নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কেবলই ফুরিয়ে যায়।

মোঃ মাইদুল সরকার

একদিন জীবন শেষ হয়ে যাবে তবুও অনেক কিছু করার সাধ জাগে..............

মোঃ মাইদুল সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আসলেন, দেখলেন ও জয় করলেন

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০




সম্প্রতি নতুন একজন ব্লগার ব্লগে আসলেন, দেখলেন ও জয় করলেন। খুব সহজেই জয় করলেন। কার কথা বলছি- নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন।

আসলে ব্লগে আসা এবং নিজের একটা অবস্থান তৈরী করা সময়ের ব্যাপার। খুব সহজে তা করা যায়না। অনেকের অনেক সময় লাগে। ধৈর্য ধরতে ধরতে অনেকে হারিয়ে যান। কেউ কেউ টিকে থাকেন।

যার কথা বলছি তিনি মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই। সুন্দর সুন্দর মন্তব্য যেমন করেন, পোস্ট দেন তেমন ও তেমনি নতুনদের দারুণ অনুপ্রাণিত করেন।

গান লিখেই বা পোস্ট দিয়ে তিনি হিট। একজন নতুন ব্লগার ব্লগে কিভাবে এত দ্রুত জনপ্রিয় হন তিনি তার প্রকৃত উদাহরণ।

এ পর্যন্ত যত পোস্ট দিয়েছেন সব কটিই হিট ও আলোচিত।

অভিনন্দন মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই। এগিয় যান আমরা আছি আপনার সাথে।

ছবি : কপি করা ওনার প্রপিক।

মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

নতুন নকিব বলেছেন:



তিনি গুনী ব্যক্তি। আপনিও মা- শাআল্লাহ। দু'জনকেই অভিনন্দন।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনাকেও অভিনন্দন নকিব ভাই।

আপনি আলোর পথের দিশারী।

২| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অভিনন্দন মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই। এগিয় যান আমরা আছি আপনার সাথে। :)

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনিও জনপ্রিয় হাসু মামা।

ধন্যবাদ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৮

সৈয়দ তাজুল বলেছেন: উনার প্রতি শুভকামনা।

উনি আসলে ইদানীং ব্লগটাকে নাস্তানাবুদ করে ছাড়ছেন! B:-/

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:

কেউ না কেউ ব্লগ না মাতিয়ে রাখলে চলবে কেন!

আপনাকেও এই কাতারে দেখতে চাই।

ধন্যবাদ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই, আমার পোষ্ট হিটই হতে চায় না আর এই ভদ্রলোক যা লেখেন তাই হিট। অভিনন্দন নিজাম ভাই।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার অনেক লেখাইতো হিট।

নতুন হিসাবে আপনিও অনেক ভাল করেছেন।

ধন্যবাদ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অভিনন্দন! নিজাম ভাই কোথায়? তাকে দেখছিনা।

২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

নিজাম ভাই চলে আসবেন।

আপনারও বেশ নাম ডাক।

শুভকামনা।

৬| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পাকার পর অনেকে ঝরে যায়। তবে যারা চিরহরিৎ তারা ঝরে না। ইনি কোন কেটাগরীর বলে মনে হয়?

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি চিরহরিৎ বলেই মনে হচ্ছে।

ধন্যবাদ কবি।

৭| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

এভো বলেছেন: ভাই উনি এবং আমি একই সময়ে এই ব্লগে এসেছি কিন্তু এখনো আমি পর্যবেক্ষণে আছি , জানিনা আমার কি ভুল হয়েছে বা কি অন্যায় করেছি । কেন আমি উনার মত মন জয় করতে পারলাম না , কিছুই বুঝলাম না ।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি ৬ মাসে ১০০টি ও মন্তব্য করেননি। অত্যন্ত ৬০০টির অধিক মন্তব্যের দরকার ছিল।

পোস্ট করেছেন মাত্র ৫ টি।

যত বেশি মন্তব্য তত মানুষ আপনাকে জানবে, আপনার ব্লগে আসবে।

নতুনদের নিয়ে আমার একটা লিখা আছে এ মাসেই পোস্ট করেছি। পড়ে দেখবেন।

লেগে থাকুন, ধন্যবাদ।

৮| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: !gt:`>:`> :``>>:``>>:``>>। লজ্জা, লজ্জা।।

"নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই,
আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই'।"

আমি যে, লেখক হবার জন্য আসি নি ভাই? নাম-ডাক, আর হিট খাওয়ার জন্যও আসি নি?
"I Have a Dream."

"আজ নেই বর্গী, নেই ইংরেজ, নেই পাকিস্থানী হানাদার,
আজও তবু কেন আমার মনে শূন্যতা আর হাহাকার?



