somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জামিন ও মামলা সমূহের সর্বশেষ অবস্হা

১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জিয়া অরফানেজ ট্রাস্ট্ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার ২৫ দিনের মাথায় জামিন পেলেও একের পর এক আইনি জটিলতায় আটকে আছে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তি। ইতোমধ্যে পেরিয়ে গেছে আট মাস আট দিন। ওনার বিরুদ্ধে করা ৩৬টি মামলার মধ্যে ৩৪টিতে তিনি জামিনে রয়েছেন, বাকি কুমিল্লার দু’টি মামলা (নাশকতা ও হত্যার অভিযোগে করা বাকি দু’টি মামলায় ) একটি নিম্ন আদালতে অপরটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। যার একটি (চৌদ্দগ্রামের নাশকতার মামলা )আগামী ১১ নভেম্বর জামিন শুনানির দিন ধার্য করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম ।

অপর দিকে কুমিল্লার বিশেষ ক্ষমতা আইনে করা নাশকতার মামলায় বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে পুনরায় সম্পূরক আবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। (শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, কুমিল্লার আদালতে জামিন নামঞ্জুর আদেশের বিরুদ্ধে তারা যখন আপিল আবেদন করেন, তখন তারা অধস্তন আদালতের আদেশের সার্টিফায়েড কপি সংযুক্ত করেননি। আপিল আবেদনের সময়ই অধস্তন আদালতের সার্টিফায়েড কপি সংযুক্ত করার বিধান রয়েছে। কিন্তু তারা দ্বিতীয় দিন ওই কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করেছেন। তাই আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় দাখিল হয়নি বলে আপত্তি রয়েছে। পরে আদালত খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলীকে ডেকে এই মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে পুনরায় সম্পূরক আপিল আবেদন আজকের (সোমবার) মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেন )

এই দুই মামলায় জামিন প্রক্রিয়া শেষের দিকে আসলেও এখন নতুন করে দেখা দিয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার জামিন বাতিলের ইস্যু। এই মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল হবে কি না- এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল (১৬ অক্টোবর) দিন ধার্য করেছেন আদালত। পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান গত রবিবার এ আদেশ দেন। মামলাটিতে জামিন বাতিল হইলে তা সরাসরি রায়ের জন্য জন্য চলে যাবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো!

উল্লেখ্য, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে দুর্নীতি,ইতিহাস বিকৃতি, ভুয়া জন্মদিন, হত্যা, নাশকতা, মানহানিসহ নানা অভিযোগে ৩৬টি মামলার মধ্যে গ্যাটকো, নাইকো, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি চারটি মামলা দুর্নীতির এবং এ চারটি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে, বাকি মামলা বর্তমান সরকারের আমলে করা হয় যার মধ্যে ১৯টি মামলা বিচারাধীন এবং তদন্তাধীন রয়েছে আরও ১২টি মামলা।
২০১৪ সালের পর বিভিন্ন সময়ে পুলিশ, আওয়ামী লীগের নেতা-কর্মী ও আইনজীবীরা ৩০টি মামলা করেন। এর মধ্যে ২৫টি মামলা হয়েছে ঢাকায়। এছাড়া কুমিল্লায় তিনটি এবং পঞ্চগড় ও নড়াইলে একটি করে মামলা রয়েছে।
৩৬ টি মামলার মধ্যে স্থান সংকুলান না হওয়া ও নিরাপত্তার কারণে ঢাকার বিশেষ জজ আদালত ২-এ বিচারাধীন শাহবাগ থানার একটি মামলা [মামলা নং- ৫৩(২)০৮], তেজগাঁও থানার ২০(১২)০৭ নম্বর, ৫(৯)০৭ নম্বর, ১৫(০৮)১১ নম্বর ও দুদকের করা রমনা থানার ৮(৭)০৮ , বিশেষ ক্ষমতা আইনে করা দারুসসালাম থানার ৬২(১)১৫ নম্বর, ৩(৩)১৫ নম্বর, ৮(২)১৫, ৫(২)১৫, ৬(২)১৫, ৩১(২)১৫, ১২(২)১৫ ও ২৯(২)১৫, যাত্রাবাড়ী থানায় করা বিশেষ মামলা ৫৯(১)১৫ এবং মহানগর হাকিম আদালতে (আদালত-৭) বিচারাধীন পিটিশন মামলা ১০৯৬/১৬ ও ১১০/১৫, জিয়া অরফানেজ,গ্যাটকো, নাইকো, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি চারটি বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিশেষ এজলাসে স্থানান্তর করা হয়েছে।
জানা থাকা ভালো, খালেদা জিয়া এ নিয়ে পাঁচবার কারাবন্দী হয়েছেন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে দলে যোগ দেবার পর এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর গ্রেফতার হন। এরপর ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর গ্রেফতার হন। ২০০৭ সালের সেপ্টেম্বর ৩ তারিখে দুর্নীতির অভিযোগে পুত্রসহ গ্রেফতার হন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি হাইকোর্টের নির্দেশে মুক্তিলাভ করেন। সর্বশেষ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি জেলে রয়েছেন।

সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

আমার কিছু ভুল!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮

১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের লোকসংস্কৃতিঃ ব্যাঙের বিয়েতে নামবে বৃষ্টি ...

লিখেছেন অপু তানভীর, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০



অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল অনেক এই রকম যে চারিদিকে প্রচন্ড গরম। বৃষ্টির নাম নিশানা নেই। ফসলের মাঠ পানি নেই খাল বিল শুকিয়ে যাচ্ছে। এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি ভাবনা ও একটা সত্য ঘটনা

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭


আমার জীবনের একাংশ জুড়ে আছে; আমি চলচ্চিত্রাভিনেতা। বাংলাদেশেই প্রায় ৩০০-র মত ছবিতে অভিনয় করেছি। আমি খুব বেছে বেছে ভাল গল্পের ভাল ছবিতে কাজ করার চেষ্টা করতাম। বাংলাদেশের প্রায়... ...বাকিটুকু পড়ুন

×