নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

কিছু মৌলিক কবিতা

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

আকাশে তারা, বাগানে ফুল,
ব্লগে এসে কবিতা লেখা ভুল। :P




বন্ধু, তুমি থাকো কবির মুখে,
আমরা থাকি বাসায়,
তবু ও কবি রা কবিতা লিখে যায়
আমাদের দেখানোর আশায়। X(




ব্লগে এসে ব্লগের পাতায় লিখে দিলাম কবিতা,
এই কবিতা দিবে পীড়া যখন আমি থাকবো না। B-))




উড়ে যায় পক্ষী, পড়ে রয় বিষ্ঠা,
যা তা কবিতায় ভরে গেছে ব্লগের পৃষ্ঠা। :P




ফুল দিয়ো, সুবাস দিয়ো কাঁটা দিয়ো না,
আস্তে আস্তে মনের কথা লিখো,
যা তা কবিতা লিখো না।




আপাতত মৌলিক কবিতা আর বের হচ্ছে না আমার মেশিন দিয়ে, আপনাদের কাব্যতৃষ্ণা আর মেটাতে পারলাম না বলে আমার দুঃখ নেই, কারণ আমি জানি, আমার সজাতি ভাইয়েরা সেই দায়িত্ব ভালো করে ই পুরো করবে।
তাঁরা শীঘ্রই নিয়ে আসবে আরো কিছু ফাউল কবিতা, আপনারা পড়ে তখন বিরক্ত হতে পারবেন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

কামরুননাহার কলি বলেছেন: হাহাহাহাহা ভালো লিখছেন ।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

বেনামি মানুষ বলেছেন: হাহাহাহাহা ভালো লিখছেন

শুধু ভালো নয়, ভালো কবিতা লিখেছি :P

২| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে প্রকাশিত কবিতাগুলোর মান হয়তো ভাল নয়, এটা হতেই পারে। সবাই কবি নয়, কেউ কেউ কবি। তবুও অনেকেই কবিতা লিখতে আগ্রহী হয়, এটা বাঙালী মনের কবিতার প্রতি এক প্রচ্ছন্ন ভালবাসা।
কবিতা হিসেবে এখানে যা কিছুই প্রকাশিত হোক না কেন, সেগুলো কবিমনের কোমল কিছু অনুভূতি সাথে করে নিয়ে আসছে, হাসছে, কিছু কিছু পাঠকদের হাসাচ্ছে বা কাঁদাচ্ছে। এসব কোমল অনুভূতিগুলোর জন্যই এখানে কবিতা নিয়ে যা কিছু বললেন, তার সাথে একমত হতে পারলাম না।

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

বেনামি মানুষ বলেছেন: ...এখানে যা কিছুই প্রকাশিত হোক না কেন, সেগুলো কবিমনের কোমল কিছু অনুভূতি...
জ্বী, আমার ক্ষেত্রে ও এটা ভাবলে পারতেন।



আর একমত হবার দরকার ই বা কি!
সবকিছুতে সবাই একমত হয়ে গেলে সমস্যা না?
ধন্যবাদ।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: হাসিয়ে মারলেন মশাই।

হা.......হা............হা...................

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

বেনামি মানুষ বলেছেন: বেঁচে আছেন তো! :D

৪| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

চানাচুর বলেছেন: সবাই কোবি হতে চায় :(

২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯

বেনামি মানুষ বলেছেন: এটা সুকুমারবৃত্তি।
অনেকে চৌর্যবৃত্তির মাধ্যমে চর্চা করতে চায়।


আর অনেকে কম পড়ে বেশি লিখতে চায়।
যার ফলে যা হয় আর কি, মানে যা হয় আমরা দেখতে ই তো পাচ্ছি।

আরেকবার আসলে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে আসবেনো নামটাকে সরিষাতেল দিয়ে মেখে খাওয়া যাবে! :)

৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

তারেক ফাহিম বলেছেন: ফাউল কবিতা :P

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০১

বেনামি মানুষ বলেছেন: জ্বী ভাই, Now a days poets are faule and poems are foul. :)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

চানাচুর বলেছেন: কোবিবিরোধী কোবিতা সবসময় হিট খায় B-))

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

বেনামি মানুষ বলেছেন: হিট খাওয়ার জন্য ই যা তা কবিতার বিরোধী কবিতা লিখেছি। চানাচুর, এবার কি বলবেন! =p~

৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: হাহাহাহাহা মজা পেলাম।

৩০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

বেনামি মানুষ বলেছেন: B-) B-) B-)

৮| ১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১০

ছদ্মবেশী ভূত বলেছেন: পড়ে মজা পেলাম। কিন্তু, ব্লগে বাংলা কবিতা লেখা কেন ভূল, সেটা কি বলবেন?

৯| ১৭ ই জুন, ২০২০ রাত ৯:৩৪

বেনামি মানুষ বলেছেন: ছদ্মবেশী ভূত বলেছেন: পড়ে মজা পেলাম। কিন্তু, ব্লগে বাংলা কবিতা লেখা কেন ভূল, সেটা কি বলবেন?

কখনোই ভুল না, ছন্দ মিলাতে গিয়ে যা তা লিখে দিছি আর কি! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.