somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাজুল ইসলাম মুন্না
সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করছি। পাশাপাশি অনলাইন জার্নালিস্ট হিসেবে কাজ করছি দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডে। ব্লগে ফেরার ইচ্ছা বহুদিনের। একদিন হয়তো হুট করে আবারও রেগুলার হয়ে যাবো।

এয়ারটেল লয়া ফান্দে পইড়া কান্দেন? “রবি ময়” সমাধান** হাজির!!! (মুবাইল নাম্বারের পরিবর্তন এবং এয়ারটেলকে “পুঙ্গা পুঙ্গা” দেওয়ার পুষ্ট) ;) ;) ;)

১৯ শে মে, ২০১১ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু আশা নিয়া দুইবছর আগে অনেকটা প্রেয়সীর কারণেই ব্যবহার শুরু করেছিলাম ওয়ারিদ(বর্তমান এয়ারটেল)। নেটওয়ার্ক অতিব দূর্বল হলেও খুব বেশি খারাপ ছিলনা। আমি ভাই সারাবছর ঢাকা শহরের মধ্যেই থাকি। দুই/তিন বছরে একবার ঢাকার বাইরে যাওয়া হয়। ওয়ারিদ নিয়া সুখেই ছিলাম।

এভাবে প্রায় দুই/তিন বছর কেটে যাওয়া পরে এক (অ)শুভ সকালে হুনলাম এয়ারটেল আহিতেছে! এয়ারটেল আসার সংবাদের এক মহল (বিশেষ করে তরুণ তরুণীরা) ফাল পাড়তে আরম্ভ করলো এবং একটি বিশেষ মহল (গুণীজনেরা) এদের ফালাফালি বন্ধ করার উদ্দেশ্যে কহিল, “বাছারা, অফ যাও। অয়েট এন্ড সী!!!” ফালপাড়ারা বলিল, “এয়ারটেল ইন্ডিয়ায় পাঙখা নেটওয়ার্ক দেয়!” গুণিজনদের উত্তর, “ইহা বঙ্গদেশ! ইন্ডিয়া নহে!!!”

অবশেষে সকলের জল্পনা কল্পনার পরিসমাপ্তি ঘটিয়ে এয়ারটেল বাংলাদেশে প্রবেশ করিল। এবং তাহাদের প্রবেশটাও ছিল অনেকটা “চোরের মতো”!! এক (অ)শুভ সকালে দেশের যাবতীয় ওয়ারিদ গ্রাহকরা ঘুম থিকা উঠিয়া দেখিলেন তাহাদের মোবাইলে ছোট হাতের অক্ষরে লেখা, “airtel”। (হালাগোর আংরেজী শিক্ষা নাই। প্রথম অক্ষর যে ক্যাপিটাল লেখারে লিখবো জানেনা মুনঅয়!!”

ওয়ারিদের নেটওয়ার্করে যদি ১০০তে ৪০ মানে কোনমতে টাইনা টুইনা পাশ নম্বর দেওয়া যাইতো তাইলে এয়ারটেলরে ১০০তে দেওয়া উচিত ২০!! নেটওয়ার্কের এই করুণ দশা দেইখা দেশের তাবত তরুণ প্রজন্ম অতি দূঃখে কাউয়ার মতো চায়া থাকলো বাসার পাশের নেটওয়ার্ক টাওয়ারটার দিকে! যেই টাওয়ার তার কুন কামেই আইতেছে না!!!

এইবার পুষ্টের আসল বিষয়বস্তুতে আসি। আমিও এই এয়ারটেল নামক যন্ত্রনাকে দীর্ঘ ৬মাস লালন করে বেড়িয়েছি। আমার নোকিয়া ই৭১ হ্যান্ডসেটটার দিকে তাকাইলে মুনে হইতো নেটওয়ার্ক “চার্জ” হইতেছে! এতো দ্রুত উঠানামা করে!!!



ধুওরো! আর যামুনা এয়ারটেল ক্যাচালে!! এইবার মূল সমস্যার কথা বলি এবং তাহা হইতে উত্তরণের পথ বাতলাই... ;)



সমস্যা হইলো। আমরা বাঙ্গালীরা একটু বেশিই চাই। যেমন: নিচের কথাই বলি। আমি আমার মুবাইল থিকা যা যা চাই তা হইলো:::
১. সেইম অপারেটরে কম রেটে কথা বলা;
২. বান্ডেল এসএমএস
৩. ইন্টারনেট মিনিপ্যাক!


ফেইসবুকে এই নিয়া একখানা স্ট্যাটাস দিছিলাম। ঐখানে এক নম্বর পয়েন্ট টা বাদই ছিল! কিন্তু তারপরেও এক দোস্ত কইলো, “মামাবাড়ির আবদার পাইছোস নিহি হালা!! তোরে সবকিছু এক অপারেটরে দিবোনা!!” গেলগা রাগ উইঠ্যা। ব্যাপক রিসার্চ শুরু করলাম। সমাধান হাজির হইলো, এবং ১ নম্বর পয়েন্ট সহই হাজির!!! ;) ;) ;)

এইডা নিয়া একখান স্ট্যাটাসও দিলাম ফেসবুকে। স্ট্যাটাস দেওনের পর থিকা ঐ পুলা নিখোঁজ; মানে হেতার কুন খোঁজ নাই... ;)



স্ট্যাটাসটা হুবহু তুইল্যা দিলাম:::

আপ্নে কি প্রেম করেন? প্রেম করায় এয়ারটেল এর ফান্দে পইড়া কান্দেন? সিম চেঞ্জ করবার চান কিন্তু প্রেয়সীর কারণে তাও করবার পারেন না!! আপ্নে এসএমএস বান্ডেল আর ইন্টারনেট ও চান!!! কাউরে কইলে হেয় কইবো, “মামা বাড়ির আবদার নিহি। দেশের সরকার অনুমোদিত সবচাইতে কম কল রেট, বান্ডেল এসএমএস আর দেশের সেরা ইন্টারনেট মিনিপ্যাক কেউ একলগে দিবোনা!” দিবো........দিবো.... ;)

আপ্নের লিগা আছে একটা রবি ময় সমাধান!

