নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

এখন কি র‌্যাব কে ই গুম করা হবে ? নাকি র‌্যাব নিজেই ক্রস ফারায়ের শিকার ?

০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৩৮

র‌্যাবের আগমণ আলোচিত হয়েছিল পিচ্ছি হান্নানকে ফিনিশ করার মাধ্যমে। এর পর একের পর এক ভয়ংকর সন্ত্রাষী 'ক্রস ফায়ার' করে জনমনে একটা বিশেষ আস্হার অবস্হান করতে পেরেছিল র‌্যাবে । যেগুলো ক্রস ফায়ারে পরে নি, সেগুলোও গা ঢাকা দেয় , দেশ পারি দেয় ক্রস ফায়ার থেকে বাচার আশায় !





কিন্তু সন্ত্রাষ নির্ভর ক্ষমতাশালী কোন গোষ্ঠীর এই সন্ত্রাষ নির্মূল পক্রিয়া ভাল লাগেনি ! দিনের পর দিন ছেলে ভুলানো ভালো মানুষি কথা দিয়ে এরা ' ক্রস ফায়ার ', ' বিচার বহির্ভুত হত্যার' বিরোধইতা করতে থাকে ।



যাই হোক অবস্হা দৃষ্টে মনে হচ্ছে সময় এসে গেছে র‌্যাবেকেই ' ক্রস ফায়ার' করার , নিকটেই হয়ত 'গুম' হয়ে যাবে র‌্যাব !



ক্ষমতাশীল গোষ্ঠী যদি আসলেই জনতার জান মালের নিরাপত্তা চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান ; তবে অনুরোধ করব : র‌্যাবের যে সব কর্ম কর্তারা টাকা খেয়ে ভাড়াটে খুনীর কাজ করেছে বলে প্রমাণ পাওয়া গেছে / যাবে তাদের ক্রস ফায়ারে দেন ।

আর তাদের কে যে সব গড ফাদার রা পয়সা দিয়ে গুম কার্যে নিয়োগ করেছে তাদের গুম করে দেখান !



এর বিপরীতে যদি র‌্যাবকেই 'গুম' করে দেন তবে বুঝব পুরাটাই আপনাদের নিপূন পরিকল্পনা ! পুরাটাই লোক দেখানো খেল !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৪৯

মদন বলেছেন: পুরোটাই লোক দেখানো খেল।
মন্ত্রীর জামাতা। তার গায়ে কে হাত দিবে? তার উপরে র‌্যাবের বড় কর্মকর্তা।

শাস্তি কি? বাধ্যতামুলক অবসর। বেতন ভাতা সুযোগ সবিধা সব সুব্যস্থা নিয়ে ;)

২| ০৭ ই মে, ২০১৪ সকাল ১১:১৮

ঢাকাবাসী বলেছেন: খুন করে ৬ কোটি টাকা মেরে নিয়ে অবসর! ফুল বেনিফিট সহ? এর নাম বা.দেশ!

৩| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৬

নিজাম বলেছেন: অতীত অভিজ্ঞতা থেকে বলা যায়, কিছুই হবে না। কয়েকদিন একটু হৈ চৈ, পত্রিকার কাটতি। তারপর সব নিরব, শান্ত। কেউ আর খোজ নিবে না। এই সুযোগে অপরাধীরা রাতের আধাঁরে জামিন নিয়ে বেরিয়ে আসবে, বিচার নিভৃতে কাঁদবে। আর শেষ পর্যন্ত মহামন্য রাষ্ট্রপতির ক্ষমা করার অপরিসমী ক্ষমতা তো রয়েই গেল। কারণ অভিযুক্ত সামরিক কর্মকর্তা একজন প্রভাবশালী মন্ত্রীর জামাই। মাঝখান থেকে আদালত পাড়ার উকিল-মোক্তার, বিচারক, পুলিশ, সাংবাদিক এবং প্রশাসনের বড় বড় কর্মকর্তা সর্বোপরি রাজনীতিবিদগণের পকেট ভারী হয়ে যাবে এই যা!

৪| ০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৪০

সবুজ সাথী বলেছেন: র‌্যাব গডমাদারের নির্দেশ পালন ছাড়া আর কিছুি করছেনা।

৫| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৩০

ইমাম হাসান রনি বলেছেন: কর্নেল গুলজারের সময়ের র‌্যাব আর এখনের র‌্যাব অনেক তফাত । তারপরও দেশের র‌্যাবের দরকার আছে ।

কয়েকদিন আগে টিভিতে দেখলাম এক নব্য শুশীল বলতেছে বাংলাদেশে RAB(Rapid Action Battalion) এর কোন দরকার নেই । এরা কোন কাজের নয়

আমার মন্তব্য :: কেন RAB থাকলে তোমাদের খুব চুলকায় না ??? বরং তোমার মত আবাল শুশীল লোকের বাংলাদেশে দরকার নাই

০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: আমার মন্তব্য :: কেন RAB থাকলে তোমাদের খুব চুলকায় না ??? বরং তোমার মত শুশীল লোকের বাংলাদেশে দরকার নাই।

জনমতের বিপক্ষে গিয়ে ক্ষমতা ধরে রাখতে হলে গড ফাডার পালতে পুষতে হবে তো ..

কর্নেল গুলজারের সময়ের র‌্যাব থাকলে তো গডফাডার থাকবে না!

৬| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৩৮

পংবাড়ী বলেছেন: র‌্যাব সৃস্টির ব্যাপারে আমরা সবাই খালেদা বেগম থেকে ব্যাখ্যা চাই; উনার ছেলে তারেক র‌্যাব সৃস্টি করেছিল; র‌্যাব সৃস্টির পেছেনে কারণ ছিল, তারেক কিছু মাফিয়াকে নিজের কন্ট্রোলে আনতে পারছিল না।

১৮ ই মে, ২০১৪ রাত ১০:০০

সাইবার অভিযত্রী বলেছেন: পং বাড়ী সাহেব আমরা জানি সন্ত্রাস প্রেমী কিছু গড ফাদার ও মাদারদের র‌্যাব অপছন্দ, আর কিছু কথিত চুচিল, আপনি কোন দলে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.