নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ ইচ্ছে পূরণ

০৫ ই মে, ২০১৪ সকাল ১১:০২





বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে ! সেই কখন থেকে এক টানা ! তাকিয়ে থাকলে কেবল তাকিয়েই থাকতে ইচ্ছা করে । ফারিয়া সব কাজ-কর্ম বাদ দিয়ে কেবল কাঁচের জানালা দিয়ে বৃষ্টি দেখছে ! বারবার মনে হচ্ছে ইস এখন যদি ইফতেখার সাথে থাকতো, তাহলে ওর হাত ধরে বৃষ্টিতে ভেজা যেত !

এমন একটা বৃষ্টিতে ভেজার জন্য ফারিয়া কতদিন ধরে অপেক্ষায় আছে !

একবার কি ফোন দিবে ইফতেখার কে ?

ফারিয়া নিজের কাছে যেন প্রশ্নটা জানতে চাইলো ।

নাহ ! থাক !

ও এখন লেকচারে ব্যস্ত ! ক্লাস নিচ্ছে মনে হয় ! এই সময় ফোন দিলে বিরক্ত হবে !



ফারিয়া আবারও বৃষ্টি দিকে মনযোগ দিলো ! এখনও বৃষ্টি এক ভাবেই পড়ছে ! কাঁচের জানালা দিয়ে দুরের ভেজা রাস্তা দেখা যাচ্ছে । রাস্তা প্রায় ফাঁকা । তবুও একটু পরপর ভুসভাস করে ছুটে চলছে গাড়ি । পথে দু একটা রিক্সাও দেখা যাচ্ছে পলিথিন পেঁচিয়ে ছুটে চলছে !

আজকে কি থামবে না বৃষ্টি ?



এমন সময় কেবিনের দরজার নক পড়লো ! তাকিয়ে দেখে সুমন দাড়িয়ে রয়েছে !

-ব্যস্ত ?

-নাহ !

-ক্যান্টিনে যাবেন ? এক কাপ চা কি খাওয়া যায় আমার সাথে ?

সুমনে কন্ঠে সব সময়ই কেমন একটা অন্য রকম অনুরোধের আভাস পায় ফারিয়া ! এমন ভাবে সুমন অনুরোধ করে যেন খুব বড় কিছু সে চেয়ে বসেছে ।

ফারিয়া বলল

-হ্যা ! কেন না ! এমন বৃষ্টিতে কার কাজ করতে মন চায় বলুন ?

সুমন একটু হাসলো !





চায়ের কাপ সামনে নিয়ে দুজন বসলো ক্যান্টিনের একবারে কোনার দিকটাতে । বৃষ্টি বলে ওদের অফিসের অনেকেই ক্যান্টিনে এসে আড্ডা মারছে ! সুমনদের ক্যান্টিন টা একেবার ছাদের উপর ! পুরো ছাদ টার এক পাশে খোলা অন্যপাশে এই ক্যান্টিন ! যারা সিগারেট খায় তারা খোলা ছাদে গিয়ে সিগারেট খায় ! ছাদে কয়েকটা ছাউনিও লাগানো আছে সবার জন্য ! সুমনকে একভাবে বৃষ্টির দিকে তাকিয়ে দেখে ফারিয়া বলল

-আপনার বৃষ্টি অনেক পছন্দ ?

-বলতে পারেন । যখন আগে গ্রামে থাকতাম তখন প্রত্যেক বৃষ্টির দিন ভিজতামই ভিজতাম !

-এখন ?

-এখনও সুযোগ পেলে ভিজি ! আজকেও ভিজতে ইচ্ছে করছে খুব !

তারপর একটু নিরবতা দিয়ে সুমন বলল

-আপনার সাথে বৃষ্টি ভেজার ইচ্ছা আমার অনেক দিনের !

এই কথা টা বলেই সুমন ফারিয়ার দিকে তাকালো ! ফারিয়ার বুক টা হঠাৎ করে কেমন করে উঠলো ।

ছেলেটা এমন করে কেন তাকায় ?

সব কিছু জানার পরেও কেন ছেলেটা এমন করে তাকায় ?



