নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইবার অভিযাত্রী

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

সাইবার অভিযত্রী

সাইবার অভিযত্রী › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন তো সামুতে থাকলাম বিভিন্ন নিকে , মনে হচ্ছে সময় ফুরিয়া আসছে ... ( অনেকগুলো নিকের আত্ম কথা )

২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪

ব্লগ মত প্রকাশের জায়গা । বহু বছর ধরে বহু নিকে বহু বহু মত তো প্রকাশ করলাম । অনেক হল । এখন মনে হচ্ছে প্রকাশ করার মত আর তেমন মত টত নেই । আস্তিক- নাস্তিক ক্যাচাল , ইউনুস নোবেল ক্যাচালের যুগ থেকে মুসা - মুহিত - ওয়াসফিয়া কত কিছুই তো হল । বিবর্তন নিয়ে ক্যাচাল বেশী একটা জমাতে পারিনি । রাজারবাগী ক্যাচালে মজা পেতাম সবচেয়ে বেশী । বেটারা খালি লাফায় । এরপর তাবলীগ পন্হী হয়েও তাবলীগ নিয়ে কিছু ক্যাচাল পোষ্ট দিলাম । ভালই চলল । আর কত ?

শুরু করেছিলাম রাতুলবিডি নিকে । দাড়ি পাল্লা ঝড়ে সেই নিকটা গেল । কাউকে গালি দিয়েছিলাম বলে মনে পরে না । রাতুলবিডি২ গেলো কিংবদন্তীর ব্লগার আসিফ মহিউদ্দীনকে নিয়ে শরৎবাবুর স্টিকি পোষ্টে মন্তব্য করার পর । এর কিছুদিন পর রাতুলবিডি৩ গেলো কোন কারণ ছাড়াই । সাইবার ছিল একান্তই বিনোদন নিক । পরিকল্পনা ছিল বিভিন্ন দেশের ছবি আর সুন্দর জায়গাগুলোর বর্ণনা পুষ্টাব এই নিকা । আপনি এই নিকের সাথে বিশ্বময় ঘুরে বেড়াবেন ( ভার্চুয়ালি ) বিনে পয়সায় ! নিক ক্রাইসিসে পরে এটাই হয়ে গেল একসময় মেইন নিক :)

আর কত ? দিনের পর দিন রাতুলবিডি ৪ সেফ হয়নি , ৫ খুললাম সেটাও সেফ হল না, ৬ খুললাম সেটা ব্যান হল । 'স্বাধীনভাবে' মত প্রকাশ চলছেই ... সাইবারও বেশ কয়েকবার ওয়াচে গেল , কাউকে কোন গালি দেইনি কখনও . .. নিশাতকে নিয়ে একটা পোষ্ট দেবার পর একবার আর ওয়াসফিয়াকে নিয়ে সম্ভবত দুইবার বোতল বন্দী হয়েছিলাম । আবার ফিরে এলাম , মডুদের দয়া । ওনারা দয়ার শরীর । . যাই হোক আমি মনে প্রাণে বিশ্বাস করি তালগাছের একমাত্র মালিক মডুরা । তাই কোন দিন কোন প্রতিবাদ করিনি । কেন এমন হল , কু - কা করে কাই কুই মার্কা পোষ্ট দেইনি । মত প্রকাশ তো চলছেই ...

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশী ...

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১১

লেখোয়াড়. বলেছেন:
ব্যাপার না।
চালিয়ে যান। আমরা আছি।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৪

সাইবার অভিযত্রী বলেছেন: নারে ভাই ক্যাচালই নাই , চালাবো কি ?
মগাও নাই কাকপাখিও নাই
গালিবাজ মশিউর মামাও নাই , হাম্বারা ই একচেটিয়া .।
ফারাবীও নাই - মেহেদী পরাগও নাই ..
ম জ বশর ও নাই - রাজারবাগীরাও নাই .

পুরাণের মধ্যে শুধুমাত্র " নতুন" আছে ..
পুরাণ নতুন ব্যাপার না , আসল কথা ক্যাচাল নাই .আমার স্টকের ক্যাচাল যা ছিল তাও প্রায় শেষ ...
ক্যাচল বিহীন শুকনা বলগানি ভাল্লাগে না ...

২| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২১

এসব চলবে না..... বলেছেন: ২০০৫ সালে শুরু করছিলাম। সেই নিক এখনো আছে। তবে দীর্ঘদিন লগইন করি না। করবো ও না।
সব নিকই কারনে অকারনে মডারেটররা ধ্বংস করে দিছে।
সামুর সেই যৌবন আর নাই, একমাত্র দায়ী ৩য় শ্রেনীর মডারেশন।
এখন এই নিকে মাঝে মধ্যে আসি। (তবে, যদি খুব বেশি আজাইরা থাকি)

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: মডারেশন নিয়ে মন্তব্য করব না , কারণ ঘাড় প্রতিঘাতের মাঝেও সামুতে যতটা কথা বলতে পেরেছি , অন্য জায়গায় তো তাও পারি না !

৩| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: কনফেস ভাল লাগল ;)

তালগাছ বাদী দেশ, রাষ্ট্র, সরকারের মহা কালে (মহা+ আকাল ) ;) গণতান্ত্রিক মতপ্রকাশের অবারিত সুযোগ পাবেন কই?
তারপরও মন্দের ভাল সামু! সিন্ডকেটিং আর মডুদের মাঝে মাঝে এক চোখে দেখার নীতি বাদ দিলে কিছূটা এখনো বলা যাচ্ছে!

চারিদিকেতো বাকশালের মহা কাল!!!!!

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৬

সাইবার অভিযত্রী বলেছেন: হুম : তারপরও মন্দের ভাল সামু!

৪| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৪

সুমন কর বলেছেন: জানলাম, আপনার নিকের আত্ম কথাসমূহ।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৭

সাইবার অভিযত্রী বলেছেন: বস , নিক'গুলো' হবে , ব হু বচন ;)

৫| ২৭ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:২০

ঢাকাবাসী বলেছেন: ফ্রাসট্রেটিং! কি আর করা!

২৭ শে জুলাই, ২০১৫ রাত ৮:১৮

সাইবার অভিযত্রী বলেছেন: হু ফ্রাসট্রেটিং!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.