নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

অনুদানের ১০০ মিলিয়ন ডলার নিয়ে ড: ইউনুসের অনিয়ম, আর তা চেপে যাওয়ার জন্য দাতাদের কাছে তদবীর!

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫

ইউরোপের বিভিন্ন দেশের দেয়া ১০০ মিলিয়ন ডলার গ্রামীণ ব্যাংক থেকে অন্যত্র সরানোর অভিযোগ উঠেছে নোবেলজয়ী ড. মুহাম্মাদ ইউনুসের বিরুদ্ধে। দারিদ্র্য দূর করার জন্য ভর্তুকি হিসাবে গ্রামীণ ব্যাংককে ১৯৯৬ সালে বিপুল পরিমাণ অর্থ দেয় ইউরোপের কয়েকটি দেশ। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও জার্মানির দেয়া এই অর্থ থেকে ৭০ মিলিয়ন ডলারেরও বেশী গ্রামীণ ব্যাংকের পরিবর্তে ‘গ্রামীণ কল্যাণ’ নামে নিজের অন্য এক প্রতিষ্ঠানে সরিয়ে নেন ড. ইউনুস। ঢাকার নরওয়েজিয়ান দূতাবাস, নরওয়ে দাতা সংস্থা ‘নোরাড’ এবং বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ অর্থ গ্রামীণ ব্যাংকে ফেরত নিতে চেয়েও ব্যর্থ হয়েছে। ১০০ মিলিয়ন ডলারের মধ্যে ৭০ মিলিয়ন ডলারেরও বেশী অর্থ ড. ইউনুসের ‘গ্রামীণ কল্যাণ’ নামের প্রতিষ্ঠানেই সরাসরি থেকে যায়। এরপর ‘গ্রামীণ কল্যাণে’র কাছ থেকে এই অর্থ ঋণ হিসাবে নেয় গ্রামীণ ব্যাংক। উল্লেখ্য, কোটি কোটি ডলার সরানোর এ ঘটনা যাতে প্রকাশ না হয়, সেজন্য ড. ইউনুস নোরাডের তখনকার প্রধান নির্বাহী কর্মকর্তাকে ১৯৯৮ সালের ১ এপ্রিলে লিখিত চিঠিতে বলেন, ‘আপনার সাহায্য আমার দরকার। সরকার এবং সরকারের বাইরের মানুষ বিষয়টি জানতে পারলে আমাদের সত্যিই সমস্যা হবে’।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭

সাইবার অভিযত্রী বলেছেন:
ইউনুসের প্রতারণার জীবন্ত সাক্ষী জোবেদা গ্রাম ও প্রথম ঋণ গ্রহিতা সুফিয়া !

দরিদ্র অসহায় জনগোষ্ঠীর সাথে চরম উপহাস: ইউনুসের হিলারী পল্লী

একজন ‘সচেতন মিথ্যুক’ ডঃ ইউনূস স্যার !

ড: ইউনুসের দূর্ণীতি ও অনিয়ম

ক্ষুদ্রঋণ কি ব্যবসায়িক ভাবে সাফল ? প্রমাণ কি?

ড: ইউনুসের উটপাখি, উড়তে বললে হয়ে যায় উট!- যা কখনও উড়ে না। আর বোঝা নিতে বললে হয়ে যায় পাখি ! - যা বোঝা বহন করে না।

২| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৮

অস্পিসাস প্রেইস বলেছেন:
ইউনুস সমগ্র দেখে ভালো লাগলো।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩

সাইবার অভিযত্রী বলেছেন: কি জে বলেন! ক্যাচাল সমগ্র আর কি !!

কিন্তু ইউনুস সমগ্র তো এখনও পুষ্টাই নাই, ড্রাফট-এ রাখা আছে! আপনে জানলেন ক্যামনে ? আপনে কি এডমিন?????

যাই হোক, ক্যাচাল পোষ্টে আপনার আগমন শুভ হোক, অনেক ধন্যবাদ !

৩| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: ২০০৫ সালে ড.ইউনূস তার পারিবারিক প্রতিষ্ঠান 'প্যাকেজেস কর্পোরেশন' কে ঋণ দেন ৯ কোটি ৬৬ লাখ টাকা। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ দুলা মিয়া সওদাগর ড.ইউনূসের বাবা। আর ইউনূস নিজেই এই প্রতিষ্ঠানের একজন শেয়ারহোল্ডার পরিচালক। ড.ইউনূসের নিজের এই প্রতিষ্ঠানের ঋণ মওকুফ করা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা।

৪| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১০

শাহ আজিজ বলেছেন: আপনার এই বিষয় নতুন কিছু নয় । সরকার অনেক অভিযোগ উত্থাপন করেছেন আবার তা প্রত্যাহার করে নিয়েছেন । একটা সলিড প্রমান দিন যে ইউনুস অর্থ আত্মসাৎ করেছেন ,লিঙ্ক এর দরকার নেই ।

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: সরকার অনেক ফৌজদারী মামলার আসামীদের রাজনৈতিক বিবেচনায় ছেড়ে দেয়, ফাসীর আসামীও রাষ্ট্রপতির প্রভাবে মাফ পেয়ে যায়, েতে কি প্রমান হয় ?

অভিযোগ প্রত্যাহার করলেই দোষ মিথ্যা হয়ে যায় ?

২০০৫ সালে ড.ইউনূস তার পারিবারিক প্রতিষ্ঠান 'প্যাকেজেস কর্পোরেশন' কে ঋণ দেন ৯ কোটি ৬৬ লাখ টাকা। আপনি কি বলতে চান এই ঋণ দেওয়া হয়নি ?

এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ দুলা মিয়া সওদাগর ড.ইউনূসের বাবা। সেটা কি ভুল ?

ইউনূস নিজেই এই প্রতিষ্ঠানের একজন শেয়ারহোল্ডার পরিচালক। সেটা জানেন ?

ড.ইউনূসের নিজের এই প্রতিষ্ঠানের ঋণ মওকুফ করা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা। - এটাকে আত্মসাৎ বলবেন না ?

এ বিষয় গুলো অনেক অনেক জায়গায়, পত্রিকায়, ব্লগে লিখা হয়েছে, তথ্য গুলো ভুল হলে ইউনুস সাহেব এগুলোর বিপক্ষে মামলা করছেন না কেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.