নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

গল্প: চেয়ারম্যানগিরি এবং সব সুন্দরী বউ আমার! গ্রাম বাংলার ভুজুংভাজুং মাওলানা

২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৪



সজিবের ঘুম রাতে অদ্ভুত অশ্লীল শব্দে ভেঙ্গে যায়! ঘুম থেকে উঠে কান পেতে শব্দের উৎস ও তা কি ধরনের শব্দ বুঝতে চেষ্টা করলো। শব্দটা সে পর্ণ ভিডিওতে শুনেছে! অতি হর্নি হলে এমন শব্দ করে! কিন্তু গ্রামে এই গভীর রাতে এমন শব্দ কে করছে তা তার বোধগম্য হলো না। সে বিছানা থেকে উঠে শব্দের উৎস খুঁজতে বের হলো।

তাদের ছোট গ্রাম। বাড়িগুলো তার থেকেও ছোট। মাত্র কয়েকঘর লোকের বাস! তার ডান পাশের ঘরে থাকে কুদ্দুস ভাই আর তার বউ নুছিয়া বেগম! ডান পাশে হালিম ভাই আর নৈলা ভাবি! পিছনের ঘরে জন্টু ভাই! জন্টু একা মানুষ! কুষ্টিয়া থেকে উঠে এসেছে! জন্টু ভাইর সাথে হালিম ভাইর বউর ভেজায় ভাব! তবে কি শব্দ সেখান থেকে আসছে!!

সজিব নিঃশব্দে বিড়ালের মতো হেঁটে হেঁটে হালিম ভাইর ঘরের সামনে এসে টিনের ঘরের ফাঁক দিয়ে অভাবনীয় গ্রাম্য লীলা দেখলো! নৈলা ভাবি অদ্ভুত সুন্দরী আর জন্টু শালা সেই কালা। এমন একটা অবৈধ কাজ ভাবী কিভাবে করতো পারলো তা তার মাথায় আসে না। আর এই ভাদাইম্মার এত সাহস হলো কি করে তাও তার মাথায় আসে না।

সে দ্রুত গ্রামের আবাল, বৃদ্ধ, বনিতাদের একত্রিত করলো হালিম ভাইর বাসার সামনে! গ্রামের চেয়ারম্যান হুজুর টাইপের মানুষ! ছিঃ ছিঃ করে দরজায় লাথি মেরে ভিতরে ঢুকলো। হাতে নাতে ধরা পড়লো দুইজনই! চেয়ারম্যানের আবার চোট্ লাগিলো দিলে!কামের লোভ বড় লোভ! গ্রামের মাওলানাকে নিকটে ডেকে নিয়ে একটা মাছালা শিখিয়ে দিলো!

মাওলানা বললো "এদের কে এখন দোররা মারা হবে। একজনকে ২০ টা করে দোররা! নতুবা হালিম একে তালাক দিবে দিয়ে অন্যএকজনকে বিয়ে করতে হবে। বিয়ের দশদিন পর সেই লোক পুনরায় তালাক দিলে হালিম যদি চায় তাহলে তার সাথে নৈলার পুনবিবাহ দেয়া হবে। জন্টুকে ২০ দোররা এবং ১০ হাজার টাকা জরিমানা করা হইলো।"

জন্টু বলিলো "মাওলানা সাব! বিয়েটা যদি আমিই করি?
মাওলানা বলিলো "খামোশ! বেত্তমিজ! তুই পাপ করেছিস! যীনার মতো পাপ! তুই জাহান্নামী! তুই দোররা খেয়ে জরিমানা দিয়ে এ গ্রাম থেকে বিদায় হবি!"
জন্টু চুপ করিয়া গেল! এমন মহা অন্যায় করিয়া ধরা খাইয়া আবার কথা বলা তার উচিৎ হচ্ছে না।

কিন্তু তার তো কোন দোষ নেই! দীর্ঘ নয় মাসের পরকীয়া প্রেম নৈলার সাথে জন্টুর!তাছাড়া চেয়ারম্যান সাহেব ও এ ব্যপারে তাকে উৎসাহ দিয়েছে! নৈলাই তো জোর করলো! তার স্বামী মদ গাঁঞ্জা খেয়ে রাস্তা ঘাটে পড়ে থাকে! মেয়ে মানুষের কথায় কান দেয়া উচিৎ হয় নাই!

