নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

কিচ্ছুটি বুঝতে পারছি না

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭



আমি তো কিচ্ছু ই বুঝতে পারছি না!

এক লোক লিখেছেন 'ব্লগে মেয়েদের লেখা জনপ্রিয় হয়।'

আরেক লোক বা কিছু লোক লিখেছেন 'এই লেখা নারীদের জন্য অবমাননাকর'




আর ব্লগে চলছে ক্যাঁচাল।



যেই লোক মেয়েদের ব্লগ জনপ্রিয় বিষয়ক লেখা প্রসব করেছেন তিনি 'আমি মুরগি' নিকধারী।
তা ভাই মেয়েরা জনপ্রিয় হলে আপনার আপনার সমস্যা কোথায়?
আপনি জনপ্রিয় হবার চেষ্টা চালান না কেনো?
মেয়েরা এমনি তে ই প্রভুপ্রদত্ত একটা ক্ষমতা নিয়ে আসছে জনপ্রিয় হবার, তার উপর অনেকে ই ভালো লিখেন, তারা জনপ্রিয় হবে না তো আপনি জনপ্রিয় হবেন!




আর যিনি বা যারা 'আমি মুরগি সাহেবের প্রতিউত্তরে আবার ব্লগ লিখছেন তার বা তাদের নাম আমার পড়ার ইচ্ছা হয়নি।

কেনোরে ভাই বা ভাইয়েরা, কেনো এমন শুরু করেছেন!
তার লেখার জবাব তো তার লেখার মন্তব্যে ই দেয়া যায়। ব্যক্তিগত ক্যাঁচাল কেনো ব্লগে?
ব্লগ কে ব্লগ থাকতে দেন না, কেনো এটাকে ফেসবুকের পর্যায়ে নামিয়ে নিচ্ছেন?
যদি অদ্ভুত নিকওলা লোকটাকে মানসিক বিকলাঙ্গ ধরে নেই, তবে তার ব্লগের বিপরীতে, তাকে পরাজিত করার জন্য পাল্টা ব্লগ লেখা ও কি মানসিক বৈকল্য না?

তাকে তো উচিৎ জবাব দেয়া যেতো সমবেতভাবে নীরব থেকে ই, নাকি?


কেনো এরকম ক্যাঁচাল ব্লগে?

আপনাদের ক্যাঁচালের ফলে আমরা মানসম্মত ব্লগিং করতে পারছি না, পারছি না অন্যদের মানসম্মত লেখা পড়তে।

আপনারা নিজেরা ই বলুন তো, দিনে ক'টা পড়ার মতো লেখা পাওয়া যায়?

এর মাঝে আবার আপনাদের ঘ্যানর ঘ্যানর, অসহ্য! :-&


মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



ক্যাচালের শুরুর জন্য অভিনন্দন

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

বেনামি মানুষ বলেছেন: কাকে বা কাদের অভিনন্দন?

আশা, আমাকে ই জানিয়েছেন! :)

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন: ওস্তাদ,ব্লগে শান্তি চাই। আর স্টুপিড মুক্ত সামু ব্লগ চাই। ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

বেনামি মানুষ বলেছেন: সমর্থন আপনার চাওয়ায়।
আর ধন্যবাদ ভালোর পক্ষে রওয়ায়।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

নীলসায়র বলেছেন: আপনি আবার কেচাল বাড়াইতে আরেক পোস্ট দিলেন।

আবার বলতেসেন ওরা কেনো দিলো।

এইভাবেই প্রদীপের তলায় থাকে অন্ধকার।

ভাগ্যিস আপনে বেনামী মানুষ।

আপনার মানসন্মত ব্লগের ইতিহাস দেখতে যাইতেসি দাঁড়ান তার আগে বলেন,

নারী কয়জন আর পুরুষ কয়জন এই মানষিকতা থেকে আজও যারা বের হতে পারে না সকলকেই লেখক বা ব্লগার ভাবতে পারে না তাদের আপনার কি মনে হয়?

