নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটু পরে বলি.....

শাহরিয়ার কবীর

!

শাহরিয়ার কবীর › বিস্তারিত পোস্টঃ

শূন্যতার ছবি

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩



আজও শূন্যতার শূলে চড়ে ঘুরছি দিগন্তের এপারে-ওপারে,
কি যেন এক ব্যথার জ্বলনে জ্বলছে
এ হৃদয় চিতার অনলে ।
শতাব্দীরও আগে কি যেন এক মায়ার জালে
বেঁধেছিলে সেকি নিদারুন ছলে;
দিবসও রজনী যাচ্ছে চলে শূন্যতার আঁধারে,
লক্ষ জনম খুঁজে খুঁজে পেয়েছিলাম তারে দিগান্তের ওপারে;
হৃদয়ের বিভাজন করে চলে গেছে সে নীরবে ।
পূর্ণতার আঁধারে এক বুক শূন্যতার ছবি এঁকে যাই নীরব,
কিসের এতো আকুতির ,কিসের এতো মিনতির কথা
বলে যায় এ শূন্য হৃদয় জুড়ে ?

ছবিঃ নেট।

মন্তব্য ৮৫ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতা। ভাল থাকবেন সবসময়।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুশি হলাম
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন সবসময় ।

২| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০১

মোস্তফা সোহেল বলেছেন: বেশ সুন্দর কবিতা। ভাল থাকুন কবি।

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব খুশি হলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন ।

৩| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

অনেক সুন্দর হয়েছে কবিতা

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
মানুষের জীবনে প্রতিটি বিপদ সাময়িক ,আর এটা এক কল্পনার প্রতিফলন কবিতা ভাই ।
পড়েছেন জেনে খুব খুশি হলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল ।

৪| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে। শুন্য হৃদয় পূর্ণ হোক

২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
যেদিন অসীম ক্ষমায় দেখবে সে আমায়,
সেদিন হয়তো শুন্য হৃদয় পূর্ণতা পাবে.............
পড়েছেন জেনে খুব খুশি হলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল ।

৫| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৪

ধ্রুবক আলো বলেছেন: শুন্য হৃদয় শুধু আকুতি, মিনতির কথাই বলে।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৩

শাহরিয়ার কবীর বলেছেন:
শূন্যতার শেষ দেখতে চাই; দেখি আর কত কাল শূন্য থাকে ।
পড়েছেন জেনে খুব খুশি হলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল ।

৬| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৬

ধ্রুবক আলো বলেছেন: দিগান্তের বদলে সম্ভবত দিগন্ত হবে একটু দেখে নিবেন।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: আচ্ছা এডিট করে দিচ্ছি ..
আবারও ধন্যবাদ ।

৭| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব খুশি হলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল ।

৮| ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ কবিতা । অল্প করে কত কিছুই বলে গেলেন । খুব ভালো লাগেছে ।

২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব খুশি হলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল ।

৯| ২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৫

আহা রুবন বলেছেন:



বন্ধু আমার কবীর
কবিতা লেখে বেশ
সবাই বলে বাহা বাহা
তবু দুঃখ না হয় শেষ।

সবাই ঘোরে প্রেমিকা নিয়ে
ফুচকা, মধু খায়
কবি শুধু কবিতা লেখে
ঠোঁটটা চেটে খায়!

কত কবিতা, কত ফুল,
কত রকম আতর
উদ্দেশ্য সব জলে যায়
বল পায় না গতর।

এইটা শুনে ওস্তাদ গাঁজি
দেয় উপদেশ তারে।
জিং জিং খেলায় পাকা হলে
মনটা পাইতে পারে।

সেদিন থেকে বন্ধু আমার
জিংসেং খায়; সঙ্গে মাঠা ঘোল
প্রেম হল কি জানি না তো
দেখতে হয়েছে মঙ্গল!!




২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
ছেঁকা খেয়ে বেঁকা হয়েছে যে বীর
তার নাম শাহরিয়ার কবীর B-)

এইটা শুনে ওস্তাদ গাঁজি
দেয় উপদেশ তারে।


ওস্তাদ আসলে সব ভেস্তে দিবে !

আপনার লেখা ছন্দের যাদুতে মনের যত যতনা, বেদনা ছিল সব ভুলে গেলাম ।

১০| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৭

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো অনেক।

অনেক শুভকামনা কবি।

ভালো থাকবেন সবসময়।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব খুশি হলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন ।

১১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: শূন্যতার কবিতা ভালো লাগল।

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৪

উম্মে সায়মা বলেছেন: সুন্দর হয়েছে।
শুভকামনা রইল.....

