নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার উচিত নিজের থেকেই অবসরে যাবার ঘোষনা দেয়া

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৫



বেগম জিয়ার মৃত্যু হলে, বিএনপি হয়তো উনাকে মমি করে রেখে, সেই মমি দেখায়ে ভোট পাবার চেষ্টা করবে, বিএনপি উনাকে অবসরে যেতে দেবে না; তাই, বেগম জিয়ার দরকার নিজের থেকেই অবসরে যাবার ঘোষনা দেয়া; হয়তো, তখন তিনি বিচারকদের সামান্য সহানুভুতি পেতে পারেন; তিনি হয়তো জামিন পাবেন, নিজের ৭৩ বছরের হাড্ডিগুলোকে একটু বিশ্রাম দিতে সক্ষম হবেন।

বিএনপি হচ্ছে, মিলটারী ও আইনবিদদের দল; বিএনপি'র আইনবিদদের সম-সাময়িক অনেকেই এখন বিচারক; এসব বিচারকেরা বেগম জিয়ার প্রতি কোনভাবেই সহানুভুতিশীল হবে না, এসব বিচারকেরা বিএনপি'র বিচারক ও আইনবিদদের সাথে প্রাণপণ প্রতিযোগীতা করে এতদুর এসেছেন, বেগম জিয়ার উপর এসব বিচারকদের ক্ষোভ আছে; উনি যদি অবসরে চলে যান, এদের ক্ষোভ কমে আসতে পারে।

বেগম জিয়া, এখন বিএনপি'র কেহ নন, সামান্য সদস্যা হয়তো; এই সামান্য সুতো ধরে তিনি ঝুলে আছেন, এবং অকারণে! রূপকথায়, গ্রামের কৃষকের মেয়ে রাণী হয়ে যায়, ক্রীতদাসী রাণী হয়ে যায়; কিন্তু তারা এতদিন টিকে থাকে না; সেনাপতি, উজির, নাজিরেরা ষড়যন্ত্র করে বেচারীকে তাড়িয়ে দেয়; বেগম জিয়া রূপকথাকে হার মানায়েছেন। তিনি রাজনীতি "রা" না জেনেও একটি জাতিকে ৩৫ বছর নেতৃত্ব দিয়েছেন; জাতি কোথায় গেছে ঠিকানা নেই, শুধু উনার ঠিকানা আছে, লালঘর!

উনার বয়স, শারীরিক অবস্হা, বর্তমান অসুস্হতা সবকিছু বিবেচনা করে, উনার দরকার সরে যাওয়া। উনি যে অসুস্হ, এ কথা আওয়ামী লীগের কেহ বিশ্বাস করছে না; কারণও আছে: বিএনপি প্রত্যেকেই কিন্তু "বাঘ এলো, বাঘ এলো" গল্লের রাখাল বালক।

বিএনপি'র রাখাল বালকগণ ব্যতিত বাকীরা বুঝতেছে যে, বিএনপি কোনভাবে আর জয়ী হবে না, জয়ী হতে হলে, হয় রাজনীতি করতে হয়, কিংবা কেন্টনমেন্ট এর মুখপাত্র হতে হয়; এই মহুর্তে বিএনপি'র হাতে কোনটাই নেই; তাদের একামত্র ক্যাপিটেল বেগম জিয়া; এবং বর্তমান বাজারের উহা অচল মুদ্রা।

বর্তমান বিশ্বে, শেখ হাসিনা ও বেগম জিয়া ব্যতিত কেহ একাধারে ৩৫ বছর রাজনীতিতে নেই; একমাত্র ব্যতিক্রম হলো, মাহাথির; কিন্তু মাথাথির মানেই মালয়েশিয়া; আর বেগম জিয়া মানে কিন্তু বাংলাদেশ নয়, বরং পাকিস্তান; ব্যুরোক্রেটরা জানেন, উনার নাম বাংলাদেশের চোর ডাকাতদের লিষ্টে আছে! উনি যদি বুঝতেন, লিষ্ট থেকে নামটা সরানোর আশায় হলেও অবসরে চলে যেতেন!

মন্তব্য ১১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৫

শাহাদাত নিরব বলেছেন: বিচারকের একটু সহানুভূতি জাগলেও উপরের মহলের নির্দেশ টা অমান্য করার সাহস বিচারকের নাই কেননা বিচারক বেটাও আরো কিছু দিন বাঁচতে চায় আরো কিছু দিন চাকুরী তে বহাল থাকতে চায়।
মাহাতির ৯৩ বছরে পারলে বেগম জিয়া কেনো ৭৩ বছরে পারবে না ?

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ৭৩ বছরে, বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশ বের করতে ৫ মিনিট লাগাবেন।

উপরের কেহ উনাকে ছাড়বেন না সহজে, ছাড়ার কোন কারণও নেই।

২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ, সহমত আপনার সঙ্গে।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৬

চাঁদগাজী বলেছেন:



রাজনীতির "রা" বুঝলে, উনার নিজকে রক্ষা করা হলো সবচেয়ে বড় রাজনীতি

৩| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: এক হিসেবে তিনি অবসরেই আছেন।
শেষ জীবনটা তার খুব কষ্টে যাচ্ছে।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার মনে ক্ষোভ আছে, জেনারেল জিয়াকে পায়নি

৪| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৭

আল ইফরান বলেছেন: বিচারকদের বিষয়ে আপনার পর্যবেক্ষণে আমার কিছুটা দ্বিমত রয়েছে।
তারেক জিয়ার মানি-লন্ডারিং মামলায় বেকসুর খালাসের রায় দেয়া নিম্ন আদালতের বিচারক যে দেশ ছাড়া হয়েছেন সেই বিষয়ে আশা করি আপনি অবগত আছেন।
আর খালেদা জিয়ার মামলা নিয়ে যে সার্কাস (৩ ভাগে বিভক্ত হয়ে রিলিফ চাওয়া) বিএনপির আইনজীবিরা দেখিয়েছেন তা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলেরই বহিঃপ্রকাশ।
আমি আপনার সাথে সহমত পোষন করি যে বেগম জিয়ার অবসরে যাওয়া উচিত, তবে ভালো নেতৃত্ব পেছনে রেখে।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:


তারেক জিয়াকে যেই বিচারক "নির্দোষ" বলেছিলেন, উহার বিচার হওয়ার দরকার ছিলো; অথবা, উহা কিভাবে বিচারকে পরিণত হলো, সেটা খুঁজে বের করার দরকার ছিলো!

