেশনা লাভের বিদ্যা নিশ্চয়ই কিছু পরিমানে ছিল না? কিন্তু, এই জ্ঞান ও এর চর্চা দিয়ে আর যাই হোক, জ্যোতির্বিজ্ঞানী হওয়া সম্ভব ছিল না। সমস্যাটা শুরু হয়, অত্যন্ত স্বল্প সময়ে একটি বিশাল ভূখন্ড(প্রায় ১৩,০০০,০০০ বর্গকিলোমিটার) মুসলমানদের অধিকারে এসে যাওয়ার পর। এই বিশাল অঞ্চলব্যাপী বিস্তৃত মুসলমানদের ধর্মীয় অনেক বিষয়ই সরাসরি চন্দ্র-সূর্য এবং দিকের সাথে সম্পর্কিত ছিল। এ সমস্যা সমাধান করতে গিয়েই জ্যোতির্বিদ্যার বৈজ্ঞানিক চর্চার সূত্রপাত এবং মজার ব্যাপার হচ্ছে প্রায় সকল মুসলমান বিজ্ঞানী আর যে ক্ষেত্রেই অবদান রাখুন না কেন, চেষ্টা করেছেন এ বিষয়ে অবদান রাখতে। তাঁরা একের পর এক অনুবাদ করেছেন, গবেষনা চালিয়েছেন, জিজ্‌ (Zīj- زيج) লিখেছেন। উল্লেখ্য যে, জ্যোতির্বিদ্যার উপর মুসলমানদের লিখিত বইগুলো জিজ্‌ নামেই বেশী পরিচিত।

স্পষ্টতইঃ নানান অঞ্চলের নানান ভাষার জ্যোতির্বিদ্যার গ্রন্থের আরবী অনুবাদ দিয়ে শুরু পথ চলা। এক্ষেত্রে প্রথমেই যে নামটি আসে, তা হচ্ছে ইয়াকুব ইবন্‌ তারিক(يعقوب بن طارق; ?-৭৯৬)। তিনি এবং আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবন্‌ ইব্রাহিম আল-ফাজারী(أبو عبدالله محمد بن إبراهيم الفزاري;?-৮০৬) মিলিতভাবে ভারতীয় সিদ্ধান্তের একটি ‘সুর্য্য-সিদ্ধান্ত’ এবং ব্রহ্মগুপ্তের প্রায় সবগুলো কাজের অনুবাদ সম্পন্ন করেন এবং তার ভিত্তিতে ‘আজ্‌ জিজ্‌ আল-মাহ্‌লুল মিন আস্‌-সিনহিন্দ্‌ লি-দারাজাত্‌ দারাজা’ রচনা করেন। অবশ্য, অনুবাদ কাজের শুরুটা করেন পূর্বোক্ত মুহাম্মাদ আল ফাজারীরই পিতা ইব্রাহিম আল ফাজারী(أبو إسحاق إبراهيم بن حبيب بن سليمان بن سمورة بن جندب الفزاري; ?-৭৭৭)। এর সাথে সাথে গ্রীক বিজ্ঞানী টলেমীর ‘আল-ম্যাজেস্ট’(ল্যাটিন- Almagest; আরবী-الكتاب المجسطي,al-kitabu-l-mijisti) এবং ইউক্লিডের এলিমেন্টস্‌(Elements) সহ অন্যান্য গ্রন্থ একের পর এক আরবীতে অনূদিত হতে থাকায় প্রাচ্য এবং পাশ্চাত্যের ঘুমিয়ে থাকা জ্যোতির্বিদ্যার জ্ঞানভান্ডার একসাথে যেন মুসলমানদের সামনে খুলে যায়।

