নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি ঘুরে বেড়াতে, গান শুনতে, বই পড়তে...

মাহাদী হাসান প্রেত

আমার সম্পর্কে আর কি বলবো! আমি তো আমিই!

মাহাদী হাসান প্রেত › বিস্তারিত পোস্টঃ

অসম বিবাহ ও পরকীয়া

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭


কলেজ লাইফ থেকেই মাথার চুলে পাক ধরেছিলো। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করতে করতে চুলের সাথে দাঁড়িও সাদাটে হয়ে গেছে। যদিও ইদানীং ক্লিন সেভড থাকি বলে সেটা বোঝা যায় না। তবুও ভয়ে থাকি- বিয়ে করতে গেলে মেয়ের বাবা-মা মেয়ে দিবে তো!
সেদিন হঠাৎ করেই ভয় কেটে গেল। ৪৩-৪৪ বছরের এক দুঃসম্পর্কের মামা, আগেও একাধিক বিয়ে করার সৌভাগ্য হয়েছিলো তার। বউদের নানারকম চারিত্রিক দোষের কারনে বিয়ে টিকে নি(?)
সেদিন ফোন করে নতুন বউ দেখতে যেতে বললেন। মামাকে মহা খুশি মনে হলো। বললেন, বউ দেখতে সুন্দর, ক্লাশ সেভেনে পড়ে!
আমার অহেতুক ভয় কেটে গেলো। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম! এদেশের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বাবা-মা গুলো মেয়ের বিয়ের ব্যাপারে এখনো দেখি যথেষ্ট উদারমনা।
বয়স কোন ব্যাপার না। পাকা চুল তো দূরের কথা- মাথায় চুল না থাকলেও সমস্যা নেই! শুধু ছেলের পকেটে টাকা থাকলেই হলো! তাহলেই মেয়ে সুখী! কিছু কিছু ক্ষেত্রে বাবা-মা ও খুশি!
বাংলার এই মেয়েগুলোকে আমার স্যালুট করতে ইচ্ছে করে। যারা বাবা-মা'র মুখের দিকে তাকিয়ে অবলিলায় নিজের সুখ-স্বাচ্ছন্দ্য, আনন্দ-হাসি আর ইচ্ছেগুলো মাটি চাপা দেয়।
আজ থেকে ১৫-২০ বছর পর যদি এই মেয়ে তার শরীর বা মনের চাহিদার জন্য নিজের সমবয়সী কোন ছেলের হাত ধরে তখন এই সমাজ তাকে খানকী মাগী, বেশ্যা, ২ নাম্বার মাল নানারকম উপাধিতে ভূষিত করবে।
আজকেও মহাবীর আলেকজান্ডারের মতো বলতে ইচ্ছে করছে, "সত্যিই সেলুকাস! কী বিচিত্র এই দেশ!"

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ এখনও টাকার লোভে বিয়ে দেয় ভাবতেই অবাক লাগে।

২| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

অতঃপর হৃদয় বলেছেন: শিরোনামের সাথে লেখার তেমন মিল নাই। ৬০% মিল আছে।

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৪

মাহাদী হাসান প্রেত বলেছেন: যাক ভাই। ‍বাঁচলাম। তবু তো ফার্স্ট ক্লাস মার্ক এসেছে!

৩| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২

টারজান০০০০৭ বলেছেন: সেইটা চাইলে আজকাল ভাগিনেয়র অভাব নাই ! ভাগিনেয়রাও ফ্রীতে পাইয়া খুশি।যাহার পতাকা জাতীয়সংগীত শুনিয়াও বইসা থাকে তারে সেলাম দিয়া অন্যত্র গেলেই ভালো। তবুও ভাগিনেয় খোজা ভালো নহে !

৪| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সেদিন ফোন করে নতুন বউ দেখতে যেতে বললেন। মামাকে মহা খুশি মনে হলো। বললেন, বউ দেখতে সুন্দর, ক্লাশ সেভেনে পড়ে!
আমার অহেতুক ভয় কেটে গেলো। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম! এদেশের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বাবা-মা গুলো মেয়ের বিয়ের ব্যাপারে এখনো দেখি যথেষ্ট উদারমনা।

৫| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫

রমানাথ রয় বলেছেন: সত্যিই সেলুকাস !

৬| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭

শেয়াল বলেছেন: বাংলার এই মেয়েগুলোকে আমার স্যালুট করতে ইচ্ছে করে। যারা বাবা-মা'র মুখের দিকে তাকিয়ে অবলিলায় নিজের সুখ-স্বাচ্ছন্দ্য, আনন্দ-হাসি আর ইচ্ছেগুলো মাটি চাপা দেয়।


ঐসব মাইয়াগো পাইলে থাপড়াইতে ইচ্ছে করে । :-<

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১১

মাহাদী হাসান প্রেত বলেছেন: এমনও তো হতে পারে ওরা নিরুপায়। কোন উপায় নেই বলেই হয়তো,,,

৭| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২০

মি. বিকেল বলেছেন: আজকেও মহাবীর আলেকজান্ডারের মতো বলতে ইচ্ছে করছে, "সত্যিই সেলুকাস! কী বিচিত্র এই দেশ!"

