নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

সব জান্তা বাঙাল এবং আইএস আমার মামুর বাড়ি! ( বাই দ্যা রাস্তা ফিরে এলাম গেলাম না।)

০৩ রা জুলাই, ২০১৬ রাত ২:২৯



এক বরিশাইল্যা সৌদি আরব গেছে। রাস্তায় একটা কাগজ দেখতে পেল। সেটা সে তুলে নিয়ে দেখে আরবী হরফে কি যেন লেখা!!

ততক্ষনাৎ সে সেটাকে বুকে নিয়ে মুছে কয়েকটা চুমো দিলো। তারপর কাগজটা তার এক আরবি পড়তে জানা বন্ধুর কাছে নিয়ে গিয়ে বললো " ও মোর খোদা! সৌদির মতো একটা দেশে আরবী লেখা জিনিস রাস্তায় পইড়া থাহে!! নে এডা পইড়া একটু বল তো কোন হুজুরের কথা আছে? " তার বন্ধু পড়ে সেটা তাকে বাংলা করে বোঝাচ্ছে .....
- কোমর ৩০, বুক ৩৬, মডেল তিলিয়ানা। নাইট শো রাত ১২ টা।

কিছু কিছু মানুষের অবস্থা হইছে সেইরকম। আইএস একটা ইসলামিক নাম দেখে ইসলামকে গালি দেয়! কিন্তু আইএসএর কর্মকান্ড ইসলামের সাথে যায় না। ইসলামে বিনাঅপরাধে মানুষ খুন সম্পন্ন নিষিদ্ধ। তাছাড়া যে খুন হয় তার সমস্ত পাপের বোঝাও খুনিকে বইতে হয়।

আই এস বর্তমান বিশ্বের ক্ষমতাশীন দেশগুলার সৃষ্টি। যেসব দেশ অস্ত্ররপ্তানিতে শীর্ষে আছে তাদের এদের সাথে সম্পৃক্ততা রয়েছে। যারা অন্যদেশের উপর দখলদারি করতে চায় তাদের এদের সাথে হাত আছে।

অনেকেই বলে আইএস যারা আছে তাদের মধ্যে ভালোবাসাবোধ নাই। তারা পশু। আসলেই তারা পশু। এটা অবশ্যই ঠিক তারা পশু। তবে ভালোবাসাবোধ নাই এটা ঠিক না। ভালোবাসা না থাকলে তাদের নিজেদের মধ্যেই যুদ্ধ লেগে যেত। বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। আমি যা বললাম। তা যুক্তি থেকে বলছি। যেহেতু আমি যুক্তির মানুষ।

আজকে আমাদের মাঝে আরেকটা গভীর বিষয় উঠেছে। অনেকেই বলে যে আইএস এ যারা কাজ করে তাদের গভীরভাবে হিপ্নোটাইজ করা হয় জান্নাতের লোভ দেখানো হয় । (যেন তেনারা কয়েকবার আইএস প্রশিক্ষন দিয়ে এসেছে। সব জান্তা! কিভাবে কি হয় যেন সবকিছুর প্রমান তার ডেস্কটপের গোপনীয় আইএস ভ্রমন ফোল্ডারে আছে। যতসব ফালতু লোক)

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৩:২৭

কালনী নদী বলেছেন: কদিন পর যেখানেই যা হবে, শুধু আল্লাহু আকবার আওয়াজ দিলেই হবে। সম্পূর্ন মোড় পাল্টে যাবে। আর সেটা দড়িয়ে দিবেন আপনি . . . সেটা কেউ মানতে নারাজ।

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৩:৩২

আমিই মিসির আলী বলেছেন: এযুগের শিক্ষিত মানুষ যে কিভাবে এমন ভোধাইর মতো আচরণ করে বুঝি নাহ্।

ধন্যবাদ কালনী ভাই।

২| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৩:৩৮

কালনী নদী বলেছেন: যে যার মতন ঘটনাকে নিজ স্বার্থে ব্যবহার করতে ব্যস্ত। আমাদের একেক জনকে খুব সহযেই শ্রেণী-বিভাজন করা হচ্ছে। ব্যাপারটা মোটেই সুবিধের নয়। সারা বিশ্বের কাছে একটা সম্প্রদায়কে সন্ত্রাসী স্বরূপে উপস্থাপন আর ন্যায়বাদীদের নির্যাতন।

এই রাস্তা বড় বন্ধুর।

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৩

আমিই মিসির আলী বলেছেন:
:(

৩| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ৩:৪০

কাশফুল মন (আহমদ) বলেছেন: দারুণ বলেছেন

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ

৪| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

অতৃপ্তচোখ বলেছেন: কিন্তু, জঙ্গি, তালেবান, আইএস, মুজাহিদ, জামায়াত শিবির এরা সবাই তো মুসলিম, কোরান পড়ুয়া, পাঁচ ওয়াক্ত নামাজী, সমাজে শান্ত ভদ্র ভাবেই পরিচিত। এবিষয়ে কিছু তো লিখলেন না। আমাদের হুজুররা তো প্রায় সময়ই উগ্রপন্থি ওয়াজ করেই দর্শকপ্রিয় হচ্ছে। এইসব কিভাবে বিবেচনা করবেন?

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৩২

আমিই মিসির আলী বলেছেন: জঙ্গি, তালেবান, আইএস এরা সবাই মুসলিম?
এতটা সিউর হচ্ছেন কিভাবে??
ছিলেন নাকি কখনো??
কয়টা ওয়াজ পাইছেন উগ্রপন্থি একটু লিংকটা দ্যান তো। দেইখ্যা আসি।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৭

মাহমুদ ইউছুফী বলেছেন: ধন্যবাদ। অনেক সুন্দর পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.