আল-ম্যাজেস্টঃ ভূ-কেদ্রিক বিশ্ব

এর পরেই এক্ষেত্রে আবির্ভূত হন বিজ্ঞানের জগতের সর্বকালের এক মহান দিকপাল আবু আব্দুল্লাহ্‌ মুহাম্মাদ ইবন্‌ মুসা আল-খোয়ারিজ্‌মি(أبو عبد الله محمد بن موسى الخوارزمي; ৭৮০-৮৫০), গণিতে যাঁর অবদানকে পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। জ্যোতির্বিজ্ঞানেও এই গণিতবিদের মৌলিক অবদান রয়েছে। তাঁর রচিত ‘জিজ্‌ আল-সিন্দ্‌হিন্দ্‌’(Zīj al-Sindhind- Astronomical tables of Sind and Hind) এক্ষেত্রে এক অনন্যসাধারন গ্রন্থ যাতে তিনি প্রায় ৩৭টি অধ্যায় এবং ১১৬টি ছক সুশৃংখল্ভাবে উপস্থাপন করেছেন। তাঁর রচনায় টলেমীর সুস্পষ্ট প্রভাব থাকলেও ভারতীয় উৎস হতে অবাধে তথ্য সংগ্রহ করেছেন এবং ব্যবহার করেছেন। চন্দ্র, সূর্য ও সে আমলে জানা পাঁচটি গ্রহের গতিবিধি, চন্দ্র ও সূর্যগ্রহন, ঋতুপরিবর্তন নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। একই সময়ে আহ্‌মাদ ইবন্‌ আব্দুল্লাহ হাবাশ আল-হাসিব আল মারওয়াজি(أحمد بن عبدالله المروزي حبش الحاسب‎; ?-৮৬৪) তাঁর The Book of Bodies and Distances(الكتاب من الهيئات والمسافات) গ্রন্থে পৃথিবী, চন্দ্র ও সূর্যের পরিধি, ব্যাস ও অন্যান্য বৈশিষ্ট্য হিসেব করেন। আবু আল-আব্বাস্‌ আহ্‌মাদ ইবন্‌ মুহাম্মাদ ইবন্‌ কাসীর আল-ফারগানী(أبو عباس أحمد بن محمد بن كثير الفرغاني) হচ্ছেন সেসময়ের পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ। তিনি ৮৩৩ খৃষ্টাব্দে আল-ম্যাজেস্টের সংক্ষিপ্ত ভাষ্য লিখেন যা দ্বাদশ শতকে Elements of astronomy on the celestial motions শিরোনামে ল্যাটিনে অনূদিত হয় এবং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। সমসাময়িককালে আরো যাঁরা জ্যোতির্বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখেন তাঁদের মধ্যে সাবিত ইবন্‌ ক্বুরাহ্‌(ثابت بن قرة ;৮৩৬-৯০১), জাফর ইবন্‌ মুহাম্মাদ আবু মাশার আল-বল্‌খী(جعفر بن محمد أبي معشر البلخي; ৭৮৭-৮৮৬) এবং বনু মুসা ভ্রাতৃত্রয়ের অগ্রজ আবুজাফর মুহাম্মাদ ইবন্‌ মুসা আল-শাকির(محمد بن موسى بن شاكر; ৮০৩-৮৭৩) নাম নিতেই হয়।