চাকরীর প্রথম দিক থেকেই ফারিয়া ব্যাপার টা কিছু একটা আঁচ ঠিকই করতে পেরেছিল ! মেয়েদের এমন একটা ক্ষমতা থাকেই । তবে খুব বেশি পাত্তা দেয় নি কোন দিন ! কলিগ এবং পাশাপাশি কাজ করার জন্য আসে পাশে প্রায়ই সুমনের সাথে কথা হত ! একদিন হঠাৎ করেই সুমন ওকে প্রোপোজ করে বসলো ! তবে ঠিক যেমন টা প্রোপোজ হয় ঠিক তেমন নয় ! সুমন কেবল নিজের ভাল লাগার কথা টাই ওকে বলেছিল !

ফারিয়া কেবল বলেছিল

-দেখুন আমার এক জনের সাথে বিয়ে ঠিক হয়ে আছে ! বছর খানের ভিতরেই তার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে !

-না না ! আমি কেবল আমার মনের কথাটা বলেছি ! আর কিছু না ! আমি জানি আপনার মনের মানুষ আছে ! তাতে কি হয়েছে বলুন ? আপনাকে পছন্দ করি এটা নিশ্চই কোন অপরাধ নয় ?

-তা ঠিক !

সুমন সেদিন হেসেছিল কেবল ! অদ্ভুদ সুন্দর হাসি !



সুমনের সাথে তারপর থেকেই যোগাযোগ বেড়ে যায় ! সুমন সব সময় স্বভাবিক আচরন করতো কিন্তু ফারিয়া সব সময় সুমনের চোখে একটা লুকানো কষ্ট লুকানো দেখতো !

ওকে না পাওয়ার কষ্ট ?

প্রথম প্রথম ফারিয়া ঠিক বুঝতে পারে নি ! কিন্তু দিন যাওয়ার সাথে সাথে বুঝতে শিখলো সুমনের চোখের লুকানো কষ্টের ভাষা ! ছেলেটার জন্য খানিকটা মায়াই লাগতো ! কিন্তু সুমন সব সময় স্বভাবিক থাকতো ! কোন দিন অন্য রকম কিছুই বলে নি কিংবা করে নি যা ফারিয়াকে বিব্রত করে !



আজ তাহলে হঠাৎ এমন কথা কেন বলল ?

ফারিয়া খানিকটা জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইলো সুমনের দিকে !

সুমন খনিকটা অস্বস্তি নিয়ে বলল

-আসলে আমার জীবনে দুইটা ইচ্ছা আছে খুব বেশি ! অনেক দিনের ইচ্ছা আপনার সাথে বৃষ্টিতে ভিজবো ! পূরন করা কি সম্ভব ? যদি সম্ভব না হয় তাহলে অবশ্য কোন অভিযোগ নেই !



ফারিয়ার একবার মনে হল কঠিন করে কিছু বলে কিন্তু পরক্ষনেই মনে হল ছেলেটা তো খুব বেশি অন্যায় কোন আবদার করে নি !

কি করবে ?

ভিজবে ?

ভিজতে পারে ! ওর নিজেরও খুব ভিজতে ইচ্ছে করছে !

ফারিয়া হঠাৎ বলল

-আচ্ছা চলুন !

সুমন অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল

-সত্যি ?

-হুম ! আমার সেই সকাল থেকে ভিজতে ইচ্ছে করছে ! চলুন !



ওরা যখন বৃষ্টিতে নেমে পড়লো অনেকে অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে ছিল কিন্তু দুজনে মনের সুখে ভিজতে লাগলো ! ওদের দেখা দেখি আরও কয়েকজন নেমে পড়লো ! বৃষ্টিতে ভেজার সারাটা সময় সুমন কেবল ফারিয়ার দিকে তাকিয়ে ছিল অদ্ভুড চোখ !

সেই চোখে অদ্ভুদ একটা আনন্দ !





তারপর একটা সময় ফারিয়ার বিয়ের দিন ঘনিয়ে এল ! সুমন কে কিাভাবে বিয়ের কথাটা বলবে ফারিয়ে ঠিক বুঝতে পারছিল না ! খানিকটা অস্থির লাগছিল ওর । কিন্তু হঠাৎ করেই একদিন সুমন অফিস থেকে গায়েব হয়ে গেল ! খোজ নিয়ে জানা গেল কাউকে কিছু না বলে বসের কাছে নাকি ও রিজাইন দিয়ে কোথায় চলে গেছে । কোথায় গেছে কেউ জানে না !