বিএনপি'তে ভালো নেতৃত্ব সৃষ্টি করতে হলে, বেগম জিয়াকে বৌদ্ধ ধর্ম গ্রহন করতে হবে, আরেক জন্মে উনি যদি পড়ালেখা করেন, তখন দেখা যাবে; তবে, বৌদ্ধ ধর্ম মতে, ১ম জন্মে খারাপ কাজ করলে, ২য় জন্মে পশু পাখী হয়ে জন্মানোর সম্ভাবনা

৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ সুন্দর বিশ্লেষন ভালো লাগল।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধের ট্রানিং'এর শুরুতে শিখায় নিজকে রক্ষা করতে; জেনারেল জিয়া নিজের বউকে সেটাও শিখায়নি!

৬| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনার মনে ক্ষোভ আছে, জেনারেল জিয়াকে পায়নি

ক্ষোভ অবশ্যই আছে। থাকাই উচিত।
আমার ক্ষমতা থাকলে আমিও অনেক ক্ষোভের প্রকাশ করতে পারতাম।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা প্রথমদিকে নিশ্চয় দেশ চালনার কথা মনে করে আওয়ামী লীগে আসেনি, এসেছিলো বাবা ও পরিবারের জন্য বিচার করতে।

৭| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:২০

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার বিশ্লেষণ ভাই।
পুরোটাই ভাল লাগল।
এই একটা ঘোষণা হয়ত উনার শেষ জীবনের কষ্ট কিছুটা হলেও কমাতে পারে।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩

চাঁদগাজী বলেছেন:


মহিলার মাথায় মগজ নেই; উনাকে নাকি আরো রাজনীতি করতে হবে! মহিলা সামান্য ৫ লাইন সঠিকভাবে গুচিয়ে বলতে পারে না, এখনো ভাবছে যে, আইনবিদেরা ও ফখরুলেরা উনাকে বের করবেন!

৮| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:২৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: *শেখ হাসিনার মনে ক্ষোভ আছে, জেনারেল জিয়াকে পায়নি#
বড়ভাই, মন্তব্যে এই লাইনটা সম্ভবত আপনি এই অর্থে বলেছেন যে- তাকে বিচারের জন্য পাওয়া যায়নি, তার আগেই তিনি মরে বেচে গেছেন।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:২৬

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, সেটাই।

জিয়া যদি বেঁছে থাকতেন, তা'হলে শেখ হাসিনা থাতো না, কিংবা জিয়ার ফাঁসি হতো!

৯| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:২৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদগাজী- বিএনপি/জেনারেল জিয়া/বেগম খালেদা জিয়া-কে নিয়ে আপনি অতীতে একশ একটা পোস্ট দিয়েছেন, বর্তমানে দিচ্ছেন, আশা করি ভবিষ্যতেও দিতে থাকবেন। অসুবিধা নেই। প্রত্যেকের নিজ নিজ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। আজকে আপনাকে একটা অনুরোধ করছি। জেলবন্দি খালেদা জিয়াকে তো অনেক উপদেশ দিয়েছেন এবার রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমাপ্রাপ্ত ঢাকার সন্ত্রাসী যোশেফের ভাই সেনাবাহিনীর নতুন প্রধান-কে দুটি লাইন লিখেন তো। দেখি আপনার দৌড়।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৩০

চাঁদগাজী বলেছেন:


বিদেশে কাজ করায়, অনেক রাজা-উজির-সেনাপতি-কোটোয়ালদের চেনার বেশী সুযোগ হয়নি; ফলে, যোসেফ নামে আমি যাকে জানি, উনি হলেন যীশুর বাবা।

আমি বেগম জিয়াকে জানি, শেখ হাসিনাকে বুঝার চেষ্টা করছি। আমাদের প্রেসিডেন্টকে জানি, উনি শেখ হাসিনার বাগানের কলাগাছ।

১০| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: বিএনপি নেতা মওদুদ বলেছেন, নব্বইয়ের মত আন্দোলন করে সরকারকে উৎখাত করা হবে...
আমাদের মনে আছে ...সেই আন্দোলনে তিনি নিজেই উৎখাত হয়েছিলেন এরশাদের উপ-রাষ্ট্রপতি হিসেবে !!!

২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৪১

চাঁদগাজী বলেছেন:


মওদুদেরা বাংলার এত সুযোগ একা নিয়েছে যে, বাকী অনেকের জন্য একমাত্র সুযোগ হলো, বাড়ীতে নতুন বউ রেখে সৌদী চলে যাওয়া; শেখ হাসিনার উচিত, মওদুদ, ফখরুল, নোমান, আববাস, ড: মোশারফকে লালঘরে নেয়া

১১| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদগাজী- আমি ভালো করেই জানি আপনি যোশেফ-কে চিনবেন না। তিনহাজার বৎসর আগের যীশুর বাপ যোশেফকে চেনেন আর সাম্প্রতিক আলোচিত সন্ত্রাসী যোশেফ-কে চেনেন না ? ভণ্ড কোথাকার।

২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনাদের মতো মগজহীন লোকদের মাথার উপর বসে বেগম জিয়া ও শেখ হাসিনারা বাংলার মানুষকে হাঁসমুরগীর মত পালন করছে; আপনারা আছেন বলেই উনারা টিকে আছেন।

১২| ২০ শে জুন, ২০১৮ দুপুর ২:৫১

ব্লু হোয়েল বলেছেন: একাধিকবার ঘোষণা দিয়েও ৫৭ বছর পার হওয়ার পর রাজনীতি হতে অবসর নেননি । পরের ইতিহাস বলার দরকার নেই । এই দেশে অবসরের সংস্কৃতি চালু হওয়া সম্ভব নয় । তা না হলে নয় বছর প্রেসিডেন্ট থাকার পর আবার এমপি নির্বাচনে অংশগ্রহণ করে ।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


উহা কে হন?

