নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

দেশে যুদ্ধাপরাধী ও নাস্তিক কতজন ?

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭

১৬ - ১৭ কোটি মানুষের দেশে যুদ্ধাপরাধী কতজন ?

১% ? ১৬ লাখ ? : মনে হয় না ।

.০১% ? ১৬ হাজার ? : হতে পারে ।



আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারী লোক দেশে কত জন?

১% ? ১৬ লাখ ? : মনে হয় না ।

.০১% ? ১৬ হাজার ? : হতে পারে ।



এই .০১ + .০১ = .০২% এর জন্য পরা জাতি আজ বিক্ষুব্ধ, বিব্রত, বিপর্যস্ত, পরষ্পর মুকোমুখি সংঘাতে লিপ্ত, কেন?



এদের উগ্র সমর্থক কতজন ?

১% + ১% = ২% ?

১৬ লাখ + ১৬ লাখ = ৩২ লাখ ?

এর বেশী কখনই না।

মাত্র এই কটা লোকের জন্য কেন এত সংঘাত হরতাল?



এদের কে আইন করে দেশ থেকে বের করে দেয়া যায় না ???

( যদি এদের বিচার করা এতই কঠিন হয়ে থাকে )



আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই। শান্তিতে থাকতে চাই । দেশে বসবাসের সুস্হ পরিবেশ চাই।

মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: অল্প কিছু লোকের কাছে দেশটাকে জিম্মি হতে দেয়া যায় না।
ধর্ম অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই।

২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

সকাল>সন্ধা বলেছেন: এই কেচো গুলো যেখানেই যাবে উরবর মাটির রস চিবিয়ে মরুভুমি করে দিবে। তাই এদের লবন ছিটিয়ে মারা হউক!!!

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

সাইবার অভিযত্রী বলেছেন: জ্বী জনাব

৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১২

পরিবেশ বন্ধু বলেছেন: সব আইন তরিতে পাশ হয়না
সময় লাগে , যাচাই বাচাই এ
অপেক্ষা আর এগিয়ে চলা

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: দ্রুত আইন চাই, দ্রুত বিচার চাই, দ্রুত শান্তি চাই।
Justice delayed justice denied

৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫

স্বপ্ন অপূর্ণ বলেছেন: ধর্ম অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই, ধর্ম অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই।

৫| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

খাঁচার পাখি বলেছেন: মত প্রকাশ করারর স্বাধীনতা বলতে যদি কোন ধর্ম আর ধর্মের মুল বিষয়কে গালা গালি করা তাহলে ধিক্কার জানাই সেই স্বাধীনতাকে।

আর তেমনি ধিক্কার জানাই সেই দলকে যারা ধর্মকে অবলম্বন করে সহিংসতা সৃষ্টি করছে।

এই ২ জিনিস ই আমাদের দেশের জন্য ক্ষতিকর।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: একমত ভাই, এই ২ জিনিস ই আমাদের দেশের জন্য ক্ষতিকর।

৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২২

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: পোস্টা পড়ে ভাল লাগল।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই ।

৭| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

জাম্পিং শ্রাইম্প বলেছেন: খুবই সুন্দর একটা ক্যালকুলেশন। এত সহজে কঠিন কথাগুলো বলে ফেললেন।
ধর্ম অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: ধর্ম অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই।

- ভাই আমরা আসলে সহজ কথাগুলো কেই সহজে বলছি না !
খুব সহজেই সহজ কথাগুলো কঠিন করে ফেলি।

ভাল থাকেন, দেশটা ভাল থাকুক।

৮| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

স্পাইসিস্পাই001 বলেছেন: সুন্দর যুক্তি ভাল লাগলো++++++

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

সাইবার অভিযত্রী বলেছেন: ধইন্যা !