সাদা মনের মানুষগুলো ভালো থাকুক।
রাতে কথা হবে।:)

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

লজ্জা কেন নিজাম ভাই!

যা সত্য তাইতো বলেছি।

নিজগুনে জায়গা করে নিয়েছেন সে কি কম কথা।

ভালবাসা নিয়ে ধন্য হলাম
আমিও যে ভালবাসাই রেখে গেলাম।

স্বপ্ন সত্যি হচ্ছে, সত্যি হোক।

ভাল থাকুন।

৯| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

মাআইপা বলেছেন: উনি সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন এটাই তার + পয়েন্ট।
শুভ কামনা রইল আপনাদের দু’জনার প্রতি।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আপনি সত্যি + পয়েন্টটা ধরেছেন।

আপনাকেও শুভেচ্ছা।

১০| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুস্বাগতম নিজাম ভাই। আর আপনাকেও অভিনন্দন।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

ভাল থাকুন, শুভেচ্ছা নিন সেলিম ভাই।

১১| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: নিজাম উদ্দিন মন্ডলের মতো আমাদের আরও ব্লগার দরকার।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা ভাই, ওনার এরকম চৌকস ব্লগারই এখন প্রয়োজন।

নতুনদের স্বাগতম।

ধন্যবাদ।

১২| ২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৪

সুমন কর বলেছেন: ব্লগার সংখ্যা কমে যাচ্ছে...........

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরাতনরা চলে গেলে নতুনরা এসে জায়গা করে নিবে।

ধন্যবাদ দাদা।

১৩| ২১ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


তিনি ব্লগিং'কে সহজেই আয়ত্ব করেছন। আরও সফলতা কামনা করছি।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত।

ধন্যবাদ গাজী ভাই।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

নীল মনি বলেছেন: নিজাম ভাইয়া :) অভিনন্দন।
আর লেখকের প্রতি শুকরিয়া।খুব বড় মনের না হলে অন্যকে নিয়ে লেখা যায় না।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনি আপু

শুভেচ্ছা মেঘলা দিনের।

চলুক সুখের ব্লগিং।

১৫| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মাইদুল ভাই! একটা কাজ করতে হবে,

লালু ভাই, টারজান০০০০৭, সৈয়দ ইসলাম, -- -- সহ আরো অনেক প্রথম সারির লেখককে মডুরা ব্লক করেছে। তাদের সেফ করা দরকার। এ নিয়ে আপনি একটা পোস্ট দিন।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনারা ১ম পাতায় আসেননি তো ব্লগ হলো কিভাবে ?

ওনাদের সেফ হওয়া সময়ের দাবী।

ধন্যবাদ।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

তারেক ফাহিম বলেছেন: নিজাম ভাইকে অভিনন্দন।

আরও সফল হোক কামনা করছি।

পোষ্টের জন্য আপনাকেও ধন্যবাদ।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার মন্তব্যে আমরা পুলকিত।

ধন্যবাদ।

১৭| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আসলেই পারেও ব্যাটা যে পোস্ট-ই পড়িনা কেন দেখি নিজাম ভায়ের মন্তব্য আছে। মাইদুল ভাই ও জায়গা মত উপযুক্ত ব্যক্তিকে নিয়ে দারুণ একটা পোস্ট দিয়েছেন এই পোস্ট ও হিট হবে আশা করি।
ভালো থাকবেন নিজাম ভাই ও মাইদুল ভাই।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
উনি পরিশ্রমী।

আপনার ধারণা সত্যি। পোস্ট হিট।

বুঝুন কি পরিমাণ ব্লগিং করে জনপ্রিয় হয়ে গেছেন।

আপনাকেও ১ম পাতায় দেখার অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।

১৮| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭

শামচুল হক বলেছেন: অভিনন্দন

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কৃতজ্ঞতা।

১৯| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৩

শাহিন বিন রফিক বলেছেন: ভাই- তিনি পুরানো ব্লগার, এটি তাঁর নতুন নিক। আশা করি বুঝতে পেরেছেন।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই তথ্যতো জানা ছিলনা। জানলাম।

আপনার জন্য শুভকামনা।

২০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্ট দিয়ে মাইদুল ভাই হাওয়া???? প্রতিউত্তর কি আমিই করবো???


@চাঁদগাজী
@নীল মনি
@তারেক ফাহিম
@যুক্তি না নিলে যুক্তি দাও
@শামচুল হক, সহ
সকল ব্লগারকে আমাদের দুজনের পক্ষ থেকে শুভেচ্ছা।।

সামু ব্লগ আবারো ভরে উঠুক হাসি আর আনন্দে।।
শুভ রাত্রি।।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
০৯ টা পর্যন্ত ছিলাম রাতে।

পরে দেখি আপনার দেখা নাই। তাই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি।

আমার হয়ে প্রতিউত্তর করায় আবারও অভিনন্দন।

আপনি নাকি পুরাতন ব্লগার ? কি নিক ছিল আগে?