১৩| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৫

হবা পাগলা বলেছেন: কয়েক বছর পর বাংলাদেশের জনগন বিশ্বাস করতে শুরু করবে যে , বি এন পি র অস্তিত্ব কখনই ছিল না। এটা কে কি রাজনৈতিক দলের মৃত্যু বলা যায়?

তবে অতিকায় হস্তী লোপ পেলেও ক্ষুদ্র তেলাপোকা বেচে থাকবে। এই তেলাপোকা বিপ্লব ঘটাতে না পারলেও জনগন কে বিরক্ত করতে পারবে।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের মুক্তিযুদ্ধও মানুষকে তার অধিকার পেতে সাহায্য করেনি; ফলে, ছোটখাট বিপ্লব কোনভাবে সাহায্য করবে না।

বিএনপি ক্যানটনমেন্টে জন্ম গ্রহন করে রাজনীতিকে কলুষিত করেছে, উহার বিলুপ্তি দরকার। তখন মানুষের বিভক্তি কমে আসবে।

১৪| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

সিগন্যাস বলেছেন: এমন একটা দেশের নামম বলুন যেটা মাত্র ১৫-২০ বছরে উন্নত দেশে পরিণত হয়েছে

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


সিংগাপুর, কিউবা, মালয়েশিয়া, সোভিয়েত ইউনিয়ন।

১৫| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৯

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- আপনি ঠিকই বলেছেন মওদুদ আহমেদ,মির্জা ফখরুল ইসলাম,মির্জা আব্বাস, আবদুল্লাহ নোমান,ড: মোশাররফ-দের জেলে পাঠানো উচিত। তাহলে আপনার মনের জ্বালা যন্ত্রণা মিটবে। তাহলে বাহিরে থাকবে কারা ? বাহিরে থাকবে Farmers Bank লুটপাটকারী মহিউদ্দিন খান আলমগীর, Basic Bank ডাকাত আবদুল হাই বাচ্ছু , Bangladesh bank রিজার্ভ লুটের সময়ের গভর্নর আতিউর রহমান। বাহিরে আরো থাকবেন আবদুর রহমান বদি ভাই। খুশি তো ?

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা কেন এদের বাহিরে রেখেছেন? মওদুদ আহমেদ,মির্জা ফখরুল ইসলাম,মির্জা আব্বাস, আবদুল্লাহ নোমান,ড: মোশাররফ-দের কার্যক্রম দেশের মানুষকে বিভ্রমের মাঝে রেখেছে; এদের চীৎকারকে কাজে লাগিয়ে শেখ হাসিনা দেশকে উপনিবেশের মতো শাসন করছেন। এরা না থাকলে, মানুষ সোজাসুজি আওয়ামী লীগের সাথে লেনাদেনা করবে; আওয়ামী লীগের অপরাজনীতি মানুষের কাছে ধরা পড়বে।

১৬| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১২

সেলিম আনোয়ার বলেছেন: খালেদা জিয়া শেষ হয়ে শ্রীমতী তাকে কারাগারে পাঠাতেন না। খালেদা জিয়া ফালতু বকেন না। প্রলাপ বকেন না। তিনি স্বীকৃত রং হেডেড উইমেন নন। তিনি বাংলাদেশের জন্য ক্ষতিকর নন। যে এটা বাবার দেশ মনে করে। বাবার বিচার ই যার রাজনৈতিক আদর্শ তারে দেশ থেকে বিতাড়ন করা উচিৎ। কারণ ক্ষমতা সামর্থ থাকতে তিনি ছাড়বেন না। তারেক রহমান কে আপনি নেতৃত্বে দেখতে চান বোধহয়।

২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

চাঁদগাজী বলেছেন:


তারেক রহমানকে ধরে এনে বাংলার লালঘরে না রাখলে, বাংলা বিশুদ্ধ হবে না; দু:খের বিষয় যে, উহা বিদেশে পালিয়ে থাকবে।
বাংলাদেশে আপনিই একমাত্র বাংগালী যাঁর দক্ষতা বেগম জিয়া থেকে কম; একটা গার্মেন্টের মেয়ের বিচক্ষণতা বেগম জিয়ার থেকে বেশী।

১৭| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

রোকনুজ্জামান খান বলেছেন: ঠিক বলেছেন ।

আমার নতুন পোষ্টে একবার ঘুরে আসার আহ্ববান রইল।
আপনাদের অণুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে?

২০ শে জুন, ২০১৮ রাত ৮:০২

চাঁদগাজী বলেছেন:


উনি ভাবছেন, আওয়ামীরা একা সব ভোগ করছে, উনি বাদ পড়ে গেছেন; নিজের ঘড়ির দিকে তাকান না তিনি

১৮| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদগাজী - ঠিকই বলেছেন আমরা মগজহীন লোক। তাই দেশেই আছি। আর আপনার মগজ বেশী না ? তা বুড়ো বয়সে আমেরিকা চলে গেলেন যে ? কি করা হয় সেখানে ? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন ? না ইয়েলো ক্যাব চালান ?