এইদিকে হালিম ভাই চেঁচিয়ে উঠে বললো " এই মাগিকে আমি জবাই করবো! একে আমি আর দেখতে চাই না।"চেয়ারম্যান তাকে বলে " ব্যাটা তুই তো বদমাশ! রাত বিরাতে জোয়ান বউ রাইখা কই থাকোস! নিজের বউ শামলাইতে পারছ না! এখন মাওলানা যেটা বলে সেটা করবি! নয়তো নাকে খড় দিয়ে গ্রাম থেকে বিদায় হবি! হালিম মাথা নাড়িয়া শায় দিলো!

জন্টুর শাস্তি সম্পূর্ণ হইলো! তাকে গালে চুনকালি মাখিয়া মাথা ন্যাড়া করিয়া গলায় জুতার মালা পড়াইয়া এলাকা থেকে বিদায় করা হইলো! কিন্তু নৈলাকে কেউ বিয়ে করতে রাজি হয় না! এই নষ্টাকে দেখে সবাই ছিঃ ছিঃ করলো! গ্রামের বউয়েরা তাদের স্বামীও পুত্রদের নিয়ে সে স্থান ত্যাগ করিলো!

তবে বিবাহ করতে রাজি হইলো চেয়ারম্যান! চেয়ারম্যান বলিলো "গ্রামের চেয়ারম্যান হিসেবে আমার একটা দায়িত্ব আছে! আমি একা মানুষ! তাছাড়া তুমি বিপদে পড়ছো! তোমাকে উদ্ধার করার জন্যই রাজি হইলাম! আমাকে দোষারপ করিতে যাইস না আবার!

হালিম আর কিছু বলিলো না! গ্রামের কর্তা যখন চায় তখন আর কি বা করার আছে! বিয়ের কাজ সম্পন্ন হইলো! সজিব সবকিছু দেখিয়া অবাক হইলো! সবকিছু যেন নাটকীয়ভাবে সম্পাদন হইলো! চেয়ারম্যান একি চাল চালিলো! সাপ ও মরলো লাঠিও ভাংলো নাহ্!

আট দিনের মাথায় হালিম ভাইর লাশ একটা গাছে ঝুলানো অবস্থায় পাওয়া গেল! সবাই ভাবলো বউয়ের দুঃখে হালিম আত্মহত্যা করছে! কিন্তু চেয়ারম্যান যে হালিমকে হত্যা করেছে সেটা বুঝার বাকী সজীব কিংবা নৈলার বুঝার বাকী রইলো নাহ্!!

"পৃথিবীর প্রথম পাপ নারী ঘটিত সমস্যা নিয়া! এবং পৃথিবী ধ্বংস ও হবে নারী ঘটিত সমস্যা দ্বারা। -মাওলানা এটা বলিয়া হালিমের জানাযা সম্পন্ন করিলো! "


মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১০

হাকিম৩ বলেছেন: সুন্দর ভালো লাগল গল্প।

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।

২| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের এলাকায় এক চেয়ারম্যান আছে । মালটা মেয়েদের উপকার করার নামে একটার পর একটা অসহায়, দরিদ্র মেয়েকে বিয়ে করেছে!

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯

আমিই মিসির আলী বলেছেন:
বিয়ে যে কত্তোমজা!
উপকার যদি হয় তাহলে বিয়ে করতে সমস্যা নাই।
কিন্তু বিয়ের জন্য কোন অঘটন ঘটাইলে সমস্যা।

৩| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ধর্মের দোহাই দিয়া এমন অধর্ম হচ্ছে প্রায় সর্বদাই, আর মাতাব্বররা সেখান থেকে কাঠ মোল্লাদের দিয়ে নিজেদের সুবিধা মতো ফতোয়া দিয়ে ফায়দা লুটছে.......