২১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: নিঃসন্দেহে তিনিই ভালো লোক, লোকে যাকে ভাল বলে। আপনাদের উভয়ের জন্যই শুভকামনা।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনিও ভাল থাকুন।

ধন্যবাদ।

২২| ২২ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুখবর। তাকে অভিনন্দন। আরো চলুক তার লেখালেখি।

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন।

ধন্যবাদ।

২৩| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৮

নীল মনি বলেছেন: @নিজাম আপনাকে শুকরিয়া।

ব্লগ আবার হেসে উঠবে :)

২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হ্যা আপু ব্লগ সত্যিই হাসতে শুরু করেছে।

ধন্যবাদ।

২৪| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২২

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ শুকরিয়া :)

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর হোক সবার পথ চলা।

২৫| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"আপনি নাকি পুরাতন ব্লগার ? কি নিক ছিল আগে?"

--- ওটা এক তিক্ত অভিজ্ঞতা। তবে সামনের লেখায় কিছুটা বলব।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
লিখুন জানার আগ্রহ রইল।

২৬| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: এমন নিজাম ভাই , প্রতি ঘরে ঘরে চাই।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ বলেছেন।

ধন্যবাদ।

২৭| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৯

*** হিমুরাইজ *** বলেছেন: নিজাম ভাই জিন্দাবাদ।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুকরিয়া।

ধন্যবাদ।

২৮| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: মুগ্ধ হলাম, একজন ব্লগার আর একজনকে টপিক / পপিক করার জন্য।ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি আমরা যারা একেবারে নুতন, তাদের প্রতিনিয়ত উৎসাহ দেন যেসমস্ত শ্রদ্ধেয়রা আপনারা দুজনেই তাদের মধ্যে অন্যতম।সেই সঙ্গে আরো কয়েকজন এমন ব্লগার আছেন যারা ঠিক ব্লগে শিক্ষকের ভূমিকা নিয়ে আমাদের মত নুতনদের অপক্ক হাতকে প্রতিনিয়ত দিশা দেখান।নিজেদের ব্যস্ততার মধ্যেও এভাবে সময় দেওয়ার জন্য অন্তরের কৃতজ্ঞতা জানাই। প্রার্থনা থাকবে আরো অনেক শ্রদ্ধেয়র প্রতি যারা এখনো নবাগতদের ব্লগে প্রবেশ করেননি, বা তাদের মূল্যবান মতামতও দেননি, অনন্ত অপেক্ষায় আমরা।

অনেক অনেক শুভ কামনা আপনাকে।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এত সুন্দর করে মতামত ব্যক্ত করেছেন যে-মনে হচ্ছে পাশে বসেই গল্প করছেন।

ভাল থাকুন চৌধুরি ভাই।

১ম পাতায় দেখার অপেক্ষায় রইলাম।

২৯| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার মন্তব্যসূত্রে কৃতজ্ঞতা জানাই।আপনাদের সঙ্গে পেয়েছি যখন নিশ্চয় একদিন প্রথম পাতায় সুযোগ পাবো।আপনার পরবর্তী পোষ্টের অপেক্ষায় থাকলাম।

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:

খুব দ্রুতই চলে আসেন প্রথম পাতায়।

আনন্দ উপভোগ করুণ।

ব্লগ হোক প্রাণের বন্দন।

৩০| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৭

জাহিদ অনিক বলেছেন:



মণ্ডল সাহেবের লেখাগুলো পড়তে হবে

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পড়ুন এবং মতামত ব্যক্ত করুণ।

৩১| ২৪ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন পোস্ট দিচ্ছেন না যে। পোস্ট দেখতে চাই।

২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভ সকাল ভাই।

খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। আজকে অফিসে আসার পথে একটা ভাবনা এসেছে সেটা নিয়েই পোস্ট দিব।

ভাল থাকুন।

৩২| ৩০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: উনার নতুন পোষ্টটি দেখেছেন ভাইয়া? ওটা প্রথম পাতায় দেয়া হয়নি। উনি নাকি কোথায় যাবেন বলছিলেন।

৩৩| ৩০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৯

খায়রুল আহসান বলেছেন: একজন নবাগত ব্লগারকে (নতুন নামে পুরনো হলেও) এভাবে প্রেরণা দিয়ে পোস্ট লিখে আপনিও কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন। উভয়ের জন্য শুভকামনা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.