২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব খুশি হলাম,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল।

১৩| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৫

ধ্রুবক আলো বলেছেন: হ্যা, কবিতা খুব ভালো লাগলো +++

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৪৮

মুশি-১৯৯৪ বলেছেন:
কবিতাটা লিখে আপনি অমর হয়ে গেলেন ।
আপনার মরণোত্তর ময়না তদন্ত হবে কী করে? জীবন্তের কি ময়না তদন্ত হয়?

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার মরণোত্তর ময়না তদন্ত হবে কী করে?

এ প্রশ্নের উত্তর হয়তো মরে যাওয়ার পর পাওয়া যাবে !!!
জীবন্তের কি ময়না তদন্ত হয়?
প্রশ্নটা কঠিন.................,
ক্রমাগত বাড়ছে যত হৃদয়ের ক্ষত।
সেদিন হতে , এ আত্নাকে রেখেছি হিমঘরে
হঠাৎ যদি দেখা হয় তোমার-আমার একশত বছর পরে___;
ফের দেখা হবে কিনা জানিনা !!!


এটা আমার লেখা একটা কবিতার লাইন .. সময়ের আগের পরের হিসাব-নিকাশ এবং আটকে থাকা সময়ও কল্পনায় ফুটে তোলা, বাস্তবতার সাথে মিল নেই । শতাব্দীরও আগে লক্ষ জনম খুঁজে খুঁজে পাওয়া ভালোবাসা এখানে কল্পনা করা হয়ে, সবকিছু আবার হঠাৎ করে হারিয়ে যায় । তারপর বিরহ শুরু তা থাকবে অনন্তকাল ধরে ...এভাবে চলছে আমার কল্পনা আর কি ।

যদি কিছু মনে না করেন, তাহলে একটা প্রশ্ন করি ... আপনার প্রশ্ন করার পিছনের কারণগুলো যদি একটু বলতেন । প্রশ্নগুলো রহস্যে চাদরে ঘেরা ,আর রহস্য জানতে আমার ভালো লাগে ।
ধন্যবাদ ।

১৫| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৭

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর লাগলো

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল।

১৬| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৯

জুন বলেছেন: শুন্যতা পুর্ন হয়ে যাক শীঘ্রই শাহরিয়ার কবির ।
মিনতি ভরা কবিতা ভালোলাগলো ।
+

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা।
শুভকামনা রইল।

১৭| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩

কানিজ ফাতেমা বলেছেন: কবির শূণ্য হৃদয় পূর্ণ হোক এই কামনা । কবিতায় বিশেষ ভাললাগা জানাই ।

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা।
শুভকামনা রইল।

১৮| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২

শাহরিয়ার কবীর বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
শুভকামনা রইল।

১৯| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯

ওমেরা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে তবে আপনার প্রপিকের পিকটা সুন্দর না ,দেখে ভয় লাগে ।

২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রোফাইল পিক পরিবর্তন করে দিয়েছি ...

পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল।

২০| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩২

মুশি-১৯৯৪ বলেছেন:

স্বপ্ন দেখিতে দেখিতেে আমি জাগিয়া উঠিলাম আর দেখিলাম কি যেন হারাইয়াছে। কি যেন নাই।
আমার জ্ঞান যতদূর পর্যন্ত যাইবার সাধ্য রাখে ততদূর পর্যন্ত গিয়া দেখি , আমি নিজেই মনে হয় নাই ।
আমাকে যখন ঐখানে খুঁজি তখন উহা এইখানে; আর আমি যখন এইখানে তখন সে ঐখানে ।
আমি নিজের এই অনুপস্থিতি অস্বীকার করিতে চাই ।

তাই, আমার নিজেরই উধাও হইবার আগে আমাকে যাহা করিতে হইবে, তাহা হইল ময়না তদন্ত ।
কিন্তু হায় !!!! ময়না তদন্ত রিপোর্ট আজও পাইলাম না।
এই দুঃখ রহিয়াই গেল ।

এই জন্যই প্রশ্ন করেছিলাম,..
জীবন্তের কি ময়না তদন্ত হয়....?