একদিক দিয়ে ফারিয়া একটু স্বস্তিই পেল মনে মনে ! ছেলেটা নিজ হাতে ওর বিয়ের কথাটা কিংবা বিয়ের কার্ড টা দিতে হবে না এই ভেবে ছিল ওর শান্তি টা লাগছিল !





তিন বছর পরের কথা !

বিকেল প্রায় শেষ ! সূর্য ডুবিডুবি করছে !

ফারিয়া কক্সবাজার সমুদ্র সৈকতে হাটছে আনমনে ! ওর মেজাজ টা একটু বিক্ষিপ্ত ! আজকে এখানে ও ইফতেখারের সাথে এসেছে অথচ ওর নাকি কি একটা সেমিনার আছে আজকে সময় দিতে পারবে না ! ফারিয়াকে এখন একা একা সমুদ্রের পাড়ে ঘুরতে হচ্ছে !

যতই ও আসে পাশের জুটিদের কে দেখছে ততই ওর মেজাজ টা গরম হচ্ছে ! এখন মনে হচ্ছে এখানে আসাটা ঠিক হয় নি । হোটেলে বসে থাকলেই ভাল হত !

বসার জন্য ফারিয়া একটা জায়গা খুজতে লাগলো ! সী বেঞ্চ গুলো সব ভর্তি ! হাটতে হাটতে বেশ দুরেই চলে এসেছে !

ঐ যে ফাঁকা একটা সী বেঞ্চ পাওয়া গেছে ! বসতে যাবে ঠিক তখনই ও সুমন কে দেখতে পেল ! ঠিক ওর সামনে দাড়িয়ে আছে !

ঠিক আগের মত চোখে চেয়ে আছে !

এই তিন বছরে ফারিয়া সুমনকে একটা বারের জন্যও দেখতে পায় নি । ঠিক কোথায় ও চলে গিয়েছিল ওর পরিচিত রাও ঠিক বলতে পারে নি ! ফারিয়া বিয়ের পরেও কদিন ওর খোজ খবর নিতে চেষ্টা করেছিল !

আজকে এখানে এভাবে দেখবে ভাবে নি !

-আপনি এখানে ?

-আমি এখানেই থাকি !

-তাই ? কোথায় ?

-এখানে একটা হোটেলে জব করি !

-তাই নাকি ? আপনার কত খোজ করেছি আপনি জানেন ? একেবারে গায়েব হয়ে গেলেন কেন ?

সুমন কিছুটা সময় ওর ফারিয়ার দিকে তাকিয়ে বলল

-আপনি জানেন কারন টা কি !

ফারিয়া চুপ করে গেল হঠাৎ কথা না পেয়ে ! সুমন বলল

-আসলে সেদিনের সেই মিষ্টি অভিজ্ঞতাটা আমার জন্য অনেক বড় কিছু ছিল ! তবে

-তবে ?

-আসলে আজকে আরেক টা চাওয়া পুরনের লোভে আবার আপনার কাছে আসলাম আবার !

-মানে কি ?

-আপনি গত তিন বছরে মোটা পাঁচবার এখানে এসেছেন, তাই না ?

ফারিয়া অবাক হয়ে বলল

-আপনি কিভাবে জানলেন ?

-আপনি আমার খোজ না পেলেও আমি ঠিকই আপনার খোজ খবর রাখি ! যাই হোক ! আজকে মনে হয় সেই সুযোগ টা এসেছে !

-কি সুযোগ ?

-আপনাকে সেদিন বলেছিলাম মনে আছে ?আমার দুইটা ইচ্ছা কথা যার একটা সেদিন পূরন হয়ে গেছে !

-অন্য টা কি ? আমার সাথে সমুদ্রের পাড়ে হাটা !

সুমন কেবল মাথা নাড়লো ! বলল

-সূর্য ডোবা দেখা ! আপনার হাত ধরে ! তবে হাত ধরতে হবে না ! কেবল আমার পাশাপাশি হাটলেই চলবে !

-যদি রাজি না হই ?

-আমার কিছুই করার নেই ! আমি কেবল অনুরোধ করতে পারি ! অধিকার খাটানোর কোন অধিকার আমার নেই !

