নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাপোষা মধ্যবিত্ত কার্ণিশ আগলে লুকিয়ে\nমুষড়ে পরা বিপ্লবী তাহাদের তাড়া খেয়ে।

নাগরিক কবি

আলো আঁধারের মাঝে ১ রাতের ব্যবধান,শত শত ভ্রূণ জেগে উঠে অন্ধকার গর্ভে।পরিচয় পরিচিতি সেখানে নগ্ন হয়ে যায়।

নাগরিক কবি › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ব্লগলামি B-))

২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:০৪

ইতিমধ্যে ঈদ আমাদের দরোজায় কড়া নাড়ছে, এর মধ্যে একটু বিনোদন না হলে কি হয় ;)

আজকের আলোচনার বিষয়বস্তু হইলো গিয়া সামুর ব্লগে কবি ও কবিতার কবিতামি। :)

প্রথমেই দেখা যাইতাছে নিচে আলোচিত ব্লগ এর কবিতা তাও আবার সনেট B-)

ইরাম ভয়ংকর কবিতায় আরেকখান ভয়ংকর মন্তব্য :

এইরাম অবস্থায় আমাদের ব্লগার খালিদ সাহেবের জ্বর তার জন্য সবাই প্রার্থনা করুণ :-B


যাউকগা মাঝখানে একখান নুডলস বিরতি, ব্লগার দিক ভ্রান্ত এক পথিক এর পক্ষ থেকে। সাথে তার ইফতারি কবিতা, না পড়লে পুরাই মিস করবেন। :#)


[বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। তোমরা নিশ্চয়ই কবিতা ভালোবাসো? আজ শুধু তোমাদের জন্যই একটা কবিতা লিখে ফেললাম। ভালো লাগলে ফেসবুক-টুইটারে শেয়ার করতে ভুলবে না কিন্তু। কেমন?

প্রিয়তমা তুমি ....
কবি দিকভ্রান্ত এক পথিক

প্রিয়তমা,
তুমি আমার ইফতারির খেজুড়
মুড়ি, ছোলা আর বেগুনি
তোমাকে ভালোবাসি।

প্রিয়তমা,
তুমি রাস্তার পাশের বটগাছ
বটগাছে বসা নীল শালিক
কিংবা হলুদ দোয়েল
তোমাকে ভালোবাসি।।

প্রিয়তমা,
তুমি বর্ষীয়ান পেয়াজ গাছে ঝুলন্ত
নতুন দেশি পেয়াজ
তোমাকে ভালোবাসি।

প্রিয়তমা,
তুমি যমুনা নদী
যমুনার বুকে উড়ে বেড়ানো পেঙ্গুইন
কিংবা রাজঁহাস
তোমাকে এত্তোগুলো ভালোবাসি।

-----------------------------------------

বিদ্রঃ বন্ধুরা, আমার কবিতাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না, আর লাইক করো ও কমেন্ট দিয়ো। টা টা বাই বাই :)
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৪।

নুডলস
কবি দিকভ্রান্ত এক পথিক

আমি নুডলস খেতে পছন্দ করি
পেচানো কোকড়ানো নুডলস
আমি নিজেও রান্না করতে পারি
খুব সুস্বাদু হয় সে নুডলস!

নুডলস আমি প্রতিদিন খাই
নুডলসে আমার আপত্তি নাই
আমি ম্যাগী বেশি পছন্দ করি
অন্য ব্রান্ড হলেও আপত্তি নাই।

আমি কাটাচামচ দিয়ে নুডলস খাই
কাঠি দিয়ে খেতে পারি না
নুডলসে লবন বেশি হলে রেগে যাই
তিতকু নুডলস খেতে পারি না।

সুমনা ভালো নুডলস রাধে
আহা সে কি স্বাদ!
নুডলস আবিস্কারের জন্য
মেক্সিকো কে ধন্যবাদ!


ভালো লাগলে শেয়ার করো প্লিইইজ! আর কমেন্ট জানিয়ো কিন্তু! :#) ]

এইবার আসুন আরেকখান জিনিস দেহেন, আমার আসলেই একজন প্রিয় কবির গোফুন তইথ্য :)



এইবার যা দেখাইতে যাইতাছি তার কোনু ক্যাপসন নাই :) খালি দেইখ্যা যান



সব মিলাই উপরের পুস্ট খান হইতাছে কছুি কাব্য =p~


হ্যাপি ব্লগিং।

মোর কোন দোষ নাই মনু। :D

মন্তব্য ৭১ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:২৪

শায়মা বলেছেন: হা হা হা হা হা

আসলেই ব্লগলামী!!!!!

