নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

দু'লাইনের গল্প গুলো...

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১



গল্প !

আমার কাছে গল্প মানে হল নিজের কিছু কথা কিংবা নিজের কিছু কল্পনা শব্দের মাধ্যমে অন্যকে জানানো ! আমি যে দৃশ্যটা কল্পনা করলাম সেটা যদি অন্যের মনের ভিতর আমি সঞ্চালন করে দিতে পারি তাহলেই আমি সার্থক ! আমার কাছে এটাই গল্প !

সেই কল্পনাটা প্রকাশের জন্য নূন্যতম কত শব্দ দরকার ?

অদ্ভুদ প্রশ্ন ?

যে যেমন পারে !

কেউ গল্প লিখে কয়েক হাজার শব্দ নিয়ে ! কেউ বা কয়েক লাইন ! কয়েক লাইনে কি সম্ভব পুরো একটা গল্প প্রকাশ করা ? নিজের পুরো অনুভুতি টুকু কি অন্যের মাঝে সঞ্চালন করা সম্ভব ?

আসলেই কয়েক লাইনে গল্প লেখা সম্ভব মনে হয় ! হোমিংওয়ে লিখেছিলেন প্রথম এক লাইনের গল্প !



তবে আমার কাছে কেন জানি মনে হয় পৃথবীর লেখা প্রতিটি লাইনের পেছনেই কোন না কোন গল্প আছে । কেউ সেই গল্প ধরতে পারে আবার কেউ পারে না !



কদিন থেকে অল্প লাইনের গল্প লিখতে শুরু করেছি ! তবে খবরদার কেউ সেগুলো সিরিয়াসলি নিবেন না ! ছোট ছোট গল্প গুলো কেবল মজা করেই লেখা ! অন্য কারন নেই ! ফেসবুক থেকে হারিয়ে যাবে তাই ব্লগে দিয়ে রাখলাম !





একটি অত্যন্ত বিরহের গল্পঃ

অতঃপর ফেসবুকে মেয়ে বন্ধুটি বলল

-আমাদের মনে একটা রিলেশনশীপে আসা উচিৎ !

ছেলেটি এই দিনটির জন্যই এতোদিন ধরে অপেক্ষা করছিল ! মেয়েটি তখনই ছেলেটিকে রিলেশনশীপ রিকোয়েস্ট পাঠালো !

কিন্তু লাল নটিফিকেশনটি চেক করার পরেই ছেলেটি তার আইডি বন্ধ করে দিল !

নটিফিকেশনে লেখা ছিল "নাজনীন নাহার লিস্টটেড ইউ এজ হার ব্রাদার"







অঙ্কুরেই বিনষ্ট হওয়ার একটি প্রেমের গল্পঃ

অতঃপর মেয়েটির পাশের সিট টি ফাঁকা হয়ে গেল । ছেলেটি খুশি হয়ে যখন সিটটিতে বসতে যাবে তখন মেয়েটি সিটটিতে হাত রেখে বলল "ভাইয়া আপনি একটু পেছনের সিটে গিয়ে বসবেন প্লিজ ! আমার বয়ফ্রেন্ড আসতেছে"







একটি মিষ্টি প্রেমের গল্পঃ

অভিমান করে থাকা মেয়েটি ছেলেটির ফেসবুক স্টাটাসে গিয়ে লিখলো

-আই হেইট ইউ







একটি সম্ভাব্য প্রেমের গল্পঃ

বাসা বদলের ঝাক্কি ঝামেলা পোহাতে পোহাতে ছেলেটি যখন ক্লান্ত তখনই সে আবিষ্কার করলো পাশের ফ্ল্যাটে তার বয়সী একটি সুইট মেয়ে থাকে ...







একটি বিরহের গল্পঃ

সিগনাল জ্যামে আটকে থাকা বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে ছেলেটি দেখতে পেল পাশে দাড়িয়ে থাকা বাসটির জানালার ধারে একটি সুন্দরী মেয়ে বসে আছে । এবং তখনই সিগনাল ছেড়ে দিল ।







একটি খুবই হৃদয় বিদারক ছ্যাঁকা খাওয়ার গল্পঃ

বহুদিন পরে ক্যাম্পাসে এসে ছেলেটি একটি স্মার্টের মেয়ের প্রেমে পড়ে গেল । এবং ক্লাস করতে গিয়ে দেখলো সেই মেয়েটি তাদের নতুন রিসোর্স ইকোনোমিক্স টিচার !







একটি মিষ্টি প্রেমের গল্পঃ

মেয়েটিকে গাল ফুলিয়ে রাস্তায় ওপাশে দাড়িয়ে থাকতে দেখে ছেলেটি অর্ধেক রাস্তা গিয়েও আবার ফিরে এল । হাত ধরে রাস্তা করানোর সময়ই মেয়েটির মুখে হাসি ফুটলো !