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

আমিই মিসির আলী বলেছেন: হুম।
নিজের জন্য ফতোয়া দেয়া, ক্ষমতার অপব্যবহার যুগ যুগ ধরেই চলে আসছে।

৪| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

জেন রসি বলেছেন: ক্ষমতা জিনিসটা আছেই অপব্যবহার করার জন্য। চেক এ্যান্ড ব্যালান্স না থাকলে যা হয় আরকি।

মত দুই একটা চরিত্র থাকলে ভালো হইত।
ক্ষমতা জিনিসটা আছেই অপব্যবহার করার জন্য। চেক এ্যান্ড ব্যালান্স না থাকলে যা হয় আরকি।

চ্যায়ারম্যানকে ফাঁসানোর মত দুই একটা চরিত্র থাকলে ভালো হইত। ;)

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

আমিই মিসির আলী বলেছেন: ক্ষমতাবানরা ক্ষমতার অপব্যবহার করবে এটা যেন একটা স্বাভাবিক বিষয়!

ফাঁসাইয়া দিলে আবার উদ্ধার করার চরিত্র, মামলা মোকাদ্দমা! উকিল, পুলিশ, ভেজাল! আর ভেজাল!
বেশিতে যাওয়ার দর্কার নাই। অল্পই ভালো।
আপনিও ভালো থাকবেন।
ধন্যবাদ

৫| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৩

কল্লোল পথিক বলেছেন:








গল্প ভালো হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫

আমিই মিসির আলী বলেছেন:
ধন্যবাদ কল্লোল ভাই।
ভালো থাকবেন।

৬| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৩:৫৬

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: রূপক হিসেবে মন্দ হয় নি।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬

আমিই মিসির আলী বলেছেন: ধইন্যবাদ আসিফ ভাই।
ভালো থাকবেন।

৭| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৭

ঢাকাবাসী বলেছেন: সুন্দর গল্প তবে এরকমটা প্রায়ই ঘটে। কোটি টাকা খরচ করে চে.ম্যান হয়েচি ওটুকু সুবিদে তো আমার প্রাপ‌্য!

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

আমিই মিসির আলী বলেছেন: হা হা হা!
সব সুবিধা পার্টি।

ধন্যবাদ ঢাকারমানুষ।
ভালো থাকবেন।

৮| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাস্তব গল্প।
ক্ষমতার অপব্যবহারে ওস্তাদ।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৩

আমিই মিসির আলী বলেছেন: হুম।
ক্ষমতা আর টাকা বেশি হাতে আসলে কোন দিক দিয়া ব্যবহার করা যায় শুধু সেই চিন্তা মাথায় ঘুরে।

৯| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিচিত গল্প , মাতব্বরের জায়গায় শুধু চেয়ারম্যান এসেছে ।
তবে এখনকার চেয়ারম্যান মাতবরদের এত সব ঝামেলায় গিয়ে এসব করতে হয়না । এক বান টিন কিংবা দুয়েকটা রিলিপের স্লিপ দিয়ে তারা এসব সেরে নেয় । এদের গালে থু !

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৬

আমিই মিসির আলী বলেছেন: তা অবশ্য ঠিক।
গল্পটা একটু এক দশক আগের চেয়ারম্যানদের নিয়ে।
বর্তমানে চেঞ্জ হয়ে গেছে এসব।
এখন খালি দিলাম নিলাম চলে।

১০| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৫২

নীলপরি বলেছেন: দারুন বিষয় ।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১০

আমিই মিসির আলী বলেছেন: ধন্যবাদ।
তয় বিষয়টা দারুন কোন ক্ষেত্রে তা বুঝলাম না।
একটু বিশ্লেষন করবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.