নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ নাদিম আহসান হাবীব ঈমরোজ তুহিন। গণিতশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেছি।

নাদিম আহসান তুহিন

নাদিম আহসান তুহিন › বিস্তারিত পোস্টঃ

মিসকলের গ্যাঁড়াকলে...

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৪৮

চাঁদপুরের একটা মেয়ে আমারে খুব ডিস্টার্ব করতেছে। এই মেয়ের হাত থেকে বাঁচার একটা উপায় বলেন তো আমারে। আমারে এর কবল থেকে রক্ষা করেন।
::
ঘটনাটা তাহলে খুলেই বলিঃ
::
বেশ কিছুদিন আগে (প্রায় দু'তিন মাস আগে হবে) একদিন আমার রবি নাম্বারে একটা আননোন নাম্বার থেকে চারটা মিসকল আসছিলো। আমার মোবাইলে তখন কল ব্যাক করার মতো যথেষ্ট পরিমাণ ব্যালেন্স না থাকায় কল ব্যাক করতে পারিনি। পরের দিন আবারো ঐ নাম্বার থেকে মিসকল আসায় মোবাইলে ১০টাকা রিচার্জ কৱে কল ব্যাক কৱলাম। কিন্তু কেউ রিসিভ করলোনা। পরক্ষণেই আবার মিসকল এলো। এবার ব্যাক করতেই রিসিভ করলো কিন্তু কেউ কথা বললো না। কিছুক্ষণ হ্যালো হ্যালো করার পর ওপাশ থেকে লাইন কেটে দিলো। সেদিন সন্ধ্যা থেকে রাতের মধ্যে আবারো চার পাঁচটা মিসকল আসে। এইবার কল করতেই কথা বললো। একটা মেয়ে কণ্ঠ জানালো যে ভুল করে আমাৱে মিসকল দিয়ে ফেলছে। আমি আচ্ছা ঠিক আছে বলে রেখে দিলাম।
::
কিন্তু ঠিক থাকলো না। পরের দিন যথারীতি আবারো মিসকল দিতে থাকলো। এইবার কল করার পররে আমার নাম জানতে চায়। সেদিনের কথাবার্তায় জানতে পারলুম মেয়ের বাড়ী চাঁদপুরের হাজীগঞ্জে।
::
মেয়েটা কিসে পড়ে কিংবা বয়স কত? অথবা বিবাহিত না অবিবাহিত তা অদৌ কিছুই জানিনা। আন্দাজে জিগাইলাম আপনার স্বামী কী করে?
ব্যস, হাসতে হাসতে শেষ।হাসি থামিয়ে বললো তাঁর স্বামী মাটি কাটে। আমারে জিগাইলো আমি কী করি? আমি কইলাম আমিও মাটি কাটি। তারপরল্ল জিগাইলাম আপনার ছেলেমেয়ে কয়জন। জানালো বিশ পঁচিশটা হবে। (কয়টা নিজেই জানেনা। হাহাহা)
::
ব্যস, ১০টাকার কথা এইটুকুই। আমার টাকাও শেষ, কথাও শেষ। ১০টাকা হুদাই গচ্ছা দিলাম। আমি রবিতে আর টাকা লাগাই নাই। কিন্তু ঐ নম্বর থেকে প্রতিদিন মিসকল আসতেই থাকলো। এমনি করে মিসকল দিতে দিতে এক সময় যখন দেখল আমি ব্যাক করিনা তখন মিসকল দেয়া অফ ছিলো কিছুদিন।
::
কিন্তু এখন এই উপদ্রব আবার শুরু হয়েছে। প্রতিদিন কয়েকটা করে মিসকল দিচ্ছেই....
::
এখন কী করি কন তো? নিজের পকেটের টাকা খরচা কৈরা তাঁর লগে রসের আলাপ করার ইচ্ছা বা আকাঙ্খা কোনটাই আমার নাই। শুধু এর থেকে পরিত্রাণের একটা উপায় চাই...

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৪

তেল আবিব বলেছেন: ভাইয়ুসোনামনিতা!!!!!!!!

আল্লা!!!!!

হায় হায় হায়!!!!!!!!!!!!

পোস্ট পড়িয়া আমি অক্কা!!!!!!!!!

