নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

এক নজরে বউ বিবর্তন। সেই তুমি কেন এত অচেনা হলে!! আমার পকেট কেন পুরো খালি করালে!! :((

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০২




সাল ১৯৮০ :

বাজারে যাইতাছি। ডিম আর মুরগিগুলা বেচে একটা গামছা আর একটা লুঙ্গি কিনমু। বউ তোমার কিছু লাগবে?
- না না। শুধু শুধু টাকা নষ্ট কইরো নাহ্। হাফ কেজী শেমাই কিনে আইনো।
-আইচ্ছা।

সাল ১৯৯০ :

বউ বাজারে যাচ্ছি। ঈদের বাকী তো আর বেশি দিন নাই। তোমার কিছু লাগবে?
- কম দামের ভিতর একটা কাপড় আর ব্লাউজের কাপড় আইনো। তোমার জন্য একটা লুঙ্গি কিনবা। পাঞ্জাবি কিনবা। সেন্টু গেঞ্জী কিনতে ভুইলো না আবার।
-ঠিকাছে বউ। :D

সাল ২০০০ :

বউ ঈদের শপিং এ যাইতাছি। তোমার কি কিছু লাগবে?
-লাগবে মানে? ঈদ কি বছরে দশ বার আসে!! আর অন্য সময় তো কিছু কিনে দাও না! এখন আবার জিগাও কিছু কি লাগবে!! আমার জন্য একটা জামদানি শাড়ি কিনবা। বি প্লাস কাপড় কিনবা। বাকী গুলা লিস্ট করে দিতাছি নিয়ে আসবা।
-শাড়ি একটা কিনলে হয় না?
- বেশি কথা বললো কেন! পাশের ভাবি চার...
- থাক আর কইতে হবে না। দুইটাই আনবো :|

সাল ২০১০ :

- বউ ঈদের শপিং এ যাচ্ছি। তোমার কি ....
- কই যাও? শপিং এ! আগে বলবা না! দাঁড়াও আমি আসছি। তুমি তো ঠিক মতো কিছুই পছন্দ করতে পারো না।
-চলো তাইলে |-)

সাল ২০২০ :
......
- এ্যাঁই টুনির আব্বু। শপিং যাবো। ৩০ হাজার টাকা দাও। আর তোমার তো বেশি কিছু লাগবে না। সব আছে। একটা পাঞ্জাবি আনলেই তো চলবে?
- হুমম।
- আচ্ছা! আমি যাইতাছি। তুমি রান্নাটা সেরে ফেল এর মাঝে!
- অকা! :((

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

রায়হানুল এফ রাজ বলেছেন: দিন যায় ভালো দিন আসে খারাপ।

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

আমিই মিসির আলী বলেছেন:
হুমম।
আগের দিন গুলাই ভালো ছিলো।

২| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

ইকরাম উল হক বলেছেন: মজার

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৭

আমিই মিসির আলী বলেছেন:
;)

৩| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

৭১৫০ বলেছেন: :>

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:২২

আমিই মিসির আলী বলেছেন:



;)

৪| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কৌতুক পোস্ট। কিন্তু এই কৌতুকের আড়ালে লুকিয়ে আছে আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের চিত্র।

ধন্যবাদ ভাই আমিই মিসির আলী।

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:২৪

আমিই মিসির আলী বলেছেন:

হুমম।
কৌতক।
তবে পুরুষ মানুষরা যে দিন দিন অসহায় হয়ে যাচ্ছে তা কিন্তু ঠিকই।

৫| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০

অশ্রুকারিগর বলেছেন: বুঝতাসিনা আসলে বিয়াডা কি কইর‌্যা ফালানো উচিত না আরেকটু বিবর্তন দেখমু। মিসির আলী সাহেব রহস্য উদধাটন কইরা দেন।

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:২৫

আমিই মিসির আলী বলেছেন: যায় দিন ভালো।
আসে দিন খ্রাপ।

আপনার বিয়াটা কইরা ফেলানোই উচিৎ B-)

৬| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

সুমন কর বলেছেন: হাহাহাহাহা..... :D

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:২৫

আমিই মিসির আলী বলেছেন:

;)

