নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

পাহাড় থেকে সাগরে প্রতারাণা সবখানে !

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬





মুসার খেদমতে এই ক্ষুদ্র ছবি ব্লগ !





ইনসেটে মুসা : নৌকায় করে সাতরে সাগর পার!







দড়ি দিয়ে টেনে





নেভীর বোটে চড়ে





দেখুন মুসা ভাই -এর কারিশমা!



সুত্র : Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সাইবার অভিযত্রী বলেছেন: আমি মুসা মুহিত কারো শত্রু না, ওনাদের ভাল চাই । কারো সাথেই আমার কোন দন্দ্ব নেই । এসব লিখি দেশের সুস্হ এডভেন্চার পরিবেশ রক্ষার স্বার্থে।

২| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্ম মর্যাদা বোধ হারিয়ে গেলে এমনই হয়!!!

মিথ্যে মোহ আল লোভের নেশায় এমনই হয়!!

কি অদ্ভুত!!!

মানুষকে নয়- এতো নিজেকেই ঠকানো!

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: আত্ম মর্যাদা বোধ হারিয়ে গেলে এমনই হয়!!!

বেশীর ভাগ সেলিব্রটিদের " আত্ম মর্যাদা বোধ" অল্পই থাকে!

৩| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের সামিটের ছবিগুলোতে আশে পাশের কারো কোন চেহারাই আসেনি!

মুসা-মুহিত মুখোমুখি আদালতে – কে প্রথম এভারেস্ট জয়ী?

পাহাড়ে উঠার মিথ্যা সার্টিফিকেট মুসা-মুহিত দু’জনেরই আছে!

মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপড ?

অক্সিজেন মাস্ক পরে কি চকলেট খাওয়া যায় ? মুহিতকে কিন্ত এঅবস্হায়ই চকলেট দেওয়া হচ্ছে !

শ্রদ্ধেয় জাফর ইকবাল সারের কাছে খোলা প্রশ্ন : ফেসবুকে "মুহিত প্রথম এভারেস্ট জয়ী " পেজে আপনার ছবি কি মুসা ইব্রাহীমের পর্বত জয়কে অস্বীকার করছে না?

৪| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

সবুজ মেঘ বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায় না... /:) /:) /:)

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

সাইবার অভিযত্রী বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায় না - একমত

৫| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২০

আকাশ_পাগলা বলেছেন: আমি পুরোপুরি নিয়ম জানিনা।
কিন্তু কোন একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম, যে এত বিশার সাঁতারের টাইমে নৌকায় উঠে রেস্ট নেয়া যায়। পানি খাওয়া যায়।



পুরা ব্যাপার আরও খোঁজ নেন।
ছবিতে ভরসা নাই, ভিডিও খুঁজেন।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: নারে ভাই, এমন কোন নিয়মই নেই ! ইংলিশ চ্যানেল যারা সাতরে পেরিয়েছে, তাদের বর্ণনা পড়ে দেখতে পারেন, নৌকা ধরার অনুমতি টুকুও নেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.