সব চেয়ে বড় ব্লগলামী বা বৃথালামী

২. ২৩ শে জুন, ২০১৭ রাত ১:০৯ ০
মাল্টি মামনী বলেছেন: ভাইয়ুউউউউউউ!!!!!!

ফুহ!!!!!!!

তোমার পোস্ট আমি ফু দিয়ে উড়াই দিলাম!!!!!!!!!

হা হা হা হা


এত যে আমাকে খেয়ালে রাখে, নজরে রাখে কোনদিন না আমি ভেবে গান গাওয়া শুরু করে !!!!!!!!

২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:২৬

নাগরিক কবি বলেছেন: হাহাহাহাহাহ :) ;) :) ব্লগলামিতে এখন মাল্টি বাবুনি, মামুনি, পরে আর কি কি যে দেখতে হইবে আমার এই অল্প বয়সে ;)

২| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৩

মৌমুমু বলেছেন: নাগরিক কবি ভাইয়া, মনে মনে যে আপনার এত দুষ্টমী আগে জানতামনা!!
আমাকেও আপনার ব্লগলামী থেকে বাদ দিলেন না!!
হাহাহা! এত মন্তব্য থাকতে খুঁজে এটাই বার করতে হলো!!

খুব মজার ব্লগলামী পোষ্ট ভাইয়া।
শুভকামনা রইল আপনার জন্য।

২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৫২

নাগরিক কবি বলেছেন: আমি আর কি করলাম আপু :), সব কৃতিত্ব সেলিম ভাইয়ের ;)

৩| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: বাহ !!

২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৪

নাগরিক কবি বলেছেন: আহ! :)

৪| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমন একখান পোষ্ট প্রদানের জন্য নাগরিক কবিকে ধন্যবাদ প্রদান না করার কোন কারণ খুঁজে পাচ্ছি না। ভাবছি কি বলে ধন্যবাদ প্রদান করা যায়।

২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৫

নাগরিক কবি বলেছেন: হাহাহাহা, ভেবে দেখলাম আপনি অনেকদিন ধরে জেনারেল, তাই প্রথম পাতায় আপনার কবিতা নিয়ে আসলাম ;)

৫| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৫

রায়হানুল এফ রাজ বলেছেন: এতো বিনোদন!!!

২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৬

নাগরিক কবি বলেছেন: ঈদ চলে এসেছে, একটু বিনোদন না হলে কি হয় ;) :)

৬| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১১:২০

হাতুড়ে লেখক বলেছেন: প্রিয়তমা,
তুমি বর্ষীয়ান পেয়াজ গাছে ঝুলন্ত
নতুন দেশি পেয়াজ
তোমাকে ভালোবাসি।


অসাধারণ, অনন্যা। অভিভূত কবি। B-)

২৩ শে জুন, ২০১৭ সকাল ১১:২৬

নাগরিক কবি বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যগুলো অবশ্যই আমার প্রিয় কবি দিকভ্রান্ত এক পথিককে দিবেন বলে আমি আশা রাখি :) ;)

৭| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১১:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমনিতেই চিকগুনিয়ার সাইড ইফেক্ট মাথা ঘুরায় ;)

আপনার ব্লগলামী দেইখ্যা তা বাইরা গেল মুনে হয় :P হা হা হা

অগ্রিম ঈদ মোবারক :)

+++++

২৩ শে জুন, ২০১৭ সকাল ১১:৪২

নাগরিক কবি বলেছেন: জীবনে একটা কবিতা লিখতে পারলাম না :(

৮| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৮

ধ্রুবক আলো বলেছেন: ওহে কবি ভাই, এগুলো তো গতকালকে দেখলাম, এন্টারটেইনমেন্ট আছে।
ইদানিং যে ব্লগলামি হইতাছে একটা সিদ্ধান্তে আসতে হবে, ব্লগে আর কয়দিন পর রেগুলার হবো না।


একটা কথা মনে রাখবেন, কিছু মানুষকে বুঝবেন এক বুঝবে আরেক এটা হলো একটা রোগ।


আর ওই মাল্টি মামনি হলো প্রেতাত্মা!

২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৬

নাগরিক কবি বলেছেন: হাহাহা ঠিক বলেছেন মিয়া ভাই,

৯| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:২১

ধ্রুবক আলো বলেছেন: কয়েকটা কমেন্ট আর কবিতা সবই ফাটাফাটি ;)

২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৭

নাগরিক কবি বলেছেন: ব্লগে অতিসত্বর একটা কবিতার কর্মশালা করা হোক ;) আলো ভাই - সেখানে আমি কবিতা শিখবো :)

১০| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: পুরাই বিনুদুন, লুল =p~

২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

নাগরিক কবি বলেছেন:

২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

নাগরিক কবি বলেছেন: এটার কি হব্বে??