:(

২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬

নাদিম আহসান তুহিন বলেছেন: নতুন আইডি খুলছেন দেখি। আপনার পরিচয়টা? মানে আগের আইডি কি ছিলো?

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: চাঁদপুরের একটা মেয়ে আমারে খুব ডিস্টার্ব করতেছে। এই মেয়ের হাত থেকে বাঁচার একটা উপায় বলেন তো আমারে। আমারে এর কবল থেকে রক্ষা করেন।

হাহাহা। জীবনে বোধহয় প্রথম শুনলাম কোন ছেলেকে এমন কথা বলতে। এসব কথা সাধারণত আমরা মেয়েরাই বলে থাকি। ছেলেরা কল দিয়ে আলাপ চালানোর চেষ্টা করে, আর আমরা এভয়েড করি। আপনার কেইস উল্টো!!! যাই হোক, আপনি তার নাম্বারটি ব্লক করে দিন। অথবা ফোন ধরবেন না। ইগনোর করুন বাজতে থাকা ফোনটিকে। সে বিরক্ত করে করে নিজেই ক্লান্ত হয়ে যাবে। অন্যকাউকে ডিস্টার্ব করা শুরু করবে। এটা এমন বড় কোন সমস্যা না। জাস্ট ইগনোর এজ ইউ ডিড বিফোর!

শুভেচ্ছা!

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৫

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনার মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ।


এখন তো সামুতে পোস্ট করে আরেক উপদ্রবের পাল্লায় পড়েছি। আমার এই পোস্টে মাল্টি নিকের আক্রমণ লক্ষ্য করছি। এই ব্যাপারে কি করি এবার???>

৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১০:৫৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে এটি একটা "জাতীয় সমস্যা", ইহাকে পার্লামেন্টে তোলার জন্য আপনি আপনার এমপি'কে অফিসিয়েল চিঠি পাঠান; আমি রিকমেন্ড করবো।

ফেসবুকে আপনার ছবি দিয়েছেন? যাক, মেয়ের বাড়ী আপনার আশেপাশে; এটুকু হিন্টস দিলাম বিনা ফি'তে।

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:১০

নাদিম আহসান তুহিন বলেছেন: জ্বী না, আমার বর্তমান ফেসবুক প্রোপাইল পিকচার বিহীন। আমার আশেপাশে ক্যাম্বে হইলো? উনি চাঁদপুরে আর আমি ফেনীতে। যাই হোকা, আপনার রিকমেন্ড করতে চাওয়ার জন্য ধন্যবাদ। তবে এখন তো আরেক উপদ্রবে পড়লাম ভাই। একটু হেল্প করেন। মাল্ট নিকের খপ্পরে পড়ছি, পোস্টের কমেন্ট গুলো দেখেন। আপাতত এই উপদ্রব থেকে বাঁচার উপায় বলেন।

৪| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: ইউ আর মোস্ট ওয়েলকাম!

আহারে ছেলেটা! সব জায়গায় উৎপাতের শিকার! তাহারা বিনোদন দিচ্ছে, আপনি বিনোদন নিন। আর কি করবেন? ;) :)
ব্লক দেম এজ ওয়েল!

ভালো থাকুন অনেক।

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:২৩

নাদিম আহসান তুহিন বলেছেন: হাউ টু ব্লক দেম?

৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১৭

সুমন কর বলেছেন: কল করে ঝারি দাও।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২৩

নাদিম আহসান তুহিন বলেছেন: টাকা গচ্ছা না দিয়ে অন্য উপায় নাই? ঝাড়িতে কাজ হবে না মনে হচ্ছে তাই,,,

৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৩৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: লাভ নেই।কোনো আত্মীয়/পরিচিতও মজা করতে পারে।দিতে থাক।ব্যাপার নাহ।ব্যাপার হলে একটা দাওয়াত পাবো আর কি। ;) ;) ;)
মাল্টি আপনাকে উঠাইয়া দিলো দেখছি।ওহে,মাল্টিগণ।তোমরা সত্যিই মহান।

২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৩৬

নাদিম আহসান তুহিন বলেছেন: এক জ্বালা থেইকা বাঁচার জন্য পোস্ট কইরা আরেক জ্বালায় ফাইস্যা গেলাম।


আর হ্যাঁ, চাঁদপুরে আমার কোন আত্মীয় নাই,,
তাছাড়া, ব্যাপার হওয়ার আশায়ও গুঁড়েবালি

৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৫৮

উম্মে সায়মা বলেছেন: =p~ =p~ =p~ একেবারে আয়রোনি হয়ে গেল!

