নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার তৃষ্ণার জল!

বেনামি মানুষ

কেউ না

বেনামি মানুষ › বিস্তারিত পোস্টঃ

জনগণ বনাম সরকারি চাকুরিজীবী

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:০০


আমি একশ টাকা কর দিলে তা থেকে ২০.৫০ টাকা বেতন হিসেবে দেয়া হবে সরকারি চাকুরিজীবীদের। ৯.১ টাকা দেওয়া হবে তাদের পেনশন হিসেবে।
(ছবিটা ২০১৭ সালের, ১৮'র টা পাইনি)
সূত্র: প্রথম আলো, ০৮/০৫/২০১৮, পৃষ্ঠা- ৫।


প্রতি বছরই আমার টাকার নির্দিষ্ট একটা অংশ তাদের দিয়ে দেই, আমার টাকায় যদি তারা বেতন পায়, পেনশন পায় তবে সরকারি অফিস আদলতে গেলে পরে আমারই কেনো তাদের স্যার স্যার, হুজুর হুজুর করা লাগে?
কেনো আমি আমার জীবনের কোনোদিনও কোনো বাংলাদেশি সরকারি করমকরতা/কর্মচারীকে কখনো সেবা নিতে আসা লোকগুলোকে স্যার/ হুজুর/ জনাব/ মহাশয় বলতে শুনলাম না?


এসব সম্বোধন দূরে থাক, কাঙ্ক্ষিত সেবাটা পেতেই আমাদেরই কেনো তাদের এতো তোষামোদ করতে হয়?

কেনো বাংলাদেশে এরকম সমস্যা তৈরী হলো?
বাংলাদেশের এই চিত্র কি কভু পরিবর্তিত হবে?

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:২০

কাওসার চৌধুরী বলেছেন: একদম ঠিক কথা বলেছেন, ভাই। প্রজাতন্ত্রের কর্মচারীদের কাছে দেশের জনগন হচ্ছেন, স্যার। কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ উল্টো!! তারা নিজেরাই বিশাল বড় স্যার হয়ে বসে আছে!!! X((
চাইলে, আমার এ লেখাটি পড়তে পারেন।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪১

বেনামি মানুষ বলেছেন: জ্বী, একদম উল্টো। এটাকে ঠিক করা উচিত।

এর জন্য আমি সরকারি চাকুরি নিলে আমার কাছে সেবা নিতে আসা লোকেদের যথাযথ প্রাপ্য সেবা প্রদানে সচেষ্ঠ থাকবো।
সবারই থাকা উচিত, কারণ লোকগুলোই তাদের এখানে বসতে দেয়।



আপনার লেখা পড়েছি, সুন্দর এবং প্রাসঙ্গিক লিখেছেন, ধন্যবাদ।

২| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:২২

নতুন বলেছেন: এই জন্য আমাদের জনগনকে সচেতন হইতে হবে।

আর সকল সরকারী কামলাদের সেবা দেবার সময় জনগনকে স্যার বলে সম্মধন করতে হবে এই রকমের একটা সরকারী নিয়ম করা দরকার।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৩

বেনামি মানুষ বলেছেন: নিয়মতো আছে আরো কতোশতো, যা পালন করলে আমাদের দেশ হতো অন্যরকম বাংলাদেশ। কিন্তু আমরা পালন করছি কই!

৩| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:২৮

দিলের্‌ আড্ডা বলেছেন: সরকারী কর্মচারীদের আচরন বিধিমালার উপর দীর্ঘমেয়াদি কোর্স করা দরকার।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৭

বেনামি মানুষ বলেছেন: জ্বী, নিয়োগ দেয়ার আগে মেধা যাচাইয়ের সাথে সাথে মানবিক মূল্যবোধও যাচাই করা উচিত। পরেতো নিয়মমাফিক কাউন্সেলিং অবশ্যই দরকার।

সেবা গ্রহীতার সাথে পেশাদার আচরণ না করলে চাকুরিচ্যুত করা উচিত তা সে যতোবড় চাকুরিজীবিই হোক না কেনো, তবেই এই ধারা কিছুটা পরিবর্তিত হবে সম্ভবত।

৪| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৪১

রাখালছেলে বলেছেন: ভাল কথা বলেছেন ভাই । সরকারী অফিসে গেলে নিজেকে অতি ক্ষুদ্র প্রানী মনে হয় নিজেকে ।

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৫২

বেনামি মানুষ বলেছেন: আমরা এমনই, নিজের অধিকারও চাইতে পারিনা উচ্চৈকণ্ঠে।

তারা যখন আমাদের ধমক দেয় তখন যদি আমরা গলার স্বর আরো কয়েক ডেসিবল বাড়িয়ে পাল্টা ধমক দেই বা আমাকে ধমক দেবার কারণ জানতে চাই তখনই কিন্তু বেচারা আটকে যায় বা যাবে বা যেতো। কিন্তু পরিতাপের বিষয়, সেবা নিতে আসা অনেকেরই এরকম চিন্তা নাই।


আমাদের নিজেদেরকে জানতে হবে, অধিকারগুওলোর যথেষ্ট চর্চা করতে হবে।

৫| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯

শূন্যনীড় বলেছেন: সরকারি সবকিছু বেসরকারি কোম্পানির আওতায় দিয়ে দিক

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:১৩

বেনামি মানুষ বলেছেন: পরে?

