নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
সম্মানিত ব্লগারদের সাথে নিয়ে ব্লগে একটা গল্প প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি।
এখানে যথেষ্ঠ পরিমানে ভালো ভালো গল্পকার আছেন এবং বিচারক আছেন।
এত বড় একটা কাজ আমার একার পক্ষে সম্ভব না। আমার সাথে এই কাজে আরো ইচ্ছুক ব্লগারদের এগিয়ে আসার অনুরোধ করছি।
আমি বিনীতভাবে সবার কাছে এই ব্যাপারে ভালো ভালো সাজেশন চাচ্ছি নিন্মোক্ত বিষয়েঃ
১। গল্পের ধরন এবং শব্দ সংখ্যা
২। প্রতিযোগিতার সময় সীমা
৩। বিচারক কারা কারা হবেন?
৪। কীসের ভিত্তিতে নির্বাচন করা হবে?
৫। পুরষ্কার দেয়া ব্যাপারে কোন স্পনসরসীপ পাওয়া
আশা করছি সম্মানিত ব্লগাররা এগিয়ে আসবেন তাদের মূল্যবান মতামত নিয়ে।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর ২০২১
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১১
নীল আকাশ বলেছেন: আমি সবার অপেক্ষা আছি। ব্লগে কিছুটা ঝিমিয়ে পরেছে। এই ধাক্কায় যদি কিছুটা চাঙ্গা হয়!!!
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
নীল আকাশ বলেছেন: আপনার কী কোন সাজেশন আছে? থাকলে বলে যেতে পারেন।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
ওমেরা বলেছেন: এটা কি আপনি নিজে করতে চান নাকি সামহোয়ারইন ব্লগের পক্ষ থেকে হবে?
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১০
নীল আকাশ বলেছেন: ব্লগ কতৃপক্ষ এগিয়ে এলে তো আরো ভালো হয়।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
নীল আকাশ বলেছেন: আপনার কী কোন সাজেশন আছে? থাকলে বলে যেতে পারেন।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগে, যেকোন ধরণের প্রতিযোগীতা সামু থেকে হতে হবে; কোন ব্লগার ব্যক্তিগতভাবে কোন ধরণের প্রতিযোগীতার ব্যবস্হা করা সঠিক হবে না।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২২
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগ কতৃপক্ষ এগিয়ে এলে তো আরো ভালো হয়।
আপনি বলুন উনাদের। আপনার কথা শুনতেও পারে!
আপনার উপর তো কঠিন সুদৃষ্টি আছে। না হলে কবেই পশ্চাতদেশে ছাপ সহ বের করে দিতো আজীবনের মতো।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ... আপনার উপর তো কঠিন সুদৃষ্টি আছে। না হলে কবেই পশ্চাতদেশে ছাপ সহ বের করে দিতো আজীবনের মতো। "
-সামুর উপর আমার সুদৃষ্টি আছে, আমার উপরও সামুর সুদৃষ্টি থাকা সম্ভব।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৩
নীল আকাশ বলেছেন: সামুর উপর আমার সুদৃষ্টি আছে, আমার উপরও সামুর সুদৃষ্টি থাকা সম্ভব।
প্রথমটা সম্ভবত কুদৃষ্টি তবে দ্বিতীয়টা নিশ্চিত সুদৃষ্টি আছে।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২২
খায়রুল আহসান বলেছেন: এ ব্যাপারে ব্লগ কতৃপক্ষ এগিয়ে এলে সবচেয়ে ভালো হয়, যেমন তারা সুন্দরভাবে ছবি-ব্লগ প্রতিযোগিতাটির আয়োজন করেছেন।
আপনার আহ্বানের উত্তরে আমার কিছু সাজেশনঃ
১। গল্পের ধরণঃ ছোটগল্প, শব্দ সংখ্যাঃ ২৫০০ হলে ভালো হয়, সর্বোচ্চ ৩০০০।