২০ শে জুন, ২০১৮ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিইনি; কারণ, ওখানে তেমন বাংগালী নেই; আমি নিজের ডলারে যায়গা ভাড়া করে বাংগালীদের পড়ায়েছি; একজন ব্লগার সেটা জানেন।

ইয়েলো ক্যাব চালাতে হয়নি, আমি ড্রাইভিং ভালো নই, ১২ বার একসিডেন্ট করেনি।

১৯| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সেলিম আনোয়ার বলেছেন: হা হা। আপনার মগজ মানুষ প্রজাতির মগজের মতো না্ । অতীব নিম্নশ্রেণীর । আতলামি করে স্বৈরাচারের চাটুকারদের কাছের মানুষ হওয়া যায়। তা তো হয়েছেন। আপনার বৃদ্ধ বয়সে অবসরের শেষ নেই। ব্লগে পড়ে থাকেন আর এসব আতলামি করেন। দেশে চলছে অপরাজনীতি তার পতন হওয়া দরকার এটা আপনার বোধগম্য হয় না। শেখ হাছিনা তার প্রতিদন্ডি খালেদা জিয়াকে ই মানেন। তাই তাকে শেষ করার অপচেষ্টায় আছেন।

আপনার হিসেবে যারা নেতৃত্বে আসতে পারেন যা আপনি ভাবছেন তারা নেতা হওয়ার যোগ্যতা রাখে না ।থাকলে এতদিনে হাছিনা খালেদার বাহিরে নেতা বেড় হতো। যত সহজে কথাগুলো বলেন আসলে তা এত সহজ নয় । খালেদা জিয়ার সামনে দাড়ানোর মতো নেতা অলি বদরোদ্দজার হাফিজউদ্দিনর মান্নান ভুইয়ারা ছিলেন না। তারা ১/১১ বিএনপির ক্ষতি করতে পেরেছেন শুধু ।

২০ শে জুন, ২০১৮ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে বিএনপি'র সেভানেত্রী করেছে মিলিটারী; পদাধিকার বলে সভাপতি থাকার কথা বিচারপতি সাত্তার, সাত্তার নিশ্চয় অনেকের থেকে বুদ্ধিমান ছিলেন বলেই জেনারেল জিয়া উনাকে সেই পদে রেখেছিলেন।

শেখ হাসিনাকে আওয়ামী লীগ সভাপতি বানায়নি, উনি সেটা কৌশলে দখল করেছেন।

২০| ২০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেগম জিয়া মিরাকলে অপেক্ষায় আছেন। আর এখন অবসর নিলে তেনার 'আপোসহীন' খেতাব চলে যাবে। তাই তিনি মরতেও রাজি। তিনিও শেখ হাসিনার মত ক্ষমতা চান না! খালি চান দেশের মানুষ ভালো থাকুক...

২০ শে জুন, ২০১৮ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া কোনদিন বিশ্বাস করেননি যে, বাংলাদেশ হবে। সেটা পাকিস্তান মিলিটারী জানতো, সেটাকে আইএসআই কাজে লাগায়েছে; এখন উনি ডেলুশানে ভুগছেন

২১| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:০৭

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: চাঁদ সাহেব (কোন অংশ ধরে সম্বোধন করলে শুদ্ধ হবে শিওর হতে পারিনি |নো অফেন্স প্লিজ !)
খালেদা জিয়াতো দেশের কোনো সমস্যা না | দশ বছর ধরে ক্ষমতার তল্লাটে নেই | যারা আছেন তাদের নিয়ে লিখুন |তারাই দেশকে চুবাচ্চে, ডোবাচ্ছে | দেশের জন্য তারাই ফ্যাক্টর | এটা না বুঝলে না লিখলেই বা কি ?

২০ শে জুন, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ক্ষমতায় আসতে পেরেছে শুধুমাত্র জেনারেল জিয়া শেখ সাহেবকে হত্যা করায়। শেখ হাসিনা মানুষের অধিকার বুঝেন বলে মনে হয় না; উনার দল এখন সকল সম্পদ ও সুযোগ দখল করে নিচ্ছেন; এটা জনতা শীঘ্রই কেড়ে নেবে। বেগম জিয়া থাকলে মানুষের 'স্বভাব বদলে যেতো'; সেটা হতো আরো ভয়ংকর, সেটা বদলানো সম্ভব না; আমরা পাকীদের মতো হতাম যদি বেগম জিয়া ২০০৭ সালে জয়ী হতেন।

২২| ২০ শে জুন, ২০১৮ রাত ৮:২২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: উনি যদি শেষটা বুঝতে সক্ষম হন, তাহলে অবসরের ঘোষনা দেয়াই উচিত। তাহলে শেখ হাসিনার উপরও অবসরের চাপ সৃষ্টি হবে ইনডিরেক্টলী।

২০ শে জুন, ২০১৮ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা উনাকে লালন পালন করে, আরো ৫/১০ বছর সহজেই কাটিয়ে দেবেন; বেগম জিয়া ডেলুশানে ভুগছেন, উনি মিলিটারীর ভুমিকা ভুলে গিয়ে, নিজকে নেত্রী ভেবে হয়রাণ হয়ে যাচ্ছেন।

২৩| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:১১

সনেট কবি বলেছেন: অনেক হয়েছে। তাঁর এখন বিশ্রাম প্রয়োজন।

২০ শে জুন, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:



ফখরুলেরা উনার হাড্ডির স্যুপ বানানোর চেষ্টা করছেন; লোকগুলো আসলে লিটিপুটিয়ান

২৪| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:২৯

রানার ব্লগ বলেছেন: লোভ খারাপ জিনিস , খালেদা জিয়া লোভী মানুষ।

২০ শে জুন, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


জিয়ার পরিবারকে ছারখার করেছে বেগম জিয়ার লোভ; এরশাদ ২ বাড়ী দিয়ে উনার মাথা খারাপ করে দিয়েছিল, ভিক্ষুকে পরিণত করেছিল উনার মানসিকতাকে।