৬| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:১২

অর্থনীতিবিদ বলেছেন: এই চিত্র কখনো পরিবর্তন হবে কিনা তা একমাত্র আল্লাহ মাবুদই জানে। সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের ভাবভঙ্গি, আচার-আচরণ, কথা-বার্তা সবকিছুর মধ্যেই কেমন যেন একটা অবজ্ঞা ভাব। সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা। তারা নিজেদের বাংলাদেশের প্রেসিডেন্ট অথবা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে মনে করে।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩৩

বেনামি মানুষ বলেছেন: আপনি গবেষণা করে দেখতে পারেন কি করা যায় না যায়।
অর্থনীতিতে এটার কোনো সমাধান নাই?

৭| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৮

টারজান০০০০৭ বলেছেন: সব কর্পোরেট ওয়ালাদের ইজারা দিয়া দিক , স্যার তো স্যার , আব্বু ডাকিতে বলিলে তাহাও ডাকিবে , কাস্টমার বলিয়া কথা !

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৮

বেনামি মানুষ বলেছেন: আমরা কারো অযথা আব্বুতো হতে চাইনা, শুধু যথাযোগ্য সেবা চাই।

৮| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯

বিজন রয় বলেছেন: না, বাংলাদেশে এসবের কোন পরিবর্তন হবে না।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:২৯

বেনামি মানুষ বলেছেন: আমাদেরই শুরু করতে হবে।
আমি অফিসার হলে আমার জায়গায় আমি ভালোমতোই করবো।

৯| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯

হাঙ্গামা বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী//রাষ্ট্রপতি সহ কয়জন সরকারী লোকের বেতন হালাল হয়?

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩৫

বেনামি মানুষ বলেছেন: হালাল হোক কিংবা হারাম টাকা কিন্তু আমিই দিচ্ছি।

১০| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৩৮

আহমেদ জী এস বলেছেন: বেনামি মানুষ ,



কোন দেশে জন্মেছেন আপনি ? জানেন না , এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ...??
টারজান০০০০৭ এর কথা মতো সব সরকারী দপ্তরগুলোকে কর্পোরেট ব্যবসায়ীদের লীজে দিয়ে দেয়া উচিৎ ।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫১

বেনামি মানুষ বলেছেন: দেওয়ার পরে যে তারা আমার সাথে একইরকম ব্যবহার করবেনা সেটা আমি বুঝবো কিরকম?

১১| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪০

বিজন রয় বলেছেন: হা হা হা হাসাইলেন, তাহলে চাকরিই করতে পারবেন না। বয়সকালে সবাই এরকম বলে থাকে।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪৯

বেনামি মানুষ বলেছেন: বয়সের শেষের কালেও একই কথা বলতে চাই।
মরে না গেলে দেখাবো/দেখবেন।
নিশ্চয় তখন সুখে হাসবেন, কৌতুকে নয়।

১২| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫১

বিজন রয় বলেছেন: আপনার বয়স কম, তাই একথা বলতেই পারেন, কিন্তু বাস্তবতা অন্য জিনিষ।
অভিজ্ঞতা হলেই বুঝবেন।

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫

বেনামি মানুষ বলেছেন: বাস্তবতা যদিও আপনাদের মতে অন্য বা ভিন্ন জিনিস, তথাপি সেটা আমাদের হাত ধরেই আসে, বা হয়। আমরা এটাকে আমাদের অনুকূলে রাখবো।
পারবোনা?

১৩| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৮

রাজীব নুর বলেছেন: সরকারি অফিস গুলোতে গেলে মেজাজ খুব খারাপ হয়।
তারা কাজ না করেই মাস পার করতে চায়।

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:০৫

বেনামি মানুষ বলেছেন: আপনার মন্তব্য দুইবার হয়ে গিয়েছিলো, একটা মুছে নিয়েছি।



জ্বী, তারা বসে, ধমকে, আর সুখে মাস পার করে নিতে চায়।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

বিজন রয় বলেছেন: কেমন আছেন? নতুন পোস্ট দিন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

বেনামি মানুষ বলেছেন: অনেকদিন পরে আপনার মন্তব্য পড়তে পারলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.