নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি ঘুরে বেড়াতে, গান শুনতে, বই পড়তে...

মাহাদী হাসান প্রেত

আমার সম্পর্কে আর কি বলবো! আমি তো আমিই!

মাহাদী হাসান প্রেত › বিস্তারিত পোস্টঃ

কাঠ ফাটা রোদ্দুর, ঠোঁট ফাটা শহর

০৭ ই মে, ২০২১ সকাল ১১:৪৫

হাওড়া স্টেশন থেকে তামিলনাড়ুর কাটপাডি স্টেশনের দূরত্ব ১৭০০+ কিঃমিঃ। প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে ৩০ ঘন্টার এই জার্নিটা বেশ উপভোগ্য। মাঝখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে নেমে একটু হাঁটাহাটি করেছি, স্টেশন থেকে স্থানীয় কিছু খাবার কিনেছি।

বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে ইলেক্ট্রিক ট্রেন ছুটে চলেছে— কখনো বনভূমি, কখনো নদী আবার কখনো মরুভূমি পার হচ্ছি। এসি কামড়ায় শুয়ে গায়ে কম্বল জড়িয়ে জানালা দিয়ে এইসব মনোমুগ্ধকর দৃশ্য দেখতে বেশ লাগছে। কখনো বই পড়ছি, আবার খানিকটা ঘুমোচ্ছি।
দেড় দিন পর যখন কাটপাডিতে পৌঁছলাম তখন দুপুর, ঘড়ির কাটা ২ অতিক্রম করেছে। জানালার কাচ দিয়ে রোদের তীব্রতা দেখছি, চোখ ঝলসে যাচ্ছে।

কিন্তু ধাক্কাটা খেলাম ট্রেন থেকে নামতেই। যেন গনগনে আগুনের একটা হাওয়া শরীরে ধাক্কা দিয়ে গেল। টানা ৩০ ঘন্টা কৃত্তিম শীতে গায়ে কম্বল জড়িয়ে রেখে শরীর এমনিতেই নাজুক হয়ে গেছে। তারপর হঠাৎ এই তীব্র তাপমাত্রায় অবস্থা খারাপ হয়ে গেল।
গুগল করে দেখি তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। সব চেয়ে বড় সমস্যা পার্বত্য এই শহরে বাতাসের আর্দ্রতা একদম কম। অটোতে চেপে ভেলোর পৌঁছলাম। আধ ঘন্টাতেই ঠোঁট ফেটে কাঠ। কথা বলতে যেয়ে ঠোঁট ফেটে রক্ত বের হয়ে গেল। মে মাসের তীব্র উত্তাপেও এভাবে ঠোঁট ফাটতে পারে সেবারই প্রথম দেখলাম।

হোটেলে পৌঁছেই ঠোঁটের জন্য অয়েনমেন্ট কিনলাম আগে। আমরা গ্রীষ্মপ্রধান দেশের মানুষরা সাধারণত গরমে পাতলা হাফ হাতা কাপড় পরি। কিন্তু এখানে হিসেব ভিন্ন। একদিনেই শরীরের চামড়া ঝলসে গেছে। পরের দিন থেকে সানবার্ণ থেকে বাঁচতে ফুল হাতা মোটা শার্ট পরে আর রুমাল দিয়ে মুখ ঢেকে বের হতাম।

সমগ্র শহরটিই মূলত তিন দিক থেকে ঘেরা একটা পাথুরে পাহাড়ের পাদদেশে অবস্থিত। দিনের বেলায় পাহাড়ের গায়ে সূর্যের তাপ প্রতিফলিত হয়ে শহরটা খা খা করে পুড়তে থাকে। স্থানীয় লোকদের মতে কালো এই শিলা পাহাড়টি আগে সাদা ছিলো। সূর্যের তাপে পুড়তে পুড়তে কালো হয়ে গিয়েছে।