২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৩৭

নাদিম আহসান তুহিন বলেছেন: আয়রোনি মানে?

৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ১:২৩

ধ্রুবক আলো বলেছেন: পোষ্টে দেখি প্রেতাত্মর মন্তব্যে ভরে গেছে B:-)

৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১:২৫

ধ্রুবক আলো বলেছেন: পোষ্টে দেখি পপ্রেতাত্মাদের মন্তব্যে ভরে গেছে B:-)

প্রেতাত্মা মানে ভুয়া ফেক নিক।

২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৩৯

নাদিম আহসান তুহিন বলেছেন: জ্বী ভাই, প্রেতাত্মার আক্রমণ,,,

১০| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:১২

কানিজ রিনা বলেছেন: প্রেত আত্ব্য হা হা হা এরাম রাম রাম, ব্লগে
একটা মিলাদ দিলে ভাল হইত। হুজুর ডেকে
প্রেতআত্বা বোতলে ভরলে হয়।

২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৪০

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনি হুজুর ডাকেন, আমি বোতল আনতেছি,,,

১১| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:৫৫

শূন্য-০ বলেছেন: অসাধারণ মুগ্ধতা এখানে

২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৪০

নাদিম আহসান তুহিন বলেছেন: কোনখানে?

১২| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:২৫

শূন্যনীড় বলেছেন: বড় জটিল কাজকারবার!!!

২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৪১

নাদিম আহসান তুহিন বলেছেন: জটিলই বটে,,

১৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৩৮

জীবন সাগর বলেছেন: মুগ্ধকর

২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৪২

নাদিম আহসান তুহিন বলেছেন: কি মুগ্ধকর লাগলো আপনার কাছে?

১৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ৩:৫৩

কলাবাগান১ বলেছেন: মিসকল নিয়ে ও জাতীয় সমস্যা বানিছেন!!!! এটার সমাধানের জন্য পুরা জাতির শরাপন্ন হয়েছেন...নাকি মনে কিছুটা পুলুক যে একটা মেয়ে আপনাকে এমনভাবে মিসকল দিচ্ছে যে সমস্ত জাতিকে জানান দিতে হবে...আমি হলে এটা নিয়ে সমস্ত 'জাতির' কাছে পোস্ট দিতাম না

২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:০১

নাদিম আহসান তুহিন বলেছেন: ওহ

১৫| ২৫ শে জুন, ২০১৭ ভোর ৫:৩৬

রাফসান পৃথু বলেছেন: নাম্বারটা জাতীকে জানিয়ে দিন। বাকি কাজ তারাই করে দেবে!

২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:০২

নাদিম আহসান তুহিন বলেছেন: আচ্ছা

১৬| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৭

সাবিনা বলেছেন: ব্লক করে দেন

২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:০২

নাদিম আহসান তুহিন বলেছেন: আচ্ছা

১৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাঁদপুরে রসু খাঁর বাড়ি। আপনি বলে দিন রসুখার সাথে আপনার চিনপরিচয় আছে। এবং সামনে সে জামিনে বের হয়ে চাঁদপুর আসবে, সাথে আপনি থাকবেন। সেখানে তার (মেয়ের) সাথে দেখা করতে চান। :-B

২৫ শে জুন, ২০১৭ রাত ৯:২৭

নাদিম আহসান তুহিন বলেছেন: বাহ, ভালা বুদ্ধি, কিন্তু তারপর?

১৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তারপর আপনার কিছু করতে হবে না, সে ভয়ে গর্তে মুখ লুকাবে।

২৫ শে জুন, ২০১৭ রাত ১০:৩৯

নাদিম আহসান তুহিন বলেছেন: দেখি, আর মিসকল দেয় কি না।

১৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫৭

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ রাত ১:৩৭

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনাকেও ঈদ মুবারক

২০| ২৬ শে জুন, ২০১৭ ভোর ৬:৫৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

২৬ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনাকেও ঈদ মুবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.