নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিসিরআলীর ব্লগে স্বাগতম। মন্তব্য করে হিট দিয়া যান। আর ব্লগে না পাইলে ফেবুতে খোঁজ করুন : মুহাম্মাদ আরিফ হোসাইন ( ইংরেজীতে )

আমিই মিসির আলী

মানুষ মাত্রই মায়ার জালে ফেঁসে যায়। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের মায়া জিনিসটা স্পর্শ করে না। আমি তাদের একজন।

আমিই মিসির আলী › বিস্তারিত পোস্টঃ

ও কর্তা আমার দেশের অজগরটা ভালো আছে তো! আহ! সাংবাদিক! বাহ্ সাংঘাতিক! X((

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২



- ও মশাইই! ও মশাইইই!
- কিরে ভুপেন! চিল্লাইতেছিস ক্যান?
- আজ্ঞে হামারা ভারতীয় সীমানা পার করকে এক অজগর অর এক শিয়াল তোমারা বাংলাদেশে ভেসে গ্যাছে।
- বলো কি! দাদার দেশের অজগর! কেম্নে আসলো!
-ঐ যে তোমাদের ডুবাবো বলে পানি ছেড়েছিলাম ঐ পানিতেই! আহাগো! বেচারারা নাকি খুব কষ্টে আছে গো!
- তা ভুপেন তোমরা জানলে কিভাবে যে কষ্টে আছে নাকি রোজ একটা করে মানুষ খেয়ে অজগর পেট পুরাচ্ছে!!
-কি যে বলেন না মশাই! আপনাদের দেশের সাংঘাতিক সাংবাদিক আছে না। ওরাই তো নিউজ করলো! আর আমরাও দেখলুম!
- ও!! ঐ চুতিয়ারা এখন আবার অজগররে নিয়া নিউজ করে!
- তবে আর বলছি কি মশাই!
- কোন চিন্তা করবা না। দাদাকে পেন্নাম দিও। সাংবাদিক বেড়ে গেছে হামারা দেশ মে। রোজ এক কো ভেজুঙ্গা আর তোমাদের অজগর মজা করে খায়েঙ্গা। হিন্দি সহি হে না?
- কেয়া বাত হে! জবাব নাই মশাইই! লেকিন সামালকে! হামারা অজগর পোয়াতি! বাচ্চা পয়দা করেগা।
-মরি মরি! কে পোয়াতি বানাইলো!
- কে আবার! সাংবাদিক কো উপর হামার সন্দেহ আছে।
- ছে! ছে! সাংবাদিক মানুষ নাকি অ্যানিমেল ফাকার!
- কোন জানে! হবি সাকতে!
- মরে যাই! মরে যাই।

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫

গেম চেঞ্জার বলেছেন: হায়রে দুর্গতি!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

আমিই মিসির আলী বলেছেন: একেবারেই....

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:





কাঁঠাল গাছের নীচেই পৃথিবী, এখানেই জীবন কেটে যাবে

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

আমিই মিসির আলী বলেছেন: দাদার দেশের কালো চশমা পরলে কাঠাল গাছই দেখা যায়। বাঁশ ঝাঁড়টা আর নজরে আসে না।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: চিন্তা লেনে কা নেহি। দেনেকা হ্যায়। ওপাড়ের দাদারা আমাদের মাসে মাসে একটা করে চিন্তার খোরাক দিয়ে যাচ্ছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

আমিই মিসির আলী বলেছেন: হুমমমম!
কেসে চিন্তা দেনে পড়তা হে, দাদের সে শেখো!

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

মনিরা সুলতানা বলেছেন: কোন সারমেয় আসে নাই তো আবার আসলেই তো বিপদ, দেশের গুলি ভাতে মরবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭

আমিই মিসির আলী বলেছেন: আহহা....
নিরাশ নেহি হোনেকা!
শ্রেফ দেখনেকা! আগামী মাসে আসতেও পারে!

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪৬

অগ্নিবেশ বলেছেন: হুনলাম অজগরটার খৎনা করা আছে?

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

আমিই মিসির আলী বলেছেন: হবি সাকতে !
কোন জানতা! উসকা বলাৎকার ভি হোক সাকতা থা!

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৯

ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই আমাদের সাংবাদিক এখন সাংঘাতিক।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

আমিই মিসির আলী বলেছেন: তা আর বলতে।
ক্যামেরা হাতে ধরাই দিলেই হইলো।
ফটাফট সাংঘাতিক কম্ম সাধন করিয়া ফেলে।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

শায়মা বলেছেন: হা হা মিসিভাইয়া!!!!!