২। সময়সীমাঃ এক মাস। বাংলা পঞ্জিকার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক আগামী আশ্বিন মাসের পুরোটা জুড়ে রাখা যেতে পারে।
৩। বিচারকঃ যোগাযোগ ও আলোচনা সাপেক্ষে ব্লগের বাইরে থেকে কয়েকজন খ্যাতিমান গল্পলেখকে অনুরোধ ও আহবান করা যেতে পারে। তাদের কেউ রাজী না হলে এ ব্লগ থেকেই যারা ব্লগে ছোটগল্প লিখে নাম করেছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার শর্তে তাদের কয়েকজনকে মনোনীত করা যেতে পারে, তাদের অনুমতিসাপেক্ষে। এদের মধ্যে যাদের কিছু কিছু গল্প পড়ে আমি অভিভূত হয়েছি, চাইলে তাদের নাম পরে দেব।
৪। ভিত্তিঃ ক। মানবিক আবেদন। খ। সার্বজনীনতা। গ। নৈতিক মূল্যবোধ। ঘ। সাবলীল ও সহজবোধ্য ভাষা। নির্ভুল বানান ও ব্যাকরণ। ঙ। অন্যান্য ব্লগারদের সাজেশন অনুযায়ী গ্রহণীয়।
৫। পুরস্কারঃ স্পনসর পেলে তো ভালোই হয়, নতুবা ব্লগ কতৃপক্ষ।
আশাকরি, আরও প্রচুর সাজেশন পাওয়া যাবে। সব সাজেশন পরীক্ষা করে একটা নীতিমালা তৈরী করা যেতে পারে।
পোস্টে ভাললাগা। + +
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫২
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ।
আমি বাকি সবার মতামতের জন্য অপেক্ষা করছি।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমার মতামত হোল;
১। ধরন ও শব্দ সংখ্যাঃ গল্পের ধরণ উন্মুক্ত রাখা যেতে পারে। বিভিন্ন ধরণের গল্পের জন্য আলাদা আলাদাভাবে পুরস্কার দেয়ার দরকার নাই। কারণ এমন হতে পারে যে একটা ধরণের উপর হয়তো মাত্র একটা গল্প আসবে এবং আপনি বাধ্য হবেন তাকে প্রথম পুরস্কার দিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। শব্দও সংখ্যার ব্যাপারে আমি কিছু বলতে পারছি না।
২। প্রতিযোগিতার সময়ঃ আমার মতে ২০ দিন থেকে ৩০ দিন দেয়া যেতে পারে। কারণ এই ধরণের সৃষ্টিশীল লেখা লিখতে সময়, মুড, আইডিয়া ইত্যাদির প্রয়োজন আছে অনেকের জন্য। অভিজ্ঞরা হয়তো দুই দিনেই লিখে ফেলতে পারেন।
৩। বিচারকঃ ব্লগের বাইরে থেকে বিচারক নিতে হবে যিনি বা যারা সাহিত্য চর্চা করেন নিয়মিত এবং এই বিষয়ে সুনাম কুড়িয়েছেন।
৪। কিসের ভিত্তিতে গল্প নির্বাচন করা হবেঃ এটা বিচারকরাই ভালো বুঝবেন। তারা আগে থাকতেই একটা মানদণ্ড দিয়ে দেবেন।
৫। স্পন্সর দরকার আছে। ব্লগের ভিতরে বা বাইরে থেকে নেয়া যেতে পারে।
ব্লগ কর্তৃপক্ষের সাথে আপনার পরামর্শ করা উচিত, কারণ ওনারা এইসব ব্যাপারে অভিজ্ঞতা সম্পন্ন। ওনাদের সাথে নিয়ে করলে আরও ভালো হবে।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫২
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ।
আমি বাকি সবার মতামতের জন্য অপেক্ষা করছি।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২১
নীল আকাশ বলেছেন: আমি সাজেশন দেয়া মন্তব্যগুলিতে কোন প্রতি মন্তব্য করছি না আপাতত। আগে সিদ্ধান্ত হোক কোনটা হবে এবং সবাইক কোনটা চাচ্ছে। সবগুলি কমপাইল করে এক জায়গায় এনে আপনাদের পড়তে এবং সিদ্ধান্ত নিতে দেবো।
তবে বিশেষ প্রয়োজনে অবশ্যই করবো।