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনার ব্যপারটা বুঝি বা বুঝলাম কিন্তু সত্যিই আমার এর উত্তর জানা নেই। আর আমার জানা থাকলে আপনার প্রশ্নের উত্তর আবশ্যই দিয়ে দিতাম। হুম, মনে হচ্ছে এ প্রশ্ন আপনার বহু দিনের কিন্তু সব নিয়তির খেলা; এ প্রশ্নে উত্তর আদো মিলবে কিনা জানি না । আমি খুব করে চাই এর উত্তর মিলে যাক ।
ধন্যবাদ, ভালো থাকুন।
শুভ কামনা রইল।

২১| ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কি যেন এক ব্যথার জ্বলনে জ্বলছে
এ হৃদয় চিতার অনলে । আমাদের হৃদয় চিরকাল জ্বলে যায় গোপনে।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইল।

২২| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৯

ওমেরা বলেছেন: ভাল করেছেন ধন্যবাদ ।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২৩| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪

বনলতা আবেদিন বলেছেন: একটু পরে কেন বলতে চাচ্ছেন , বলুন না আপনি কে ??

কবিতা খুব ভালো হয়েছে , তাই কবিকে জানতে মন চায় ।

ভালো থাকুন হাজার বছর ।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি যে কে, আমি তা নিজেও জানি না !! B-)

প্রেনাম জানবেন গুরু । আপনি হলেন জীবন বাবুর বনলতা; তার প্রমাণ আপনার ব্লগ !! খুব ভালো লাগলো বনলতা বৃদ্ধাশ্রম থেকে ফিরে এসে ব্লগিং করছেন । B:-)
আমার ব্লগে স্বাগতম।
ধন্যবাদ, ভালো থাকুন।

২৪| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)


প্লাস!:)

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো,
আপনাকে অসংখ্য ধন্যবাদ
শুভকামনা রইল।

২৫| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৮

অরুনি মায়া অনু বলেছেন: হৃদয় আজ শুন্য। তাই হয়ত সে পূর্ণতা পেতে চাইছে। শূন্যতা কেবলই ধবংস ডেকে আনে।

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ধ্বংস তো হয়ে গিয়েছি সে কবে;আর আমি আমার মধ্যে আমিকেও খুঁজি না । এখন আমি নিজে যেন এক অসীম শূন্যতা। যদিও শূণ্য দিয়ে সবকিছুর শুরু,তবুও আশাহত ।

অনেক দিন পরে আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগলো ......
পড়েছেন জেনে আরো ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন।

২৬| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৯

কলিমুদ্দি দফাদার বলেছেন: অনেক সুন্দর কবিতা। আমি শিক্ষামন্ত্রী হলে পাঠ্যপুস্তক দিয়ে দিতাম কবিতাটি। অসাধারণ।

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা আবেগের কথাও নয়. মনে কথাও নয়,শুধু মশকরা ,খুব ভালো লাগলো!! তবে বর্তমান শিক্ষা ব্যবস্থা যা তাতে এ কবিতা চলে ...
আমিও চাই আপনি শিক্ষামন্ত্রী হয়ে পাঠ্যপুস্তকে এ কবিতা খানি দিয়ে দেন ....... দু-একজন ছাত্র-ছাত্রী যা ভালো ছিলো তারাও নিবোধ হয়ে যাব ।

পড়েছেন জেনে ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

২৭| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

বিলিয়ার রহমান বলেছেন: আবার প্রো পিক বদল!!!!

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:

এ ছবিতে উপরে ওমেরা ব্লগারের নাকি ভয় লাগে সে কারণে ............

২৮| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

বিলিয়ার রহমান বলেছেন: পিক এইটা থাকলে তো বিয়ে হওয়ার চান্স নাই! :)

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: বিবাহ মানে জানেন তো ? না হয় তাই ভালো ।

বি-বিপদ
বা-বাড়ানো
হ- হল B-)

২৯| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:০০

সিনবাদ জাহাজি বলেছেন: শূন্য হৃদয় পূর্ণ হোক

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুশি হলাম..
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি ভালো থাকুন সবসময় ...........

৩০| ২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০০

অপ্‌সরা বলেছেন: ভাইয়া শূন্যতার পরে পূর্ণতার কবিতা লিখে ফেলো!!

২৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
অবশ্যই চেষ্টা করবো !!!
পড়েছেন জেনে খুশি হলাম..
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি ভালো থাকুন সবসময় .......

৩১| ২৯ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮

খায়রুল আহসান বলেছেন: দিবস ও রজনী যাচ্ছে চলে শূন্যতার আঁধারে - - -
এ লাইনটা পড়ার পর মাথায়,
কত শত ভাবনারা খাবি খায়!
শূন্যতার কবিতা ভাল লেগেছে!

