নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ মুখপাত্র বদরুল ;)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

হন্তদন্ত হয়ে টিপু ঘরে ঢুকে দেখে মুখপাত্র বদরুল ভাই গম্ভীর হয়ে বসে আছে । সামনে তার আইফোন টা পরে আছে অবহেলায় । ঘরের ভিতর আরও কয়েকজন বসে আছে তবে কারই মুখে কোন কথা নেই । সবাই বেশ চিন্তিত । বেশ গম্ভীর !

-বদরুল ভাই !
মুখপাত্র বদরুল ভাই ফিরে চাইলো ! তার মুখটা বেশ চিন্তিত । অনেক দিন থেকেই তাদের আয়-রোজগার নাই । মন মেজাজ ভাল থাকে কিভাবে ?
বদরুল বলল
-কি খবর টিপু ?
-ভাই খবর খুবই ভাল !
খুবই ভাল শুনে বদরুলের মুখ টা উজ্জ্বল হয়ে উঠলো । টিপুর দিকে অগ্রহ নিয়ে তাকিয়ে রইলো কিছু আশার বানী শোনার জন্য ।
টিপিু বলল
-ভাই খবর পজেটিভ ! আপিলের রায়ে ফাঁসি বহাল থাকছে না !
-সোর্স ?
-একেবারে পাক্কা ! কোন ভুল নেই !
-ঠিক তো ?
-কেন ভাই আগেরটার যে খোজ এনে দিয়েছিলাম সেই টা কি ভুল হয়েছিল বলেন ?

বদরুলের মুখে একটা হাসির রেখা দেখা দেয় । দেশের মানুষের কাছে তাদের গ্রহনযোগ্য নিয়ে অনেক আগে থেকে প্রশ্ন উঠেছে । মানুষ আর ওদের দিকে নজর দিতে প্রস্তুত না । অন্য দিকে একের এক ফাঁসির রায় হচ্ছে । তারা আন্দোলনের সুযোগ পাচ্ছে না ! আরে যদি ফাঁসির রায় হয়েই যায় তাহলে তারা আন্দোলন করবে কি নিয়ে !

তবে মনে হচ্ছে এবার আরেকটা ইস্যু খুজে পাওয়া গেছে । আগামী কালই আরেকটা রায় আসতেছে ! এবার যদি আবার মাঠ গরম করা যায় !

বদরুল সবার উদ্দেশ্য বলল
-তা হলে বন্ধুরা আমাদের হাতে আবারও সময় এসেছে । আগেরটা আমরা ভাল করে কাজে লাগাতে পারি নাই । আশা করি এবার আমাদের সুযোগ টা কাজে লাগাবো !
-কি কি করতে চান !
একজন বলে উঠলো !

-সবার প্রথমে আমাদের দরকার ব্যানার ! কারন রায় পেয়ে, ব্যানার বানাতে বানাতে অনেক সময় পার হয়ে যাবে । আমাদের হাতে এতো সময় নাই মনে হয় । রায় পাওয়ার সাথে সাথে আমরা ব্যানার নিয়ে মাঠে নেমে যেতে চাই !

আরিফ, তুমি এখনও প্রেসে চলে যাও ! গোটা দশেক ব্যনার বানিয়ে ফেলো !
আরিফ বলল
-কি লিখবো ভাই বলে ?
-আরে এসব কি আমাকে বলে দিতে হবে না কি । বড় করে কয়েক জায়গায় লিখবে আঁতাতের এই রায় মানি না মানবো না ! আরও কয়েক জায়গায় লিখবে এই আমলের সরকার, রাজাকারের পাহারাদার ।
মনে রেখো রেখা এগুলো এমন ভাবে লিখবে যেন সবার নজরে আসে । বিশেষ করে এই লাইন গুলো আর আমার নামটা !

আরিফ চলে গেল !

-এর পরে আসো আমরা মিশিল করবো ।
একজন বলে উঠলো
-স্যার ঝাড়ু মিশিল করলে কেমন হয় ?
-হুম ! সেই করা যেতে পারে ! আচ্ছা যাও তুমি তিনশ ঝাড়ুর অর্ডার দিয়ে ফেলো । আমাদের যেন সব কিছু হাতের কাছেই থাকে ।
-ভাই ! ৩০০ ! এতো লোক হবে তো ? পাবলিক তো আর আগের মত আসে না !
বদরুল ভাই কে আবারও কিছু টা সময় চিন্তিত দেখা গেল !
-আচ্ছা ঠিক আছে আপাতত ১৫০ টা ম্যানেজ কর !

-ভাই এরপর বেলুন উৎসব !
মুখপাত্র বদরুল একটু বিরক্ত হল ।
-কিসের ভিতর কি ?
-না মানে করেন আমাদের মনের লুকানো ক্ষোভ গুলো আমরা বেলুনের সাথে লিখে পাঠিয়ে /দিলাম !
-হুম ! ভাল আচ্ছা এই টা এখন না ! এইটা দুদিন পরে করা যাবো ! তবুও তুমি কথা বার্তা বলে কয়ে রাখও !
-আচ্ছা ভাই কোন বেলুন আনবো !
মুখপাত্র বদরুল চোখ পাকিয়ে বলল
-বোঝো না কোন টা আনতে হবে ! ফাজিল কোথাকার !
সে চলে গেল !

মুখপাত্র বলল
-এবার আমাদের আরেকটা কাজ হবে মাইকের ব্যবস্থা করা । এমন ভাবে মাইক লাগাতে হবে যেন পুরো এলাকা আমাদের কথা শুনতে পায় ! ঠিক আছে । এবং এখন থেকেই লাগাতে হবে ! আমরা আগেই মাঠ দখল করতে চাই !
-আচ্ছা ভাই । কোন সমস্যা নেই আমি ব্যাবস্থা করছি !

