নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজিদ জামান

নিজের সম্পর্কে তেমন কিছুই বলার নাই। খুব সাধারন একটা মানুষ অসাধারন একটা আদর্শকে ধারন করে বেচে থাকার চেষ্টা করছি। আমৃত্যু সেই আদর্শের জন্য কাজ করে যাব।এবং সেই আদর্শকে বুকে ধারন ধরেই মরতে চাই।

সাজিদ জামান › বিস্তারিত পোস্টঃ

নোবেল পুরুষ্কার-২০১৪

১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৪

১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অনন্য সাধারন গবেষনা ও উদ্ভাবন এবং মানব কল্যানমূলক কর্মকান্ডের জন্য নোবেল পুরুষ্কার প্রদান করা হয়।সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল (ডিনামাইট,ব্যালিস্টিক আবিষ্কারের জন্য বিখ্যাত) এর ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনু্যায়ী নোবেল পুরুষ্কারের প্রচলন করা হয়।উল্লেখ্য, শান্তিতে নোবেল প্রদান করা হয়ে থাকে নরওয়ের রাজধানী অসলো থেকে এবং বাকি সকল বিষয়ে নোবেল পুরুষ্কার প্রদান করা হয় সুইডেনের স্টকহোম থেকে। চলুন দেখে নেয়া যাক এবছর বিভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতি স্বরূপ কারা এই পুরুষ্কারে ভূষিত হলেনঃ
১। পদার্থ বিজ্ঞানঃ
ক) ইসামু আকাসাকি, খ) হিরোশি আমানো, গ) সুজি নাকামুরা
উনারা নিল আলো নির্গমন/নিঃসরন করতে পারে এমন ডায়োড( যা বিদ্যুতকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করে) আবিষ্কার করেন যার মাধ্যমে আলোক উৎস আরো উজ্জ্বল হবে এবং বিদ্যুতের অপচয় রোধ হবে। উনারা তিন জনই জাপানী।
২। রসায়ন বিজ্ঞানঃ
ক) এরিক বেতিগ(আমেরিকা), খ)স্টেফান হেল(রোমানিয়া), গ)উইলিয়াম মরনার(আমেরিকা)
লাইট মাইক্রোস্কোপ এর রেজ্যুলেশন বৃদ্ধি/ উন্নতি সাধনের জন্য স্বীকৃতি স্বরূপ উনারা নোবেল পুরুষ্কারে ভূষিত হলেন।
৩।চিকিৎসা শাস্ত্রঃ
ক) জন ও'কেফি(আমেরিকা),খ) মে-ব্রিট মোসার( মহিলা) গ) এডভার্ড মোসার
মস্তিষ্কের জিপিএস পদ্ধতির আবিষ্কারের জন্য এই বিজ্ঞানীত্রয় নোবেল পেলেন। উল্লেখ্য, এডভার্ড ও মে-ব্রিট মোসার স্বামী-স্ত্রী এবং তারা দুজনেই নরওজিয়ান।
৪।সাহিত্যঃ
প্যাট্রিক মোদিয়ানো (ফ্রান্স)
স্মৃতিচারন্মূলক সাহিত্যকর্মের মাধ্যমে মানব জীবনের সবচেয়ে অবিচলিত ভবিতব্যকে তুলে আনা এবং মানুষের নৈমত্তিক জীবনে দখলি সত্ত্বার নানা দিক উন্মোচনের স্বীকৃতি হিসেবে তাকে এবছর সাহিত্যে নোবেল পুরুষ্কার প্রদান করা হয়েছে।
৫।শান্তিতে নোবেল প্রাইজঃ
ক) কৈলাশ সত্যার্থী(ভারত), খ) মালালা ইউসুফজাই(পাকিস্থান)
শিশু নির্যাতনের বিরুদ্ধে এবং শিশু শিক্ষার অধিকার রক্ষায় গুরুত্বপূর্ন অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাদের এ পুরুস্কার প্রদান করা হয়।উল্লেখ্য, মালালা হচ্ছেন সর্বকনিষ্ঠ নোবেল লরিয়েট। এবছর মাত্র ১৭ বছর বয়সে সে নোবেল পুরুষ্কার লাভ করেন।
৬।অর্থনীতিঃ
জ্যঁ তিওল (Jean Tirole: ফ্রান্স)
বাজার ক্ষমতা বিশ্লেষন ও নিয়ন্ত্রন বিষয়ক তত্ত্বের জন্য অর্থনীতিতে নোবেল পুরুষ্কার পেলেন এই ফরাসি অর্থনীতিবিদ। উল্লেখ্য,আলফ্রেড নোবেল অর্থনীতিকে উনার পুরুষ্কারের বিষয় সমূহের অন্তর্ভুক্ত করে যান নাই। দ্যা ব্যাংক ব সুইডেন আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরুষ্কার প্রদান করে থাকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২২

তিক্তভাষী বলেছেন: বাংলাদেশের পাশেই পাকিস্তান আর ভারতের ক্যান্ডিডেট শান্তিতে পুরস্কার পেলো। হায়! এবারো আমাদের ক্যান্ডিডেটের ভাগ্যে শিকে ছিড়লো না! :((

২| ১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৬

সাজিদ জামান বলেছেন: এবছর আমাদের কোন ক্যান্ডিডেট ছিল নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.