নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

জাতি হিসেবে আমাদের আরেকটি বিশাল অর্জন : গুম রেকর্ড

০৩ রা মে, ২০১৪ সকাল ১০:৫৩

জাতি হিসেবে আমরা শ্রষ্ঠ । অনেকবার এটা শুনেছি, বিভিন্ন বিষয়ে তার প্রমাণ ও পেয়েছি । এছাড়াও বিশ্ব রেকর্ড তৈরীতেও আমরা অনেক এগিয়ে । তবে বর্তমানে আমাদের একটি বিষয়ে অর্জন অনেক উন্ণতমানের । সেটা হচ্ছে 'গুম' ।



আমাদের দেশের প্রধান মন্ত্রী অনেক শিক্ষিত । তিনি শনেছি নয়টা ডক্তরেট ডিগ্রী পেয়েছেন । এটাও সম্ভবত একটা বিশ্ব রেকর্ড । এভাবে বিভিন্ন বিষয়ে আমাদের অর্জনে আমরা গর্বিত ।



বি এন পির সময় বিচার বহির্ভুত হত্যা শুরু হয় । তখন মারা যেতো মাল্টিপল খুনের আসামী গড ফাদার রা। ' ক্রস ফায়ার ' -এ তখন মরত পিচ্ছি হান্নান , খুলনার লিটু এমন সব লোকদের । লোকেরা হত্যা সংবাদ শুনে খোদা তায়ালার শুকরিয়া আদায় করত ।



এ সব ' ক্রস ফায়ার' এর বিরোধীতাও আবার অনেকে করত !



যাই হোক বর্তমানে গুম শিল্পে আমাদের উন্নতির কথা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে আশা করি ।



জয় বাংলা ।



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:২৫

ইভেন বলেছেন: একটা কথা বলেনতো ভাই

জাতি হিসেবে আমরা আর কবে সভ্য হব? :( :( :(

০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৩০

সাইবার অভিযত্রী বলেছেন: সব গুলো বিষয়ে রেকর্ড হলে তারপর !

২| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
পুলিশ রেকর্ডে বিগত ১৩ বছরের প্রায় দশ হাজারের অধিক ব্যাক্তি গুম বা নিখোঁজ হয়েছিল। যা বাৎসরিক গড়ে প্রায় ৮৪৯ জন।

২০০১ সালে ৮৩৪ জন,
২০০২ সালে ১০৪০ জন,
২০০৩ সালে ৮৯৬ জন,
২০০৪ সালে ৮৯৮ জন,
২০০৫ সালে ৭৬৫ জন,
২০০৬ সালে ৭২২ জন,
২০০৭ সালে ৭৭৪ জন,
২০০৮ সালে ৮১৭ জন,
২০০৯ সালে ৮৫৮ জন,
২০১০ সালে ৮৭০ জন,
২০১১ সালে ৭৯২ জন,
২০১২ সালে ৮৫০ জন,
২০১৩ সালে ৮৭৯ জন।
২০১৪ - চলিতেছে ......

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৩৪

সাইবার অভিযত্রী বলেছেন: দেশ এগিয়ে গেছে : এখন কাউন্সিলর প্রাক্তন এম পি পর্যায়ের লোকরাও গুম হচ্ছে।

জয় বাংলা ।

৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৫৯

ভুয়া প্রেমিক বলেছেন: হাসান কাল--- প্রশ্নের উত্তর দাও--

কোন আমলে জনপ্রতিনিধি গুম করার প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন হয়েছে?
ইলিয়াস আলি কোথায়?

০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৩২

সাইবার অভিযত্রী বলেছেন: ইলিয়াস আলি কোথায়?

উনি 'গুম'

৪| ০৩ রা মে, ২০১৪ রাত ১১:২৫

সময়ের গ্যাঁড়াকল বলেছেন: ভাই দেশ কি আগাইছে ;)

০৪ ঠা মে, ২০১৪ দুপুর ১২:২৪

সাইবার অভিযত্রী বলেছেন: হু

৫| ১০ ই মে, ২০১৪ রাত ২:৪৫

বাংলার ঈগল বলেছেন: গুমের রাজ্যে পৃথিবী ঘুমময়!!!


৬| ১০ ই মে, ২০১৪ রাত ৩:০০

মিতক্ষরা বলেছেন: বাংলাদেশে যখন ফকার মৃত্যু হয় জেলের মধ্যে, সিরাজ সিকদারের অস্বাভাবিক মৃত্যু নিয়ে ক্ষমতাসীনরা উল্লাস করে, প্রকাশ্যে সংবিধানে জুড়ে দেয়া হয় ১৫ ই অগাস্ট থেকে ৩ রা নভেম্বরের খুনাখুনীর বিচার করা যাবে না - তখন আইনের শাসন ভূলুন্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় বিএনপি পাশ করে অপারেশন ক্লিনহার্টের দায়মুক্তি। গঠন করে র‌্যাব। শুরু করে ক্রশ ফায়ার। প্রচলিত বিচার বিভাগকে পংগু করার যে বিষবৃক্ষ বাংলাদেশের জন্মলগ্নে রোপন করা হয়েছে, তার ফল আজকের বাংলাদেশ হাড়ে হাড়ে টের পেয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ জামাত-বিএনপিকে দমন করতে আদালতে যায় না, যায় র‌্যাবের কাছে। র‌্যাব নামক ফ্রাংকেনস্টাইন এখন কামড় দিচ্ছে সারা দেশকে। বাংলাদেশের মানুষ এখন সবচেয়ে বেশী ভয় পায় পুলিশ আর র‌্যাবকে। এজন্য সব সরকারই কম বেশী দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.