নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ ভাল নয় কিন্তু মন ভাল।

মোস্তফা সোহেল

আমি আমার মত করে অন্যদের যতটুকু ভালবাসি অন্যরা আমাকে ততটুকু ভালবাসে না।

মোস্তফা সোহেল › বিস্তারিত পোস্টঃ

*** অবুঝ হৃদয় ***

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৬







কথা গুলো তোমার কাব্যময়
তুলে দাও হৃদয় থেকে
সতেজ ভালবাসা,
ঘৃনার দৃষ্টি তুলে নাও
তোমার চোঁখ থেকে ।


হোকনা সকাল গড়িয়ে দুপুর
দেখা তো হবেই অপরাহ্নে ।


তবুও বোঝেনা হৃদয়
অপেক্ষা করে ব্যাকুল হয়ে।


যদিও বসে থাকি আজন্মকাল
দুজনা মুখোমুখী
মনে হবে এই তো এলে
কিছুক্ষন আগে আমার সম্মুখে।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২

এম এ কাশেম বলেছেন: প্রেম বুঝে না সময়
বুঝে শুধু হৃদয়।

শুভেচ্ছা কবি।

১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভকামনা রইল কাশেম ভাই।

২| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৪

তানহা তন্বী বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ তানহা তন্বী।

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদিও বসে থাকি আজন্মকাল
দুজনা মুখোমুখী
মনে হবে এই তো এলে
কিছুক্ষন আগে আমার সম্মুখে।


মুগ্ধতা এবং অতি অবশ্যই প্রিয়তে.............

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: কি আর এমন এই কবিতা
প্রিয়তে নিলে যে খুব
প্রতিনিয়ত আমি তোমার ছড়ায়
মারিতে থাকি ডুব।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: তবুও বোঝেনা হৃদয়
অপেক্ষা করে ব্যাকুল হয়ে।

ঠিক তাই । তবু সে কি আর বুঝে?

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৬

মোস্তফা সোহেল বলেছেন: হৃদয় আসলেই মাঝে মাঝে বোঝে না।
ধন্যবাদ সেলিম ভাই।

৫| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো হয়েছে।

তবে আরেকটু কোনসেন্ট্রেট করতে পারতেন লেখাটায়।

১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক আগের লেখা ধ্রবক আলো ভাই।
পরবর্তীতে আরও ভাল লিখতে চেষ্টা করব।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩২

মৌমুমু বলেছেন: হোকনা সকাল গড়িয়ে দুপুর
দেখা তো হবেই অপরাহ্নে ।
তবুও বোঝেনা হৃদয়
অপেক্ষা করে ব্যাকুল হয়ে।

খুব সুন্দর লিখেছেন ভাইয়া। কিছু কিছু অপেক্ষা যেন শেষ হবারই নয়। অপেক্ষায় থাকতে থাকতে অপেক্ষায় থাকাটাই জেন নেশা হয়ে যায়।
ভালো থাকবেন ভাইয়া। অনেক শুভকামনা।

১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে অপেক্ষা করাও অনেক সুখের।
আপনার জন্যও অনেক শুভ কামনা রইল আপু।

৭| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লেগছে +

শুভ কামনা কবি !

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল শাহরিয়ার ভাই।

৮| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
হোকনা সকাল গড়িয়ে দুপুর
দেখা তো হবেই অপরাহ্নে ।
সুন্দর।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৮

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

১০| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর প্রেমময় অনুভূতি । হৃদয়ে ভালবাসা থাকুক অতৃপ্ত ।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: হৃদয়ে ভালবাসা অতৃপ্তই থাকে সব সময়।

১১| ১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এ অনুরাগ ফুরোবার নয়!

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: এ অনুরাগ ফুরোবার নয়! আসলেই তাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ রুপক ভাইয়া।

১২| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:০৬

তোফায়েল আহমেদ টুটুল বলেছেন:



অবুঝ হৃদয় অসাধারণ কবিতা । শুভেচ্ছা ও অভিনন্দন রইল ।
মুগ্ধ হৃদয়ে দুকলম লিখে গেলাম।
নির্জন নিশ্চুপ বসে প্রকৃতির সনে,
দিবস রজনী কাটে অস্থির ভাবনা,
তৃষিত হৃদয়ে জাগে কামনা বাসনা,
বাহু ডুরে আলিঙ্গন অলীক স্বপনে।
বুকের ভিতর শুনে অপেক্ষায় আমি,
হৃদয়ে নিরব কথা কি যে বল তুমি ।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪০

মোস্তফা সোহেল বলেছেন: আপনার কবিতাটিও খুব ভাল লাগল।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: ধন্যবাদ সুমন দা।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

অালপিন বলেছেন: লিখতে লিখতেই হাত পাকবে একদিন। চালিয়ে যান। পাশে আছি।

১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৫

মোস্তফা সোহেল বলেছেন: আশা করি এভাবেই সব সময় পাশে থাকবেন।

১৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনাম এবং ছবিটা সুন্দর। কথাগুলোও ভাল লেগেছে।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনি পড়েছেন জেনে অনেক ভাল লাগল ভাইয়া।
ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.