এইভাবে বিভেদ বিভাজনে কি নারীদেরকে এক ঘরে করার আহ্বান জানানো হলো না?

সমালোচনার ভাষা কি ওমন হয় উনি যা লিখেছেন
আপা আপনার ....... গন্ধ সুন্দর...

এইভাবে সমালোচনার ছলে উনার মূর্খতা বা অশালীনতার জবাব কি হওয়া উচিৎ?

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

বেনামি মানুষ বলেছেন: আপনার লাগার কারণ টা বুঝি মে বি, তাই আপনাকে ঘাঁটবো না, এড়িয়ে গেলাম। :P

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশি বুঝে কাজ নেই; এড়িয়ে যান।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

বেনামি মানুষ বলেছেন: জ্বী, এটা ই দরকার।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এই ব্যাপারটা এখানে বন্ধ করাটাই শ্রেয়। ব্যাক্তিগত অভিমত।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

বেনামি মানুষ বলেছেন: আপনার অভিমতে শ্রদ্ধা রাখলাম।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু এই কারণে আমি লিখেছিলামঃ
হাল্কা চটুল ও বিতর্কিত পোস্টই বেশী টানে সামুর পাঠকদের

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

বেনামি মানুষ বলেছেন: আপনার লেখা পূর্বে ও পড়েছিলাম নীরবে। :)

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১

নীলসায়র বলেছেন: না ঘাটানোর সিদ্ধান্তে সাধুবাদ জানাই তবে উত্তরগুলি নিজেকেই দিয়েন। ভুল শুদ্ধ যা মনে হোক। ব্রেইন খাঁটবে কিছুক্ষন।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

বেনামি মানুষ বলেছেন: দুপুরের ওষুধ নিয়েছিলেন ঠিকমতো?

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

নীলসায়র বলেছেন: হ্যাঁ নিয়েছি। ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য জসিমভাই।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০

বেনামি মানুষ বলেছেন: আপনার অনেক জ্ঞান! :-<
অনেক বড় আবিষ্কার করেছেন।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৭

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন: এসব ঝগড়া ছেড়ে আসুন খাওয়াদাওয়া করি।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

বেনামি মানুষ বলেছেন: খাবারে ধনিয়ার কাঁচা পাতার গন্ধ আমার সহ্য হয়না যে ভাই!
আপনারা খান, আমি বসে ই শরীক আছি।(ধনিয়ার পার্ট চলে গেলে অংশগ্রহণ করে আপনাদের বাধিত করবো! :P)

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: আপনার কি চুলকানির সমস্যা আছে?

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪

বেনামি মানুষ বলেছেন: জ্বী, আপনি ক্যানভাস করে ওষুধ বেচেন? :)

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮

নীলসায়র বলেছেন: আরেকখান আবিষ্কার কইরালচি বেনামি মানুষ। B-) আপনে নিজেই মুরগিভায়ের আরেকখান মালটি। কেমনে এই আবিষ্কার করছি আপনাদের দুই মালটির লেখার স্টাইলের নানা বিশ্লেষনে এবং নানা ভুলে ভরা বানান ইস্টোরী লইয়া হিস্টোরী সংক্রান্ত পোস্ট আনতেছি। ততখন ব্লগের পাতায় চোখ রাখুন।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

বেনামি মানুষ বলেছেন: আপনার তারিফ করতে হয়।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৩

নীলসায়র বলেছেন: বেনামী মানুষ লগ আউট। আমি মুরগি সাহেব ইন । হা হা হা ভালো দেখাইলেন।


স্যার আপনি লগ আউট হইলেন কেন? আপনার মুরগি ইন করসে ।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

তারেক ফাহিম বলেছেন: ওয়েদারটা অনেকটা ক্লাম যাচ্ছে, ব্লগারগণ শান্ত আবহাওয়ায় ক্যাচাল করতে ভালোবাসে দেখছি।

সামু থেকে ভালো পোষ্ট উঠে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.