নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

জীবন ও যুদ্ধ

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬


কুমির ছিল পাড়ে
দেখছে আরে ঠারে
খাবলা মেরে জলের ভেতর ধরবে তাকে ঠেসে;
কাছে আসার পরে
মরছে কুমির ডরে
সিংহ খাওয়ার ইচ্ছেটুকুন যাচ্ছে জলে ভেসে।

সিংহ বনের রাজা
হোক সে রোগা তাজা
রাজার মতন চলন বলন শক্তি-সাহস মেলা
কুমির ভাবে মনে
যাক সে চলে বনে
রাজার সঙ্গে যুদ্ধে নামা নয় সে ছেলে খেলা!

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোছাব্বিরুল হক বলেছেন: সুন্দর এখটা ছড়া।

২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম।
আপনাকে ধন্যবাদ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: লেখা এবং ছবি অতি মনোরম।

আমি আপনার মতো লিখতে অনেক চেষ্টা করেছি। ব্যর্থ হয়েছি।

২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
ব্যর্থতাই সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে আপনাকে।
তবে আমার মতো নয় আপনি আপনার মতোই লিখবেন।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

অর্ক বলেছেন: ছড়া কবিতা ভালো তবে একেবারে শেষাংশে ছন্দপতন লাগলো। কিন্তু ছবিটা দেখার পর থেকে হার্টবিট বেড়ে গেছে আমার... ঢপঢপ ঢপঢপ দিব্যি শুনতেও পারছি! শুভেচ্ছা।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিকই বলেছেন, ছন্দপতন ঘটেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ব্লগার_প্রান্ত বলেছেন: ছড়া ছবি দুটোতেই +

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: আমার শুভেচ্ছা নিন।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

তারেক ফাহিম বলেছেন: ছবিটি একদম জিবন্ত মনে হচ্ছে।
ছড়াও বেশ।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ইমরান আল হাদী বলেছেন: ছোট্ট সুন্দর ছড়া।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালবাসা রইল।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সব ইচ্ছে পূর্ণ হয় না, হওয়া সঙ্গতও না!

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক বলেছেন জনাব।
শুভেচ্ছা রইল।

৮| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

কাওসার চৌধুরী বলেছেন: আমাদের রাজাদের কথা সম্ভবত কুমির চেনে না? না হলে ভয়ে এ বঙ্গে কুমির ছানার পয়দা হতো না। তবে আমরা কিন্তু কুমির ছানার চেয়ে কম না!!

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক। মানুষ অনেক কিছুই পারে।
ধন্যবাদ।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০৮

সৈয়দ তাজুল বলেছেন: কোন দিকে ইঙ্গিত করলেন কবি সাহে ব? ;)

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ছড়া অবশ্যই ইঙ্গিত বহন করে। তবে দিকটা বেছে নেন পাঠকেরা।
শুভেচ্ছা রইল।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

সনেট কবি বলেছেন: সুন্দর ছড়া।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: সনেক কবিকে আমার শুভেচ্ছা।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
এই ছড়াটা পড়ে পেলাম
অনেক অনেক মজা
আপনি হলেন ছড়ার রাজা
আমরা সবাই প্রজা :)

শুভেচ্ছা।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: কেনো আমি রাজা হবো প্রজাই আমার ভালো
রাজা রাজা ভাবটা আমার হয়েই বুঝি গেলো!!

১২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৩:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার ছড়া, খুব সুন্দর বুঝিয়েছেন।
আসলে খেতে চাইলেই সবকিছু খাওয়া যায় না, ঠিকও না চেষ্টা করা।
কোনকোন সময় কিছু খাদ্য বদহজম হয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
আমাদের বুঝা উচিৎ, কিছু ইচ্ছে মনের ভিতর চেপে রাখাই বুদ্ধিমানের কাজ।

সুন্দর কথামালায় মুগ্ধতা।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মুগ্ধতায় আমি মুগ্ধিত।
শুভেচ্ছা অফুরান।

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৪

শামচুল হক বলেছেন: চমৎকার ছড়া

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: অশেষ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.