২৫| ২০ শে জুন, ২০১৮ রাত ৯:৩৮

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @চাঁদগাজী-আপনি আমেরিকায় বাংগানীদের পড়াতেন ? একেবারে নিজের ডলার খরচ করে জায়গা ভাড়া নিয়ে ? তা কি শিখাতেন ? কিভাবে মানুষকে গালগালি করতে হয় ? ইতর ভাষায় কিভাবে প্রতিপক্ষকে insult করতে হয় ? কিভাবে আতঁলামি করতে হয় ?
আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আপনার মতো লোক হাজার জনমেও সুযোগ পাবেন না।

২০ শে জুন, ২০১৮ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


হার্বাডে কি আমার যাওয়ার কথা ছিলো? ওখানে তো আপনার যাওয়ার কথা।

ঢাকা, চিটাগং ও জাহাংগীর ন গর ইউনিভার্সিটির ছেলেরা এসে এখানে অনেকদিন টেক্সী চালাচ্ছিল; এটা আমার নজরে আসাতে আমি ওদেরকে পথ দেখায়েছি কিছু টেকনোলোজী শিখায়ে।

২৬| ২০ শে জুন, ২০১৮ রাত ১০:০২

ওমেরা বলেছেন: যে যাই বলুক, আর আপনার সাথে অনেক কিছুতে আমারও মতের মিল না থাকলে আজকের পোষ্টের সাথে একমত।

২০ শে জুন, ২০১৮ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনি লোভ ও ভুল করে, নিজের পরিবারটাকে হারায়েছেন, অপ্রয়োজনীয় কাজ করে, জাতিটাকে পংগু করেছেন। উনার দরকার অবসর।

২৭| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:২০

শামচুল হক বলেছেন: যে মহিলা জেলে আছে সে পদত্যাগ করলেই কি না করলেই কি? যে মহিলার বর্তমান ভূমিকা শুণ্য তারে নিয়ে এত মাতামাতি করার তো কিছু দেখি না চাঁদগাজী ভাই।

২০ শে জুন, ২০১৮ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:


এখন বেগম জিয়া 'সভাপতি' নন; উনার পদত্যাগ করার কিছু নেই; তবে, উনি অবসরে গেলে বিএনপি'র সবাই কান্নাকাটী করবে কয়েকদিন, তারপর হাসাহাসির শুরু করবে।

২৮| ২১ শে জুন, ২০১৮ রাত ২:০৩

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদগাজী- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাবে আমার মতো মগজহীন লোক ? তিমি মাছের সাইজের মগজ নিয়ে জন্মেছেন,যাবেন তো আপনি।
ঢাকা চিটাগাং জাহংগীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবার টেকনোলজি-ও শিখিয়েছেন ? তা কি টেকনোলজি ? মহাকাশ কিভাবে রকেট পাঠাতে হয় ? নাকি কিভাবে ডলার জাল করতে হয় ? নাকি white American-দের বুড়ো আঙুল কিভাবে চুষতে হয় সেটা ?

২১ শে জুন, ২০১৮ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমি খুব সিম্পল জিনিষ শিখায়েছি: ইনভেস্টমেন্ট ব্যাংক কিভাবে কাজ করে, ষ্টক মার্কেট কিভাবে কাজ করে, ট্রেইডিং কি; স্টক, বন্ড, অপশান কিভাবে কাজ করে, কিভাবে সফটওয়ারে ট্রেইডিং হয়, ট্রেইডিং সফটওয়ার কিভাবে সাপোর্ট করতে হয়, কিভাবে ইউনিক্স অপরেটিং সিষ্টমে ব্যবহার করতে হয়, এসব সামান্য ব্যাপার স্যাপার।

আপনারা সমাজের জন্য সমস্যা; বেগম জিয়া ছিলো জাতির জন্য সমস্যা; বেগম জিয়া ১ টাকা দখল করতে গিয়ে হাজার কোটী টাকা থেকে মানুষকে বন্ছিত করেছে।

২৯| ২১ শে জুন, ২০১৮ রাত ২:৫৭

অনল চৌধুরী বলেছেন: এইসব ক্ষমতালোভী,চুন্নি অার খুনী কোনদিনও সন্মান নিয়ে যেতে চায়নি,তাই পারেওনি।
এখন বুড়ি বয়সে চুরির দায়ে জেল খাটছে।
এদের লজ্জা বলে কিছুই নাই।

২১ শে জুন, ২০১৮ ভোর ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ মিলিটারী অফিসারদের বউদের এটাই গুণ; রওশন এরশাদেরও এই গুণ আছে।

৩০| ২১ শে জুন, ২০১৮ রাত ৩:০৮

মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: খালেদা জিয়ার কারণে যদি কিছু ভোট আসে আর সে ভোটে যদি ক্ষমতায় আসা যায়; মন্দ হবে না। তবে ইহা বিএনপি র কল্পনা ব্যতীত কিছুই না।

২১ শে জুন, ২০১৮ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া এখন ইতিহাস, ইহা আর ভোটের উৎস নয়।

৩১| ২১ শে জুন, ২০১৮ রাত ৩:১১

অনল চৌধুরী বলেছেন: ঢাকা, চিটাগং ও জাহাংগীর ন গর ইউনিভার্সিটির ছেলেরা এসে এখানে অনেকদিন টেক্সী চালাচ্ছিল; এটা আমার নজরে আসাতে আমি ওদেরকে পথ দেখায়েছি কিছু টেকনোলোজী শিখায়ে। অাপনার কাছে ট্যাক্সি চালানো খুব লজ্জার ব্যাপার কিন্ত এ্যামেরিকানদের কাছে না।
ওখানে চুরির না কাজের সংস্কৃতি চালু আছে।
ওবামার দুই মেয়ে তার আমলেই খাবার দোকানে চাকরী নিয়েছিলো।এতে তাদের জাত যায়নি।

২১ শে জুন, ২০১৮ ভোর ৪:১২

চাঁদগাজী বলেছেন:


ওবামার মেয়েরা খাবারের দোকানে কাজ দিয়ে শুরু করেছে, একদিন কমপক্ষে রা্স্ট্রদুত হবে; কিন্তু বাংগালীরা টেক্সী চালনা শুরু করার পর, উহা থেকে বের হতে পারে না, ওখানেই থেকে যায়, এটাই সমস্যা ছিল।

৩২| ২১ শে জুন, ২০১৮ রাত ৩:৩৮

বারিধারা ৮ বলেছেন: আমার ধোনডা চুইষা দে, তুর বিচি পরিষ্কার হপে।

২১ শে জুন, ২০১৮ ভোর ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


বহু ইডিয়ট আমাকে থামাতে চেয়েছিল, আমি তাদের থামায়েছি; আপনিও নিরাশ হয়ে থেমে যাবেন, সময়ের ব্যাপার মাত্র।

৩৩| ২১ শে জুন, ২০১৮ রাত ৩:৪৫

বারিধারা ৮ বলেছেন: ভালভাবে যখন কথার উত্তর দেওয়া শিখস নাই তখন সোগা মারা খায়াই তুর থাকতে হপে সামুতে।

২১ শে জুন, ২০১৮ ভোর ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:

আমার উত্তরগুলো আমার মতো; আমি ব্লগিং করতে ভালোবাসি!

আপনার আগে, মোট ৬২টি দুষ্ট নিক থামিয়ে দিয়েছি, আপনাকেও থামিয়ে দেবো, আশাকরি।

আপনি এত বেশী হতাশ হয়ে যাবেন যে, ইয়াবা কিনে খেতে হবে আপনাকে!

৩৪| ২১ শে জুন, ২০১৮ ভোর ৫:১৯

অনল চৌধুরী বলেছেন: মিলিটারী অফিসাররা কখনো মনের সুখে দখল করেনা।
নষ্ট রাজনৈতিক নেতারাই তাদের জঘণ্য কাজের মাধ্যমে বাধ্য করে।
১৯৫৮ সাল থেকে সব অভ্যুথ্থানের ইতিহাস পড়ে দেখেন।

২১ শে জুন, ২০১৮ ভোর ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


১৯৫৮ সালে, থানা লেভেলে আইয়ুব খানের নিযুক্ত মিলকিটারী এডমিনিষ্ট্রেটর দেখেছি; বাংলাগালীরা তাদের পছন্দ করেনি।

১৮৭৫ সালে আমি দেশে ছিলাম না, জিয়া বেশ বড় ধরণের সাপোর্ট পেয়েছিলো; মানুষ ভুল করেছিলো, আজ অবধি সেই ভুলের মাশুল দিচ্ছে।

৩৫| ২১ শে জুন, ২০১৮ ভোর ৫:২১

অনল চৌধুরী বলেছেন: ওবামার মেয়েরা খাবারের দোকানে কাজ দিয়ে শুরু করেছে, একদিন কমপক্ষে রা্স্ট্রদুত হবে; কিন্তু বাংগালীরা টেক্সী চালনা শুরু করার পর, উহা থেকে বের হতে পারে না, ওখানেই থেকে যায়, এটাই সমস্যা ছিল। [/sbএকটা দেশের সবাইকেই কি রাষ্ট্রদূত হতে হবে নাখি????এটাও তো গাইয়্যা মানসিকতা।

২১ শে জুন, ২০১৮ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


দেশের সবাই রাষ্ট্রদুত হওয়ার কথা নয়, এবং ১জন কিশোরীও চাকরাণী হওয়ার কথা নয়; এর সমন্ময় করার মত জ্ঞানী লোকের দরকার আছে দেশে।

৩৬| ২১ শে জুন, ২০১৮ সকাল ১১:৩২

কামরুননাহার কলি বলেছেন: বেগম জিয়া অবসরে যাওয়া উচিত এটা ঠিক। কিন্তু তার সাথে যে আরো কিছু মানুষদের ও অবসরে যাওয়া উচিত সেটা তো লিখলেন না। কেনো? রাজনীতি তাদেরই করা উচিত যারা দলকে নয় দেশ এবং দেশের মানুষদের ভালোবাসে তারাই হলো রাজনীতি করার যোগ্য। আজকের যে এমপি মন্ত্রীরা আছেন তাদেরও তো অবসরে যাওয়া উচিত তাই নয় কি? তারা তো এখন আর দেখ নিচে না চিনে শুধু বিদেশে গাড়ি বাড়ি আর টাকা কড়ি। তাদের আপনি কি বলবেন।
“আমি কোন দলের নয়, আমি কথা বলি দেশ ও দশকে নিয়ে”

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়াকে অবসরে যাওয়ার মতো চাপ কি আপনার বা আমার তরফ থেকে আসছে? আমাদের পরিস্হিতি এমন যায়গায় এসেছে যে, দুষ্টরাই দুষ্টদের সরাবে!

৩৭| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তা কেউ কখনো চায়না আপনিও চাইবেননা।






ভালো থাকুন নিরন্তর।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


উনি চাচ্ছেন না বলেই তো লালঘরে রাখা হয়েছে।
উনার মতো বোকার জন্য কি প্রাইম মিনিষ্টার, বা বিএনপি'র সভাপতির মতো বড় পোষ্টগুলো ঠিক ছিলো?

