নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা আছে...

২২ শে মে, ২০১৭ সকাল ৯:৫৫






ভুলে যেতে চাই
এই চির চেনা পথটাকে
ভালবাসা বুঝি ভুল করেই হয়?
নাকি ভালবাসায় ভুল?
ভুল হোক কিম্বা শুদ্ধ
তবুও মনে হয় ভালবাসা আছে ।

ভালবাসা উষ্ণ মরুর বুকে
ফুল ফোটাতে পারে যেমন
তেমনই পারে তীর হয়ে বুকে বিদ্ধ হতে।

সু-সম্পর্ক আর বন্ধুত্ব যেটাই বল
এই পথেই তো সব সূচনা
ভাঙনের পর্বটাও না হয় হোক এই পথে।

ভুল হোক কিম্বা শুদ্ধ
ভালবাসা আছে
তবুও ভুলে যেতে চাই
এই চির চেনা পথটাকে।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:০৬

সামু পাগলা০০৭ বলেছেন: বেশ সুন্দর লাগল!
শুভকামনা!

২২ শে মে, ২০১৭ সকাল ১০:১২

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সামু পাগলা।

২| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালবাসায় একটু ভাড়া থাকতে চাই =p~

২২ শে মে, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: টাকা বেশি দিলে ভালবাসায় ভাড়া থাকার ব্যবস্থা করে দিব শাহরিয়ার ভাই।

৩| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:১১

নাদিম আহসান তুহিন বলেছেন: হায়রে ভালোবাসাল

২২ শে মে, ২০১৭ সকাল ১০:১৪

মোস্তফা সোহেল বলেছেন: জীবনটাকে করল নিরাশা
হায়রে ভালোবাসা....তাইনা তুহিন ভাই?

৪| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই। সুন্দর হয়েছে।

ভালোবাসা আছে থাকবে, থাকবেই আমার এমনটাই বিশ্বাস।

শুভকামনা জানবেন।

২২ শে মে, ২০১৭ সকাল ১০:১৫

মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা সব সময়ই থাকে তবে তার বহিঃপ্রকাশটা সব সময় থাকে না এই যা।
আপনার জন্যও অনেক শুভ কামনা নয়ন ভাই।

৫| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:১১

শাহরিয়ার কবীর বলেছেন:

প্রেম পিরিত কখন যে কার শুরু হয়, আবার কখন যে কার মন ভাঙ্গা :((



ভালবাসার জয় হোক।

২২ শে মে, ২০১৭ সকাল ১০:১৭

মোস্তফা সোহেল বলেছেন: প্রেম পিরিতা না করাই মনে হয় ভাল । ওই যে বললাম,

ভালবাসা উষ্ণ মরুর বুকে
ফুল ফোটাতে পারে যেমন
তেমনই পারে তীর হয়ে বুকে বিদ্ধ হতে।

৬| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:২৯

জীবন সাগর বলেছেন: অনেক সুন্দর কবিতা, ভালো লাগলো। +++++

২২ শে মে, ২০১৭ সকাল ১০:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ জীবন সাগর।

৭| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি হলাম যাযাবর টাইপের মানুষ, আজ এ শহরে তো, কাল ও শহরে। ভালবাসার দরকার নেই!!

২২ শে মে, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: আমি একটা শহরে থাকি একদিন আসেন ভালবাসায় থাকিবার ব্যবস্থা করিব।

৮| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভালবাসা এমনই

খুব সুন্দর লিখেছেন ভাইয়া
শুভেচ্ছা রইল

২২ শে মে, ২০১৭ সকাল ১১:০১

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ফাতেমা আপু।

৯| ২২ শে মে, ২০১৭ সকাল ১১:২৫

নতুন নকিব বলেছেন:



এক কথায় অসাধারন!

কেমন আছেন, প্রিয় ভাই?

২২ শে মে, ২০১৭ সকাল ১১:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: আলহামদুলিল্লাহ ভালই । আপনি কেমন আছেন নকিব ভাই?
কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল।

১০| ২২ শে মে, ২০১৭ সকাল ১১:৪৩

ধ্রুবক আলো বলেছেন: ভুল হোক কিম্বা শুদ্ধ
ভালবাসা আছে

সুন্দর
দারুন কবিতা, খুব ভালো লাগলো । +++

২২ শে মে, ২০১৭ সকাল ১১:৫০

মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো আপনার মন্তব্য পেয়ে অনেক ভাল লাগল।

১১| ২২ শে মে, ২০১৭ দুপুর ২:১৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: তবুও ভুলে যেতে চাই এই চির চেনা পথটাকে। কিন্তু তবুওতো ভুলা যায় না।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ভুলতে চাইলেও অনেক কিছুই ভোলা যায় না।ধন্যবাদ মাইদুল ভাই।