৯| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আস্তিক নাস্তিকতা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহতায়ালা নাস্তিক হওয়ার স্বাধীনতা দিয়েছে। সৃষ্ট জগতের মধ্যে মানুষ ও জ্বীন - এ দু'টি সত্ত্বাকে মুক্ত ইচ্ছা দিয়েছে। এবং সাথে তার (আল্লাহ) বিধানও দিয়েছে। যে যেটা বেছে নেয়। মৃত্যুর পরেই সব হিসেব নিকেশ হবে। চূড়ান্ত হিসেব কেয়ামত দিবসে।

সমস্যা তখনই হয় যখন নাস্তিকতার সাথে সাম্প্রদায়িকতা যুক্ত হয়। এবং দলবদ্ধভাবে একটিমাত্র ধর্ম, ইসলাম ও তার নবীকে অশ্লীল, কুরুচিপূর্ণভাবে কোন কিছু লেখা হয়।

তাই না? :)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

সাইবার অভিযত্রী বলেছেন: সমস্যা তখনই হয় যখন নাস্তিকতার সাথে সাম্প্রদায়িকতা যুক্ত হয়। - একমত ।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: একজন মুসলমান যদি হিন্দু ধর্মের দেব-দেবীকে গালি দেয়, তবে ইসলামের দৃষ্টিতেই সেটা একটা অপরাধ । কোরাণ শরীফে এর স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে ।

আর রাষ্ট্রীয়-সামাজিক-মানবিকতার দৃষ্টিতে একটি ধর্ম বিশ্বাসের লোক অন্য বিশ্বাসের লোকদের নিয়ে কটাক্ষ করলে সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ, হানাহানির উষ্কানী ।

তাই নাস্তিকতায় বিদ্বেষীরা যখন ইসলামকে বিদ্রুপ করে সেটা পরিষ্কার সাম্পরদায়িক উষ্কানী । মানবতা বিরোধী বিদ্বেষী আচরণ । এর প্রতিবাদ তথাকথিত উদারমনারা করে না, বরং প্রশ্রয় দেয় ।

ফলাফল কি হয় ?

সাঢারণ মানুষের মাঝে বিভক্তি আসে, দেশে অশান্তি তৈরী হয় । আর মানবতা বিরোধী - যুদ্ধাপরাধী শকুনের দল টিকে থাকে যুগ যুগ ধরে।

১০| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

আমি রিয়াদ বলেছেন: আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই। শান্তিতে থাকতে চাই । দেশে বসবাসের সুস্হ পরিবেশ চাই। সুন্দর। ভাল লাগলো ++++++++++++

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ ভাই ।
শান্তিতে থাকতে চাই । দেশে বসবাসের সুস্হ পরিবেশ চাই।

১১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

এন ইউ এমিল বলেছেন: এদশটা একটা রোগা শোল মাছের মত হয়েগেছে শুধু মাত্র মাথাটা অনে বড় আর বাকিটা অস্বাভাবিক চিকন,

যেমন; এদেশের কিছু সংখক মানুষ অতিমাত্রায় ভোগবিলাশী, ক্ষমাতবান, সম্পদশালী আর বাকি সবাই নুন আনতে পান্ত ফুরায় অবস্থা

কিংবা আমাদের এই দেশটাকে একটা পচা ডিমের সাথেও তুলনা করা যেতে পারে,

যেমন; পচা ডিম থেকে কখনো বাচ্চা ফোটানো সম্ভব না তেমনি এই দেশের রাজনীতিবিদদের দিয়ে এই দেশের কখনো কোন উন্নয়ন সম্ভব না


ইসলাম এবং দেশ দুইটাই আমার চাই, ছাড় দিব কেন?

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

সাইবার অভিযত্রী বলেছেন: পচা ডিম থেকে কখনো বাচ্চা ফোটানো সম্ভব না তেমনি এই দেশের রাজনীতিবিদদের দিয়ে এই দেশের কখনো কোন উন্নয়ন সম্ভব না

কিন্তু ভাই - এসব রাজনীতিবিদরা তো টিকে আছে আমাদের অসচেতনতা আর প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায়।

১২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

কাঙ্গাল মুরশিদ বলেছেন: আন্তর্জাতিক ক্রিকেট/ফুটবল খেলায় মাঠে থাকে কয়জন? ২২ জন, তাই না? কিন্তু সেই খেলাকে ঘিরে পক্ষে-বিপক্ষে থাকে কত মানুষ?