আরেকজন চলে গেল !


-আর শোন এখনই সবাইকে এখনই অনলাইনে একটিভ হতে বল । বেশ বড় বড় কিছু স্টাটাস লিখে রেডি রাখতে বল । রায় হওয়ার সাথে সাথে প্রতিবাদী সেই স্টাটাস গুলো সবার ওয়ালে ওয়ালে চাই আমি । ঠিক আছে ?

সবাই মাথা নাড়ালো !

-আরও একটা কথা । গতবার আমরা অভিশাপ দেওয়ার অনুষ্ঠান করেছিলাম । মানুষজন বেশ হাসিহাসি করেছিল । এবার এমন কিছু করা যাবে না !
-ভাই এবার এসএমএসের প্রক্রিয়া করলে কেমন হয় ?
-এসএমএস মানে ?
-না মানে, আমরা বললাম আর কি আপনারা যদি মনে করেন এই রায় আপনাদের মন মত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, তাহলে ইয়েস লিখে এসএমএস করুন এই নাম্বারে ! নয়তো নো লিখে এসএমএস করুন ! একটা মোবাইল কোম্পানির সাথে কথা বললেই হয়ে যাবে !
-ব্যবাস্থা করা যাবে ?
-যাবে ভাই ! আপনি কেবল বলেন ! দেখেন ব্যবস্থা করে ফেলি !
-আচ্ছা ! দেখ তাইলে । আমার বদিকে বল আমার ভাষের স্পীচ তৈরি করতে । একটু যেন জ্বালাময়ী হয় ! ঠিক আছে ।



অনেক দিন পরে আবার মেসের এই ঘর টা কর্ম ব্যস্ত হয়ে উঠলো । আনেক দিন পরে সবাই আজকে খুব ব্যস্ত ! দেখা যাক সামনে কি হয় !



######
পরদিন সকালে সবাই সব কিছু নিয়ে প্রস্তুত । কেবল মাত্র রায় পড়া শেষ হলেও বদরুল এবং তার দলবল মিশিল নিয়ে ঝাপিয়ে পড়বে । মাইক প্রস্তুত । সেই রাত থেকে সেখানে নানান অনুষ্ঠান প্রচার করা হচ্ছে । মঞ্চের এক পাশে রেডি রাখা হয়েছে ২০০টার মত ঝাড়ু । সাথে সাথে গোটা বিশেক ব্যানার/ফেস্টুন রেডি রাখা হয়েছে । যদিও লোক সমাগোম এখনও খুব বেশি হয় নাই । কোন সমস্যা নেই । যা আছে এটা দিয়েই হবে । কয়েকটা টিভি সাংবাদিককেও দেখা যাচ্ছে ।

সবাই মোবাইল কিংবা ল্যাপটপে স্টাটাস লিখে বসে আছে । মুখপাত্র বদরুলের ভাষনের স্পীচ টা তার পকেটে ! গতকাল রাত থেকে সে কয়েকবার সেটা প্রাকটিসও করেছে ।
বদরুল আর দেরি সহ্য করতে পারছে না । ভাবতে ভাবেতেই সেই পুরানো দিনের কথা মনে পরে গেল । আহা ! আগে মানুষজন তাকে কত সম্মানই না করতো এখন কেউ তাকে ঠিক মত পোসেও না !


সব প্রস্তুতি সম্পমন্ন রায় পরা শুরু হয়েছে । টিভিতে লাইভ দেখাচ্ছে ।
এই তো এখন সাংবাদিক বের হয়ে আসবে !

বদরুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে । সাথে সাথে সে ভাষনের জন্য প্রস্তুতি নিচ্ছে । এই তো ব্রেকিং নিউজ দেখাচ্ছে টিভির স্ক্রিনের নিচে !


"মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজাকার কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখেছে আপিল বিভাগ !

বহাল !!!

সঙ্গে সঙ্গে সাংবাদিকরা বদরুল কে ঘিরে ধরলো !
-মুখ পাত্রসাহেব রায়ে আপনার অনুভুতি কি ?

বদরুলের চোখ তখন টিপুকে খুজে বেরাচ্ছে । কাছে পেলে তাকে চিবিয়ে খাবে ! এদিক ওদিক তাকাতে তাকাতে মুখপাত্র বলল

-রায়ে আমরা সন্তুষ্ট !




বিঃদ্রঃ জীবিত মৃত কিংবা অর্ধ মৃত কোন ব্যক্তি কিংবা ঘটনার সাথে এই গল্পের কোন মিল নেই । যদিও বা মিল পাওয়া তা কাকতালীয় ব্যাপার মাত্র ! ;)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

আজমান আন্দালিব বলেছেন: হাহাহ..মুখপাত্র বদরুলের জায়গায় মুখপাত্র কামরান বসিয়ে দিলাম!

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: আসলেই এই নাম টা দিলেই মনে হয় ভালা হইতো ! একেবারে মানাইতো :D :D :D

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লেগেছে ভ্রাতা :)

শুভকামনা :)

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: হে হে হে ! ভাল যখন লেগেছে তখন .....

থাক কইলাম না. বুইঝা লন ! ;);)

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



অপু ভাই আপনার গল্পের ধারার এই পরিবর্তন খুব ভাল লাগল +++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: আর কত প্রেমের গল্প লিখবো বলেন ভাই ! দেখি আপাতত কিছু লিখি তারপর আবার শুরু করা যাইবে ! :):):)

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:১৫

রহস্যময়ী কন্যা বলেছেন: এই গল্প লিখে আপনার অনুভূতি কি??

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: আমি সন্তুষ্ট B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.