নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

তেলমারা এক শিল্পের নাম

০৭ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯


দাদা, আপনার লেখার জুড়ি মেলা ভার,
দাদা, আপনার লেখার হাত ভালো।
দুঃখের গুলো পড়লে থাকে মন বেজার,
সুখের তা পড়ে পাই নতুনের আলো।

দাদা, আপনার গল্পের তুলনাহীন,
পড়ার পরে ভাবি আপনি মানুষ না, গল্পের মেশিন। :P




আপনি কবি হোন আর যাই হোন আপনার কিছু অন্ধ ফলোয়ার থাকবে, কারণ তারা আপনাকে ফলো করার মাধ্যমে নিজেদের খায়েশ পুরো করে।
তারা নিজেরা লিখতে পারে না তাই আপনাকে তাদের মুখপাত্র ভাবে, আপনি যা লিখবেন, তা তাদের পছন্দ হবে এবং তাদের নিজের মনের কথা লিখেছেন বলে তারা আত্মতৃপ্তি পাবে।

আর এদের মাঝে একদল আছে আপনাকে প্রশংসার আকাশে ভাসাবে।
আপনি মনে করবেন আপনার লেখা নোবেল প্রত্যাশা করে, নোবেল সময়ের ব্যাপার মাত্র।
আপনি আকাশে ভেসে ভেসে এতো উপরে উঠবেন যে আপনার আর তখন কবিতা আসবে না।
আপনার ফলোয়ার রা যা চায় আপনি তা ই ডেলিভারির ব্যবস্থা করেন।

পরে যখন সব প্রতিভা হারিয়ে আপনি কবিতার ক কে উদ্ধার করা নিয়ে ব্যস্থ থাকেন তখন আবিষ্কার করেন যে আপনার ফলোয়ার রা আপনাকে তেল মেরে সিক্ত করে রেখেছিলো।
তখন তেলের আধিক্যে আপনার নানাবিধ রোগ দেখা দেয়।
আপনি কিছু করতে পারেন না, আপনার কিছু করার থাকে না।


কবি বলেছেন, 'দুহিল দুধ কি বেন্টে সামায়?'

দোহানো দুধ বাঁটে ঢুকানো যাক আর না যাক, আপনি চাইলে ই প্রশংসার আকাশে ভাসা থেকে বিরত থাকতে পারেন।
আপনার কবি প্রতিভা রক্ষা করে চলার দায়িত্ব আপনার কাঁধে ই বর্তায়।


তেলবাজদের মুখে ভদ্রোচিৎ উপায়ে থাপ্পড় মারুন, তাদের বেড়ার বাহিরে রাখুন।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথা বলেছেন ভাই, খুব যুক্তিগত পরামর্শ।

প্রশংসা করবেই, কেউ উৎসাহিত করতে প্রশংসা করবে, কেউ অতি উৎসাহিত করতে প্রশংসা করবে। তবে অতি উৎসাহিত করা লোকরা মনে মনে কি ভাবে তা তাদের লেখাতে কিছুটা বুঝা যায়।

শুভাকাঙ্ক্ষীর মনে আঘাত না দেওয়াই ভালো, নিজের মনটাকে বুঝাতে পারলেই হল, নিজেকে ছোট ভাবতে পারলেই বড় হওয়ার সিঁড়ি পাওয়া য়ায়। এটা আমার ব্যক্তিগত মতামত।

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

বেনামি মানুষ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।


আপনি সুন্দর কথা বলেছেন তবে আমাদের কবিতের অনেকে ই পারেন না এসব।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার পোস্টে কদাচিত দু একখানা মন্তব্য পড়ে ,
আর বাকি সময় পুরো ব্লগের পাতায় বিশাল খড়া ধূ ধ মাঠ।

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৩

বেনামি মানুষ বলেছেন: উপযুক্ত মন্তব্য না পাওয়ার চেয়ে তেলভরা মন্তব্য কখনো ই ভালো নয়।


লিখে যান, প্রতিভার বিকাশ হোক।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪১

মলাসইলমুইনা বলেছেন: সবার জন্যই গণতন্ত্র ! যে যা বলে বলতে দিন | নিজের মাথা না ঘুরলেই হলো | নিজেকে যাচাই করার নিরন্তর এপ্রেইজাল টুলগুলো ব্যবহার করে নিজের লেখার মান সম্পর্কে ধারণা করতে পারাটাই আসল | এই লেখাটা আমি লিখলে আপনার অনেক কথাই সেখানে থাকতো |

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

বেনামি মানুষ বলেছেন: জ্বী, সবার জন্য ই গণতন্ত্র।



আর আমার অনেক কথা যেগুলো থাকতো সেগুলো লিখে ফেলুন না, আমরা দেখি! :)

৪| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। তবে এ তেলমারাটা কিন্তু সবাই পারে না....তাই যারা তেল মারে, তারা একটু সুবিধা পেয়ে থাকে..... X(

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

বেনামি মানুষ বলেছেন: তাদের সুবিদা দিতে গিয়ে কবিসত্ত্বা মারা যায়, না?

