নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

ইগুয়াযু ফলস : বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত ?

০৩ রা মে, ২০১৪ সকাল ৯:১১





নায়াগ্রা ফলসের নাম তো আমরা সবাই জানি, কিন্তু ইগুয়াযু এরচেয়েও চওড়া বেশী ! ব্রাজিল আর্জেন্টিনা বর্ডারে, ইগুয়াযু নদীতে এর অবস্হা। আর্জেন্টিনার মিসিওনেস প্রদেশ আর ব্রজিলের পারানা প্রদেশে অবস্হান এই বিরল প্রাকৃতিক অত্যাশ্চর্যের।







মোট চওড়া ২.৭ কিলো মিটারের মাঝে ৯০০ মিটার জায়গা দিয়ে পানি পড়ে না, বাকী ১.৮ কিলো জায়গা জুড়েই পানি পড়ে !



ইউরোপিয়ানদের চোখে এই জলপ্রপাত ধরা পরে স্পেনিশ আলভার নুয়েজ ক্যাভেজ দা ভাকা-র মাধ্যমে, ১৫৪১ সালে । ইগুয়াযু অর্থ বড় পানি!



আরেকটা বিখ্যাত জলপ্রপাত ভিক্টরিয়া । সেটা আফ্রিকায়। সেটাও অনেক বড় ! তাহলে আসল সবচেয়ে বড় কোন টা? জলপ্রপাত বড় মাপার কিছু বিষয় আছে, উচু- চওড়া, পানির প্রবাহ এসব।







অনেকগুলো দ্বীপ নদীর মুল প্রবাহে এই 'ইগুয়াযু ফলস' কে ছোট বড় অনেকগুলো জলপ্রপাতে বিভক্ত করেছে। এগুলো সবগুলো ২০০ থেকে ২৫০ ফুট উচু । আর চওড়া কোনটা বেশী কোনটা কম !



আরেকটা পদ্ধতি হচ্ছে 'ওয়াটার কারটেইন' : জলরাশির পর্দা ! মানে কি ? পানি কত উচু থেকে কতটা ছড়িয়ে পড়ছে ।



এটা মাপা হয় : দৈর্ঘ X প্রস্হ



অর্থাৎ অনেক উচু থেকে পড়ছে অনেক চওড়া , সেক্ষেত্রে কারটেইন বড়।

যদি অল্প উচু থেকে পড়ছে , কিন্তু চওড়া বড় তবে তার কার্টেইন অত বড় না, বা অনেক উচু থেকে পড়ছে অল্প চওড়া সেটিও না !







ডেভিল'স থ্রোট : ইগুয়াযুর অর্ধেক পানি-ই প্রবাহিত হয় ডেভিল'স থ্রোট দিয়ে । এটি প্রায় ২৭০ ফুট উচু, ৫০০ ফুট চওড়া আর ২৩০০ ফুটের মত লম্বা একটা স্হান । নীচে ছবিতে ডেভিল'স থ্রোট :







তথ্য : http://en.wikipedia.org/wiki/Iguazu_Falls

ছবি : উইকি ও গুগুল ।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ সকাল ১০:১৮

মাহমুদ০০৭ বলেছেন: নায়েগ্রাকে বোধ হয় উচচতার জন্য বড় বলা হয় ।

সঠিক আমি জানি না ।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: না ভাই , সারা বছর জুড়ে নায়াগ্রার পানি প্রবাহ বেশী । উচ্চতা ২০০ ফুটের মতই , এর থেকে অনেক উচু উচু প্রপাত আছে !

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:২৬

সাইবার অভিযত্রী বলেছেন: Click This Link
এখানে সব উচু জলপ্রপাতের তথ্য পাবেন । এন্জেল ফলস : ভেনেজুয়েলা - ই সবচেয়ে উচু, ৩০০০ ফুটের বেশী ! মানে আধা মাইল !

২| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্টে +++

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৫২

সাইবার অভিযত্রী বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৪০

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: নতুন জানলাম। ভালো লাগলো।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৫৩

সাইবার অভিযত্রী বলেছেন: ভাল লাগার কথা জেনে আমারও ভাল লাগল !

৪| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৪২

রাব্বী সৃজন বলেছেন: এটা নতুন জানলাম। এতদিন জানতাম চওড়ার জন্য নায়াগ্রা সেরা আর উচ্চতায় এঞ্জেল ফলস। ধন্যবাদ। কিন্তু রেকর্ডেও কি একই কথা বলে?

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: ওয়াটার ফলস ডাটাবেজ তো বলছে, ইগুয়াযু ৫ নম্বর আর নায়াগ্রা ১৩ ! :(

৫| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:৪০

মানুষ ক্ষতিগ্রস্ত বলেছেন: সুরা আলে ইমরান (ইমরানের পরিবার) কোরআন ৩:১৯১

যাঁরা দাঁড়িয়ে, বসে, ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টির বিষযে, (তারা বলে) পরওয়ারদেগার! এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোযখের শাস্তি থেকে বাঁচাও।

৬| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৫:৫২

মেংগো পিপোল বলেছেন: ভয়ংকর সুন্দর জায়গা। ভালো লাগলো জলধারা বা প্লাবন। সুন্দর পোষ্ট।

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: ভয়ংকর!

৭| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৯

ফুসকা বলেছেন: সুন্দর ;)

৮| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট

৯| ০৪ ঠা মে, ২০১৪ রাত ৩:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর পোষ্ট!!!

১০| ০৫ ই মে, ২০১৪ রাত ১:৫৯

টুম্পা মনি বলেছেন: সুন্দর! কবে যে এগুলা নিজের চোখে দেখুম!

১১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:০৬

লিরিকস বলেছেন: টুম্পা মনি বলেছেন: সুন্দর! কবে যে এগুলা নিজের চোখে দেখুম!

১২| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:০৩

সাদা মনের মানুষ বলেছেন: এমন দেখতে মনকে বেধে রাখা খুব কঠিন

১৩| ১১ ই জুন, ২০১৫ সকাল ৯:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ছবিগুলো নিখোঁজ হয়ে গেলো কেন??

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: গুগুলে পাওয়া যাবে ভাই, মনে হয় সামুর সারভারের সমস্যা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.