-বিয়ে করেন নি ?

-কি মনে হয় ?

-করবেন না ?

কথা বলতে বলতে ফারিয়া হাটা শুরু করলো ! সুমনও ঠিক তার পাশে পাশে হাটতে লাগলো ! ফারিয়া অনেক দিন পর সুমনে চোখে আবারও সেই আনন্দ দেখতে পেল ! আশ্চার্য ছেলেটি এখনও ওকে ভালবাসে ! ঠিক আগের মতই !



এখনও মাঝে ফারিয়ার মনে একটা প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায় ! সেদিন যদি সুমনের ভালবাসায় সাড়া দিতো আজকে কি ওর জীবন টা অন্য রকম হত ?

ইফতেখার এমনিতে ভাল তবে ওর কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকে । ফারিয়ার দিকে তাকানোর তার সময় কোথায় ? অন্য দিকে একটা ছেলে যে জানে ফারিয়া কোন দিন তার হবে না তবুও তাকে ভালবাসে ! আসলেই আশ্চর্য মানুষের জীবন !

-কি হল জবাব দিলেন না ?

-জানি না ! কখনও ভাবি অন্য কাউকে বিয়ে করবো !



ফারিয়া আবারও সেই কষ্ট টা যেন দেখতে পেল সুমনের চোখ । সেই পুরানো কষ্ট !

কষ্ট গুলো বদলায় না । একই রকম রয়ে যায় ! একই রকম ভাবে পীড়া দেয় মানুষ কে !



মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ সকাল ১১:৫৯

আম্মানসুরা বলেছেন: সুমনের মতন গাধা মানব কি আদৌ আছে?

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫০

অপু তানভীর বলেছেন: কেন এখানে গাধার কি হইলো ! সে হইলো মহান পাব্লিক ! ;);)

২| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:০২

ভুং ভাং বলেছেন: ভালা পাইলাম।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫০

অপু তানভীর বলেছেন: :) :)

৩| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:১১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :(
দুঃখের গল্প পড়তে ভাল লাগে না।

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫১

অপু তানভীর বলেছেন: আমার দুঃখের গল্প লিখতে মন চায় না !

৪| ০৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩০

মামুন রশিদ বলেছেন: মানুষের এত কষ্ট দেখতে যাওয়ার দরকার কি!

০৫ ই মে, ২০১৪ দুপুর ১:৫১

অপু তানভীর বলেছেন: আসলেই কোন দরকার নেই ! :(:(

৫| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

নিয়ামুল ইসলাম বলেছেন: একটা গাধা, দুনিয়াটা স্বপ্ন না বাস্তব। /:) /:)

০৫ ই মে, ২০১৪ রাত ৮:৩৩

অপু তানভীর বলেছেন: আমার গল্প তো স্বপ্নই ! বাস্তবে কই পাইলেন ;);)

৬| ০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

ডট কম ০০৯ বলেছেন: আমি সুমন হইতে চাই। দারুন প্লট তবে বিয়ের তিন বছরেও কোন বাচ্চা কাচ্চা নাই এইটা কিছু হইল লেখক সাহেব।

;)

০৫ ই মে, ২০১৪ রাত ৮:৩৩

অপু তানভীর বলেছেন: আমিও এইটা নিয়া ভাবতাছিলাম । তবে কইছি না, ইফতেখার সাহেব ব্যস্ত মানুষ ! বুঝেনই তো ;);)

৭| ০৫ ই মে, ২০১৪ রাত ৮:৫০

রেইন ম্যান বলেছেন: ইফতেখার সাহেবের জন্য দুঃখ হচ্ছে ।লোকটা ত ভালো । কোন দোষ নাই ।কিন্তু বউ তো কিছু দিনের মধ্যে পলাইব ।বেচারা ।

০৫ ই মে, ২০১৪ রাত ৯:৩৩

অপু তানভীর বলেছেন: নাহ ! পালাবে বলে তো মনে হচ্ছে না !
আবার পালাইতেও পারে ! বউদের মতিগতি কিছু বলা যায় না ! ;););)

৮| ০৫ ই মে, ২০১৪ রাত ৮:৫৭

আমি সাদমান সাদিক বলেছেন: গল্পে ভাল লাগা রইল :) :)