৫| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬

মলাসইলমুইনা বলেছেন: আপনিতো অলরেডি সেগুলি লিখে ফেলেছেন ! আমি সেগুলো আবার লিখলে আর নিজের বলে চালিয়ে দিলেতো ঢাকা ইউনিভারিটির টিচার হতে হবে | আমিতো তা নই | আর তাছাড়া দেখছেনতো লেখা চুরি নিয়ে এই ব্লগেই কি হৈহৈ রৈরৈ কান্ড চলছে ? পোস্টের পর পোস্ট দেয়া আর মন্তব্য, প্রতিমন্তব্য চলছে !! তাই থাক এবারকার মতো |

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৭

বেনামি মানুষ বলেছেন: পরেরবার ছাড়বো না, লিখতে হবে কিন্তু! :)

৬| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫০

অবনি মণি বলেছেন: তেলবাজদের মুখে ভদ্রোচিৎ উপায়ে থাপ্পড় মারুন, তাদের বেড়ার বাহিরে রাখুন।

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

বেনামি মানুষ বলেছেন: :) :) :)

৭| ০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: সেই লেখছেন জনাব, আপনার এই লেখা আমাকে সামনের দিনের পথচলাকে কাজে লাগাবে। এই লেখাকে পুজি করেই আমি ব্লগে বেচে থাকতে চাই। : P :P :P

০৭ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

বেনামি মানুষ বলেছেন: আপনার বেঁচে থাকার পুঁজি সরবরাহ করতে পেরেছি জেনে আপ্লুত হলাম :p
আরেক দিন এমন লেখা দিবো যে আপনি পুঁজি হারিয়ে দেউলিয়া হবেন আশা করি! :P

৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪

মলাসইলমুইনা বলেছেন: একটা ক্লারিফিকেশন দেওয়াটা মনে হয় দরকার আমার প্রথম মন্তব্যটার ব্যাপারে | আপনার একটা মন্তব্য পরে হঠাৎ মনে হলো প্রথম মন্তব্যে "এই লেখাটা আমি লিখলে আপনার অনেক কথাই সেখানে থাকতো " আমার এই কথাটা মনে হয় যথেষ্ট পরিষ্কার ছিলোনা | আমি আসলে বোঝাতে চেয়েছিলাম যে যুক্তির কথাগুলো আপনি বলেছেন আপনার লেখায়, আপনি না লিখে যদি আমি লিখতাম এই লেখাটা তবে সেখানেও এই যুক্তির কথাগুলোই থাকতো | এর বাইরে আর কিছু ভেবে আমি ওই কথাটা বলিনি | আমার্ কথা যথেষ্ট ক্লিয়ার না হলে আর আপনি অন্য কিছু মনে করে থাকলে সত্যিই আমি খুবই লজ্জিত ও দুঃখিত |

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৩

বেনামি মানুষ বলেছেন: আমি ও প্রথমে এটা ই ভেবেছিলাম, পরে আবার ভাবলাম আপনি যদি এটা না বলে থাকেন! :)

পরে আপনার দ্বিতীয় মন্তব্যে বিষয়টা স্পষ্ট হয়েছে অবশ্য, তৃতীয় মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।



আর আমার অনুরোধ কিন্তু ফেলনা না, আপনি লিখলে আমরা উপকৃত হবো, আপনি ও চর্চার মধ্য দিয়ে গেলেন। হবে না?

৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু সংখ্যক লোক আছে যারা নিজের প্রশংসা শুনে উৎফুল্ল হয়ে ওঠে,
কিন্তু সে যে সেই প্রশংসা পাওয়ার যোগ্য কি না তা চিন্তা করে দেখে না।
-------------বাটলার

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২

বেনামি মানুষ বলেছেন: :) ;) ঠিক বলেছেন

১০| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬

কালীদাস বলেছেন: রুঢ় সত্যি।
এনিওয়ে, তেল মারায় বাঙালিদের প্রতিভাকেও অবমূল্যায়ন করা যায় না। আমরা পারিও মাশাল্লাহ :D

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

বেনামি মানুষ বলেছেন: এনিওয়ে, তেল মারায় বাঙালিদের প্রতিভাকেও অবমূল্যায়ন করা যায় না। আমরা পারিও মাশাল্লাহ :D


তাদের অবমূল্যায়ন করবো না বলে ই বেড়ার বাহিরে রাখতে বলেছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.