নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ ও সুন্দরবনের ভবিষ্যত! আর আমাদের চুপ করে থাকার ফলাফল দেখার অপেক্ষায়....

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬







মাঝে মাঝে মনে হয় বাঙ্গাল নিজেদের ভালো বুঝে না। নাহলে বাঙ্গাল হিরো আলমকে একদিনে সুপার হিরো বানায়া দেয় অথচ জাতীয় ইস্যু সুন্দরবন নিয়ে তাদের কোন মাথা ব্যথা নাই।

বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বাড়ছে সে হিসেবে বিদ্যুৎ উৎপাদন করা প্রয়োজন। কিন্তু সেটা করার জন্য সুন্দর বনের ব্যপক ক্ষতি সাধন করা মোটেও গ্রহন যোগ্য নয়। আমাদের প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ একই সময়ে যে পরিকল্পনা নিয়েছে তা হলো সুন্দর বনের রামপাল এলাকায় বিদ্যুৎ উৎপাদন করার যেটি সম্পূর্ণই কয়লা নির্ভর। ঐখানে দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হবে ১৩২০ মেগাওয়াট।

বাঙ্গাল নিজের ভালো কেন বুঝে না সেটাও বলছি। ভারতের ছত্তিশগড় এলাকায়ও একই প্রকল্পে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার প্রস্তাব দেয়া হয়। যেটা কয়লা নির্ভর। কিন্তু সে দেশের পরিবেশ মন্ত্রণালয় সেটা বাতিল করে দেয়। কারন এতে তাদের পরিবেশের ক্ষতি হবে।

শুধু বাঙ্গালই বুঝলো না সুন্দর বনে এই বিদ্যুৎ কেন্দ্র কত ক্ষতি করবে পরিবেশের। বাঘ মামা বলে সুন্দরবনে কিছু থাকবে না।

১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য বছরে ৪৭ লাখ ২০ হাজার টন কয়লা পোড়াতে হবে। আর এতে ১ টন কয়লা পোড়ালে প্রায় ৩ টন কার্বন ডাই -অক্সাইড উৎপন্ন হবে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি!! এছাড়াও এতে সালফার ডাই-অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস নির্গত হবে। এসব বিষাক্ত গ্যাস সম্পূর্ণ সুন্দরবন ধ্বংস করতে তিন বছর ও সময় নিবে না।

এছাড়া এটার ফলে ৭ হাজার ৫০০ পরিবার গৃহহীন হয়ে পড়বে। তাদের উদ্বাস্তু জীবনের দায়ভার কি নিবে সেই প্রশ্ন রয়েই যায়।

এই রামপালের ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যেয়ে সুন্দর বন ধ্বংস করে দেয়ার মহান সিদ্ধান্ত নেয়ার জন্য আসুন আমরা মাননীয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এখন সুন্দর বন ধ্বংস করছেন কিছু বছর পর বাংলাদেশ ধ্বংস করবেন সেটাই আশাকরি। X(

এই রামপাল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাতিল করার দাবি জানাই। ভারতের সাথে সুসম্পর্ক রাখতে যেয়ে নিজ দেশের ক্ষতি করার কোন মানে হয় না। বউয়ের ইজ্জত বিলিয়ে দিয়ে বন্ধুত্ব রক্ষা করার কোন মানে হয় না।

রামপাল বিদ্যুৎ পকল্পের বিপক্ষে কিছু লিখুন। দেশটা আমাদের ভাবনাটাও আমাদের।



মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫২

আবুল হায়াত রকি বলেছেন: পারমানবিক ক্ষমতার একটা বিশাল সুবিধা আছে, যেটা আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলাতে ব্যবহার হচ্ছে।

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ব্যাপারটা অনেকাংশেই সেরকম। তারা বাংলাদেশকে সেই শক্তি ব্যবহারের অনূমোদন দিচ্ছে না।

সরকারের উচিত উন্ন দেশের প্রযুক্তির দাবি করা বিশ্ব দরবারে।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৫

আমিই মিসির আলী বলেছেন: সরকার ভারত প্রীতিইই ছাড়তে পারে নাহ্! আবার উন্নত দেশে যাবে!!
দেশটার যে আরো কতকিছু হবে!

২| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

কল্লোল পথিক বলেছেন:





বাঁচও সুন্দরবন বাঁচাও মানুষ।

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬

আমিই মিসির আলী বলেছেন:
কে বাঁচাবে! :(

৩| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬

ঢাকাবাসী বলেছেন: ব্ঙাল তার ২০% - ৫০% কমিশনটা!!!

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

আমিই মিসির আলী বলেছেন: কিছু আমলার লোভই যত নষ্টের মূল!
আপন স্বার্থ খুঁজার কারনেই বলি হবে আমাদের সুন্দর বন টা।

৪| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ফ্রান্সে জঙ্গি হামলা হলে বাঙ্গালীর ফেবু প্রো.পিকে ফ্রান্সের পতাকা ওঠে, কোন এক দেশে সমকামীদের স্বীকৃতি দেওয়া হলে বাঙ্গালীর ফেবু প্রো.পিক রঙ্গিন হইয়া ওঠে। অথচ চোখের সামনে দেশের সর্বনাশ দেখেও মুখ খোলেনা, কলম ধরে না। ভাসুরের নাম মুখে নিতে হবে যে। দাদারা গোসসা করবে যে।
এরা আবার দেশ প্রেমের কথা বলে!

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

আমিই মিসির আলী বলেছেন: আসলেই!!
দেশ প্রেমের সজ্ঞা তাদের নতুন করে শেখানোর সময় এসেছে।

৫| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



ব্লগ থেকে বিপ্লব হয়নি এখনো; এখানে আমরা মতামত বিনিময় করি; ব্লগারেরা একমত যে, সুন্দরবনের পাশে নয়, কোথায়ও অসুন্দরবনের পাশে শেখ হাসিনা বিষ্যুৎ বানাক; উনার অসুবিধাটা কি, বুঝা মুশকিল; মনে হয়, উনি অসুন্দরবন ভালোবাসেন?

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আমিই মিসির আলী বলেছেন: উনি দাদার হাসিমুখ পছন্দ করেন।
দাদার খুশিই আসল।
দেশটা তো ধৈনঞ্চা

৬| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সাহসী সন্তান বলেছেন: সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মানের লক্ষ্য থেকে যদি সরকার ফিরে না আসে, তাহলে সেটা সরকারের জন্য সব থেকে বড় ভুল হয়ে যাবে! তবে পরবর্তিতে তার মাসুলও এই সরকারকেই দিতে হবে!

সরকার আর যাই করুক অন্তত সাধারণ জনগনের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে না! তাছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের কারণে যে ৭ হাজার ৫০০ পরিবার গৃহহীন হয়ে পড়বে তাদের দ্বায়ভার কে নিবে? X(

আমি শেরে বাংলা এ.কে ফজলুল হকের একটা কথা পড়েছিলাম- 'যখনই দেখবেন কোন ভারতীয় দাদা আপনার প্রশংসা করছে, তখনই বুঝবেন আপনি নিশ্চই দেশের বিপক্ষে কিছু করছেন!'

ভারত কখনো বাংলাদেশের ভাল চায়নি, আর চাইতে পারেও না! অথচ এই সাধারণ বুদ্ধি জ্ঞান টুকু আমাদের দেশের উচ্চ পদস্থদের মধ্যে নেই দেখেই আমি সব থেকে বেশি অবাক হই! X((

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আমিই মিসির আলী বলেছেন: ভারত চিরকালই আমাদের ক্ষতি করে এসেছে।
যেখানে তাদের বৃহত্তর স্বার্থ আছে সেখানেই তারা বাহবা দিছে!
বড়ই অদ্ভুত এই বন্ধু কন্যা!

৭| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

ক্লে ডল বলেছেন:

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

আমিই মিসির আলী বলেছেন: :(



:(

৮| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: দেশের প্রতি নুন্যতম ভালোবাসা নেই আমাদের। টাকার লোভে সব কিছুই জলাঞ্জলি দিতে পিছ পা নই কখনো।

২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৭

আমিই মিসির আলী বলেছেন: হ্যাঁ।
আমরা শুধু গলাবাজিই করতে পারি । এর বেশি কিছু না।
:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.