নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মদন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

মদন

মদন › বিস্তারিত পোস্টঃ

ভাড়াবাড়ী

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬

জীবনের প্রয়োজনেই বিভিন্ন সময়ে ভাড়া বাসাতে থাকতে হয়েছে। ৯৬ সালের দিকে ঢাকায় ইব্রাহিমপুরে কয়েকজন মিলে মেস করে এক বাসায় ছিলাম। বাড়ীওয়ালীকে ডাকতাম আপা আর বাড়ীওয়ালাকে দুলাভাই। স্বাভাবিকভাবেই তাদের কন্যাদ্বয়কে ভাগ্নী আর পুত্রদ্বয়কে ভাগ্না। যদি পুত্র-কন্যাগন আবার আমাদের ভাই ডাকতো :P বলেত গেলে কোনোদিন বাড়ীওয়ালাসুলভ আচরন তাদের থেকে পাইনি। আমাদের মধ্যেও কেউ কখনও তাদের সংগে খারাপ আচরন করেছে বলে মনে পড়ে না।

কাজীপাড়ায় যে বাসায় ছিলাম সেটি ছিলো ১রুম+১কিচেন+১বাথ। বাড়ীওয়ালা বছরে শেষে ভাড়া বাড়ানো কথা বলতো না বরং আমি নিজে থেকেই প্রতিবছর সাধ্যমতো ভাড়া বাড়িয়ে দিয়েছি। তিনিও মেনে নিয়েছেন। তিনি ছিলেন দুসম্পর্কের নানা। আত্নীয়তার সুবাদে নিয়মিত খানা-খাদ্যও জুটতো :)

এরপরে যে বাসায় ছিলাম সেটি শেওড়াপাড়া মাতবরের পুকুরপাড়ে স্বপন ভাই এর বাসা। তিনি আমার প্রায় সমবয়সী হওয়াতে বন্ধুর মতোই ছিলেন। ঢাকা ছেড়েছি ৫ বছর হলো। এখনও নিয়মিত যোগাযোগ হয়।

রাজশাহীতে প্রয়োজনের তাগিদেই বছরে ১টি করে বাড়ি পাল্টে এখন তৃতীয় বাড়ীতে। আগের দু বাড়ীতে বাড়ীওয়ালা ভিন্ন জায়গাতে থাকতেন বলে যোগাযোগ সেভাবে নেই কিন্তু উল্লেখযোগ্য সমস্যাও হয়নি। বর্তমান বাড়ীতে রয়েছি ২বছর হলো। অসম্ভব একটি ভালো পরিবারের সাথে থাকার সুযোগ হয়েছে। তারা আমাদেরকে তাদের পরিবারের সদস্যই মনে করেন। নিয়মিত খাবারের ট্রে নেমে আসে উপর থেকে(উনারা তিন তলায়, আমরা দোতলায়)। উনাদের প্রতিটি পারিবারিক প্রোগ্রামে আমাদের উপস্থিতি বাধ্যতামূলক। আমরা একবেলা খাবার পাঠালে আগামি তিনবেলা খাবার উনারা পাঠাবেন এটি নিশ্চিত। উনাদের প্রায় সকল আত্নীয়দের বাসাতেও আমাদের যাতায়াত-খানাপিনা সুসম্পন্ন হয়েছে :)

আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন। সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমিন।


[মাঝে মাঝে ভাড়াটিয়া-বাড়িওয়ালা সম্পর্কের দু:খময় পোষ্ট পড়ে আমার নিজের অভিজ্ঞতাটি দিলাম]

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: আপনার কপাল ভালো বলতে হবে।

০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

মদন বলেছেন: আলহামদুলিল্লাহ :)

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৩:৫১

স্নিগ্ধ শোভন বলেছেন:

আপনার বাড়িওয়ালা ভাগ্য বেশ ভালই দেখা যাচ্ছে। :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

মদন বলেছেন: আলহামদুলিল্লাহ :)

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৬:২০

মহান অতন্দ্র বলেছেন: আপনার কপাল ভাল এবং আপনিও মানুষ নিশ্চয়ই ভাল । এক হাতে তো আর তালি বাজে না । সুখে থাকুন আপনারা ।

১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৮

মদন বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভাড়াটিয়া বাড়িওয়ালা সুসম্পর্কের কথা পড়ে ভালো লাগলো ভ্রাতা :)

তবে মাঝে মাঝে দুই একটা ভাড়াটিয়া পাই , খুব জ্বালাতন করে । অনিয়ম করে ।তখন না চাইলেও কঠোর হতে হয় । বিষয়টা আমার নিজের কাছেই খারাপ লাগে । কিন্তু কি আর করার । আর একজন এই মাসে বলল তার নাতীর অপারেশন , আমি যেচে বলেছি , এই মাসের ভাড়া পরে দিলেও চলবে । কিন্তু এর পরে যদি তারা ভাড়ার ও বাড়ির নিয়ম না মানে কষ্ট লাগে । বাড়ি ভাড়া তো এক ধরনের ব্যাবসাও । বাড়িওয়ালা অনেকাংশে এই ভাড়ার উপরে নির্ভর করে ।

ভালো থাকবেন :)

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৬

মদন বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

কলমের কালি শেষ বলেছেন: চাঁন কপাল দেহি :P :P

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪২

মদন বলেছেন: আলহামদুলিল্লাহ :)

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩০

জাফরুল মবীন বলেছেন: আল্লাহ আপনাকে বাড়িওয়ালা বিষয়ক জটিলতা থেকে হেফাজত করে চলছেন এটাই বড় কথা।আলহামদুলিল্লাহ।

ভাল থাকুন মদন ভাই।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

আমি ময়ূরাক্ষী বলেছেন: খুব ভালো লাগলো।

৮| ১১ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫৯

প্লেবয় বলেছেন: B-)

৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

খেলাঘর বলেছেন:

"রাজশাহীতে প্রয়োজনের তাগিদেই বছরে ১টি করে বাড়ি পাল্টে এখন তৃতীয় বাড়ীতে "

-শিবির শহরে আইএসআইএস শাখায় কাজ করছেন?

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ২:১৬

মদন বলেছেন: আরে, আপনি কি করে বুঝলেন? আপনের তো মেলা বুদ্ধি :)

১০| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

 বলেছেন: B-) B-)

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আপনার অভিজ্ঞতার কাহিনী পরে ভালো লাগলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.