*** প্রতিটা সাজেশনও পোস্টের সাথে সবাইকে পড়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ সবাইকে।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪৮
*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: গল্প প্রতিযোগিতার সাফল্য কামনা করি।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১
নীল আকাশ বলেছেন: আপনার কী কোন সাজেশন আছে? থাকলে বলে যেতে পারেন।
ধন্যবাদ।
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫
ঢাবিয়ান বলেছেন: অনুগল্প হলে ঠিক আছে তানাহলে বিশাল বিশাল গল্প পড়তে গেলেতো বিচারকদের অবস্থা কাহিল হয়ে যাবে।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৮
নীল আকাশ বলেছেন: আমারও তাই ধারনা।
শব্দ সংখ্যা কমিয়ে আনতে হবে। ১৫০০ বা তার কাছাকাছি হলে ভালো হয়।
১০| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৭
কবিতা পড়ার প্রহর বলেছেন: বাহ দারুন উদ্যোগ-
১। গল্পের ধরন এবং শব্দ সংখ্যা - বিশ্ব করোনার প্রভাব গল্পের ধরণ হতে পারে। যেখানে ভালো থাকার চেষ্টা, ভালো থাকতে পারা, নির্বিকার চেয়ে থাকা, অপেক্ষা সুদিনের, অবহেলা গঞ্জনা, লাঞ্ছনা সহ প্রেম প্রীতি ভালোবসাা ভালো লাগা লড়াই সবই আসতে পারে। শব্দ সংখ্যা ৪০০ থেকে ৬০০।
২। প্রতিযোগিতার সময় সীমা - ৩ সপ্তাহ
৩। বিচারক কারা কারা হবেন?- ব্রাত্য রাইসু হতে পারেন তিনি বুদ্ধিজীবি তাছাড়াও আমাদের ব্লগার। মানসভাইয়া হতে পারেন। আরেকজন মাননীয়। মইনুল আহসান সাবের ভাইয়া বা পুরোনো ব্লগার গল্পকার যারা আর ব্লগে লিখছেন না যেমন মনজুরুল হক ভাইয়া।
৪। কীসের ভিত্তিতে নির্বাচন করা হবে? আকর্ষনীয়তা বা পাঠক ধরে রাখা শব্দবিন্যাস বা কথামালা, ভাব প্রকাশের স্বচ্ছতা বা বোধগম্যতা, গল্পের মূল ভাবার্থ, গল্প থেকে শিক্ষনীয় কিছু পাওয়া আরও আরও ভেবে দেখতে হবে। সাধারণ পাঠক হিসাবে কেমনে ভালো গল্প মনে হতে পারে তাই একটু ভেবে দেখলাম।
৫। পুরষ্কার দেয়া ব্যাপারে কোন স্পনসরসীপ পাওয়া - এইটা আবার কি? এই ব্যাপারে টিম বানাতে হবে। টিমের সাথে স্বেচ্ছাসেবীরা কাজ করবে।
অনেক পন্ডিতি করছি যাই এইবার কবিতা লিখি।
১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
"স্পনসর"এর ভাবনা মানে "ভিক্ষার মনোভাব"; ব্লগে গল্প প্রতিযোগীতায় নিশ্চয় পুরস্কার কয়েক লাখ টাকা দেয়া হবে না; সন্মান হিসেবে যা' দেয়া হবে, সেটা সামু নিশ্চয় বহন করতে পারবে।
সামু থেকে বলা হয়েছিলো যে, আরো প্রতিযোগীতার ব্যবস্হা করা হবে; সামু গল্প, কবিতার প্রতিযোগীতা করুক, কিন্তু সামুতে কোন ব্লগার ইহা করা সঠিক হবে না; কারণ, সামু ব্যতিত ইহাকে কোন ব্লগার সঠিভাবে ম্যানেজ করতে পারবে না।
১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৭
নীল আকাশ বলেছেন: সামু থেকে প্রতিযোগীতার আয়োজন করলে আমি বেশি খুশি হবো।
১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৮
মহাসিন মহী বলেছেন: কর্তৃপক্ষ এগিয়ে না এলে বিষয়টি নিয়ন্ত্রণ করা কষ্ট হবে, বরং কর্তৃপক্ষকে অনুরোধ করুন এগিয়ে আসার জন্য। নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ, এগিয়ে যান.....
