নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি ঘুরে বেড়াতে, গান শুনতে, বই পড়তে...

মাহাদী হাসান প্রেত

আমার সম্পর্কে আর কি বলবো! আমি তো আমিই!

মাহাদী হাসান প্রেত › বিস্তারিত পোস্টঃ

রবি ঠাকুরের মৃত্যু নেই!!

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:১৯

রবি ঠাকুরের মৃত্যু নেইঃ

বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসঙ্গে অনেক ভদ্রমহিলাকেই বলতে শুনেছি, "রবীন্দ্রনাথ অামার প্রথম প্রেম!" কথাটি ডাহামিথ্যে ছাড়া আর কিছুই না।
ভৌগলিক অবস্থান, আবহাওয়া এবং খাদ্য তালিকায় মাছের সহজলভ্যতার কারনে এদেশের মেয়েদের বয়সের আগেই বয়ঃসন্ধিকাল চলে আসে। শিশুকালের গন্ডি পেরিয়ে কৈশরে পা রাখার আগেই তাদের মন ও শরীরে প্রেমের অনুভুতি জাগতে শুরু করে। এসময় তাদের প্রথম প্রেম থাকে মামাতো-খালাতো ভাই, কিম্বা বড় ভাইয়ের বন্ধু। হুমায়ূন আহমেদের কোন এক লেখায় পড়েছিলাম, এসময় নাকি মেয়েরা মনে মনে বাবার বন্ধুর প্রেমেও হাবুডুবু খায়।
ওই বয়সে বেশিরভাগ বাঙালি মেয়েরই হাতের নাগালের বাইরে থাকেন রবীন্দ্রনাথ। আর এ কথা অস্বীকার করার উপায় নেই, রবি ঠাকুর তাঁর সাহিত্যে যথেস্ট কঠিন ভাষার প্রয়োগ করেছেন। একটা পরিণত বয়সে না পৌঁছলে তাঁর সাহিত্যের পাঠোদ্ধার সম্ভব নয়। আর এই পরিণত বয়স পর্যন্ত একজন মেয়ে মনে মনে কতোবার প্রেমে পড়ে সে হিসেব বড় কঠিন বিষয়।

নব্য অভিজাত অনেক ভদ্রলোকের ড্রয়িংরুমের বুকশেলফেও থাকে থাকে রবি বাবুর মোটা মোটা বই সাজানো থাকে। এই বইগুলো কেনদিন বসার ঘরের সীমানা পেড়িয়ে শোবার ঘরে প্রবেশের সুযোগ পায় না!

* কিছুদিন আগে আন্তর্জাতি পতিতা সানি লিওনির জন্মদিন উপলক্ষ্য একটা কার্টুন দেখলাম। তাতে লেখা, রবীন্দ্রনাথ = সানি লিওনি(?)
প্রমাণঃ রবীন্দ্রনাথের বাল্য নাম ছিল ভাণু সিংহ। ভাণু অর্থ সূর্য। সুতরাং রবি ঠাকুর = সূর্য সিংহ।
অপরপক্ষে,
সানি= সূর্য, আর লিও = সিংহ।
সুতরাং, সানি লিওন= সূর্য সিংহ।

অতএব, রবীন্দ্রনাথ = সানি লিওনি। (প্রমাণিত)
বাঙালির এমন গাণিতিক প্রতিভা দেখে বিশ্মিত আর লজ্জিত না হয়ে পিারিনি।

* একবার এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন, "বলতো ন্যাপলা, রবি ঠাকুরের মৃত্যু দিবস কবে?"
ন্যাপলা উত্তর দিল, "২২শে শ্রবণ, স্যার!"
শিক্ষক বিশ্ময়ে হতোবাক হয়ে বললেন, "সে কী রে ন্যাপলা, তুই জানিস না রবি ঠাকুরের মৃত্যু নেই!"

* জনৈক এক নব্য অভিজাত ভদ্রলোক একবার এক সাহিত্যসভায় আমন্ত্রণ পেলেন। সভায় আলোচনাকালে তিনি জানালেন, তার প্রিয় কবি "রবীন্দ্রনাথ ঠাকুর"। তখন একজন তাকে জিজ্ঞেস করলেন,
"রবি ঠাকুরের কোন কবিতাটি আপনার সবচেয়ে প্রিয়?"
তিনি যথাযথ ভাবগাম্ভির্যতার সাথে উত্তর দিলেন,
"শেষের কবিতা"!

(পুনশ্চঃ কবির প্রতি ভক্তি রেখেই বলছি, এসব আদিখ্যেতা করে তাঁকে হাসির পাত্র করে তুলবেন না!)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.