সারাদিন সারা শহর টই টই করে ঘুরে বেড়াতাম। দিক নির্ণয়ের জন্য পাহাড়ের একটি চূড়াকে ধ্রুব তারার মতো ব্যাবহার করতাম। এই চূড়াটি অনেক দূর থেকে দেখা যায়। চূড়ার ওপর একটি গির্জা, তার একদম নিচেই আমাদের থাকার হোটেল।
পথ হারিয়ে ফেললেই পাহাড়ের চূড়া বরাবর হাঁটতে থাকতাম। ভেলোরকে প্রাচীণ দূর্গের শহর বলা হয়।
টিপু সুলতানের ভেলোর ফোর্ট, তার কন্যা ও বিবিদের মাজার, তার সেনাপতির মাজার, মসজিদ, শহরের ঐতিহ্য; এসব গল্প আরেকদিন বলবো।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৩৯

আমি সাজিদ বলেছেন: সেখানের খাবার, মানুষ, সংস্কৃতি নিয়েও জানাবেন।

০৭ ই মে, ২০২১ দুপুর ২:৩৬

মাহাদী হাসান প্রেত বলেছেন: অবশ্যই জানাবো। ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: পুরো ভারত দেশোটা ভ্রমন করার ইচ্ছা আছে আমার।

০৭ ই মে, ২০২১ দুপুর ২:৩৮

মাহাদী হাসান প্রেত বলেছেন: আমারো এমন ইচ্ছে আছে। পুরো ভারত দেখলে মোটামুটি পুরো পৃথিবীর অর্ধেক প্রাকৃতিক আর জীব বৈচিত্র দেখা হয়ে যায়।

৩| ০৭ ই মে, ২০২১ বিকাল ৫:০২

তেলাপোকা রোমেন বলেছেন: এই দীর্ঘ ট্রেন ভ্রমণ অনেকদিনের প্লান। করোনার কারনে থেমে আছি :(

০৭ ই মে, ২০২১ রাত ১০:৩৮

মাহাদী হাসান প্রেত বলেছেন: করোনার কারনে আমাদের অনেক কিছুই থেমে আছে। আশা করি পৃথিবী সুস্থ হয়ে উঠলে ইচ্ছেগুলো পূরণ হবে।

৪| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তিনটি ছবি দুইবার !!
দেখতে বিরক্তিকর।

০৭ ই মে, ২০২১ রাত ১০:৪০

মাহাদী হাসান প্রেত বলেছেন: ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য। সারাদিন বাইরে ছিলাম। ফোন থেকে ছবিগুলো এডিট করা যাচ্ছিল না। এখন ঠিক করে দেব।

৫| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

স্বর্ণবন্ধন বলেছেন: সুন্দর লিখেছেন। সেখানকার সংস্কৃতি, ঐতিহ্য, মিথ নিয়ে লেখার অনুরোধ রইল। যাতে কল্পনায় ঘুরে আসা যায়।

০৭ ই মে, ২০২১ রাত ১০:৪১

মাহাদী হাসান প্রেত বলেছেন: ধন্যবাদ আপনাকে। কয়েক ধাপে ভেলোর সম্পর্কে লিখবো ভাবছি। আশা করি চোখ রাখবেন।

৬| ০৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

আহমেদ জী এস বলেছেন: মাহাদী হাসান প্রেত,




ভেলোর সম্পর্কে আরও খানিকটা বেশী লিখতে পারতেন । অনেক বাংলাদেশীরাই ভেলোরে যান চিকিৎসা নিতে , তাদের জন্যে এমনটা ভালো হতো।
ছবিগুলো দু'বার এসেছে।

০৭ ই মে, ২০২১ রাত ১০:৩৭

মাহাদী হাসান প্রেত বলেছেন: হ্যাঁ, লিখবো। লেখা বেশি বড় করতে চাইনি। তাই ভেবেছি কয়েক ধাপে লিখবো। ছবিগুলো এডিট করে দিচ্ছি।

৭| ০৮ ই মে, ২০২১ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: পুরো ভারত ঘুরতে কত সময় লাগতে পারে? ওরা তো ৬ মাসের বেশী ভিসা দেয় না।

০৮ ই মে, ২০২১ রাত ৩:১০

মাহাদী হাসান প্রেত বলেছেন: ২৯ টা প্রদেশ। প্রতিটা প্রদেশে গড়ে পাঁচদিন ধরুন। একবারে না পারলে একাদিক ধাপে শেষ করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.