নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

মুহিতের এভারেষ্ট জয়ের ছবিগুলো কি এডিট করা? ফটোশপ করা ?

৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৯





আলো আসছে দুদিক থেকে ! মুহিতের গায়ে আলো আসছে ছবির বাম দিক থেকে, আর পাশের কালো জ্যাকেট পরা লোকটার গায়ে আলো আসছে ছবির ডান দিক থেকে !



- ভাল করে দেখুন মুহিতের বাম পাশ ছবিতে মুহিতের ডান পাশ অন্ধকার, কিন্তু কাল জ্যাকেট পড়া একটি লোকের একই পাশ আলোকিত! কিভাবে ?



- মুহিতের সামনের দিকে ( ক্যামেরার কাছে ) ছবির বাম পাশে একটি বস্ততে আলো পড়ছে যে দিক থেকে, পিছনের লাল জ্যাকেট পড়া একটা লোকের গায়ে সেই পাশই অন্ধকার!



- মুহিতের কথা মত তিনি চুড়ায় উঠেছেন সকাল ৭টায়, ছিলেন ৭:৩০ পর্যন্ত। কিন্তু আশে পাশের বস্তুগুলোর ছায়া বলছে এটা কমপক্ষে বেলা ১০টা -১২টার ছবি ! যদিও মুহিতের গায়ে আলো পড়ছে অনেকটা তীর্যক ভাবে, মানে সকাল ৭-৮ টার ছবি!



- আরো দেখুন ৩টি পয়েন্ট চিন্হিত করা হয়েছে ১- ২ -৩ ( হলুদ অক্ষরে )

আলো আসছে মুহিতের পিছন দইক থেকে, সকাল ৭ টায়। সেক্ষেত্রে ১-২-৩ এই ৩ পয়েন্টে কখনই আলো আশার কথা না!



এবার নীচের ছবিতে দেখুন পিছনের লোকটির মুখ মুছে দেয়া!







আমার আমাদের জাতীয় অর্জন নি্যে গর্ব করতে চাই। আর তারই স্বার্থে চাই বিষয়গুলো প্রশ্নমুক্ত হোক।



এ নিয়ে পোষ্ট আগেও দেয়া হয়েছিল, মুহিতের ছবির ব্যাপারে তেমন কোন মতামত পাওয়া যাচ্ছে না, তাই আবার পোষ্ট করলাম!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৪

সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের বক্তব্য মিলছে না, সংবাদ মাধ্যমগুলোর সাথে! প্রায় ডজন খানেক ব্লগের সাথে !

Click This Link

২| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৬

সাইবার অভিযত্রী বলেছেন: মুহিতের কিছু ছবিতে রয়েছে ফটো-এডিট করার জোড়াল অভিযোগ
Click This Link

ছবিটি দেখুন, খুবই বিখ্যাত ছবি :
Click This Link



একটু বড় করে দেখুন :


কি বুঝা যায় ? চেহারাটা মুছে দেয়া ? কেন ?

আরো ভাল করে দেখুন :


৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫২

দালাল০০৭০০৭ বলেছেন: কি তার বিষয়ে লিখে বালছালে পরিপূর্ণ করেছেন । সে যে আসলেই চোর এটা বলার আর কি আছে। চুরি করে ধরা পড়েছে , সে যদি চোর না হত তাহলে সংবাদ সম্মিলন করত ?? কিন্তু তা করে নি । চোর তাই কিছুই করছে না কারণ সে জানে আমি চোর ।


বিঃ দ্রঃ ডোন্ট মাইন্ড ভাষা খারাপ করার জন্য।

৪| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭

দালাল০০৭০০৭ বলেছেন: ভাইয়া আপনি আমার পছন্দের ব্লগার।

কিন্তু সব জায়গায় আপনার লিংক দিলে ত মান থাকছে না ।

একটু সতর্ক না হলে চলবে।

৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

সাইবার অভিযত্রী বলেছেন: হুম।

তাহলে লিন্ক বিতরণ কমিয়ে দেব,
আসলে ক্যাচালের চান্স পেলে চুপ থাকতে পারি না তো, তাই।

৫| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:১৬

অদ্ভূত একজন বলেছেন: আর কারো এভারেষ্ট এ ওঠার দরকার নাই। অনেক জনই তো উঠলো। আর দরকার কি। তার চেয়ে দেশের অতি দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের পেছনে ওই সময়, শ্রম, মেধা, অর্থ ব্যয় করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.