এতক্ষন পর্যন্ত যে সব অবদানের কথা উল্লেখ করা হয়েছে তা প্রধানত অনুবাদ এবং টীকা-ভাষ্যের মাঝেই সীমাবদ্ধ ছিল। কিন্তু, এর পরে যা হলো তা এক কথায় অভূতপূর্ব। সময়ের অতি স্বল্প পরিসরে মুসলমানদের মাঝে জ্যোতির্বিজ্ঞানে মৌলিক অবদান রাখা ব্যক্তিবর্গের সংখ্যা এত বেশী যে, মাঝে মাঝে রূপকথা কিংবা অতিকথন মনে হয়! এক্ষেত্রে প্রথমেই যিনি আসেন তিনি আবু আব্দুল্লাহ্‌ মুহাম্মাদ ইবন্‌ জাবির ইবন্‌ সিনান আল-বাত্তানী(محمد بن جابر بن سنان البتاني ;৮৫৮-৯২৯)। মুসলমানদের বিজ্ঞানের ইতিহাসে তাঁকে সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদও বলেন কেউ কেউ। কোন প্রকার টেলিস্কোপের সাহায্য ছাড়াই কেবল খালি চোখের পর্যবেক্ষন এবং গণিতের প্রয়োগে তিনি সে সময়েই এক সৌর বছরের(One Solar Year) মান হিসেব করেন যার সাথে আজকের দিনের আধুনিকতম হিসেবের(৩৬৫দিন ৫ঘন্টা ৪৯মিনিট ৩০সেকেন্ড) সাথে মাত্র তিন মিনিটের গরমিল পাওয়া গিয়েছে। তিনিই আপন অক্ষে পৃথিবীর ঝুঁকে থাকার পরিমান হিসেব করেন যা আধুনিক হিসেবের সাথে মাত্র অর্ধডিগ্রি বেশী! ৫৭টি অধ্যায় সম্বলিত তাঁর ‘আল-জিজ্‌ আল-সাবী’ একটি অসাধারণ জ্যোতির্বৈজ্ঞানিক সংকলন যা ষোড়শ’ শতকে De Motu Stellarum নামে ল্যাটিনে অনূদিত হয় এবং পাশ্চাত্য জ্যোতির্বিদ্যার উত্তরনে সরাসরি অবদান রাখে। তারপরেও, তিনি সেই তিনি দূর্ভাগা বিজ্ঞানীত্রয়ের একজন কোপার্নিকাসের সৌর মডেলে যাঁদের অবদানকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে। মুসলিম দর্শনের অন্যতম পুরোধা আবু নাসর্‌ আল-ফারাবী(أبو نصر محمد الفارابي; ৮৭২-৯৫০) জ্যোতির্বিজ্ঞানের দিকেও হাত বাড়িয়ে ছিলেন। তবে, গ্রীকবিজ্ঞান দ্বারা প্রভাবিত তাঁর দার্শনিক পরিচয়ের নীচে সে সব অবদান খুব বেশী মাথা তুলতে পারে নি। আব্‌দুর রহমান আল-সুফী(عبدالرحمن صوفی; ৯০৩-৯৮৬) সে সময়ের আরেক প্রখ্যাত জ্যোতির্বিদ। Book of Fixed Stars (كتاب الكواكب الثابتة) তাঁর অমর গ্রন্থ। আমাদের আকাশগঙ্গা(Milky Way) ছায়াপথের সবচেয়ে নিকটবর্তী ছায়াপথ অ্যান্ড্রোমিডা(Andromeda) আবিষ্কারের কৃতিত্ব অনেকে তাঁকেই দিয়ে থাকেন। জ্যোতির্বিজ্ঞানে একটি অত্যাবশ্যকীয় যন্ত্র অ্যাস্ট্রোল্যাবের(Astrolabe) অন্ততঃ ১০০০টি ভিন্নধর্মী ব্যবহার তিনি বর্ণনা করেন। আবু মাহ্‌মুদ খুজান্দী(ابومحمود خجندی; ৯৪০-১০০০) নিজের মত করে পৃথিবীর ঝুঁকে থাকার পরিমান(Axial Tilt) হিসেব করেন যা ফারাবীর কাছাকাছিই আসে। তাঁর বিস্তৃত কাজের বিবরন পাওয়া যায় পরবর্তী সময়ের বিখ্যাত জ্যোতির্বিদ নাসিরউদ্দীন তুসীর লেখায়। তবে, ৯৯৪ খৃষ্টাব্দে তাঁর যে আবিষ্কারটি জ্যোতির্বিজ্ঞানের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়, তা হচ্ছে সেক্সট্যান্ট(Sextant) যন্ত্র। জ্যোতির্বিজ্ঞানে আব্‌দুর রহমান ইবন্‌ আহ্‌মাদ ইবন্‌ ইউনুস(ابن يونس; ৯৫০-১০০৯) আরেকটি অবিস্মরণীয় নাম। তাঁর ‘আল-জিজ্‌ আল-কবির আল-হাকিমী’(آل الزيج الكبير الحكيمي) একটি মৌলিক গ্রন্থ যার অর্ধেকই বিনষ্ট হয়ে গিয়েছে। এ গ্রন্থে তিনি ৪০টি গ্রহ সমাপতন(Planetary Conjunction) এবং ৩০টি চন্দ্রগ্রহণ(Lunar Eclipse) সম্পর্কিত ঘটনার বর্ণনা দিয়েছেন।