সাধে কি আর তুমি মিসির আলী! :P

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

আমিই মিসির আলী বলেছেন: আমি আবার কি করলুম!
মিসি! |-) সুন্দর নাম।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০২

মনিরা সুলতানা বলেছেন: আশা দিচ্ছেন তাইলে ! বাঁচলুম গো X((

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

আমিই মিসির আলী বলেছেন: নিরাশার বঙ্গতে থেকে একটু আশা না হয় দিলুম ই
তবে এক্ষেত্রে শুধু আশা না ভবিষ্যত বানীও করা যায়।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

সাহসী সন্তান বলেছেন: শেষের ডায়ালগটার (মরে যাই, মরে যাই) কার্টেসি দিলেন্না ক্যান? কটকটি দিদি কিন্তু আপনার নামে মামলা চালাইতে পারে? খুব খেয়াল কৈরা..... ;)

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

আমিই মিসির আলী বলেছেন: আরে ঐনি তো বিখ্যাত
বঙ্গদেশে। মোটামুটি সবাই পরিচিত এটার সাথে। যা সর্বজনীন তাহার কি আর কার্টেসী লাগে!! :-P

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাগ্যিস আপনি ভাষার মাসে পোস্ট দেন নাই। দিলেই সেরেছিল। ফানি পোস্ট!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭

আমিই মিসির আলী বলেছেন: কি যে বলেন না
উনারা চেতনার পক্ষের লোক। সমস্যা নাই।

তাছাড়া তেনারা তো বলেনই ভাষাটা তাদের দান।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

খোলা মনের কথা বলেছেন: মরি মরি! কে পোয়াতি বানাইলো!
- কে আবার! সাংবাদিক কো উপর হামার সন্দেহ আছে।
- ছে! ছে! সাংবাদিক মানুষ নাকি অ্যানিমেল ফাকার!
- কোন জানে! হবি সাকতে!
- মরে যাই! মরে যাই।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

আমিই মিসির আলী বলেছেন: :-P





:-P

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

বিজন রয় বলেছেন: - মরে যাই! মরে যাই।

কোন দিকে যাই!!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৯

আমিই মিসির আলী বলেছেন:


যেদিকে শান্তি আর সাংঘাতিক ভাইরা নাই ঐদিকে যাইতে পারেন।

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

অভি চৌধুরী বলেছেন: রম্যে বাস্তবতা ভালো লেগেছে,

গাদা গাদা বই পড়ে মানুষ গুলো সার্টিফিকেট নিচ্ছে কিন্তু আচরণ একদমি শিশু শুলভ,এরা না বুঝে নিজের ভালো না বুঝে অন্যের না দেশের। সব কিছুর পরে এটাই বলতে ইচ্ছে করে আমার দেশের মানুষ গুলো তুলনা মুলক কম ম্যাচিউর।এই দেশের মানুষ সরাসরি কিছু বৈশিষ্টে আক্রান্ত বা এসবেই বাস, হুজুগে,আবেগে আর কঠিন বাস্তবে। আর এসবে আক্রান্ত মানুষ বিচার বু্দ্ধিহীন হয় অনেক ক্ষেত্রে।

আপনাকে ধন্যবাদ

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২

আমিই মিসির আলী বলেছেন: ঠিক বলছেন।
যে নিজের বুঝে না। সেই দেশেরও বুঝে না।



সাংবাদিকদের উচিৎ ছিলো বন্যায় মানুষদের দুর্দশার কথা তুলে ধরে সাহায্য সহযোগিতার ব্যবস্থা করা। সরকারের আগডুম বাগডুম কাজের সমালোচনা করা। কিন্তু তারা বদের বদ! অজগর নিয়া নিউজ করে!!!

১৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: খিক খিক - -- - হাসতে হাসতে মরে যাই -- --

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

আমিই মিসির আলী বলেছেন:




:-P

১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোদ্দা কথা তেনারা কি আদতে রম্য বোঝে। নাকি সবকিছুরেই রম্য ভাবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

আমিই মিসির আলী বলেছেন:
হু নোজ!

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫

জেন রসি বলেছেন: চমৎকার স্যাটায়ার।

তবে দাদারা আবার আমাদের সাথে প্র্যাকটিক্যাল জোক করতেই বেশী পছন্দ করে। ;)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

আমিই মিসির আলী বলেছেন: তা তো করবেই।

দাদা বলে কথা। দাদা কিংবা রাজা বলা যায়।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৫

মেহেদী রবিন বলেছেন: অজগর বলেই ওরা কি মানুষ নয় ! !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

আমিই মিসির আলী বলেছেন: আসলেই!
ওরাও তো...

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৮

শামচুল হক বলেছেন: পড়ে মজাই পেলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

আমিই মিসির আলী বলেছেন: তাই ভালো

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩

শেয়াল বলেছেন: খিকজ =p~

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫০

আমিই মিসির আলী বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.