নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

শীত

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৮


ডিসেম্বর মাস শুরু গতকাল থেকে।

ওয়্যারড্রোব হতে জ্যাকেট বের করলাম। কিন্তু জ্যাকেট গায়ে দিলে এখন ও গরম লাগে। এটা শীতকাল তো?

লেপ বের করলাম। কিন্তু রাতে লেপ গায়ে দিয়ে ঘুমানো দূরে থাক, কাঁথা দিয়ে ঘুমালে ই ঘাম ঝড়ে। এটা সত্যি ই শীতকাল?

সময়মতো না পড়াটা আমাদের জন্য অ্যালার্মিং না?



ছোট বেলা দেখতাম শীতের ডিসেম্বর এলে ই শীত ঝাঁকিয়ে বসতো আমাদের চারপাশে।
সকালে স্কুলে যাবার গোসল থেকে বাঁচার জন্য কতো রকমের ফন্দি বের করতাম!

এখন?
পানি ও ঠাণ্ডা হয় না শীতে!




আমাদের আসলে করণীয় কী?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

কালীদাস বলেছেন: গ্লোবাল ওয়ার্মিং খানিকটা দায়ি। আমরা নিজেরাই দায়ি বেশি, পরিবেশ দূষণ সীমার বাইরে।

৯৭/৯৮ পর্যন্ত নভেম্বরেই কাথা ছাড়া ঢাকায় রাতে ঘুমানো যেত না, ডিসেম্বর/জানুয়ারিতে লেপ মাস্ট ছিল। লোকজনকে এখনও দেখি ডিসেম্বরে জ্যাকেট গায়ে ঘুরে, এটা কেবলই শো ছাড়া কিছু মনে হয়না আমার। ঢাকার টেম্পেরাচার বিশের নিচে রেয়ার নামে ডিসেম্বর জানুয়ারিতেও :(

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

বেনামি মানুষ বলেছেন: বড়ো বেশি আতঙ্কের ব্যাপার এটা কিন্তু।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮

জাহিদ অনিক বলেছেন:

কি বলেন !
আমি তো দেখি শীত মোটামুটি !

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

বেনামি মানুষ বলেছেন: শীত তো অনুভবের বিষয় ভাই! ;)


আপনি দেখলে কি হবে! সত্য কথা হচ্ছে আমরা আগের দিনগুলো হতে অনেক দূর সরে আসছি। টাইমলি কোনো কিছু ই হচ্ছে না।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১২

সেলিম আনোয়ার বলেছেন: শীতের প্রকোপ কমে গেছে। শীতে কেউই না মরুক সেই কামনা থাকলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮

বেনামি মানুষ বলেছেন: শীতে কেউ না মরুক। মানুষ তাঁদের জানমাল নিয়ে নিশ্চিন্তে বসবাস করুক। কিন্তু আমার বা আমাদের উদ্বেগটা সময়সতো সব কিছু না ঘটায় বেড়ে যাচ্ছে আর কি।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



ক্লাইমেট বদলাচ্ছে দ্রুত, মানব সমাজ বিপদে আছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৭

বেনামি মানুষ বলেছেন: জ্বী, বিষয় টা খুবই বড় বিপদের সংকেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.