৩৮| ২১ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: বেগম জিয়া যে কদিন বেঁচে আছেন বিএনপি সে কদিন টিকে থাকবে।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র বিলুপ্তি দরকার, এগুলো দুষ্ট গরু

৩৯| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: জোর করে অবসরে পাঠানো ঠিক না, তবে সবকিছু বিবেচনা করে দেখলাম আপনার কথাই সঠিক। অবসর গ্রহণ করা উচিত।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


১৯৮৩ সালে, উনি লোভ করে বিশাল বড় পোষ্ট নিয়ে, জাতিকে ও উনার পরিবারকে ধ্বংস করেছেন উনি।

৪০| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:১৮

অনল চৌধুরী বলেছেন: জন কিশোরীও চাকরাণী..-যে চাকরী করে,সেই চাকর।রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাই হোক না কেনো।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাগুলো কলোনিয়েল যুগের।

৪১| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৬

সিগন্যাস বলেছেন: আমি কমেন্ট মাইনিং করতে আসছি :)

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


সমস্যা নেই; আমিও করেছি এক সময়; মাইনিং করতে হলে, নিজের পোষ্ট থাকতে হয়।
আমি যখন কমেন্ট মাইনিং করতাম, আমার কমেন্ট পেয়ে, অনেকে আমার বিপক্ষে পোষ্ট লিখেছিলেন শুরুর দিকে।

৪২| ২১ শে জুন, ২০১৮ রাত ১০:৩৭

ব্লগ মাস্টার বলেছেন: কথা ঠিক আছে তবে বেগম জিয়া একা না সব থুনথুনা বুড়ো বুড়িদের উঁচিত এখন রাজনীতি থেকে অবসর নেয়া। =p~

২২ শে জুন, ২০১৮ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হলো, শেখ হাসিনা, রওশন মওশন ইত্যাদি আগাছা আমাদের দেশের সরকার চালাচ্ছে জেনারেল জিয়ার পাপের কারণে; শেখ সাহেবকে মেরে জাতিকে উপহার দিয়েছে বেগম জিয়া, রওশান এরশাদ, শেখ হাসিনা

৪৩| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:২৬

আল ইফরান বলেছেন: চাঁদগাজী বলেছেন "আপনি এত বেশী হতাশ হয়ে যাবেন যে, ইয়াবা কিনে খেতে হবে আপনাকে!

আপনি একটা এপিক পিস, আমি হাসতে হাসতে শেষ B-)) =p~ :-B

২২ শে জুন, ২০১৮ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:

গতকাল আমার প্রায় ২০টা পোষ্টে ৬০ টার মত নোংরা ছবির ফাইল লাগিয়ে দিয়েছে কমেন্ট হিসেবে; এগুলো মুছতে সময় লাগছিলো অনেক, মেজাজ খারাপ ছিলো; যিনি এগুলো করেছেন, উনাকে হতাশ হতে হবে। এসব আক্রমণ আমার জন্য কিছুই না।

৪৪| ২২ শে জুন, ২০১৮ ভোর ৪:০১

অনল চৌধুরী বলেছেন: যুক্তি দিয়ে না পেরে চুন্নি খালেদার চামচারা এখন সন্ত্রাসী হামলা শুরু করেছে।
অামরা যারা চাদগাজির অনেক মতেরও বিরোধী,তাদেরও উচিত এসব অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করা।

২২ শে জুন, ২০১৮ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ আপনাকে; নোংরা ছবিসহকারে কমেন্ট করে আমাকে বিভ্রান্ত করতে চেয়ে ৬০'এর বেশী নিক ক্লান্ত হয়ে গেছে; গতকাল ১ জন চেষ্টা করেছিলেন; মনে হয়, আজকের ভেতরে হতাশ হয়ে গেছে!

৪৫| ২২ শে জুন, ২০১৮ ভোর ৪:০৪

অনল চৌধুরী বলেছেন: আপনার ভাবনাগুলো কলোনিয়েল যুগের। আপনি কি বলতে চান তারা জনগণের প্রভূ?তাহলে তো অাপনিই মধ্যযুগে বাস করেন।
এ্যামেরিকার রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা পতিতাও মামলা করেছে অার এজন্য তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।
তারা প্রভু হলে এসব করা যেতো?
বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার কোন দেশে পারবেন?

২২ শে জুন, ২০১৮ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


আধুনিক রাষ্ট্রে মানুষ মৌলিক অধিকার সবার জন্য সমান; কলোনীতে সবার জন্য সমান ছিলো না, সেখানে মানুষের শ্রেণীগত অবস্হান ছিলো; বাংলাদেশে সেটাই হচ্ছে।

বাংলাদেশের প্রশাসন বৃটিশ কলোনী থেকে অনেক পেছনে।

৪৬| ২২ শে জুন, ২০১৮ সকাল ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, মন্তব্য‌টি অশ্লীল। দয়া ক‌রে মু‌ছে দিন।

২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


এই লোকের ৫০টার বেশী নোংরা মন্তব্য মুছে দিয়েছি; ঐগুলো ছবি ছিলো; এই ২টি রেখেছি উনার স্মৃতি রাখার জন্য। উনি বুঝুক যে, ব্লগে এগুলো করা ঠিক নয়। উনাকে আমি চিনতে পেরেছি।

৪৭| ২২ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৯

লায়নহার্ট বলেছেন: আমাদের ছেলেরা রাতের আধাঁরে বিভিন্ন জায়গায় কমরেডদের ছবি এঁকে, নিজেদের বিপ্লবী প্রমান করার চেষ্টা করছে।

২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


ছেলেদের পড়ার ও খেলার পরিবেশ নেই, তাই তারা ভগবানের ষাঁড়ে পরিণত হচ্ছে

৪৮| ২২ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪১

blogermassud বলেছেন: বেগম জিয়া, এখন বিএনপি'র কেহ নন, সামান্য সদস্যা হয়তো; এই সামান্য সুতো ধরে তিনি ঝুলে আছেন, এবং অকারণে! রূপকথায়, গ্রামের কৃষকের মেয়ে রাণী হয়ে যায়, ক্রীতদাসী রাণী হয়ে যায়; কিন্তু তারা এতদিন টিকে থাকে না; সেনাপতি, উজির, নাজিরেরা ষড়যন্ত্র করে বেচারীকে তাড়িয়ে দেয়; বেগম জিয়া রূপকথাকে হার মানায়েছেন। তিনি রাজনীতি "রা" না জেনেও একটি জাতিকে ৩৫ বছর নেতৃত্ব দিয়েছেন; জাতি কোথায় গেছে ঠিকানা নেই, শুধু উনার ঠিকানা আছে, লালঘর!