১১| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: চাদগাজী ভাইয়ের কথায় আমি কিছু মনে করিনি....

আর ও কবিতার ব্যাপারে আমার কোন কিছু বালার নেই।

২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

নাগরিক কবি বলেছেন: হাহাহহা তাড়াতাড়ি কবিতার কর্মশালায় যোগ দেন। ;)

১২| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: চাঁদগাজী ভাইয়ের মত কারো ভুল না ধরে, পারলে কারো ভুল ধরে তা সংশোধন করে দেওয়া চেষ্টা করুন। ভুল ধরা সময় আছে কিন্তু সংশোধন করার সময় নেই, এই আবার কেমন কথা। এ পোষ্টের বিপক্ষে,,,,,,,

২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:২৮

নাগরিক কবি বলেছেন: হাহাহা, আমিও বিপক্ষে ;)

১৩| ২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৪

ধ্রুবক আলো বলেছেন: ব্লগার খালিদ সাহেব হলেন এক বিশ্ব আত্মা ।

২৩ শে জুন, ২০১৭ দুপুর ২:৩৯

নাগরিক কবি বলেছেন: সে আমার প্রিয় কবি :) আমি তার দ্বারা প্রভাবিত :) মাঝে মাঝে কিছু কবিতা তার খুব অসাধারণ।

১৪| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিনোদন পুরাই হা হা হা

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৩৪

নাগরিক কবি বলেছেন: এইটা হৃদ ইস্পেশাল বুজি ;)

১৫| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৭

ওমেরা বলেছেন: এটা কি ব্লগলামী নাকি পাগলামী !!

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৮

নাগরিক কবি বলেছেন: হাহাহায়াহা :) অগ্রিম ঈদ মুবারক এটা ;)

১৬| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: ব্লগলামি করিবার মুঞ্চায়।

বিনুদিত হইলাম।
জম্পেষ।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

নাগরিক কবি বলেছেন: আসেন এই ঈদে সবাই মিল্লা ব্লগলামি করি ;)

১৭| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০২

বিজন রয় বলেছেন: ও কে, আমি রেডি আছি।
ঈদের দিন তবে হবে।

তবে সেখানে তাকে দেখতে চাই না।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৩

নাগরিক কবি বলেছেন: হাহাহহা, ঠিক আছে, সে যেনো না আসে ;)

১৮| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: রম্য তো কিছু পাইলাম ভাই,
কিন্তু নিচের মন্তব্য গুলি তুলে ধরার কারণ খুঁজে পাইলাম না!
দাড়িওয়ালা দেখলে আমি হুজুর ডাকি বরাবরি।
আর, আমার মন্তব্যে সমালোচনা ছিল,
কিন্তু, কবিতা লিখার আগ্রহ তেখে মোল্লা ভাইরে উৎসাহ দিয়ে ছিলাম মাত্র।
তাও রম্যতে স্থান পেয়ে গেল!!

বিপদ দেখছি আমার সামনে!! দোআ করবেন ভাই।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৮

নাগরিক কবি বলেছেন: হাহাহা, দোয়া রইলো আপনার জন্য ;)

১৯| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:২১

উম্মে সায়মা বলেছেন: =p~ ব্লগলামী দেখে মাথা ব্লক হয়ে গেল। B-)

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৮

নাগরিক কবি বলেছেন: ঈদ মুবারক তাইলে। সিন্নি খাওয়াইবেন কবে ;)

২০| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:২৬

আমিই মিসির আলী বলেছেন: আমি ম্যাগি বেশি পছন্দ করি!
অন্য ব্র্যান্ড হইলেও আপত্তি নাই... =p~



জোকার ফেল ...। =p~

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৪

নাগরিক কবি বলেছেন: হাহাহহায়াহ, মিসির আলি সাহেব - আপনি খাবেন মিছরি, নুডলস কেনো খুঁজছেন ;)

২১| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

উম্মে সায়মা বলেছেন: আমি কেন সিন্নি খাওয়াবো? আপনি মাথা ব্লক করে দিয়েছেন। আপনি সিন্নি বিন্নি খাইয়ে ব্লক খোলার ব্যবস্থা করবেন :)

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৫

নাগরিক কবি বলেছেন: হাহাহহায়া ঠিক আছে, আমার সার্চ ইঞ্জিন লাগাইতাছি ;)

২২| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪২

বর্ষন হোমস বলেছেন:
ব্লগে মাঝ মাঝে কবিতা পড়লে ভুলে যাই কবিতা কি জিনিস।কবিতা কেমন হয়।কবিতা খায় নাকি মাথায় দেয়।