৭| ০৩ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

কালনী নদী বলেছেন: রহস্যময় বিবর্তন।

০৩ রা জুলাই, ২০১৬ রাত ৮:২৬

আমিই মিসির আলী বলেছেন: হুমম।

তবে ঘটনা সত্য।

৮| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১১:০৫

অতৃপ্তচোখ বলেছেন: মজার ভবিষ্যদ্বাণী ভাই।
২০২০ সাল শুরু হইয়া গেছে মনে হয়।

আমার কাছে ভাই ৮০/৯০ সালই ভালো ছিল (কৃপণ ভাবলে কষ্ট পামু)।

ভালো লাগলো পোষ্টটি পড়ে

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:১৩

আমিই মিসির আলী বলেছেন: মজা লাগছে জেনে ভালো লাগলো।
আর যায় দিন সর্বদাই ভালো। আর আসে দিন খ্রাপ।
আর ২০ সাল পুরোপুরি শুরু হয় নাই।

৯| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: blogging না বাদ দিলেন!!!

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:১৪

আমিই মিসির আলী বলেছেন: দিছিলাম।
তবে পুরোপুরি ছেড়ে দিতে তো পারি না।

১০| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: ভাল্লাগছে

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:১৪

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:০০

কালনী নদী বলেছেন: আমার ম্যাম সাহেবা অনেক ভালো :)

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

আমিই মিসির আলী বলেছেন: আহা শুনে শান্তি পাইলাম।
ভাইজান তাইলে সুখেই দিন যাপন করছেন।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১২:৩৭

সম্রাট৯০ বলেছেন: অনেক ভালো হয়েছে বিবর্তন কিন্তু ১৯৮০ সালের জুটি গুলো এখনো আছে তারা আবর্তিত বলে সাধারণ চোখে ধরা দেয়না। এই সমাজে কত নারী বউ যে আছে যারা ঈদে গায়ে রং মাখেনা,প্রিয়জনকে সাজিয়ে মনের রং বাড়ায়। আমি অনেক দেখেছি এমন।

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:১৮

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
আর ৮০ সালের জুটি তো আছেই।
তবে খুবই কম। ২০ সালে আর পাওয়া যাবে না।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম ;)

বউর বিবর্তন ঠেকানোর বুদ্ধি আছে.......

আপনার চাহিদামতো ওল্ড ভার্সন ইন্সটল করবেন- অবশ্যই অটো আপডেট ফিচারিং টার্ন অফ রেখে ;) :P B-) =p~

ঈদ মোবারক!

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:২০

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে
তা ইন্সটল যে করবো সেটা কোথা থেকে??
আপনাকেও অগ্রিম ঈদ মোবারক।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:০৪

জনৈক অচম ভুত বলেছেন: সময় এসেছে বাংলার নিপীড়িত স্বামী সমাজের রুখে দাড়াবার। X(
অবিবাহিতদের প্রতি ইতিহাস হতে শিক্ষা নেবার আহ্বান রইল। :#)

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ২:২২

আমিই মিসির আলী বলেছেন: হুমম।
ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। ;)
বাংলার বউদের অত্যাচার প্রতিহত করো।
ধন্যবাদ ভূত সাহেব।

১৫| ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৪

শায়মা বলেছেন: ২০১৬

বউঃ

নিজেই কিনতে পারে-
১। সালোয়ার কামিজ
২। শাড়ি
৩। গয়না
৪। জুতা/ স্যান্ডেল
৫। কসমেটিক্সস
................
.................
.................

১০০০০০০০০০০। ...............

সাথে বাড়ির সকলের জন্য জামা কাপড় জুতা মোজা ইত্যাদি ইত্যাদি ও ইত্যাদি......:)

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৪

আমিই মিসির আলী বলেছেন: হুম।
ঠিক বলছেন।
অলরেডী শুরু হয়ে গেছে ২০ এর গুলা।

১৬| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৫৫

কালনী নদী বলেছেন: ঈদ মোবারক। বড় ভাই।

১৭| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৫

নীলপরি বলেছেন: দারুন । :)

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৫

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।

১৮| ১০ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৯

রানা আমান বলেছেন: ২০২০ এর ঘটনা কিন্তু ২০১৬তেই ঘটে চলেছে । আমার অভিজ্ঞতা তো তাই বলে ।

১৯| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৪

ইফতেখার ভূইয়া বলেছেন: আই বিয়া করাতম ন =p~

২০| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অসহায়।

২১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,




:#) হে হে হে! হুরাই মুকলেছ অই গেলাম রে! :#)
:D
B-)

২২| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ২০৪০ সালের খবর কিছু জানেন? :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.