এক সময় প্রায় ২০থেকে ২২ বছর হাসিনাও আওয়ামীলিগের সামান্য সদস্যের মতই ছিলেন। পরে জনগণের হাতে পায়ে ধরে
জনগণকে বোকা বানিয়ে আজকের আওয়ামীলিগ ক্ষমতায় টিকে আছেন এবং খুঁটি গেড়ে বসেছেন।

২২ শে জুন, ২০১৮ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কি দেশ চালাতে চেয়েছিেন, নাকি উনার অন্য কোন এজেন্ডা ছিলো?

৪৯| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৫:৪৫

জাতির বোঝা বলেছেন:
মহোদয়, আমার নতুন পোস্টটি যদি আপনি একটু পড়তেন তাহলে যারপরনাই কৃতজ্ঞ থাকতাম। একটু পড়ুন দয়া করে।

২৩ শে জুন, ২০১৮ ভোর ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র সকল মিলিটারী এডভাইজার ও তাদের পুতুলদের পাকিস্টানের ভিসা করায়ে ওদেরকে সেই দেশে চলে যেতে সাহায্য করার দরকার।

৫০| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৬:০৮

জাতির বোঝা বলেছেন: কেবল বেগম জিয়া নন। তার কম পক্ষে ৫০ জন চামচা যারা বড় নেতা নাম ধারণ করে দেশের ১২ টা বাজাচ্ছে তাদেরও অবসরে পাঠানো উচিত। একই কথা শেখের বেটির জন্যও প্রযোজ্য। উনিও দেশের ক্ষতি করছেন। উনার উজিরে আযম মিঃ ও কা. এর কথা শুনলে গা জ্বালা করে। এই রকম গাধা নিয়ে উনি দেশ ও দল চালান কি করে?

২৩ শে জুন, ২০১৮ ভোর ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা হয়টও বুদ্ধিমানদের ভয় পান, তিনি নিজের থেকে কম বুদ্ধিমানদের শ্রমিক মৌমাছি বানায়ে আসছেন।

৫১| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৭

গরল বলেছেন: পদত্যাগ করলে হয়ত সম্মান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন আর না করলে হাসিনা অন্তত তারেক কে শিক্ষা দেওয়ার জন্য হলেও খালেদাকে মানবেতর জীবন যাপনে বাধ্য করবে কারণ ২১শে আগষ্টের গ্রেনেড হামলার কথা হাসিনা কোনদিন ভুলবে না। আর খালেদাও জানত যে এরপর হাসিনাই আসবে আর আসলে তাকে নামানো যাবে না, তাই তাকে শেষ করে দিতে চেয়েছিল।

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া একজন সাধারণ মহিলা হয়ে অসাধারণ সব অপরাধ করেছেন জাতির বিপক্ষে, উনি সেটা হয়তো টেরই পাচ্ছেন না।

৫২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩১

সিগন্যাস বলেছেন: ইলন মাষ্ক বলছে ২০২৫ সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে পাড়ি দিবে।যদি মঙ্গলে বসতিস্থাপন শুরু হয় তবে এর মালিকানা কে পাবে?আমেরিকা?রাশিয়া?জার্মানি?নাকি অন্য কেউ?

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


মানুষ পৃথিবী ছেড়ে কোথায়ও যেতে পারবে না।

৫৩| ২৪ শে জুন, ২০১৮ ভোর ৬:৫৬

Sujon Mahmud বলেছেন: শুনতেছি বেগম জিয়ার জায়গায় মির্জা ফখরুল সাহেব বসবেন।

২৪ শে জুন, ২০১৮ সকাল ৮:১১

চাঁদগাজী বলেছেন:


সেটাই সঠিক পদক্ষেপ হবে; যদিও আসলে এই ধরণের দলের বিলুপ্তি হওয়ার দরকার আছে।

৫৪| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চাঁদগাজী ভাই!
একটু দেখুন তো এটা কীসের ফর্ম!!
...
Recived from. Md. .... c/o Late ....
H.F./F.F. No. NIL the following arms/weapnss/Ammunition.
Rifle.... Mark 4 _ No - 191223
Granade...
SBBL gun...
DBBL gun...
Revolver....
Pistol....
Ammunitions.... 20 round

সাক্ষর (ডানপাশে) 22/1/72

Subdivisional Officer
জেলা, বিভাগ
22/1
[বোল্ড করা অংশগুলো হাতে লেখা]


এটা কি যুদ্ধের অস্ত্র জমা দেবার ফর্ম???

২৫ শে জুন, ২০১৮ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


এই ব্যাপারে আমার কোন আইডিয়া নেই।
HF/FF লেখা থাকাতে ঐন ধরণের কিছু মনে হচ্ছে! তবে, HF'টা কি জিনিষ বুঝা মুশকিল

৫৫| ২৫ শে জুন, ২০১৮ ভোর ৫:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, বাঙ্গালী জাতির এক জন সদস্য হিসাবে আমি বলতে পারি, ব্যক্তিগতভাবে আমাদের বেশীর ভাগ লোকেরই মন পরিষ্কার নয়। আমাদের মনের ভেতর প্রচুর ময়লা। এই সব ময়লা পরিস্কার করা বিরাট জরুরী কাজ। পোস্টের জন্য আপনাকে মোবারকবাদ জানাই।

২৫ শে জুন, ২০১৮ ভোর ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ভালো রোহিংগা

৫৬| ২৭ শে জুন, ২০১৮ রাত ৩:১০

রাকু হাসান বলেছেন: বাস্তবতার আলোকে বিশ্লেষণ ধর্মী লেখা পড়ে ভাল লাগছে । আগের টাও পড়লাম । আমি উপকৃত হয়েছি ।

২৭ শে জুন, ২০১৮ সকাল ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদেরকে চেষ্টা করতে হবে দেশের বর্তমান অবস্হা বুঝার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.