১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: হ্যাঁ হোক প্রতিযোগিতা।
১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫৯
হাবিব বলেছেন: এই পোস্টে ব্লগ টিমের কারো মতামত আশা করেছিলাম। প্রতিযোগিতা হলে অংশগ্রহনের ইচ্ছে রইলো।
১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৪
জাতিস্মরের জীবনপঞ্জী বলেছেন: আগে ব্লগের এরকম প্রতিযোগিতা হতে দেখেছি। কখনো অংশগ্রহণ করা হয়নি। এবার এরকম কিছু হলে অংশ নেয়ার ইচ্ছা আছে। প্রস্তাবকে সাধুবাদ জানাই
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগ থেকে আনুষ্ঠানিকভাবে এই মুহুর্তে কোন ধরনের প্রতিযোগিতা আয়োজন করার সম্ভবনা নেই। তবে যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আগামী ব্লগ দিবস উপলক্ষে একটি আয়োজন করা হবে। সেই আয়োজনকে কেন্দ্র করে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তাদেরকে সহ ইতিপূর্বে যে সকল প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে উক্ত অনুষ্ঠানে আমরা আনুষ্ঠানিকভাবে উপহার প্রদান করতে চাই। যদিও আমরা চেয়েছিলাম, ইতিপূর্বে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরুষ্কার আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবো। কিন্তু ব্লগ দিবসের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার জন্য আমরা পরবর্তীতে এই সিদ্ধান্ত গ্রহন করেছি।
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৩
জাদিদ বলেছেন: @চাঁদগাজীঃ আপনার ধারনা ভুল এবং ক্ষেত্র বিশেষে অপমানজনক। স্পন্সর এর অর্থ আশা করি আপনি পুনরায় দেখে নিবেন।
যে কেউ চাইলেই স্পন্সর দেয় না, স্পনরশীপ পাবার একটি নির্দিষ্ট যোগ্যতা আছে। কারন স্পনরশীপ একটি কোম্পানীর প্রচারনারও একটি কৌশল। কোণ অনুষ্ঠান কত মানুষ দেখছে বা সেই অনুষ্ঠানটি কত মানুষের কাছে যাবে সেটার উপর স্পন্সর নির্ধারন হয়।
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য।
১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৭
কালো যাদুকর বলেছেন: ব্লগ ডে কবে?
