নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

পিচ্ছি বালিকার প্রেমের প্রস্তাব! অজুহাতে পিডার খাওয়া মিসিরআলী উপাধিতে বিভূষিত।

২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৯



পিচ্ছি একটা বালিকা বলিলো ....
-এ্যাঁই ছেলে! তুমি আমার সাথে প্রেম করবা? |-)

-আমি তার দিকে তাকিয়ে একটু দেখলাম আর বোঝার চেষ্টা করলাম এর সমস্যা কোন জায়গায়? ঠিকমতো হাট্টিমাটিম ছড়া পারবে কিনা সন্দেহ হয়! আর সে পিচ্ছি মেয়ে আমাকে প্রেমের অফার দেয়! আমি বলিলাম " প্রেম! প্রেম কি জিনিস? :-B

-ওমা! তুমি প্রেম কি জানো নাহ্! তুমি কি এখনো পিডার খাও! /:)

-হায় হায়! মেয়ে তয় নয় যেন পাকনা বুড়ি! বলিলাম "হুম! আমি তো জানি না। তুমি বলো তো প্রেম কি? খায় না দেখে? "

- শাট আপ! প্রেম নিয়ে উল্টাপাল্টা কিছু বলবা না একদম। শুনো প্রেম হলো এমন কিছু -আচ্ছা তুমি কি কিরন মালা দেখো? কুম কুম ভাগ গেয়া দেখছো কখনো?

-না! এগুলা কি?

-শীট! দেখলে সহজ হতো। এগুলা হচ্ছে সিরিয়াল। শুনো তোমার এতকিছু বুঝতে হবে না। তুমি শুধু আমার সাথে প্রেম করবা।

-প্রেম কি সেটা তো বুঝি নাই!

-বেশি বুঝতে হবে না। শুনো তুমি রোজ আমার জন্য আইসক্রিম, ক্যাডবেরি, স্নিকার্স, কিটক্যাট চকলেট নিয়ে আসবা। এটাই হচ্ছে প্রেম!

- হায় আল্লাহ্! টাকা দিবে কে?

- কেন! তুমি দিবা।

- তুমি আইসক্রিম, চকলেট এসব খাবা আর আমি কিনে দিবো! এটাকে প্রেম করা বলে?

-হুম। শুধু কিনে দিলেই হবে না। আমি খাবো তুমি চেয়ে দেখবা। এটাই প্রেম।

-উহু! আমি প্রেম করবো না। আমি আগে থেকেই প্রেম করি।

- হু! :'( কার সাথে!

-তোমার আপুর সাথে। ;)

- মিথ্যে বলছো! আপুর কাছে কখনো চকলেট দেখি নাই। :((

- বোকা! তোমাকে দেখাবে কি করে! ও তো সব আমার সামনেই খেয়ে ফেলে! =p~

- কি!! X(( মাম্মিইইইই! ধ্যাত! আপুউউউউউউউ! আপুউউউউউ.......

মন্তব্য ৫০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: হাইসালাইছি =p~



দারুণ। মজারু।

২২ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫০

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!
মন্তব্যের জন্য ধন্যবাদ!
ভালো থাকবেন।
:D

২| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

সাহসী সন্তান বলেছেন: ঘটনার উৎস সম্পর্কে জানতে মুঞ্চাইতাছে! তয় মাইয়া বইলা বোধ হয় এযাত্রা বাইচ্চা গেছেন, নইলে শেষে যা কইছিলেন যদি পোলা হইতো তাইলে বুঝতেন ঠ্যালা কারে কয়! এতক্ষণে দৌঁড়ানির উপ্রে থাকতেন! ;)

সদ্য অঙ্কুরিত প্রেম বিনষ্টের মূলে প্রেমিকার ছোট ভাই-ই আই মিন শালাই (গালী দেই নাই কিন্তু) সব থেকে বেশি দ্বায়ী বলে ভালুবাসা বিশেষজ্ঞগন সম্প্রতি অভিমত ব্যক্ত করেছেন! :P

পোস্ট ভাল্লাগছে! শুভ কামনা রইলো!

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

আমিই মিসির আলী বলেছেন: ঘটনার উৎস পিচ্ছি বালকিার সিরিয়াল বিষয়ক জ্ঞানদান এবং নানা প্রকার চকলেট আবদার হইতে শুরু হইছে।
কথা খুব একটা খ্রাপ বলেন নাই।
পিচ্ছি বালক হইলে খবরই আছিলো!
মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:০৭

SwornoLota বলেছেন: সিরিয়াল দেখে প্রেম শিখে, প্রেমিক শিকার করছে।
ব্যপারটা কী দাঁড়ালো-
সিরিয়াল প্রেমিক কিলার!