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৬

নাগরিক কবি বলেছেন: না এটা কিন্তু ঠিক নয়।

কবিতা হচ্ছে একজনের নিজস্ব ভাবনা, যা পাঠকের কাছে কখনো গ্রহণীয় কখনোবা বর্জনীয়, আবার কখনো অর্থবহ কখনো অর্থহীন। তাই আপনি কোন কবিতাকেই কবিতা বা কবিতা নয় বলতে পারবেন না।

২৩| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৫

উম্মে সায়মা বলেছেন: B-) আমরাও লাগাতে জানি কিন্তু ;)

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৮

নাগরিক কবি বলেছেন: ঠিক আছে তাহলে ;) ঈদের দিনে এমন কথা বলতে নেই :)

২৪| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:


প্রেম ভালোবাসার লেভেল নুডলস-প্রীতির পর্যায়ে এসে গেছে? এগুলো হলো দুর্ভিক্ষ-পীড়িত দেশের কবি!

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫০

নাগরিক কবি বলেছেন: আপনি ঠিক ধরেছেন গাজী ভাই ;)

২৫| ২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫২

ইমরান নিলয় বলেছেন: :) :| :|| =p~ B-)

২৩ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

নাগরিক কবি বলেছেন: ভাবুন ভাবুন। নীরবে বসে ভাবুন ;)

২৬| ২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আসিলাম এবং দেখিলাম।আশায় ছিলাম বিশাল কোন ব্লগলামী পোষ্ট হবে,এখন দেখি ছোট পোষ্ট /:)
আমার ধারণা ছিলো,আমারও কোন ব্লগলামী থাকবে।হইলো না।যাই হোক,সামনের বার হবে =p~
আসুন,ঈদে আমরা ব্লগলামী ইভেন্ট খুলি। :)
অগ্রিম,ঈদ মোবারক।

২৩ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

নাগরিক কবি বলেছেন: অগ্রিম ঈদ মুবারক, তোমার ব্লগলামি খোজার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি গোপন টীম কাজ করছে ;) পরবর্তী পোস্ট খানা বড় হইবেক ;)

২৭| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:১১

রাবেয়া রাহীম বলেছেন: =p~ =p~ =p~

আনন্দিত হইলাম প্রচুর =p~

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:১২

নাগরিক কবি বলেছেন: রাবেয়া তুমি মনে হয় আমাকে পছন্দ করো না ;)

২৮| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:১৯

রাবেয়া রাহীম বলেছেন: হুম তাও বটে , কি করে বুঝাই ?

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:২৩

নাগরিক কবি বলেছেন: :) :) তাও বটে ;)

২৯| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগলামী? হাঃ হাঃ হাঃ। নতুন নতুন শব্দ শিখতে পারছি।


ধন্যবাদ ভাই নাগরিক কবি।

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৪১

নাগরিক কবি বলেছেন: সব বাংলা একাডেমী ইচ্ছা ভাই :)

৩০| ২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগলামি মন্দ হয়নি ।

একজন হাসতে হাসতে শেষ হয়েছে এই হাসিটাই গুরুত্বপূর্ণ। মানুষ হাসুক বিনোদিত হোক। ভাল থাকুক।


জড়িয়ে নাই ধরুলো।

ধরলে খারাপ হইবেক না । !:#P আমার আকাশলীনা অনেক ভাল থাকুক ।

২৩ শে জুন, ২০১৭ রাত ৮:৫৮

নাগরিক কবি বলেছেন: :) :) আহা! কি দুঃখ ;)

২৩ শে জুন, ২০১৭ রাত ৯:০৪

নাগরিক কবি বলেছেন: একজন হাসতে হাসতে শেষ হয়েছে এই হাসিটাই গুরুত্বপূর্ণ। মানুষ হাসুক বিনোদিত হোক। ভাল থাকুক।


একথাটি খুব গুরুত্বপূর্ণ ভাই।

৩১| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: ঈদ মোবারক!




ভালা থাকুন!

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:১৯

নাগরিক কবি বলেছেন: সালামী দেন :) আগে ;)

৩২| ২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:



যত খুশি তত লন =p~

২৬ শে জুন, ২০১৭ সকাল ১১:২৬

নাগরিক কবি বলেছেন: উরে বাপরে প্রতি ডলার ৮১ টেকা। এত টেকা ব্যাংকে রাখলে তো ট্যাক্স দিতে দিতে মইরা যামু :)

৩৩| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক রইল ভাই


২৭ শে জুন, ২০১৭ রাত ১:২০

নাগরিক কবি বলেছেন: ঈদ মুবারক নাঈম ভাই :)

৩৪| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৯

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

৩৫| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ৭:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:

০৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৭

নাগরিক কবি বলেছেন: ধন্যবাদ ভাই। অনেকদিন ব্যস্ততার জন্য ব্লগে আসতে পারিনি, তাই একটু দেরী হয়ে গেলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.