নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

এনজিওর নামে এ কেমন প্রতারণা

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩

সেদিন পত্রিকায় দেখলাম একটা চাকরির বিজ্ঞাপন

আবেদন করলাম। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে।
ঠিকানা: বাড়ি নং- ৪৬১, রোড নং- ৭, বারিধারা ডিওএইচএস, ঢাকা- ১২০৬




পরে আমায় ফোনে তারা যোগাযোগ করে। বলে তারা মিটিংয়ে সিদ্ধান্ত নিছে পরীক্ষা বা ভাইবা কিছুই নিবে না, সিভি দেখে সরাসরি বাছাই করেছে আমায়।
এখন আমার ট্রেনিং। আমার উপজেলায় আমার অ্যাপয়েন্ট হবে। আমাকে চার/পাঁচ দিনের ট্রেনিং নিতে হবে। এসবের কাগজপত্র পাঠাবে। এখন আমাকে ১০৫০ টাকা পাঠাতে হবে তাদের অফিসিয়াল বিকাশ নাম্বারে।

নাম্বার: যোগাযোগ - +8801704041533


গতকাল ফোনে বলেছিলো যেনো আজ সকাল নয়টায় তাদের নাম্বারে যোগাযোগ করে বিকাশ নাম্বার সংগ্রহ করি।
তাদের আলাপের শুরুতেই বুঝা যাচ্ছিলো তারা ভূয়া, তাই আর সকালে ফোন দেইনি।
কিন্তু তারা নিজে +8801749351297 নাম্বার থেকে ফোন করে এবং বলে যে যদি বিকাশ না বরি তবে আমাকে তারা বাদ দিবে চাকরি দেয়া থেকে।

আমি তখন তাদের বলি তবে বিকাশ নাম্বার দেন। 01799618761 এই নাম্বারটি তারা দেয়।
আমি ফেসবুকে একটু খুঁজতে গিয়ে এসব নাম্বারের ব্যাপারে কিছু তথ্য পাই।

ফেসবুকে 01799618761 নাম্বার সার্চ করে যা পেলাম: 01799618761

01704041533 নাম্বার ফেসবুকে সার্চ করে যা পেলাম:
ডেসপারেটলি সিকিং ঢাকা নামক ফেসবুক গ্রুপেও একজন পোস্ট দিছে এ ব্যাপারে: এখানে, DSD



যাই হোক, আমি তাদের টাকা পাঠাইনি।
কিন্তু তাদের টাকা পাঠিয়েছে এমন লোক নিশ্চয় আছে।
১০৫০ টাকা করে নিশ্চয় তারা অনেকের কাছ থেকে নিয়েছে।

কিন্তু এরকম তারা চালাতে পারছে কিরকম?
দেশের এতোবড় পত্রিকায় তারা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে, ভ্যারিফাইড/রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে তারা এরকম করে। কিন্তু পারছে কিভাবে?
আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা এটা দেখবে না?


দেশ ডিজিটাল হয়েছে, কোটু কোটি টাকা খরচ করে ফিঙ্গারপ্রিন্ট ভ্যারিফিকেশন করানো হয়েছে সব মোবাইল নাম্বার। কি কাজের জন্য?



এদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা নেয়া যায়?

এখানে কেউ আইন প্রয়োগকারী সংস্থা সংশ্লিষ্ট থাকলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।

তাদের নিষ্কৃত করা উচিৎ আমাদের।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০

নতুন বলেছেন: আমাদের পুলিশ টাকা ছাড়া কাজ করেনা।

আর কেউ এদের নামে মামলাও করেনা। তাই এরা প্রতারনা করতেই থাকে।

আর কিছু মানুষ আছে যারা সচেতন না তারাই প্রতারনা স্বীকার হয়।

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬

বেনামি মানুষ বলেছেন: তাদের সাথে কথা বলে মনে হলো তারা বাচ্চা মেয়েছেলে।
ফেসবুকে নাম্বার দিয়ে খুঁজে যা পেলাম তাতেও এটাই মনে হয়েছে।


নিশ্চয় তাদের পেছনে বড় চক্র কাজ করছে, এদের ধরে আইনের আওতায় আনা দরকার মনে করি।

সংশ্লিষ্ট সেক্টরের লোকদের সহায়তা ছাড়া আমাদের কিছু করার নাই। কেউ পরিচিত থাকলে বলেবেন।

২| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭

কলম চোর বলেছেন: এরা একটি প্রতারক চক্র। আপনি ব্যক্তিগত ভাবে কিছু করতে পারবেন না। থানায় গেলে আপনি নিজে ভিক্টিমাইজ হয়েছেন কি না সেটা আগে জানতে চাইবে, না হলে বলবে যারা ভিকটিমাইজ হয়েছে তাদের নিয়ে আসতে। আর থানা কর্তৃপক্ষ টাকা ছাড়া মামলা নেয় না। আসামি ধরার জন্য আলাদা টাকা লাগবে।
আদালতে মামলা করলে কোর্ট তদন্ত রিপোর্টের জন্য থানাকে আদেশ দিবে, সেখানেও বড় অংকের টাকা লাগবে। না হলে পুলিশ রিপোর্ট আদালতে পাঠাবে না। (এগুলো ওপেন সিক্রেট, কিন্তু পুলিশ স্বীকার করবে না)
আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে , Independent Tv তে 'তালাশ' , Jamuna Tv র ' investigation 360' টিম কিংবা অন্য কোন টিভির ক্রাইম ভিত্তিক অনুষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন। মিডিয়া কভারেজ পেলে পুলিশ/প্রশাষন কাজ করবে। আর হ্যাঁ, নিজে ফেস হবেন না, এসব প্রতারক চক্র অনেক শক্তিশালী, পলিটিক্যাল অনেকে এদে্র পেছনে থাকতে পারে, অসম্ভব কিছু নয়, আপনাকে পিষে ফেলা এদের জন্য কিছুই না।

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

বেনামি মানুষ বলেছেন: কলম চোর বলেছেন: ...আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে , Independent Tv তে 'তালাশ' , Jamuna Tv র ' investigation 360' টিম কিংবা অন্য কোন টিভির ক্রাইম ভিত্তিক অনুষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন।...

যোগাযোগ করবো।
এদের ইমেইল করলে হবে?
জানতে চাচ্ছিলাম উপায় কী যোগাযোগের।

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬

কলম চোর বলেছেন: Independent Television Address: Tejgaon I/A Hatir Jheel Link Rd 5, Dhaka 1208
Phone:02-8879000। তালাশ- 01717-951612

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

বেনামি মানুষ বলেছেন: মোবাইল নাম্বারটা বন্ধ, ফোন নাম্বারে দিয়েছি, পিক করেনি।


আপনাকে ধন্যবাদ, আমি যেকোনোপ্রকারে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাচ্ছি, যদি তালাশ টিম এ ব্যাপারে হেল্প করে তবে ভালো হবে।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: সরকারের হস্তক্ষেপ ছাড়া এগুলো বন্ধ হবে না।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫০

বেনামি মানুষ বলেছেন: সরকারের নজরে আনতে হবে আগে।

৫| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: টাকা পেলে পত্রিকা গুলো বিজ্ঞাপন দিবে তারা কি আর অত দেখে।
প্রশাসন এসব ব্যাপারে উদাসীন।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

বেনামি মানুষ বলেছেন: সবাই উদাসীন, আর এই সুযোগে সরলমনা লোকেদের টাকা খোয়ানো হচ্ছে।

সচেতন হতে হবে, ব্যবস্থা নিতে হবে।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দেশে পত্রিকার বিজ্ঞাপন দেখে চাকুরি হয় না। বেশিরভাগ ভূয়া। টাকা খাওয়ার ধান্দা। নাহয় অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট এর মাধ্যমে ব্যবসা। লিংক ছাড়া চাকুরি পাওয়াও যায় না...

১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৩

বেনামি মানুষ বলেছেন: এইমাত্র +8801749351297 নাম্বারটা থেকে মেয়েটা অকথ্য ভাষায় গালাগাল করেছে টাকা পাঠাইনি বলে।
এমনসব গালি যে, মুখে আনা ও রীতিমতো কষ্টসাধ্য।


প্রতারণা কে তারা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে।

৭| ১৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

কাছের-মানুষ বলেছেন: এরকম অনেক প্রতিষ্টান আছে দেশে। আইনপ্রয়োগ কারি সংস্থা কেন যে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয় না বুঝে না!। অনেক মানুষ নিশ্চই এদের প্রতারনার শিকার হচ্ছে।

১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

বেনামি মানুষ বলেছেন: অনেকেই আছে যাদের চাকরিটা দরকার।
তারা টাকাটা বিনা দ্বিধায় পাঠিয়ে দিবে।
দিচ্ছেও।




এভাবে কিভাবে তারা সুযোগ পায়?
আইনের শাসন কই?




আজ আমায় হুমকি দিছে।
আমার বাপ দাদার গুষ্টি উদ্ধার করবে।
হেন তেন করবে।
সব ডিটেলস আছে সিভিতে ইত্যাদি ইত্যাদি।




ব্যাপারটা হচ্ছে এরকম যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না।
মনে হচ্ছে তারা আমাদের দোষ ধরেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.