নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃতচারিণী

মায়িশা তাসনিম ইসলাম

একজন শব্দপ্রেমী। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি।

মায়িশা তাসনিম ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ধূম্রকাব্য (ধূমপায়ী প্রেমিক-২)

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৯

আমি তামাক ভালোবাসিনি কখনো
অথচ তোমার শার্টে লেপ্টে থাকা সিগারেটের গন্ধের সাথে মেশা থাকে আমার আসক্তি।
তবুও তোমার ঠোঁটে আগুন চাষ করা পৃথিবীর আততায়ী হবে আমার দীর্ঘশ্বাস!

পড়ে থাকা সিগারেটের খালি প্যাকেটগুলোর মতো বানাতে চাই কবিতার স্তূপ!
ঘুমের ওষুধগুলোর নরম ডাক উপেক্ষা করে চোখে মশাল জ্বালাই অন্ধকারের।
নির্বোধের মতো টহল দিতে যাই পৃথিবীর সমস্ত প্রেমিক কবিদের মৃত্যুহীন দূর্গ
অথচ পঙক্তিগুলোয় দাঁড়াতে গিয়ে দেখি বিরহের প্রহরী সব ধেয়ে আসছে ধনুক হাতে।

রাতে নেমে আসে কারফিউ, কালির দোয়াতে ঝরতে থাকে বিন্দু বিন্দু রক্ত।

তাই শব্দের তামাক গিলে খেতে হয় নির্দ্বিধায়
ধোঁয়া হয়ে কবিতাদের উড়ে যাওয়া দেখি নির্লিপ্ত।
ফুসফুসের বদলে ক্ষয়ে যায় প্রেমাসক্ত হৃদয়
ছাই হয়ে পড়ে থাকা প্রেম অভিশাপ দিতে থাকে।

স্তূপ বানিয়েছি ঠিকই, দিস্তার পর দিস্তা কবিতাশূন্য কাগজের স্তূপ!
আমি খুঁজে যাই হারিয়ে যাওয়া শার্টের বোতাম।
আগুন হয়ে আগুন নেভানোর চেষ্টা করলেই অন্ধকার আমাকে গ্রেফতার করে ফেলে!
প্রণয়হত্যার চেষ্টার ব্যাপারে ধুম্রকাব্যের তদন্ত থেকে যায় অসমাপ্ত।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

ঋতো আহমেদ বলেছেন: ধুম্রকাব্যে ভাল লাগা দিলাম। তবে, ধুম্রপানে নয়।

২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫১

মায়িশা তাসনিম ইসলাম বলেছেন: তাই করা উচিৎ। অনেক ধন্যবাদ!

২| ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরো বেশি বেশি করে কবিতা পড়ুন। শব্দ চয়ন মন্দ নয়, তবে ব্যবহৃত প্রতিটি শব্দের প্রয়োজনীয়তা যেন বিদ্যমান থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.