নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

দা নেকেড মাউন্টেন : দা কিলার মাউন্টেন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৭

সুউচ্চ পর্বতে মৃত্যু কোন অস্বাভাবিক ঘটনা না, এর পরও একটি পর্বতের নাম -ই পরিচিত হয়েছে " দা কিলার মাউন্টেন " বা ঘাতক হিসেবে !







সিন্ধু নদের গভীর খাত থেকে খাড়া উঠে গেছে এই পর্বত , সমুদ্র পৃষ্ঠ থেকে আট কিলোমিটারেরও বেশী উচুতে, অল্প দুরত্ব অতিক্রম করে । আট কিলো মিটার উচু! বিস্তীর্ণ বিরাণ উচ্চ ভুমিতে না একেবারে নিম্ন নদী অববাহিকা থেকে সোজা আকাশের পানে! তাই তো এর ছবিতে পাওয়া যায় ঘন সবুজ বনরাজি, ধু ধু প্রস্তর আর অবিরাম তুষার ঢাকা শুভ্র উজ্জল চুড়া !







পাকিস্তানে অবস্হিত এই ঘাতক পর্বতের স্হানীয় নাম " নাংগা " পর্বত, যার ইংরেজী " দা নেকেড মাউন্টেইন " । পর্বতারোহনের জীবন্ত কিংবদন্তী রেইহোল্ড মেসেনার এই নামেই লিখেছেন বেষ্ট সেলার " দা নেকেড মাউন্টেন "







বিনে পয়সায় পাহাড় দেখার স্বাধ মিটাতে আসেন কিছু ছবি দেখি :





ঘন সবুজের এত কাছে এত উচু পাহাড় আর খুব একটা পাওয়া যায় না !





নাংগা পর্বতের সব দিক ছবিতে





নাংগা পর্বতের সব দিক ম্যাপে





জনপ্রিয় দিয়ামীর ফেস





গ্রেট হিমালয়ান ওয়াল রুপাল ফেস

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: এর পরিসংখ্যান বড় ভয়াব হ :

Nanga Parbat
উচ্চতা : 8126 m (26,660 ft)
দেশ : Pakistan
আরোহন : 287
মৃত্যু : 64

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

সাইবার অভিযত্রী বলেছেন: আরো জানতে চাইলে দেখুন :

http://en.wikipedia.org/wiki/Nanga_Parbat

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.