প্রথমেই রবি সেবায় গিয়া আপ্নে একটা আর আপ্নের প্রেয়সীরে একটা “রবি প্রথম” সিম কিনা দেন!! এসএমএস আর ইন্টারনেট প্রবলেম শেষ! ৫ট্যাকায় ১০০ এসএমএস ১ দিন আর ১০টাকায় ১০মেগাবাইট ইন্টারনেট পাইবেন ১০দিন!!!

মাগার প্রবলেম একটাই। সেইটা হইলো কলরেট। রবি প্রথমে কুন এফএনএফ/পার্টনার পাইবেন না! (থাকবোই বা কেন! এই প্যাকেজটা ছাড়া হইছে স্টুডেন্টগোর লিগা! আপ্নে কি ভাবছেন? রবি কি জিপি’র মতো ডিজুস প্রজন্ম অথবা এথবা এয়ারটেল, বাংলালিংকের মতো প্রেমিক-প্রেমিকা উৎপাদন কইরা পোলাপাইনরে কার্বাইড, ফরমালিন দিয়া পাকাইতে নামছে নিহি!)

রবি প্রথমটা তো রবি সেবায় গিয়া আনা লাগছে। এইবার রবি সেবার ধারে কাছেও ঘেইষেন না! বাসার আশেপাশে দেখবেন অসংখ্য মুবাইলের দোকান আছে। তার একটায় গিয়া একটা “রবি ক্লাব” সিমকার্ড নিয়া আহেন!! হ, এইডা ঐ বস্তুটা! কোন বস্তুটা মনে করতে পারতেছেন না? ঐ যে, টিভিতে বিজ্ঞাপন দিতো যে পাবলিকে হাতের ঘড়ি খুইলা কলা খায়া ছোকলা যেমনে রাস্তায় ফেলে সেমনে কইরা ফেইলা দিতেছিল! ঐটাই ছিল “রবি ক্লাবে”র বিজ্ঞাপন।

ইডা ইউজায়া রাইত ১২টা থিকা সন্ধ্যা ৬টা পর্যন্ত রবি-রবি নম্বরে প্রথম মিনিট ১টাকা এবং তাহার পরে ২৫পয়সা করিয়া কাটিবে! ইডা আপনার কাছে অথবা প্রেয়সীর কাছে রাখিয়া দেন। যখন কথা বলার শখ জাগিবে তখন লাগায়া কথা কয়া লইবেন।*

অন্য অপারেটর ইউজ করলে কথা কওনের সময় দুইজনরেই সিম বদলাইতে হইবেক! বাট এইডা ইউজাইলে যেকোন একজন সিম বদলাইবেন। তাইলেই হবে... এই কামডা নিজে না কইরা প্রেয়সীরে দিয়াই করান। আপ্নেতো ইন্টারনেট ইউজ করেন। হাজারটা এসএমএস দেন। প্রেয়সীরে বাদ দিয়াও আপ্নের হাজারটা কাম আছে! তাই আপ্নের চেইঞ্জ করার দরকার নাই!



পুষ্টের শিরোণামে দুইখান ছুড ছুড স্টার(*) আছিল! ইহা দ্বারা কি বুঝায় তাতো জানেনই। ;)

**তেমন কুনই শর্ত নাই। শর্ত হইলো, উপরে যতো খরচের কথা বলা হইছে তার উপরে ১৫% কইরা ভ্যাট প্রোযোজ্য... :):):)

রবি’র ইন্টারনেট আর নেটওয়ার্কের কথা কইলে শুধু একটা কথাই কমু, পুরাই অস্থির!!!


সবার শেষে মোবাইল নাম্বার চেইঞ্জের কথাটা বলি। “ভালবাসা লয়া “টানাটানি” শেষ! অহন আমি জ্বলিয়া উঠিব আপন শক্তিতে...” ;)

মানে এয়ারটেলরে ঝাটা মাইরা রবি’তে আয়া পড়ছি। নুতন নাম্বার হইলো::: ০১৮৩২০৮১৯৫৩ :)


সবাই ভাল থাকবেন
-হ্যাপি ব্লগিং ... :)





(ছবি কৃতজ্ঞতা: এয়ারটেল- ভালো হয়া থাকিস। নইলে লাথি মাইরা ইন্ডিয়া পাঠায়া দিম!) ;)
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও যাবো একটু দূরে !!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৮ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:২২

আমিও যাবো একটু দূরে
যদিও নই ভবঘুরে
তবুও যাবো
একটু খানি অবসরে।
ব্যস্ততা মোর থাকবে ঠিকই
বদলাবে শুধু কর্ম প্রকৃতি
প্রয়োজনে করতে হয়
স্রষ্টা প্রেমে মগ্ন থেকে
তবেই যদি মুক্তি মেলে
সফলতা তো সবাই চায়
সফল হবার একই উপায়।
রসুলের... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

×