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২২

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!!
একটানা সিরিয়াল দেখলে প্রেমানুভূতি হইতেই পারে।
ব্যাপারটার নাম ভালো হইছে।
ধন্যবাদ ভাই।

৪| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

পুলহ বলেছেন: "আচ্ছা তুমি কি কিরন মালা দেখো? কুম কুম ভাগ গেয়া দেখছো কখনো?
-না! এগুলা কি?
-শীট! দেখলে সহজ হতো। "- হা হা হা

ভাই আমার তো এখন মনে হইতেছে ডোরেমনই ভালো।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২২

আমিই মিসির আলী বলেছেন: হে হে হে!
সবই ডিজিটালের দোষ।
ধন্যবাদ ভাই।

৫| ২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩২

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) বলেছেন: বেপক বিনোদন পাইলাম।

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২২

আমিই মিসির আলী বলেছেন: জেনে প্রীত হইলাম।


ভালো থাকবেন।

৬| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: B-) B-) B-) B-) দারুন লিখেছেন.......... B-) B-) !:#P =p~

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০০

আমিই মিসির আলী বলেছেন:

;) ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।

৭| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষাংশে পিচ্চি বালিকার মনের অবস্থা অনুধাবনপূর্বক চরমভাবে ব্যথিত হইলাম!

২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০২

আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
আপনি তো দেখি গল্পের সাথে মিশে গেছেন।
ব্যথিত হবেন না।
তার ফ্রীজ ভর্তি চকলেট আছে।

৮| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশ এগিয়ে যাচ্ছে। ভাবতে ভালই লাগে- বিজ্ঞাপনের ভাষাটাই কি ভিন্নার্থে ব্যবহার করা যায়!

অতিইইই এডভান্স জেনারেশন!!!

জয়তু সিরিয়াল!!!!!!!!!!!!!!! একলাফে এগিয়ে যাচ্ছে একযুগ!!!!!! :(

২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

আমিই মিসির আলী বলেছেন: দেশ উন্নতিতে না এগুলেও সিরিয়াল প্রেমের দিকে থেকে উন্নতি করছে।
আজকাল বাচ্চা কাচ্চারে যা হয়েছে তা দেখলে অবাকই হতে হয়।

৯| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৭

ব্লগ সার্চম্যান বলেছেন: ঘটনা তাহলে দেখা যাচ্ছে খুব সাঙ্গাটিক যাই হোক সিরিয়াল হলো এ যুগের প্রেম কিলার এটা সকলকে মানতে হবে ।

২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

আমিই মিসির আলী বলেছেন: প্রেম কিলার!!!
কি বলে না বলে!!
আমি তো দেখি সিরিয়াল প্রেম জাগাচ্ছে তাও আবার কচি কাচাদের মধ্যে

১০| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৩

কল্লোল পথিক বলেছেন:









জয় কিরণমালা!
সবাই শিখছে প্রেম করা
মিসির আলী খাইছে ধরা।

২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

আমিই মিসির আলী বলেছেন: হা হে হে
চমৎকার ছন্দ হইছে।
ধন্যবাদ কল্লোল ভাই।

১১| ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: টিভির নাটক সিরিয়ালগুলোর একটা নেগেটিভ প্রভাব বাচ্চাদের ওপর পড়ে। আমরা হয়তো হেসে উড়িয়ে দেই। কিন্তু কখনো কখনো এসব অনেক গুরুতর সমস্যা হয়ে উঠতে পারে।
ধন্যবাদ ভাই আমিই মিসির আলী।

২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

আমিই মিসির আলী বলেছেন: ঠিকই বলছেন।

বাচ্চা পোলাপাইনের সিরিয়াল জ্ঞান এবং প্রেম অবাক করার মতো।
সমস্যা তো এখনই শুরু হইয়া গেছে।


ধন্যবাদ আবুহেনা ভাই।
ভালো থাকবেন।

১২| ২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১০

প্রামানিক বলেছেন: ব্যাফুক চিন্তার বিষয়

২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

আমিই মিসির আলী বলেছেন: |-)
তা তো বটেই।
ধন্যবাদ প্রামানিক ভাই।
ভালো থাকবেন।

১৩| ২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৯

মিঃ অলিম্পিক বলেছেন: হা হা হা
গটনাটা কিন্তু মজার ছিল। দারুন--
আচ্ছা!! মনে হয় মিসির আলীর কিচি গল্প লিখেছেন আপনে অনেক আগে
ওই গুলার লিংকটা একটু দেনতো পড়ি--

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৮

আমিই মিসির আলী বলেছেন: হুম।
মজার তো বটেই।
মিসির আলীর কিচি! গল্প লিখছি!
মনে পড়ছে না।
আপনি কষ্ট করে খুঁইজা দেখেন।
ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৪| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক দিন পর কোন গল্প পড়ে হাসতে পারলাম ।
সিরিয়ালগুলি শুধু প্রেম শিখায় না
আরো আরো অনেক কিছু শিখায় ।
যত বেশী সিরিয়াল দেখবে জ্ঞানের
পরিধি তত বাড়বে ।

অনেক দিন পুর্বে সৈয়দ সামছুল হকের
লিখা চোঙ্গা গল্প গ্রন্থখানি পড়েছিলাম।
মিছির আলী ভাই এর গল্পগুলিকেও তাই
মনে হচ্ছে । সিরিয়ালী এখানে পোস্ট করলে
সকলি পড়া যেত মঝা করে ।

শুভেচ্ছা জানবেন ।

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১১

আমিই মিসির আলী বলেছেন: সিরিয়াল আসলেই জ্ঞান দেয়।
কল্পনার ভিতর কল্পনা।
গল্পের ভিতর গল্প।
স্বপ্নের ভিতর স্বপ্ন সবই শিখায়। আর বাচ্চারা ও খুব মনোযোগ দিয়ে পাঠ্যবই বাদ দিয়ে এসব শিখে।

ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।

১৫| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

শায়মা বলেছেন: বাপরে!