একটি ভেঙ্গে যাওয়া প্রেমে গল্পঃ

মেয়েটি হিন্দি সিরিয়াল পছন্দ করতো আর ছেলেটি পছন্দ করতো ক্রিকেট খেলা !







একটি সম্পর্ক ভাঙ্গার গল্পঃ

ছেলেটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়তো ! মেয়েটি পড়তো মফস্বলের একটা কলেজে ! অতঃপর মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল !







একটি ব্রেকআপের গল্পঃ

ছেলেটি মেয়েটির কাছে তার ফেসবুক পাসওয়ার্ড চাইলো ।







একটি দূর্ভাগ্যজনক ব্রেকআপের গল্পঃ

মেয়েটির সকল ঝাড়ি ছেলেটি মুখ বুজে শুনে যাচ্ছিল ঠান্ডা মাথায় ! তার চোখ ছিল টিভির দিকে । তখনই সাকিব আল হাসান আউট হয়ে গেল ! আউট হওয়া দেখে ছেলেটি মাথা গরম হয়ে গেল মুহুর্তেই !







একটি বিরহের গল্পঃ

"আমার বাবুটা কই গেল" এই আদুরে লাইনটা ইনবক্সে পাঠাতে গিয়ে ছেলেটি দেখতে পেল, বাংলাদেশ হেরে গেছে বলে ক্রিকেট পাগল মেয়েটি তার ফেসবুক আইডিটা ডিএকটিভেট করে রেখেছে !







একটি চরম বোকামীর গল্পঃ

ছেলেটি তার লুল বন্ধুর ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার জন্য তার গার্লফ্রেন্ডকে অনুরোধ করলো !







একটি কনফিউজড ভালবাসার গল্পঃ

অতঃপর ছেলেটির বাসার পাশের ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া আঙ্কেল তার তিন সুন্দরী কন্যা সমেত থাকতে এল এল ।







একটি হতাশার গল্পঃ

অতঃপর ছেলেটি বুঝতে পারলো গতদিনের তিন কন্যা ওয়ালার ভাড়াটিয়ার তিন কন্যার একজন ভদ্রলোকের স্ত্রী, একজন শ্যালিকা এবং একজন কন্যা ! সব থেকে নির্মম সত্যটা হচ্ছে তিনজনই ছেলেটি থেকে বয়সে বড় এবং বিবাহিত !







একটি হিংসুক ছেলের গল্পঃ

ছেলেটি নিজের হোম পেইজে দেখলো মেয়েটি অন্য একটি ছেলের ব্লগপোস্ট শেয়ার দিয়েছে এবং উপরে এও লিখেছে "আমার প্রিয় একটি সিরিজ"

ফাজিল মাইয়া







একটি বোকা ছেলের গল্পঃ

মেয়েটি বলল

-তোমাকে দেখলে আমার বুকের ভিতর কেমন যেন করে । ঠিক শ্বাস নিতে পারি না । দম বন্ধ হয়ে আছে ।

এই কথা শুনে ছেলেটি বলল

-তোমাদের বাসায় কারো হাপানীর সমস্যা আছে মনে হচ্ছে । ভাল ডাক্তার দেখানো দরকার বুঝেছ ? হেলাফেলা করবা না ।

একটি সফল প্রেমের গল্পঃ

তারপর ছেলেটি বলল

-তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তবে তোমার গায়ে তেলাপোকা ছেড়ে দিবো ।







একটি রূপকথার গল্পঃ

মেয়েটির সামনে দিয়ে একটি তেলাপোকা হেটে যাওয়া সত্ত্বেও মেয়েটি কোন প্রকার চিত্কাছর চেঁচামিচি করিলো না







একটি রূপকথার গল্পঃ

অতঃপর মেয়েটি তার ভুল স্বীকার করলো এবং ছেলেটিকে সরি বলল !







একটি দোষ স্বীকারের গল্পঃ

অতঃপর মেয়েটি বলল "আচ্ছা, আই অ্যাম সরি বাট এটা তোমার ভুল ছিল"







একটি ব্রেকআপের গল্পঃ

অতঃপর মেয়েটি তার বয়ফ্রেন্ড কে বলল

-হয় তুমি সিগারেট ছাড়, নয়তো আমাকে ছাড় !



মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: একটি রূপকথার গল্পঃ

অপু তানভীর ভালা পুলা

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩

অপু তানভীর বলেছেন: ;) ;) ;)

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০

দালাল০০৭০০৭ বলেছেন: এত ছোট ছোট গল্প কার ভাল লাগবে বলুন অপু ভাইয়া :(

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৬

অপু তানভীর বলেছেন: :D :D :D

৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: একটি আঁষাঢ়ে গল্প :
অবশেষে মেয়েটি ছেলেটিকে আই লাভ ইউ বলেই ফেললো ।

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: :D :D :D :P :P

৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


:) :) :)

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: :) :) :)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: :)

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৭

অপু তানভীর বলেছেন: :) :)

৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: একটি দোষ স্বীকারের গল্পঃ
অতঃপর মেয়েটি বলল "আচ্ছা, আই অ্যাম সরি বাট এটা তোমার ভুল ছিল"
অতএব তালগাছটা সব সময়ই আমার থাকে।কথাটি ফুরালো,নটে গাছটি মুড়ালো।।

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫

অপু তানভীর বলেছেন: হা হা হা হা !

ঠিক বলেছেন ;);););)

৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: @অপু আপনার একটা ব্যাপার আমার ভাল লাগে,মন্তব্য যাই হোক না কেন উত্তর নিশ্চিত। সে জুনিয়র/সিনিয়র যেই হোন না কেন।

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪

অপু তানভীর বলেছেন: কেউ আমার ব্লগে মন্তব্য দিলে আমি সেটার উত্তর দেওয়াটা দায়িত্ব মনে করি ! সিনিয়র কিংবা জুনিয়রের কথা এখানে আসাটা কোন ভাবেই উচিৎ নয় !

:)

৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৪

হাতীর ডিম বলেছেন: সব গুলোই ফেবুতে পড়া। এক সাথে পড়ে আবার মজা পাইলাম :D

অপু ভাই তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তবে তোমার গায়ে তেলাপোকা ছেড়ে দিবো এই লাইনটা চুরি করলাম :D :D :D

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৯

অপু তানভীর বলেছেন: চুরি করে কারে হুমকি দিবা শুনি ? ;););)

ঘটনা কি ? ;)

৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৪৯

আপেক্ষিক বলেছেন: হা হা মজা পেলাম ভাই। হা হা........ :D :D

২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২১

অপু তানভীর বলেছেন: মজা পেয়েছেন দেখে ভাল লাগলো :)

১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

শংখনীল কারাগার বলেছেন: একটি বোকা ছেলের গল্পঃ
মেয়েটি বলল
-তোমাকে দেখলে আমার বুকের ভিতর কেমন যেন করে । ঠিক শ্বাস নিতে পারি না । দম বন্ধ হয়ে আছে ।
এই কথা শুনে ছেলেটি বলল
-তোমাদের বাসায় কারো হাপানীর সমস্যা আছে মনে হচ্ছে । ভাল ডাক্তার দেখানো দরকার বুঝেছ ? হেলাফেলা করবা না :P

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৭

অপু তানভীর বলেছেন: :D :D :D :D
কথা মিছা কয় নাই পোলায় ;);)

১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫২

নিয়ামুল ইসলাম বলেছেন: ফিলিং :) B-) B:-) #:-S :( X(( :| =p~ |-) :-/

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: এতো অনুভুতি একসাথে ?

১২| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রতিটি গল্পেই মজা পেলাম =p~

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯

অপু তানভীর বলেছেন: :):):):)
মজার জন্যই লেখা !

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪০

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভ্যালা!! ;)
আমি আপনার এই দু-লাইন সিরিজের ফ্যান ফেবুতে জানেনতো :) :P

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮

অপু তানভীর বলেছেন: জি আমি জানি ! ফেবু থেকে হারিয়ে যায় তাই ব্লগে দিয়ে রাখলাম ! :):)

১৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১১

বটবৃক্ষ~ বলেছেন: স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: একটি রূপকথার গল্পঃ

অপু তানভীর ভালা পুলা


=p~ =p~ =p~ =p~

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৬

অপু তানভীর বলেছেন: কি ?
আমি ভালা পুলা না ? ;););)

১৫| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

নীল ভোমরা বলেছেন: ন্যানো কমেন্টঃ বাহ্! বেশ!

৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬

অপু তানভীর বলেছেন: ন্যানো উত্তরঃ :)

১৬| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৪৫

আমি তুমি আমরা বলেছেন: এইগুলারে কয় ফ্লাশ ফিকশান।

চালায়া যান। ভাল্লাগছে।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৫

অপু তানভীর বলেছেন: আপনার পোস্ট দেইখাই গল্প লিখতে মন চাইছে :)

১৭| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০৭

আমি তুমি আমরা বলেছেন: (y)

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৮

অপু তানভীর বলেছেন: :) :)

১৮| ১৩ ই মে, ২০১৪ সকাল ৯:৪০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: একটি সফল প্রেমের গল্পঃ
তারপর ছেলেটি বলল
-তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তবে তোমার গায়ে তেলাপোকা ছেড়ে দিবো




=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

এটা বেস্ট!!!

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: :D :D =p~ =p~

১৯| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:৪১

ড. জেকিল বলেছেন: একটা বাস্তব গল্পঃ

গল্প গুলো খুব সুন্দর হয়েছে। :D

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.