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুশি হলাম..
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন সবসময় .......

৩২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪১

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
আপনার শূন্য হৃদয় পূর্ণতা পাক এই আশাই করি।
শুভ কামনা রইল।

৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৩৩| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: শাহরিয়ার কবীর ,





শূন্যতা মানেই কিছু ফাঁকা, কিছু না থাকা , কিছু অভাববোধ ।

এই শূন্যতার ছবি আঁকা যায়না । যদি কেউ তেমন কিছু এঁকে ফেলেন-ই, তাও হৃদয়কে বিভাজন করে চলে যাবে নীরবে .....
একবুক শূন্যতা রেখে ।

ভালো লিখেছেন ।


৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন:

শূন্যতা মানেই কিছু ফাঁকা, কিছু না থাকা , কিছু অভাববোধ । একমত ।

পড়েছেন জেনে ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ভালো থাকুন সবসময় ......

৩৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:০৫

অশরীরী মানবী বলেছেন: দুর্দান্ত!

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১১:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
ব্লগে স্বাগতম !
পড়েছেন জেনে ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ

৩৫| ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সরি ভাই। বড্ড দেরি হয়ে গেল। শূন্যতার অনুভূতি পড়েছিলাম। এখন শূন্যতার ছবি। এত সুন্দর কবিতা এতদিন আগের লেখা তবুও আমি নাই মন্তব্যের ঘরে! এ কেবল অবাকই না ভাই, অপরাধবোধ হচ্ছে। এর মধ্যে কয়েকবার এসেছি শূন্যতার ছবিকে শূন্যতার অনুভূতি ভেবে ফিরে গেছি হয়তো।

অাপনার কবিতা বরাবরই খুব সুন্দর হয়। আমার কাছে দারুণ লাগে। আপনি বিরহের কবিতা গুলো খুব সুন্দর ফুটিয়ে তুলেন, তাই আমার খুউব বেশি ভালো লাগে আপনার কবিতা। সুমন কর দাদাও বিরহের কবিতা খুব সুন্দর উপস্থাপন করেন। আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কবিতা।

অনেক অনেক ভালো লাগা জানবেন ভাই।
শুভকামনা সবসময়।

০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৪

শাহরিয়ার কবীর বলেছেন:
কোন ব্যপার না .....
পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
ধন্যবাদ ।

৩৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৩৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৯

মানবী বলেছেন: অল্প কিছু শব্দে অব্যক্ত যন্ত্রণা আর হাহাকারের অসাধারন প্রকাশ এই কবিতাটি একাধিকবার পড়েছি অথচ মন্তব্য কেনো করা হয়নি বুঝতে পারছিনা!!!

মূল কবিতার পাশাপাশি নীচের কবিতাটিও খুব ভালো লেগেছে
ছেঁকা খেয়ে বেঁকা হয়েছে যে বীর
তার নাম শাহরিয়ার কবীর
B-)

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ শাহরিয়ার কবীর।

০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি পড়েছেন জেনে আমি তাতেই খুশি .......

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়........

৩৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৭

মো নিয়াজ হোসেন বলেছেন: বেশ সুন্দর কবিতা।

০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

৩৯| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯

অতঃপর হৃদয় বলেছেন: অসাধারণ একটি লেখা।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়েছেন জেনে খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবা

৪০| ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

অতঃপর হৃদয় বলেছেন: শুধু পড়েছেন না, এই নিয়ে দুবার পড়লাম। এর আগেও পড়ে মন্তব্য করেছিলাম।

১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: খুব খুশি হলাম আবারও অসংখ্য ধন্যবাদ ।
ভালো থাকুন সবসময়.....

৪১| ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৫২

ফকির জসীম উদ্দীন বলেছেন: পূর্ণতার আঁধারে এক বুক শূন্যতার ছবি এঁকে যাই নীরব,
______ শূন্যমন্ডলে ঘুরে কার ছবি এঁকে যাও নীরবে
নীরবেই এঁকে যাও, শূন্যেই তাঁরে পাবে।

০৩ রা মে, ২০১৭ রাত ১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন চলে যাচ্ছে সে তো জীবনের নিয়মে ........ দেখি কি আর আছে এ জীবনে ।


পড়েছেন জেনে খুব ভালো লাগলো ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

৪২| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৫:০৭

ফকির জসীম উদ্দীন বলেছেন: যত পড়ি ততই ডুবে যাই, থাই পাই না।

০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

৪৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:








ভায়া পাসওয়ার্ডটা দাও। ভুলে গেছি আবার...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.