নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রামে আবার জ্বালানিবিহীন বিদ্যুৎ ?

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৯

জ্বালানিবিহীন বিদ্যুতের খবর দেখলাম ইত্তেফাকে

Click This Link







মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৩

ইনভেস্টিগেটর বলেছেন: হঃ, হে এইটা সম্ভব করলে ফিজিক্স আর থার্মোডায়নামিক্স এর তাবৎ সূত্র ফেইল মাইরা যাইবো। আইন্সটাইন, নিউটন থিকা সুরু কইরা তাবৎ দুনিয়ার বিজ্ঞানীরে বেকুব কমু তহন।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৬

মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন: এটা সম্বভ এই কাহীনি আরো ৩ মাস আগের পুরান কাহীনি।

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩১

মদন বলেছেন: তিনমাসের পর এইডা আজকে আরো আপডেট হইছে।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩০

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: বাস্তবে কই? ৩ মাস আগে টিভিতে এখন আবার পত্রিকায়।

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩২

মদন বলেছেন: সেইডাই তো বুঝতেছি না। এর আগে কে যেন পানি দিয়া গাড়ী চালাইলো। তার ও কোনো খবর নাই :(

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬

অনিশ্চিত বলেছেন: অশিক্ষিত মুর্খ পাবলিকের কথা বাদ দিলাম, কিন্তু শিক্ষিত সাংবাদিকরা যখন এগুলান ছাপায় মেজাজ চরম হট হয়ে যায়। কমনসেন্স না থাকলে কিংবা অকাটমুর্খ হলেই কেবল এ ধরনের নিউজ ছাপানো সম্ভব।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪১

চিটি (হামিদা রহমান) বলেছেন: সংবাদ গুলো আমাদের জন্য অবশ্যই কল্যান বয়ে আনবে.......
তবে এভাবে আবিস্কার করে করে ঘরে বসে থাকলে কি চলবে??
কাজে লাগালে বুঝা যাবে সেটার কৃতিত্ব!!

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৩

মদন বলেছেন: সবাই উদ্ভাবনের খবর ছাপায়, কাজে লাগানোর খবর কেউ ছাপে না ।

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৪৪

মদন বলেছেন: আর ফাপবো কেমনে? কাজে লাগাইতে পারলে তো :)

৬| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১০

আজমান আন্দালিব বলেছেন: আমাদের আরও একটু অপেক্ষা করে তারপর এ ব্যাপারে মন্তব্য করা উচিত।
গিয়াসউদ্দিন কচির সাফল্য কামনা করছি। সাংবাদিকরা তো আর এমনি এমনি সংবাদটি ছাপেন নি। আমরা এ সংক্রান্ত সাফল্যের অপেক্ষায় রইলাম।

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩১

জ্বিনের বাদশা বলেছেন: এটাকে আসলে ভুলভাবে উপস্থাপন করছেন সাংবাদিকরা ... এটা মোটেও ম্যাজিক কইছুনা বা জ্বালানী ছাড়া মানে এমন না যে কোন কিছু ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে

এটা হলো আরো বেশী এফিশিয়েন্ট মোটর/জেনারেটর তৈরীর মতো ব্যাপার ... সম্ভবতঃ সরাসরি ইনপুটের বাইরেও এনভায়রনমেন্টে বিরাজিত এনার্জিকে এক্সপ্লয়েট করে ... জেনেরালি, এগুলোকে ম্যাগনেটিক মোটর বলে

কাউন্টার ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স বলে একটা জিনিস জেনারেটর ঘোরানোর সময় তৈরী হয় যেটা জেনারেটরের এফিশিয়েন্সি খর্ব করে ... মূলতঃ এই কাউন্টার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে নানাভাবে এক্সপ্লয়েট করেই নানারকম ম্যাগনেটিক মোটরের উদ্ভাবকরা ডিজাইনগুলা করেন

ম্যাগনেটিক মোটরের লাইনে অসংখ্য পেটেন্ট হয়ে গেছে অলরেডী, কচির ডায়াগ্রাম তৈরী হবার পর সেটার পেটেন্ট আগেই হয়ে গেছে কিনা যাচাই করা হবে নিশ্চয়ই --- সেটাও একটা চিন্তার বিষয় হবার কথা কচির জন্য