৮| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

তুমি আমি সে বলেছেন: আর মাথায় ঘাস বিহীন একটা মাঠের অবকাঠামো’র ম্যাপ তো আছে; অনেক আগে থেকে’ই।

৯| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮

আরণ্যক রাখাল বলেছেন: এই বাল্য বিবাহ যে কবে দেশ থেকে দূর হবে!!!

১০| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩০

ইউনিয়ন বলেছেন: ৪৩-৪৪ বছরের এক দুঃসম্পর্কের মামা, আগেও একাধিক বিয়ে করার সৌভাগ্য হয়েছিলো তার। বউদের নানারকম চারিত্রিক দোষের কারনে বিয়ে টিকে নি(?) - আপনার মামা কয় বছর বয়সে বিয়ে করেছিল? আর একাধিক বিয়ের সময়কাল কত ছিল?

নাকি
আপনার মামা দুশ্চরিতা ছিল।
স্ত্রী কে দাপত্য সুখ দিতে অক্ষম ছিল।

এখন, আপনার কথা অনুযায়ী মামিগুলো দু:শ্চরিত্র ছিল। মামাীরা এই দু:শ্চরিত্রগিরী কাদের সাথে কাম করেছে, ইহা কি আপনার জানা আছে?

সারা জীবন অন্যের মেয়েকে নিয়ে বাঁশ বাগানের নিচে চাঁদ গণবে আর বিয়ের করতে গেলে চরিত্রবাণ খুঁজবে!

কোন মা-বাবাই চায়না তাদের অল্প বয়সের সন্তান কে বেশী বয়সী ছেলের সাথে বিয়ে দিতে। তারা যখন আর্থিক অক্ষমতার ধরুণ ভালোভাবে মানুষ করতে পারে না কিংবা বয়স হয়ে গেলে অন্য কোথাও বিয়ে দিতে পারবেনা এই দু:শ্চিন্তার ভয়ে বিয়ে দিয়ে দেন। তাছাড়া প্রভাবশালী ও রাজনৈতিক লেজুরবৃত্তির পরিবারের বখাটে সন্তানগুলো প্রায়ই গরীব মানুষের মেয়েগুলো কে জোড় করে কিংবা ফুসলিয়ে ফাসলিয়ে অথবা রাতের আঁধারে ঘর থেকে প্রাকৃতিক কাজ কর্ম সারতে অথবা অন্য কোন প্রয়োজনে বের হলে পূর্বে থেকে ওৎপাতা থাকা শয়তানগুলো ধরে নিয়ে চিড়ে চিড়ে খায়। তারপর তাদের লাশ পাট ক্ষেত, নদী নালী কিংবা গর্তে করে পুতে রাখে। এ বিষয়ে পুলিশ মামলাও নিতে চায় না। নানা রকম হয়রানি করে।

কে চায় বাপু নিজ সন্তান কে শয়তানের খাবার বানাতে।

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

মাহাদী হাসান প্রেত বলেছেন: বাক্যের শেষে বিরাম চিহ্নটি দেখলেই উত্তর পেয়ে যাবেন।

১১| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৭

ধ্রুবক আলো বলেছেন: জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করতে করতে চুলের সাথে দাঁড়িও সাদাটে হয়ে গেছে। +++++++
প্রিয় কর্তৃপক্ষ শুনেছেন কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার করুন পরিণতি।

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১০

মাহাদী হাসান প্রেত বলেছেন: এখন অবশ্য সেশন জট অনেকটাই কমে এসেছে। পরবর্তী প্রজন্ম তবু একটু ভাল কিছু পাক!

১২| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৩৮

ধ্রুবক আলো বলেছেন: "সত্যিই সেলুকাস! কী বিচিত্র এই দেশ!"

১৩| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪১

মো: খায়রুল ইসলাম বলেছেন: খুব ভালো লেখা লেখ ছেন ভাই অনুমতি দিলে কপি করে ফেসবুকে দিব।

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪

মাহাদী হাসান প্রেত বলেছেন: জ্বি দিতে পারেন। একজনও যদি সচেতন হয় সেটাই কাজে লাগবে। ধন্যবাদ।

১৪| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৪

তাসজিদ বলেছেন: অসম বিয়ে অন্যায়। তেমনি শারীরিক চাহিদার জন্য পরকীয়া করা আরও বেশি অন্যায়।

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১২

মাহাদী হাসান প্রেত বলেছেন: সেটাই বলেছি। এভাবেই ক্রমাগত একটি অন্যায় থেকে ক্রমাগত জন্ম নিচ্ছে আরেকটি অন্যায়।

১৫| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৫

বর্ষন হোমস বলেছেন:
আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই বলি,
"সত্যিই সেলুকাস! কী বিচিত্র এই দেশ!"

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৩

মাহাদী হাসান প্রেত বলেছেন: মিথ্যা কিছু বলেন না! সত্যিই তো।

১৬| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.