নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ নাদিম আহসান হাবীব ঈমরোজ তুহিন। গণিতশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেছি।

নাদিম আহসান তুহিন

নাদিম আহসান তুহিন › বিস্তারিত পোস্টঃ

পৌষালি বা পৌষ-পার্বণের আগমনি

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

আজ পৌষ সংক্রান্তি। একে মকর সংক্রান্তি নামেও অভিহিত করা হয়। বাংলাদেশের পুরান ঢাকায় পৌষসংক্রান্তি সাকরাইন নামে পরিচিত। সংস্কৃত শব্দ 'সংক্রান্তি' ঢাকাইয়া অপভ্রংশে সাকরাইন রূপ নিয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে কিছুক্ষণ নেটে ঘোরাঘুরি করলাম। অতঃপর যা যা জানতে পেরেছি তার একটা সারমর্ম এখানে দাঁড় করাতে চেষ্টা করছি।

→ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব 'পৌষালি' বা ‘পৌষ পার্বণ’ উদযাপিত হয়।

→বাংলা ক্যালেন্ডারের নবম মাস পৌষ মাসের শেষ দিনে এটি আয়োজিত হয় যা গ্রেগরীয় ক্যালেন্ডারের হিসেবে জানুয়ারী মাসের ১৪ অথবা ১৫ তারিখে পড়ে।

→ বর্তমানে বাংলাদেশে প্রচলিত বাংলা ক্যালেন্ডার বা দিনপঞ্জির সাথে সনাতন ধর্মাবলম্বিদের পঞ্জিকার ব্যবধান দু’দিনের। তাই পৌষ সংক্রান্তি হয় দেশের প্রচলিত বাংলা দিনপঞ্জির মাঘ মাসের ২ তারিখ।

→পৌষ সংক্রান্তির মাধ্যমে আমরা পৌষ মাসকে বিদায় জানাই ও মাঘ মাসকে আলিঙ্গন করি।

→এই দিনের বিভিন্ন ধরণের অনুষ্ঠানের মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম।

→ পিঠার প্রধান উপকরণ হল নতুন ধান থেকে ঢেঁকিতে কুটে নতুন আতপ চাল আর সদ্য-ওঠা নতুন গুড়, যা খেজুর রস জ্বাল দিয়ে তৈরি হয়।

→মকর সংক্রান্তি নতুন ফসলের উৎসব ছাড়াও সনাতন ধর্মাবলম্বিদের কাছে ‘উত্তরায়ণের সূচনা’ হিসেবে পরিচিত। একে অশুভ সময়ের শেষ হিসেবে চিহ্নিত করা হয়, পঞ্জিকা মতে, জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হয় এই দিন।

→মূলত জ্যোতিষশাস্ত্রের একটি ক্ষণ 'মকরসংক্রান্তি' শব্দটি দিয়ে নিজ কক্ষপথ থেকে সূর্যের মকর রাশিতে প্রবেশকে বোঝানো হয়ে থাকে।

→ ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী 'সংক্রান্তি' একটি সংস্কৃত শব্দ, এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়ে থাকে। ১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে।

→নেপালে এই দিবসটি মাঘি নামে, থাইল্যান্ডে সংক্রান, লাওসে পি মা লাও, মিয়ানমারে থিং ইয়ান এবং কম্বোডিয়ায় মহাসংক্রান নামে উদযাপিত হয়।

→প্রাচীন মহাকাব্য মহাভারতেও এই দিনের তাৎপর্য সম্পর্কে উল্লেখ রয়েছে। তাই সামাজিক এবং ভৌগোলিক গুরুত্ব ছাড়াও এই দিনটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব বহন করে।

→মানুষ, সূর্য দেবতার কাছে নিজেদের ইচ্ছা বা আকূতিকে সুন্দর সুন্দর ঘুড়ির মাধ্যমে প্রকাশ করতে পালন করে ঘুড়ি উৎসব, যা মূলত প্রিয় দেবতার কাছে পৌঁছানোর জন্য একটি রূপক বা প্রতীক হিসেবে কাজ করে।

→গ্রামগঞ্জে এবং উপকূলীয় অঞ্চলে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মোরগ লড়াই অনুষ্ঠিত হয়।

→যেহেতু উৎসবটি শীতের মাঝামাঝি সময়ে উদযাপিত হয়, সেহেতু এই উৎসবে এমন ধরণের খাবার তৈরি করা হয়, যা শরীরকে উষ্ণ রাখে এবং বেশ শক্তি জোগায়।

→গুড় দিয়ে তৈরি তিলের লাড্ডু এই উৎসবের অন্যতম উপাদেয় খাবার। মহারাষ্ট্রে একে বলা হয় 'তিলগুল'। কর্ণাটকে একে বলা হয় 'ইল্লু বিল্লা'।

→বেগম সুফিয়া কামাল রচিত "পল্লী স্মৃতি" কবিতা থেকে কয়েক লাইন উদ্ধৃতি দিয়ে শেষ করছি:

"বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী ময়ের কোল,
ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল
কুলের কাটার আঘাত লইয়া কাঁচা পাকা কুল খেয়ে,
অমৃতের স্বাদ যেন লভিয়াছি গাঁয়ের দুলালী মেয়ে
পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশীতে বিষম খেয়ে,
আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি পেয়ে।"

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: সাকরাইনটাই শুধু বুঝি।। (মডার্ন হতে পারি নি বলে দুঃখিত)।।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৫

নাদিম আহসান তুহিন বলেছেন: সাকরাইন নিয়ে আরেকটু লিখা উচিত ছিলো।তবে, আমরা শেকড় ভুলে যাচ্ছি/ শেকড় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪০

নাদিম আহসান তুহিন বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ !

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৫

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.