০৫ ই মে, ২০১৪ রাত ৯:৩৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু ! :):):)

৯| ০৫ ই মে, ২০১৪ রাত ১০:০৮

সচেতনহ্যাপী বলেছেন: ! কিন্তু দিন যাওয়ার সাথে সাথে বুঝতে শিখলো সুমনের চোখের লুকানো কষ্টের ভাষা ! ছেলেটার জন্য খানিকটা মায়াই লাগতো ! আর মায়াই বোধহয় আমাকে পাইয়ে দিয়েছিল বাগানের সেরা গোলাপটি।।শত যত্নেও আগলে রাখতে পারলাম না।।

০৫ ই মে, ২০১৪ রাত ১০:৩১

অপু তানভীর বলেছেন: :( :( :(

কেন ?

১০| ০৫ ই মে, ২০১৪ রাত ১১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভিন্ন শিরোনামের গল্প দেইখাই গল্পে প্লাস দিসি। বুকমার্ক করলাম। পরে আইসা আবার পড়ুম নে। B-) :D :P

০৬ ই মে, ২০১৪ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: উকে !
তয় শিরোনাম ভিন্ন হইলেও কাহিনী একই ;)

১১| ০৬ ই মে, ২০১৪ রাত ১২:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: @ অপু- আমার লেখার কোথাও তার জবাব আছে।।

০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৩৩

অপু তানভীর বলেছেন: আমি সেই ধরে না রাখতে পারার কারন টা জানতে চেয়েছি ! :(

১২| ০৬ ই মে, ২০১৪ সকাল ৭:১৪

তাসজিদ বলেছেন: কত্ত কত্ত প্রেম B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৬ ই মে, ২০১৪ দুপুর ২:৩৩

অপু তানভীর বলেছেন: জীবনে প্রেম ছাড়া আর কি আছে ;):)

১৩| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

ডট কম ০০৯ বলেছেন: পাচবার হানিমুন করার পরে ব্যাস্ততার অযুহাত দিলে পাঠক মানলেও আমি মানতাম না। হে হে হে

এরপরের নায়কের যেন এইরাম ব্যাস্ততা না থাকে। হা হা হা।

০৬ ই মে, ২০১৪ রাত ১০:১৯

অপু তানভীর বলেছেন: পাঁচবারই যে সে তার জামায়ের সাথে এসেছে এমন কুনো মানে কিন্তু নাই ;););)

দেখা যাক কিছু হয় নাকি এইবার :P :P :P

১৪| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: @অপু- মূল কারন আমার হিসাবে আজকের প্রতিষ্ঠা ছিল না তখন। ছিল শুধু একটা পরিচয়..........।।আর ওরা ছিল প্রতিষ্ঠিত, তাই ছোট্ট একটি নাটক মঞ্চস্থের নামে সব মুহুর্তেই বিনাশ হলো।।

০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: :( :( :(

১৫| ০৭ ই মে, ২০১৪ দুপুর ২:০১

বটবৃক্ষ~ বলেছেন: রেইন ম্যান বলেছেন: ইফতেখার সাহেবের জন্য দুঃখ হচ্ছে ।লোকটা ত ভালো । কোন দোষ নাই ।কিন্তু বউ তো কিছু দিনের মধ্যে পলাইব ।বেচারা ।

=p~ =p~ =p~

০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩১

অপু তানভীর বলেছেন: :D :D :D

১৬| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাগ্য ভাল সুমন সাইকো ছিল না!

০৮ ই মে, ২০১৪ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: তাইলে তো ভালবাসার গল্প না, হইতো সাইকো গল্প ! সেইটা লেখার কাজ আপনার, আমি আবার সেইটা পারি না :):):)

১৭| ১০ ই মে, ২০১৪ রাত ১০:০৪

আমি তুমি আমরা বলেছেন: তাও মিয়া ভাগ্য ভাল "ভাইয়া" ডাকে নাই। ভাইয়া ডাকলে কিসের বৃষ্টি আর কিসের সূর্যাস্ত ;) :P

১০ ই মে, ২০১৪ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮| ২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

দ্বীন মুহাম্মদ সুমন বলেছেন: অসাধারণ লিখেন আপনি। Just incredible awesome

২০ শে মে, ২০১৪ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :):):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.