আইসক্রিম তক্কেত প্রেমিকা!!!!!!! :P

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

আমিই মিসির আলী বলেছেন: হুমমমম. ;)
এখনই প্রেম বিশারদ।

১৬| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৪২

নীলপরি বলেছেন: বেশ লাগলো । :)

++

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৩

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ নীলপরী আপু।
ভালো থাকবেন।

১৭| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮

মাদিহা মৌ বলেছেন: হাহাহাহা …

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪

আমিই মিসির আলী বলেছেন: ;)

;)

১৮| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৬

জুন বলেছেন: @ শায়মা আইসক্রিম আর তক্কেত প্রেমিকা হলেও পিচ্চিটি দেখতে কিন্ত ভারী মিষ্টি 8-|
তা শেষ খবর পাওয়া পর্যন্ত কি অবস্থা জনাব মিসির আলী :|

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬

আমিই মিসির আলী বলেছেন: তা অবশ্য ঠিক।
বাচ্চাটা খুবই কিউট।

শেষ খবর হচ্ছে দুই বোন মিলে মিসিরআলীকে খুঁজছে.....

১৯| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা.. পিচ্চি তো পাইক্কা গেছে।
বিনোদন পেলাম। :D :D :D :D

২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৭

আমিই মিসির আলী বলেছেন: তা তো বটেই।
যে যুগ! না পেকে উপায় আছে!!!

২০| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৭

পথহারা মানব বলেছেন: ব্যাপুক বিনুদুন পাইলাম....++++ :D :D

ভাই এই গল্পের পরের পর্বের অপেক্ষায় রইলাম :-B

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮

আমিই মিসির আলী বলেছেন: এসব মারাত্মক গল্প।
এসব গল্পের আর পর্ব টর্ব হয় না।
আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।

২১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১

সুমন কর বলেছেন: ঝামেলার মধ্যে আছি, তবুও আপনার লেখা পড়ে মজা পেলাম। ধন্যবাদ।

তা, ছবির পিচ্চিটি কি পরিচিত?

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯

আমিই মিসির আলী বলেছেন: জেনে ভালো লাগলো!
না! পরিচিত না।
কেউ একজন আমাকে ইনবক্সে দিয়েছিলো।

২২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৫

আহমেদ জী এস বলেছেন: আমিই মিসির আলী ,



এমন পোস্টে নোয়াখাইল্যা ব্যাকরণ অনুসারে ইমো না দিলে গুনাহ্‌ হবে । আপনারই দেয়া ।

মন্তব্য -
B-))
:`>
:-<

মিলিয়ে নেবেন ........... B-)

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২০

আমিই মিসির আলী বলেছেন: হাহাহাহাহাহা!

ধন্যবাদ ভাইইয়া!
ভালো থাকবেন।

২৩| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ২:২৮

অরুনি মায়া অনু বলেছেন: পিচ্চিটা আপনার কে হয় ভাই আরিফ?

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

আমিই মিসির আলী বলেছেন: লেখাটা পড়লেই বুঝতেন!


আচ্ছা আমি কি আপনাকে আগে থেকে চিনি??

২৪| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫

জেন রসি বলেছেন: হাহাহাহা

মজা পাইলাম! =p~ =p~ =p~

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১

আমিই মিসির আলী বলেছেন: মজা পাইছেন জেনে ভালো লাগলো।
B-)
ধন্যবাদ রসি ভাই।

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ মজার একটা পোষ্ট পড়লাম।

সিরিজ দেখা কবে যে বন্ধ হবে এদেশে !!!!!
সিরিজ মানেই টানাটানি, একজনের স্ত্রীর সাথে আরেক জনের জড়াজড়ি (রাতুল মাষ্টার দেখেছিলাম, দেখতে হতো বাধ্য হয়েই) স্টার জলসা চ্যানেল আমার সবচেয়ে বিরক্তিকর একটা চ্যানেল।

তবে মুভিজ আবার ভালো লাগে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

আমিই মিসির আলী বলেছেন: যা কিছু ভালো, তা সবার কাছেই ভালো।

আর যা খারাপ, তা সবার জন্যই খ্রাপ।

পুরুষ মানুষ সিরিয়াল দেখে বাধ্যহয়ে এটা হইতাছে চ্রম সত্য কথা।

বাই দ্যা ওয়ে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.