ছোট গল্পের আইডিয়াটি ভাল।
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার উদ্যোগ । ছোট গল্প ১৫০০ -২০০০ শব্দের হলে ভালো হয়।
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৯
চাঁদগাজী বলেছেন:
@জাদিদ সাহেব,
আপনি বলেছেন, "চাঁদগাজীঃ আপনার ধারনা ভুল এবং ক্ষেত্র বিশেষে অপমানজনক। স্পন্সর এর অর্থ আশা করি আপনি পুনরায় দেখে নিবেন।
-আমরা ভিন্ন সংস্কৃতিতে অবস্হান করছি; ইউরোপ আমেরিকা হচ্ছে "স্পনসরশীপের" এলাকা; এসব দেশের সাহিত্যিকেরা কার্শিয়াল লেখক হিসেবে কাজ করেন, বেতনে কাজ করেন; কিন্তু পুরস্কারের বেলায় এরা খেয়াল রেখে নেন।
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৩৫
জাদিদ বলেছেন: @চাঁদগাজী ভাইঃ সেটাই। আপনি যেটা বললেন, ভিন্ন সংস্কৃতির কারনেই ইউরোপ আমেরিকা দিয়ে আমাদের এখানে মুল্যায়ন করা সম্ভব হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে নামী দামী কোম্পানী যে কোন মানসম্মত ইভেন্ট স্পন্সর করে। প্রোগ্রামটি কত মানসম্মত তা অনেক ক্ষেত্রে স্পন্সরশিপ দেখেও বুঝা যায়।
ব্লগের এমনিতেই নিজস্ব কোন আয় নেই। তবে প্রথম বাংলা ব্লগ হিসাবে ভাষা চর্চা ও মত প্রকাশের সুযোগ করে দেয়ার জন্য সামহোয়্যারইন ব্লগ সুপরিচিত এবং গ্রহনযোগ্য। ফলে অনেক কোম্পানী বা ব্যক্তি বিশেষ আমাদের কোন উদ্যোগের ক্ষেত্রে এগিয়ে আসেন।
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতিযোগিতা হোক। ব্লগ টিম ও স্পন্সর বা যারা স্বেচ্ছায় নোডার হতে চান তাদের সহযোগিতা নিয়ে সফলভাবে গল্প প্রতিযোগিতা হতে পারে।
শব্দ ১০০০ থেকে ১৫০০
বিষয়-উন্মক্ত
তিনজনকে পুরস্কৃত করা যেতে পারে।
বিচারক ব্লগটিম নির্ধারণ করবেন।
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৪
অপু তানভীর বলেছেন: ১. গল্পের ধরণ ছোট হলেই ভাল । ধরুন সর্বোচ্চ ১৫০০ শব্দ । এধরনের প্রতিযোগিতার জন্য ছোট গল্পই সেরা ।
২. সময় সীমা সবোর্চ এক মাস অথবা কোন বিশেষ দিনকে কেন্দ্র করে হতে পারে । অথবা ধরুন ব্লগ ডে কে কেন্দ্র করে হতে পারে । এক দেড় মাস গল্প জমা দেওয়া, এক মাস ধরুন গল্প বাছাই আর বিচারকদের বিবেচন । তারপর ব্লগডের আগে বিজয়ী ঘোষণা সেই সাথে ব্লগডের দিন পুরস্কার বিতরনী !
৩. বিচারক ব্লগের লেখকদের সাথে সাথে পরিচিত কোন লেখকে রাখা গেলে সব থেকে ভাল ।
৪. ছোট গল্পের কোন বিষয় না থাকাই ভাল । যে কোন বিষয় নিয়ে লিখলেই হল ।
৫. এটার ব্যাপারে আসলে কিছু বলতে পারছি না । কোন কোম্পানী আসলেই এগিয়ে আসবে কিনা সেটা জানা নেই ।
২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
জুন বলেছেন: ৬ নং মন্তব্যের সাথে চুড়ান্ত সহমত
২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
মিরোরডডল বলেছেন:
একজন পাঠক হিসেবে শুধু এটুকুই বলবো ,
সামু কর্তৃপক্ষ করবে নাকি নীলাকাশ করবে তা জানিনা কিন্তু কিছু একটা চাই ।
সামুকে প্রাণবন্ত দেখতে চাই ।
সবাই কোনও একটা কিছু নিয়ে আনন্দে মেতে থাকুক ।
২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাদের সবাইকে।
আলাদা আলাদা করে প্রতি মন্তব্য না করে আমি আপনাদের সামারিগুলি একজায়গায় এনে একটা পোস্ট দিয়ে ফাইনাল করছি।
শুভ কামনা সবার জন্য।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০১
নূর আলম হিরণ বলেছেন: আশাকরি অনেকের কাছ থেকেই সাজেশন পাবেন। আপনার ইচ্ছে সফল ভাবে পূরুন হোক।