১২| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:০৭

নীলপরি বলেছেন: ভুল হোক কিম্বা শুদ্ধ
ভালবাসা আছে
--

ভালো লাগলো । ++++++

২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ নীলপরি।

১৩| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:১৯

মোঃ কাওছার ইসলাম বলেছেন: ভালবাসা থাকতেই হবে। কারণ ভালবাসাহীন জীবন বড় কষ্টের।

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ঠিক বলেছেন কাওছার ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:১২

সিনবাদ জাহাজি বলেছেন: :) :)
ভালবাসা আসলেই আছে।
পোস্টটাতে ভালোবাসা রেখে যাচ্ছি

২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৩০

মোস্তফা সোহেল বলেছেন: আপনার প্রতিও অনেক ভালবাসা রইল সিনবাদ জাহাজি।

১৫| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালবাসা উষ্ণ মরুর বুকে
ফুল ফোটাতে পারে যেমন
তেমনই পারে তীর হয়ে বুকে বিদ্ধ হতে।


ভালো লিখেছেন। ধন্যবাদ ভাই মোস্তফা সোহেল।

২৩ শে মে, ২০১৭ সকাল ৮:৫১

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ হেনা ভাই।

১৬| ২২ শে মে, ২০১৭ রাত ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন:
ভুল হোক কিম্বা শুদ্ধ
ভালবাসা আছে


.........হ, আমিও তাই কই, ভালোবাসার কবিতায় ভালোলাগা।

২৩ শে মে, ২০১৭ সকাল ৮:৫২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই।

১৭| ২২ শে মে, ২০১৭ রাত ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন:

২৩ শে মে, ২০১৭ সকাল ৮:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: চায়ে কিন্তু সেই রকমের স্বাদ।

১৮| ২২ শে মে, ২০১৭ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে মে, ২০১৭ সকাল ৮:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগল সুমন দা।

১৯| ২৩ শে মে, ২০১৭ রাত ২:৪০

ওমেরা বলেছেন: ভালবাসা না থাকলে কি কোন মা সন্তানকে লালন পালন করত !! ভালবাসা না থাকলে কি অচেনা অজানা লোকের সাথে বিয়ে সারা জীবন কাটিয়ে দেয়া যায় !! কাজেই ভালবাসা অবশ্যই আছে তবে আপনি এসব ভালবাসার কথা মিন করেন নাই আপনি যেটা মিন করেছেন সেটা হল ভাংগাভাসা দুজনের মনেই সারাক্ষন ভেংগে ভয় থাকে । তবে আপনার কবিতা সুন্দর হয়েছে তাই ধন্যবাদটা আপনার প্রাপ্য । ধন্যবাদ ।

২৩ শে মে, ২০১৭ সকাল ৮:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ওমেরা।

২০| ২৩ শে মে, ২০১৭ সকাল ১১:৫৪

ইসফানদিয়র বলেছেন: ভালবাসা বুঝি ভুল করেই হয়?

২৩ শে মে, ২০১৭ সকাল ১১:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে তো ভুল করেই ভালবাসা হয়।

২১| ২৪ শে মে, ২০১৭ সকাল ১০:৫৬

সামিয়া বলেছেন: সুন্দর

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সামিয়া আপু।

২২| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:৫৪

নাগরিক কবি বলেছেন: ভাল বাসা মানে তিন বেড - ড্রইং - ড্রাইনিং - এটাচ বাথ B-)

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: হায় হায় কনকি আগে জানা ছিল না।

২৩| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সালমান মাহফুজ বলেছেন: ভুল হোক কিম্বা শুদ্ধ
ভালবাসা আছে
তবুও ভুলে যেতে চাই
এই চির চেনা পথটাকে।
-- ভুলে যাওয়ার মধ্যে মুক্তি আছে কিন্তু পীড়া তার চেয়ে বহুগুণ ।

যা ভুলতে চাই তাই বেশি মনে পড়ে, আর যা মনে রাখতে চাই তাই ভুলে যাই ।

কবিতার প্রতি ভালো লাগা ।

২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সালমান ভাই।

২৪| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩০

বে-খেয়াল বলেছেন: ভুল হোক কিম্বা শুদ্ধ
ভালবাসা আছে
তবুও ভুলে যেতে চাই
এই চির চেনা পথটাকে

লেখায় ভালবাসা রইলো, বেশ ভালো লাগলো এমনি করে লিখে যাও সবসময়।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: টুকটাক লেখার চেষ্টা করি । ভাল হয় কিনা জানিনা। চেষ্টা করব এভাবে আরও অনেক দিন লিখে যাওয়ার।
আপনিও অনেক ভালবাসা জানবেন।

২৫| ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:০০

কাব্য রসিক বলেছেন: বাহ!! অসাধারণ কাব্যশৈলী =)

০১ লা জুন, ২০১৭ বিকাল ৩:০২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ধন্যবাদ কাব্য রসিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.