আল-সুফির বইয়ের একটি পাতা

খৃষ্টীয় একাদশ শতক মুসলমানদের বিজ্ঞানের জগতে এক রত্নগর্ভা শতাব্দী। ইবনুল হাইছাম, আল-বিরুনী এবং ইবন্‌ সীনার মত তিন তিনজন মহীরুহের আবির্ভাবে ধন্য এ শতক। আলোকবিজ্ঞানে অসামান্য সংযোজন ‘কিতাবুল মানাজির’-এর ১৫-১৬ অধ্যায়ে ইবনুল হাইছাম(৯৬৫-১০৩৯) জ্যোতির্বিদ্যার আলোচনা রেখেছেন। এছাড়া, তাঁর মিযান আল-হিক্‌মাহ্‌(Balance of Wisdom) এবং মাক্বাল ফি দ্য আল-ক্বামার (On the Light of the Moon) গ্রন্থদ্বয়ে তিনি সর্বপ্রথম গাণিতিক জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যার সমন্ব্য সাধনের চেষ্টা চালান। আবু রায়হান মুহাম্মাদ ইবন্‌ আহ্‌মাদ আল-বিরুনী(৯৭৩-১০৪৮) অন্যান্য বিষয়ের সাথে সাথে জ্যোতির্বিজ্ঞানে অবদান রাখতেও ভোলেন নি। সকল বস্তুই ‘পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়’- এ বাক্যের মাধ্যমে তিনি মাধ্যাকর্ষন শক্তির(Gravity) ধারনা দেন, যদিও এক্ষেত্রে গাণিতিক প্রমান দেয়ার কারনে এর আবিষ্কারের কৃতিত্ব পান বিজ্ঞানী নিউটন। তিনি বিশুদ্ধ বিজ্ঞানের উপর ‘কানুন মাস্‌উদী’ নামে একটি বিশাল গ্রন্থ রচনা করেন যার চতুর্থ খন্ডটি জ্যোতির্বিজ্ঞানের আলোচনায় পূর্ণ। এতে জ্যোতির্বিজ্ঞান এবং ত্রিকোনমিতিকে তিনি একইসঙ্গে ব্যবহার করে উভয়েরই উন্নতি সাধন করেন। দ্রাঘিমা, অক্ষরেখা, সূর্যাস্ত, সূর্যোদয়, দিক নির্ণয় ও গ্রহ-নক্ষত্রের অবস্থানজ্ঞাপক সংজ্ঞা নির্ণয়ে এ খন্ডের অধিকাংশ পৃষ্ঠা ব্যয় হয়েছে। স্থানাংক নির্ণয়ে অক্ষাংশ(Latitude) এবং দ্রাঘিমাংশের(Longtitude) ব্যবহারের শুরুটা তাঁর হাত দিয়েই হয়। তিনি সে যুগেই প্রায় নিঁখুতভাবে পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেন যা আজকের দিনের পরিমাপের চেয়ে মাত্র ৩২ কিলোমিটার কম। অ্যারিস্টটলের পৃথিবীকেন্দ্রিক(Geo-centric) বিশ্ব ধারনার তিনি একজন কড়া সমালোচক। এ মতবাদ সমর্থনের জন্য তিনি ইবন্‌ সীনার সমালোচনা করতেও ছাড়েন নি। এভাবে, আল-বিরুনীর হাত দিয়েই সুস্পষ্টভাবে জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্রের পথ আলাদা হয়ে যায়। অবশ্য, আল-বিরুনী এখানেই থেমে যান নি, বরং চান্দ্র-সৌর দিনলিপি(Lunisolar Calendar), তারকাদের অবস্থানমাপক যন্ত্র(Planisphere) এবং প্রাথমিক গতিমাপক যন্ত্র(Odometer) তাঁর হাতেই আবিষ্কৃত হয়। এছাড়া তিনি অ্যাস্ট্রোল্যাব এবং সেক্সট্যান্ট যন্ত্রের উন্নতিসাধন করেন। চিকিৎসা বিজ্ঞানের অমর সাধক ইবন্‌ সীনা(৯৮০-১০৩৭) শুক্র(Venus) গ্রহের উপর প্রচুর কাজ করেছেন। সুর্য থেকে দূরত্বের দিক থেকে শুক্র গ্রহ পৃথিবীর চেয়ে কাছে- এটি তাঁর আবিষ্কার। তিনিও জ্যোতির্বিদ্যাকে জ্যোতিষশাস্ত্র থেকে আলাদা করে দেখতেন। তিনিও টলেমীর আল-ম্যাজেস্টের একটি ভাষ্য রচনা করেন। গ্রহসমূহের আবর্তনকালে টলেমী প্রস্তাবিত মডেলে যে সমস্যাটি অ্যাকোয়েন্ট সমস্যা(equant problem) নামে পরিচিত, ইবন্‌ সীনা তাঁর একটি সমাধান বের করেন বলে জানা যায়।

আল-বিরুনীর চিত্রিত চন্দ্রে বিভিন্ন অবস্থান

জ্যোতির্বিজ্ঞানে মুসলমানরা কতদুর অবদান রেখেছেন তা উপরের লেখা থেকে সহজেই আন্দাজ করা যায়। কিন্তু, এগুলো পুরো অবদানের প্রথম অংশ মাত্র! ইবন্‌ সীনার পরেও আরো চার শতক ধরে এক্ষেত্রে মুসলমানরা অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে ছিলেন। দ্বিতীয় অংশে থাকছে সে আলোচনা এবং তা থাকছে এর পরের পর্বে।

চলবে.....
আগের পর্বগুলোঃ
১. ভূমিকা পর্ব
২. বিজ্ঞানের দর্শন
৩. বিজ্ঞানের ইতিহাস
৪. মৌলিক চিকিৎসাবিজ্ঞানে অবদান
৫. ব্যবহারিক চিকিৎসাবিজ্ঞানে অবদান
৬. রসায়নবিজ্ঞানে অবদান
৭. আলোকবিজ্ঞানে অবদান
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৯
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

অহমিকা পাগলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৪


এক আবেগ অনুভূতি আর
উপলব্ধির গন্ধ নিলো না
কি পাষাণ ধর্মলয় মানুষ;
আশপাশ কবর দেখে না
কি মাটির প্রণয় ভাবে না-
এই হলো বাস্তবতা আর
আবেগ, তাই না শুধু বাতাস
গায়ে লাগে না, মন জুড়ায় না;
বলো... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩




তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

×