আপনার হিসেব ঠিকই আছে তবে তা হচ্ছে মাঠের খেলোয়াড়ের হিসেব। পক্ষে-বিপক্ষে বিভক্ত দেশের অধিকাংশ মানুষ। এ'জন্যই সমস্যার সহজ কোন সমাধান হচ্ছে না।

আর আপনি যত সহজে এই লোকদেরকে বিদায় করে দিয়ে দেশে শান্তি আনতে চাইছেন সেটাও অবাস্তব। সুনির্দিস্ট আইনি প্রকৃয়ায় তথ্য প্রমান উপস্থাপন ছাড়া আপনি একজন নাগরিককেও সাস্তি দিতে পারবেন না, দেশান্তরিত করারতো প্রশ্নই ওঠে না। সুতরাং সমস্যা এড়িয়ে গিয়ে বা শর্টকাটে কোন সমাধান হবে না।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: নারে ভাই, উগ্র ধর্ম বিদ্বষীদের সমর্থক অল্প -ই ।একই ভাবে যুদ্ধাপরাধীদের সমর্থক ও অল্প ।

দুটা ইসু আলাদা । কিন্ত বিষয়টা দুটা প্রচলিত রাজনৈতিক বিবেচনায় এখন এক হয়ে গেছে । এটা আমাদের দূর্ভাগ্য ছাড়া আর কিছু না।

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭

সাইবার অভিযত্রী বলেছেন: আপনি যত সহজে এই লোকদেরকে বিদায় করে দিয়ে দেশে শান্তি আনতে চাইছেন সেটাও অবাস্তব। - সেটা আমিও বিশ্বাস করি । এই কথাটা পোষ্টে েকটা বাড়তি আবেগ প্রকাশের জন্য । পোষ্টের মুল বক্তব্য অল্প কিছু লোকের জন্য এত লোক দূর্ভোগ পোহাবে কেন ?

১৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

বাংলাদেশী দালাল বলেছেন: ভোটার আইডি করার সময় এরা ধর্ম কি দিছে। সব নাস্তিকের একটা ডাটা থাকা দরকার।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

সাইবার অভিযত্রী বলেছেন: ভোটার আইডি করার সময় ধর্ম লাগে না , আর সব নাস্তিকের একটা ডাটা দিয়ে কি আর লাভ হবে, ক্যাচালে ক্যাচাল বৃদ্ধি !
আমরা চাই শান্তি ।

১৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: একজন মুসলমান যদি হিন্দু ধর্মের দেব-দেবীকে গালি দেয়, তবে ইসলামের দৃষ্টিতেই সেটা একটা অপরাধ । কোরাণ শরীফে এর স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে ।

আর রাষ্ট্রীয়-সামাজিক-মানবিকতার দৃষ্টিতে একটি ধর্ম বিশ্বাসের লোক অন্য বিশ্বাসের লোকদের নিয়ে কটাক্ষ করলে সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ, হানাহানির উষ্কানী ।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

সাইবার অভিযত্রী বলেছেন: কেমন আছেন ভাই ?

আমারটা নিকটা পল্টি খাওয়া মাল্টি !

আমার পরিচয় কিন্তু বলবনা বলে দিচ্ছি , হু বাবা, সাবধান!

১৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:০১

আশফাক সুমন বলেছেন: " আল্লাহ ও তার রসুলকে অবমাননাকারীদের শাস্তি চাই, যুদ্ধাপরাধীদের শাস্তি চাই। শান্তিতে থাকতে চাই । দেশে বসবাসের সুস্হ পরিবেশ চাই। "----

১০০ % সহমত ।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: ১০০ ভাগ ।

১৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ২:১৩

এম. মাসুদ আলম. বলেছেন: buddist ra 99% nastik. Prethibite nastik er sonkha hisab koren. 100 kotir kom hobe na. Tader hadayet er chasta korun.

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

সাইবার অভিযত্রী বলেছেন: একজন মুসলমান যদি হিন্দু ধর্মের দেব-দেবীকে গালি দেয়, তবে ইসলামের দৃষ্টিতেই সেটা একটা অপরাধ । কোরাণ শরীফে এর স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে ।

আর রাষ্ট্রীয়-সামাজিক-মানবিকতার দৃষ্টিতে একটি ধর্ম বিশ্বাসের লোক অন্য বিশ্বাসের লোকদের নিয়ে কটাক্ষ করলে সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ, হানাহানির উষ্কানী ।

সমস্যা নাস্তিকদের নিয়ে না, সমস্যা নাস্তিক নামধারী ধর্ম বিদ্বেষীদের নিয়ে । আল্লাহ সবইকে হেদায়েত দিন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.