যদিও এ্যাকাডেমিয়াতে একমাত্র MEG(http://jnaudin.free.fr/meg/meg.htm) ছাড়া আর কিছু এখনও সেভাবে পাত্তা পায়নি ... এই MEG সম্ভবতঃ এখন বানিজ্যিকভাবে ব্যবহারও হচ্ছে ... এর আউটপুট এ্যাপারেন্ট ইনপুটের ৫ গুনেরও বেশী ... উদ্ভাবকের মতে ভ্যাকুয়াম এনার্জি এক্সপ্লয়েট করার ফলে এটা সম্ভব হচ্ছে


কচির জন্য শুভকামনা রইলো যাতে তার ডিজাইনটা আলাদা পেটেন্ট হয় এবং অন্যদের চেয়ে বেশী এফিশিয়েন্ট প্রমাণিত হয় ... তাইলে তার কপাল খুলতেও পারে

মজার মজার আরো থিওরী আছে এই লাইনে ... বলা হয় তেল ব্যবসায়ীদের চাপে ম্যাগনেটিক মোটর লাইনে নাকি গবেষকদের কাজ করতে দেয়া হয়না --- জানিনা কতটা সত্য :(

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪

নির্বাক সুশীল বলেছেন: মানুষের পেটের বর্জ্যগ্যাস দিয়া নাকি বিদ্যুত বানানো গেসে, কে জানি একজন বললো কয়েকদিন আগে।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

রাগিব বলেছেন: এবারের নোবেল প্রাইজটা কচিকে দেয়া হোক। তার আগে অবশ্য এবারের নোবেল সাহিত্য পুরস্কারটা সাংবাদিক সরোয়ার মিঞাকে দিতে হবে, জাতিসংঘের ইমেইল বিষয়ক মনোরম কাহিনী রচনার জন্য। অবশ্য এই ব্যাটাকে কচির ব্যাকারেরা ঘোল খাওয়াচ্ছে নির্ঘাত ... কায়সার যেমন নীলক্ষেত থেকে আইবিএমের কার্ড বানিয়ে কর্মী সেজেছিলো, সেরকমই ঘটনা।

আসল ফন্দিটা হলো কচির পিছনে যারা আছে তাদের ... এসব বুজরুকি দেখিয়ে যদি কিছু বেকুব শ্রেণীর ইনভেস্টরের পকেট কাটা যায়। ১০০ বছর আগে থেকে এরকম খবর আমেরিকা সহ সারা বিশ্বে মাঝে মাঝেই আসে, কিন্তু যে কে সেই।

সাংবাদিক ব্যাটাকে সাংবাদিকতার প্রাথমিক কোর্সে ফেরত পাঠানো দরকার। কানপাতলা বাগধারার উপযুক্ত উদাহরণ আর কাকে বলে!!

১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৯

মদন বলেছেন: এপ্রিল ফুলের মজা হিসেবে গুগল টয়লেটের লাইন দিয়ে ইন্টারনেট ব্যবহারের কথা বলেছিল। ইত্তেফাকের আইটি রিপোর্টার তা হবহু বাংলা করে ছাপিয়ে দিয়েছিলো :)

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লুকার বলেছেন:

ভাল বলেছেন জ্বিনের বাদশা।
কিছু একটা বানিয়েছে সে।
সেটার ব্যাখ্যা বিদ্যা না থাকায় সে নিজে দিতে পারছে না।

১১| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লুকার বলেছেন:

এটা যদি মৌলিক কাজ হয় তবে উপযুক্ত কারো সাহায্য নিয়ে প্যাটেন্ট করতে হবে, এবং পেপার পাবলিকেশন করতে হবে।

১২| ১২ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

ড্রিমক্যাচার বলেছেন:
শক্তির নিত্যতা সুত্রটাতো মনে হয়া ক্লাস ৫-৬ এই পড়াই

পারপেচুয়াল মেশিন বা জ্বালানী বিহিন বিদ্যুত উতপাদন করা সম্ভব হলে তা যে মানব ইতিহাসের এই হাজার বছরের সমস্ত জ্ঞান বিজ্ঞানকে নতুন করে লিখতে হবে, আগের সব থিওরি সব তত্ব বাতিল হয়া যাবে এটা কি লোকে বোঝেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.