নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মভূমির সাথে কখনোই বন্ধন ছিন্ন করা যায়না। দূরে চলে আসলেও নাড়ির টানে আবার ফিরে যেতে ইচ্ছে করে, ভালো থেকো প্রিয় বাংলাদেশ (দেশে যখন ছিলাম কাজ করেছি বিদেশীদের সাথে মাল্টিন্যাশনাল কোম্পানীতে, বর্তমানে প্যারিসে, সংবাদকর্মী) hasem7@জিমেইল.কম ফেসবুক.কম/hasem

হাশেম

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, আমায় কতটা ভালবাসো সেই কথাটা জানতে চাই...

হাশেম › বিস্তারিত পোস্টঃ

ইউরোপের বিভিন্ন দেশে আমার ড্রোন ছবি।

০৯ ই মে, ২০২৪ রাত ১০:৪৩

বৃহত্তর প্যারিস তুষারপাত।
ফ্রান্সের তুলুজ শহরে বাংলাদেশের প্রথম স্থায়ী শহীদ মিনার। হ্যাসল্ট, বেলজিয়াম।
ভূমধ্যসাগর তীরবর্তী ফ্রান্সের ফ্রিওল আইল্যান্ড।

রোডেসিয়াম এম রেইন, জার্মানি।

বাংলাদেশে আমাদের গ্রামের বাড়ি।

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৪ রাত ১১:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি !!! রোডেসিয়াম এম রেইন, জার্মানি। অনেক কালারফুল। আপনার গ্রামের বাড়ির ছবিটাও সুন্দর।

০৯ ই মে, ২০২৪ রাত ১১:৪৬

হাশেম বলেছেন: ধন্যবাদ। ওখানে ড্রোন উড়াতে গিয়ে অনেকক্ষন ড্রোন চোখের আড়ালে চলে গিয়েছিল, ভেবেছিলাম এই বুঝি ড্রোনটা হারালাম। শীতের শুরুতে এবং শেষের দিখে এখানে গাছের পাতা এরকম রূপ ধারণ করে। প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। ;)

২| ০৯ ই মে, ২০২৪ রাত ১১:৩৬

শেরজা তপন বলেছেন: বেশ ভাল লাগল। আপনার গ্রামের বাড়ির আশে পাশের প্রকৃতি উপর থেকে অনেক সুন্দর।

০৯ ই মে, ২০২৪ রাত ১১:৪৭

হাশেম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
তখন বর্ষাকাল ছিল তাই গাছগুলো এরকম সজীব মনে হচ্ছে।

৩| ০৯ ই মে, ২০২৪ রাত ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ আপনি ভাগ্যবান পৃথিবীর ঋতু ও রূপ বৈচিত্র্য উপভোগ করতে পারছেন। প্রযুক্তির কল্যাণে কিছুটা আমরাও বর্তমানে। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য।

১৪ ই মে, ২০২৪ রাত ৮:০৩

হাশেম বলেছেন: আপনাকেও ধন্যবাদ, শুভকামনা.. :)

৪| ১০ ই মে, ২০২৪ সকাল ৮:০৯

হাসান জামাল গোলাপ বলেছেন: ছবিগুলো সুন্দর। হয়ত আপনি জানেন, তারপরেও বলছি লোকালয়ে ড্রোন উড়াতে বেশ নিয়ম কানুন তৈরী হয়েছে উন্নত দেশগুলোতে, সেগুলো একটু খোঁজ নেবেন, কোন কারণে কোন দুর্ঘটনা ঘটলে তার দায় বহুমাত্রিক।

১০ ই মে, ২০২৪ রাত ৮:১৮

হাশেম বলেছেন: রেস্ট্রিক্টেড এরিয়া বা কোথায় ড্রোন ফ্লাই নিষেধ সেটা লোকেশন সিলেক্ট করার সাথে সাথে সতর্কতা চলে আসে।
অটোমেটিকেলি আনঅথরাইজড এলাকায় ড্রোন উড়াতে গেলে নোটিফিকেশন এসে স্ক্রিন ব্লক করে দেয়। :)

৫| ১০ ই মে, ২০২৪ দুপুর ১:৫৪

এম ডি মুসা বলেছেন: সুন্দর ব্লক

৬| ১০ ই মে, ২০২৪ দুপুর ১:৫৪

এম ডি মুসা বলেছেন: সুন্দর ব্লগ এবং ছবি গুলো....

১১ ই মে, ২০২৪ রাত ১২:১৩

হাশেম বলেছেন: ধন্যবাদ আপনাকে। ;)

৭| ১০ ই মে, ২০২৪ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: হেব্বি লাগছে হাশেম ভাই, আরো কিছু বেশী ছবি দিলে আরো ভালো লাগতো..........শুভ রাত্রি।

১০ ই মে, ২০২৪ রাত ৮:১৬

হাশেম বলেছেন: গত সপ্তাহে আল্পস পর্বত এবং সুইজারল্যান্ডের গ্রামে দারুন কিছু ড্রোনশট নিয়েছি,
সেসব ছবি আপলোপ করবো পরবর্তীতে।

৮| ১৪ ই মে, ২০২৪ রাত ৮:৪৮

মিরোরডডল বলেছেন:





জার্মানির ছবিটা খুব সুন্দর হয়েছে।

১৪ ই মে, ২০২৪ রাত ৯:২২

হাশেম বলেছেন: ভিডিওটা এখানে পাবেন https://youtu.be/2apRt7dGh_8

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.